Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

woman

Watgunge: 'বুক আছে পেট নেই, পা আছে, পায়ের পাতা নেই', নেপথ্যে প্রতিহিংসা নাকি প্রেমঘটিত কারণ?

মঙ্গলবার দুপুরে ওয়াটগঞ্জের কলকাতা পোর্ট ট্রাস্টের একটি পরিত্যক্ত গোডাউনে প্লাস্টিকের মধ্যে মহিলার দেহাংশ উদ্ধার হয়। দেহের মাথা থেকে বুক এবং কোমর থেকে পা মিললেও পেট, দুই পায়ের পাতা এবং দুই হাত এখনও উদ্ধার করা যায়নি। খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পার হলেও এখনও মহিলার দেহ সনাক্ত করা যায়নি। বুধবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ওয়াটগঞ্জ থানার পুলিসের তরফে।

প্রসঙ্গত, অন্যান্য থানায় কোনও মিসিং রিপোর্ট দায়ের হয়েছে কিনা তাও খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজও শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিস। দেহাংশের হদিশ পেতে স্নিফার ডগও আনা হয় ঘটনাস্থলে। ফরেন্সিক বিশেষজ্ঞরাও দেহাংশের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। ইতিমধ্যে পরিত্যক্ত গোডাউনটিতে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে ওয়াটগঞ্জ থানার তরফে।

যে প্লাস্টিকের মধ্যে মুড়ে দেহাংশ ফেলে আসা হয়েছিল তার ভিতর থেকে ভারী ইট উদ্ধার হয়েছে। যা থেকে পুলিসের প্রাথমিক অনুমান, মহিলার দেহাংশ জলাশয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে আততায়ী। তবে পোর্ট এলাকা জনবহুল হওয়ায় তা সম্ভব হয়নি। বুধবার দুপুরে এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহাংশের ময়নাতদন্ত হয়। দেহাংশের ময়নাতদন্তের রিপোর্টের পরই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে, অনুমান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকদের। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করবে লালবাজার। এ ঘটনায় ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং ২০১ ধারায় তথ্য প্রমাণ লোপাটের মামলা রুজু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিস।

3 weeks ago
Arambagh: ছেলেকে চোর সন্দেহ, মাকে থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক ‘মার’, ক্ষিপ্ত খানাকুল

সন্দেশখালিকাণ্ডে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য়। তার মাঝেই এবার চাঞ্চল্য় ছড়িয়েছে আরামবাগের একটি ঘটনায়। সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতনের মধ্য়েই পুলিসি নির্যাতনের অভিযোগ উঠেছে আরামবাগের খানাকুলে। অভিযোগ, মিথ্যা চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ অমানবিক অত্যাচারের অভিযোগ স্থানীয় পুলিস ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে। ফলে শনিবার সকাল থেকেই উত্তাল হয়ে রয়েছে আরামবাগের খানাকুলের মালঞ্চ এলাকা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকায় খানাকুল থানার পুলিস ফাঁড়ির পাশেই আছে একটি প্রাইমারি স্কুল। সেখানেই পড়াশোনা করে অত্যাচারিত ওই গৃহবধূর নাবালক ছেলে। অভিযোগ, কয়েকদিন আগে ফাঁড়ির বড়বাবু তুষার মণ্ডলের একটি সোনার ব্রেসলেট হঠাৎ হারিয়ে যায়। আর সেই ঘটনায় ওই পুলিস আধিকারিক নির্যাতিতা গৃহবধূর শিশু শ্রেণিতে পড়া ছেলেকে সন্দেহ করেন। 

এরপর সেই ব্রেসলেট ফিরিয়ে দেওয়ার জন্য ওই গৃহবধূকে জোর করা শুরু করেন ফাঁড়ির বড়বাবু তুষার মণ্ডল। ওই গৃহবধূ কোনও গহনা নেয়নি বলে বারংবার জানালেও কোনও কথা শোনেননি ওই পুলিস অফিসার বলে অভিযোগ। তারপর ব্রেসলেট ফেরত পেতে ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে বুধবার তিনটে নাগাদ তুলে নিয়ে যাওয়া হয়। রাত ২ টো নাগাদ অর্ধমৃত অবস্থায় ওই গৃহবধূকে বাড়িতে দিয়ে যায় অভিযুক্ত তুষার মণ্ডল নামের ওই আধিকারিক বলে অভিযোগ। এমনকি ওই নির্যাতিতার চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হয় বলেও অভিযোগ। এত নিষ্ঠুরভাবে অত্য়াচার করা হয়েছে যে চিকিৎসা করানোর জন্য ওই নির্যাতিতাকে ১ হাজার টাকা দেওয়া হয়েছে। 

নির্যাতিতা জানিয়েছেন, তাঁর সঙ্গে ওই পুলিস আধিকারিক অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। অকথ্য় ভাষায় কথা বলা থেকে মারধর করা। নির্যাতিতা আরও জানান, 'কিছুই জানি না যে কে ওনার ব্রেসলেট কুড়িয়ে পেয়েছে। বারংবার বলা সত্ত্বেও তিনি আমাকে নিস্তার দেননি। প্রচুর মারধর করেছেন। এরপর আর কিছু জানি না, আমার কোনও জ্ঞান ছিল না। জ্ঞান ফিরেই দেখি আমি নার্সিংহোমে।' 

ইতিমধ্যেই অত্যাচারিত ওই গৃহবধূর মা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই পুলিস অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পরিবার পরিজনের অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে একজন পুরুষ পুলিস কর্মী কীভাবে একজন মহিলাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতে পারে? তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে পুলিসের এই নির্মম অত্যাচারে আতঙ্কিত এবং ক্ষিপ্ত হয়ে রয়েছে গোটা গ্রাম। 

2 months ago
Birbhum: ১০৩ বছর বয়সে মৃত্য়ু বীরভূমের এক বৃদ্ধার ঢাক-ঢোল নিয়ে শ্মশান যাত্রা নাতিদের

জন্ম যখন আছে তখন মৃত্য়ু অনিবার্য। তাই বয়সকালে মৃত্য়ুটাকে অনেকেই ভবিতব্য় বলে মেনে নেয়। এমনি এক ঘটনার ছবি ধরা পড়ল সিএন-এর ক্য়ামেরায়। সেখানে দেখা গিয়েছে ঢাক-ঢোল, বাজনা বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে ১০৩ বছরের বৃদ্ধাকে। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লিকপুর পঞ্চায়েতের আড্ডা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সিউরি শহরের পথ চলতি মানুষ হঠাৎ শুনতে পান গান, বাজনার শব্দ। আর তা শুনে দৌড়ে দেখতে যান কী হচ্ছে? দেখলেন, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের সময় দেখা যায় হরিনাম সংকীর্তন ইত্যাদির মাধ্যমে তাঁদের শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঢাক ঢোল পিটিয়ে শশ্মান যাত্রা দেখে ঘাবড়ে যান মানুষ। ১০৩ বছর বয়সী ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করতে নাতিদের এই আয়োজন।

3 months ago


Habra: অক্সিজেন মাস্ক পরে ধূমপান করতে গিয়ে মুখ পুড়ল মহিলার, প্রশ্নের মুখে হাবড়া হাসপাতাল

অক্সিজেন মাস্ক পড়ে হাসপাতালের বেডে বসে ধূমপান। আগুনে মুখ পুড়ল মহিলার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে হাবড়া হাসপাতালে। সূত্রের খবর, বেডে বসে অক্সিজেন মাস্ক পরে ধূমপান করছিলেন তিনি। সেই সময় আগুনে মুখ পুড়ে যায় তাঁর। ঘটনাকে ঘিরে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 

জানা গিয়েছে, ঠান্ডায় শ্বাসকষ্ট জনিত সমস্যায় নিয়ে হাবড়া হাসপাতালে ভর্তি ছিলেন হাবড়ার হাটথুবা ঘোষপাড়া এলাকার বাসিন্দা অরুণা অধিকারী। পরিবার সূত্রে জানা যায়, আহত অরুণা অধিকারীর ধূমপানের নেশা ছিল। তাই তিনি হাসপাতালে বেডে অক্সিজেন মাস্ক পড়া অবস্থায় বিড়ি ধরিয়েছিলেন। সেই বিড়ির আগুন লেগে নিমেশে পুড়ে যায় ওই মহিলার মুখ। পাশের বেডের রোগীরা আগুন দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে ছুটে আসেন কর্তব্যরত নার্সরা। এরপর আশঙ্কাজনক অবস্থায় সোমবার ওই মহিলাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

হাসপাতাল বেডে বিড়ি বা দেশলাই পৌঁছলো কী করে বা একজন রোগী হাসপাতাল বেড়ে বসে ধূমপান করে কীভাবে? তাই হাবড়া হাসপাতালের বিরুদ্ধে উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। তবে এই ঘটনা নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীরা।

3 months ago
Asansol: উদ্ধার তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য় সালানপুরে

অর্ধনগ্ন তরুণীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আসানসোলের সালানপুর থানার গোলকুন্ডা সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ওঠে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ। বৃহস্পতিবার ভোরে ওই তরুণীর মৃতদেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত মেয়েটির নাম মিঠু রায় (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস যাওয়ার পর পুলিসকে কেন্দ্র করে শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মিঠু পিকনিক করতে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বেরোন। কিন্তু বিকেল পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোক খোঁজ করতে শুরু করে। এরপর এদিন ভোরে গোলকুন্ডা সংলগ্ন জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় পুলিসকে। সালানপুর থানা ও সামডি ক্যাম্প এর পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় পাঠায়। 

এলাকার মানুষের অভিযোগ, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটের জন্য় তাঁকে ফেলে দেওয়া হয়। তবে কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্তে নেমেছে পুলিস। 

4 months ago


Narendrapur: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মহিলাকে, পলাতক অভিযুক্ত যুবক

প্রেমের প্রস্তাব অস্বীকার করায় বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা যুবকের৷ মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হন ওই মহিলার মা৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে৷ লোকজন নিয়ে এসে পাল্টা মারধর করার অভিযোগ অভিযুক্তদের৷ ঘটনাকে ঘিরে অভিযোগ দায়ের করা হয় নরেন্দ্রপুর থানায়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

নির্যাতিতা ওই মহিলা জানান, বাপ্পা গুছাইত নামে অভিযুক্ত ওই যুবক তাঁর স্কুল জীবন থেকেই তাঁকে বিরক্ত করত৷ ইদানীং কাজে আসার-যাওয়া পথে ফোন নম্বর চাইত ও কুপ্রস্তাব দিত বলে অভিযোগ৷ বিষয়টি অস্বীকার করায় নির্যাতিতাকে কাঠারি ও পিস্তল দিয়ে ভয় দেখাত বলেও অভিযোগ৷ 

অভিযোগ, বুধবার কাজ সেরে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ওই যুবক নির্যাতিতা ওই মহিলার পিছু নিয়ে তাঁর বাড়িতে জোর করে ঢুকে পড়ে।তারপর তাঁর জামাকাপড় ধরেও টানাটানি করে বলে অভিযোগ৷ এরপর মেয়েকে বাঁচাতে মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়৷ চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে প্রাণ বাঁচায় নির্যাতিতা ওই মহিলার বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ 

এলাকার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত বাপ্পা গুছাইত এলাকার অধিকাংশ মেয়েকে প্রায়ই বিরক্ত করত৷ মেয়েদের পছন্দ হলেই তাঁদের ফোন নম্বর চাইত এবং তা না পেলে বিরক্ত করার পরিমাণ আরও বাড়ত৷  

5 months ago
Anandapur: গাড়িতে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে

তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। সম্পর্ক জোড়া লাগানোর নাম করে গাড়িতে তুলে ধর্ষণ করে তরুণীকে। ঘটনাটি ঘটেছে সোমবার আনন্দপুরে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।

জানা গিয়েছে, ওই তরুণী আসানসোলের বাসিন্দা। পড়াশোনার জন্য তিনি কলকাতায় এসেছিলেন। দেড় বছর আগে বেহালার বাসিন্দা ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। ৬ থেকে ৭ মাস তাঁদের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে তাঁদের সম্পর্ক ভেঙেও যায়।

তরুণীর অভিযোগ, সোমবার সকালে ওই যুবক ফোন করে তাঁকে দেখা করতে বলেন। যুবক বলেন, পুরোনো সম্পর্ক আবার মিটমাট করে নেওয়া হবে। সোমবার বিকেলে ওই যুবক নিউ গড়িয়া আবাসনের যেখানে তরুণী ভাড়া থাকেন সেখানে গাড়ি নিয়ে যান এবং গাড়িতে তোলেন ওই তরুণীকে বলে অভিযোগ।

কলকাতা সংলগ্ন একাধিক জায়গায় লং ড্রাইভ সেরে আনন্দপুরের একটি জনশূন্য এলাকায় গাড়ি দাঁড় করিয়ে ওই তরুণ এবং তরুণী গল্প করছিলেন। সেই সময় তরুণীকে অজ্ঞান করা হয় বলে অভিযোগ ওই তরুণীর।হুঁশ ফিরলে তরুণী বুঝতে পারেন যে, যুবক তাঁকে বেহুঁশ করে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনার প্রতিবাদে আনন্দপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা যুব মোর্চার তরফ থেকে।

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবক রাজনৈতিক কোনও প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ।

5 months ago
Woman Deadbody: গঙ্গাসাগরের অতিথিনিবাস থেকে উদ্ধার মহিলার মৃতদেহ, পলাতক অভিযুক্ত পুরুষ সঙ্গী

গঙ্গাসাগরে একটি অতিথিনিবাস থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। ঘটনার পর থেকে পলাতক ওই মহিলার পুরুষ সঙ্গী। শনিবার সন্ধ্যায় কপিলমুনি মন্দিরের পিছনের অতিথিনিবাসের একটি ঘর থেকে পুলিস উদ্ধার করে বছর চল্লিশের ওই মহিলার মৃতদেহ। যদিও মৃত ওই মহিলার এখনও কোনও সঠিক পরিচয় পাওয়া যায়নি।

জানা গিয়েছে, গত শুক্রবার এক স্বেচ্ছাসেবী সংস্থার অতিথিনিবাসে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন মৃত মহিলা ও তাঁর পুরুষসঙ্গী। অতিথিনিবাসে নিমাই হালদার নামে পরিচয় দিয়েছিলেন ব্যক্তি। তারপর সেদিন সন্ধ্যায় অতিথিনিবাসের কর্মীরা যখন ঘর পরিষ্কার করতে যান, তখন ঘরে গিয়ে দেখে ওই মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিসকে। খবর পেয়ে পুলিস এসে ওই মহিলাকে সাগর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিসের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। 

রবিবার কাকদ্বীপে মহিলার মৃতদেহের ময়নাতদন্ত হয়। ইতিমধ্যে পুলিস একটি খুনের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃত ওই মহিলার পুরুষ সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিস।

5 months ago


Maldah: মাথায় চুল নেই, বাংলা-বিহার সীমান্তে মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে মালদহের চাঁচল থানার বাংলা বিহার সীমান্তবর্তী মায়াপুর গ্রাম এলাকার ঘটনা। সূত্রের খবর, শুক্রবার সকালে মরা মহানন্দা নদী থেকে উদ্ধার করা হয় ওই মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত ওই মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মহানন্দা নদীর পাশ দিয়ে যাওয়ার পথে স্থানীয়দের নজরে আসে ওই অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এরপর স্থানীয়রা খবর দেয় চাঁচল থানার পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়।

পুলিস সূত্রে খবর, মৃতদেহটি উদ্ধারের সময় মৃতদেহের কোমরে বাঁধা ছিল দড়ি। মাথায় চুল নেই। যদিও এই মৃতদেহটি কার এবং কোথা থেকে এলো তা নিয়ে তৈরী হয়েছে একাধিক দ্বন্ধ। তবে কেউ ওই মহিলাকে মেরে ফেলে দিয়েছে কিনা! নাকি অন্য় কোনও কারণ রয়েছে এর পিছনে সে বিষয়ে এখনও কিছুই জানা যায় নি। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই মহিলা ভারসাম্যহীন। ইতিমধ্য়েই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

5 months ago
Accident: কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পারাপার, বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্য়ু মহিলার

কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হল এক মহিলার। বৃহস্পতিবার সকালে ৮:৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ শিয়ালদাহ শাখার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম শর্মিলা প্রামানিক (২৭)৷ চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় একটি প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের কাজ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রক্ত সংগ্রহের কাজে বেরিয়েছিলেন শর্মিলা প্রামানিক। ঠাকুরনগর স্টেশনের ডাউন লাইন ধরে কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন তিনি। সেই সময় ডাউন লাইনে ট্রেন চলে আসায় আপ লাইনের উপর উঠে পড়ে শর্মিলা প্রামানিক৷ আর তখনই আপ লাইনে আসা কলকাতা খুলনা গামী বন্ধন এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে পড়েন তিনি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি হেডফোন।

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, কানে হেডফোন থাকার কারণে অনেক মানুষ চিৎকার করে সচেতন করার চেষ্টা করলেও ওই মহিলা শুনতে পাননি। যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষের তরফে বারংবার রেলপাড়ের বাসিন্দা এবং রেল যাত্রীদের সতর্কভাবে যাতায়াত করতে বলা হয়েছে। তা সত্ত্বেও অসচেতনার কারণে একাধিক দুর্ঘটনা ঘটে। 


5 months ago


Body: বাড়ির উঠোনে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ, ঘটনার তদন্তে পুলিস

বাড়ির উঠোনে উদ্ধার হল মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার তোরিয়াল পঞ্চায়েতের লতিপুর গ্রামে। পুলিস সূত্রে খবর, মৃতার নাম পার্বতী দাস। তিনি তোরিয়াল হাইস্কুলে রাধুনীর কাজ করতেন। স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা পার্বতী দাসের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন গুরুতর জখম অবস্থায় উঠোনে পড়ে রয়েছেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে মৃত্য়ু হয় তাঁর। এরপর খবর দেওয়া হয় চাকুলিয়া থানার পুলিসকে। খবর পেয়ে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। 

পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই খুনের পিছনে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস।

5 months ago
Nadia: কুসংস্কার মানতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার, তদন্তে পুলিস

বর্তমান সময়ে যখন চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে ভারত, মুঠোফোনে গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। ঠিক এই সময়ে কুসংস্কারে আচ্ছন্ন বাংলার ছবি প্রকাশ্যে এলো। কুসংস্কার মানতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল ৬৫ বছর বয়সি এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার কাশ্যপ পাড়াএলাকায়। পরিবার সূত্রে খবর, নতুন কাপড় আগুনে না দিয়ে পোড়াতে নেই, এমনই কুসংস্কার মানতেন বৃদ্ধা কাজল রানী দাস। নতুন কাপড় কিনে আগুনে পোড়াতে গিয়েই ঘটে বিপত্তি। ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিস।

জানা গিয়েছে, নতুন কাপড়ে আগুন লাগাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই আগুন চোখের নিমেষে নিজের গায়ের শাড়িতে লাগে। এরপর ছড়িয়ে পড়ে বৃদ্ধার গোটা শরীরে। তড়িঘড়ি ছেলে সুরজিৎ দাস আগুন নিভিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কাজল রানী দাসের। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে পুলিস। তবে বর্তমান সময়ে এই ধরনের কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে এখনও বাংলার মানুষ। কবে এই কুসংস্কার এর হাত থেকে মুক্ত হবে বাংলা? এই প্রশ্নই বারবার উঠে আসছে।

6 months ago
Dengue: ফের শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার

ফের শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। এবার কলকাতার পুরসংস্থার ১০৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু হল। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম মামনী নস্কর (৪৫)। সন্তোষপুরের ৪৭, জনতা রোডের বাসিন্দা। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তাঁকে ১৮ অক্টোবর বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অর্থাৎ ১৯ তারিখ বিকেল সাড়ে পাঁচটার সময় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়। 

মৃতার ছেলে জানিয়েছেন, তাঁর মায়ের কোনও রোগ ছিল না। তবে কিছুটা সুগার ছিল। মোটামুটি সুস্থই ছিলেন তাঁর মা মামনী নস্কর। তবে পঞ্চমীর দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে আর তারপরেই তাঁর মৃত্যু হয় বলে জানায় তাঁর ছেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী ১০৪ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত এই রোডে ঘরে ঘরে বেড়েছে ডেঙ্গি বাড়বাড়ন্ত। আসের পাশের বাড়িতে অনেক লোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নিয়মিত ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে পৌর কর্মীরা স্প্রে করছেন। সব কিছু ব্যাবস্থা গ্রহণ করছে কলকাতা পৌর সংস্থা। কিন্তু তারপরেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে যখন মানুষ পুজোর আনন্দ উপভোগ করতে ব্যস্ত ছিলেন। তখন শহরে ডেঙ্গি বাড়বাড়ন্ত এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে দাবি সাধারণ মানুষের।

6 months ago


Nadia: হরিণঘাটার জঙ্গল থেকে উদ্ধার এক মহিলার পচাগলা মৃতদেহ, আটক এক ব্যক্তি

জঙ্গল থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দুগ্ধ প্রকল্পের একটি পরিত্যক্ত জঙ্গলে। খবর পেয়ে ঘটনাস্থলে হরিণঘাটার মোহনপুর পুলিস ফাঁড়ির পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় পাওয়া যাওয়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হরিণঘাটার ওই জঙ্গলে মৃতদেহটি ফেলতে গিয়েছিল এক ব্য়ক্তি। সেই সময় স্থানীয়রা দেখতে পেয়ে মোটরসাইকেল সহ ওই ব্যক্তিকে আটকায়। এরপর ওই ব্যক্তিকে আটকে রেখে খবর দেওয়া হয় মোহনপুর পুলিস ফাঁড়িতে। তারপর পুলিস এসে ওই ব্যক্তিকে আটক করে এবং মৃতদেহ উদ্ধার করে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় পুলিস সূত্রে।

পুলিসের অনুমান, দুই থেকে তিন দিন আগে ওই মহিলা মারা গিয়েছে। যদিও মৃতদেহ ফেলতে আসা ব্যক্তিকে আটক করেছে পুলিস।

6 months ago
Kamduni: কামদুনির পাশে এবারে নির্ভয়ার মা, জাতীয় মহিলা কমিশনের বৈঠকে মৌসুমী-টুম্পারা

কামদুনি কাণ্ডে (Kamduni Case) 'সুবিচার' পেতে দিল্লি এসেছেন মৌসুমী-টুম্পা সহ প্রতিবাদীরা, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বুধবার দিল্লি (Delhi) পৌঁছনোর পরই আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের কাছে স্মারকলিপি জমা দিলেন তাঁরা। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতীয় মহিলা কমিশনের অফিস যান তাঁরা। সেখানে গিয়ে জাতীয় মহিলা কমিশনারের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করেন তাঁরা। জানা গিয়েছে, রেখা শর্মা তাঁদের আশ্বস্ত করেছেন যে, পুজোর পর তিনি কামদুনি যাবেন ও জাতীয় মহিলা কমিশনের তরফেও প্রতিনিধি দল পাঠানো হবে সেখানে। এছাড়াও সেখানকার মহিলাদের নিরাপত্তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। এদিন জাতীয় মহিলা কমিশনারের সঙ্গে বৈঠকের পরই নির্ভয়ার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এর পরই আজ যন্তর মন্তরে ধরনায় বসেছেন নির্যাতিতার পরিবার।

বৃহস্পতিবার দিল্লি গিয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করেন মৌসুমী, টুম্পারা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। জাতীয় মহিলা কমিশনে স্মারকলিপি জমা করেন প্রতিবাদীরা। তাতে জানানো হয়, কীভাবে ২০১৩ সালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। এর পর দোষীদের কলকাতা হাইকোর্টে খালাস করে দেওয়া হয়। এসব সমস্ত কিছু লেখা রয়েছে স্মারকলিপিতে। এর পরই সাক্ষাৎ হয় নির্ভয়ার মায়ের সঙ্গেও। 'কামদুনি যাতে বিচার পায়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব। জাতীয় মহিলা কমিশনের কাছেও অনুরোধ করব', আশ্বাস নির্ভয়ার মায়ের।

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু এদিন রাজ্য সরকার এবং সিআইডি-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন কামদুনির নির্যাতিতার পরিবার। দ্রুত শুনানির জন্য আজ প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি মেনশন করা হবে বলে সূত্রের খবর।

7 months ago