Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

variant

Pirola: নতুন করে ভয় ধরাচ্ছে করোনার নতুন রূপ 'পিরোলা', কতটা ক্ষতিকারক এই ভ্যারিয়েন্ট

ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করনোর (CoronaVirus) নতুন রূপ। নয়া রূপে ফিরে আসছে কোভিড (Covid19)। সম্প্রতি বিএ.২.৮৬ (BA.2.86) নামের এই ভাইরাসের অস্তিত্বের সন্ধান পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। নতুন এই প্রজাতির ভাইরাস 'ওমিক্রন'-এরই আরেক রূপ। জানা গিয়েছে, নতুন এই 'ভ্যারিয়েন্ট'-এর নাম দেওয়া হয়েছে 'পিরোলা' (Pirola)। সূত্রের খবর, ডেনমার্ক, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ মোট ছটি দেশে এখন পর্যন্ত এই ভাইরাসের হদিশ এবং উপস্থিতি টের পাওয়া গিয়েছে।

Yale Medicine Report-এর প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই করোনার 'পিরোলা' রূপের সন্ধান মিলেছে। করোনার ওমিক্রনের এক্সবিবি.১.৫ (XBB.1.5) রূপের সঙ্গেও যদি তুলনা করা হয়, সেই নিরিখেও পিরোলার স্পাইক প্রোটিন কমপক্ষে ৩০ বার চরিত্র বদল করেছে। জানা গিয়েছে, এর আগে করোনার এই রূপ আমেরিকায় দাপট দেখিয়েছে। তাই করোনার পিরোলা রূপকে ঘিরেও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পিরোলা সম্পর্কে এখনও সম্পূর্ণ তথ্য জানা বাকি। এছাড়াও কতটা ক্ষতিকারক এই ভাইরাস, তা এখনও বোঝা যায়নি। ফলে করোনার এই রূপ নিয়ে গবেষণা করা হচ্ছে।

8 months ago
Covid Variant: নয়া রূপে হাজির কোভিড! নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট 'এরিস'

নতুন রূপে হাজির করোনা (Covid 19)। ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস, কিন্তু এবার অন্য রূপে। জানা গিয়েছে, ওমিক্রন তার জিনের বদল ঘটিয়ে নতুন এক উপপ্রজাতি তৈরি করেছে যার নাম 'এরিস' (ইজি.৫.১) (Eris)। আর এই মুহূর্তে করোনার এই নয়া রূপ দাপট দেখাচ্ছে ব্রিটেনে (UK)। ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি সূত্রে খবর, ব্রিটেনে প্রতি সাতজনের কোভিড আক্রান্তের একজনের শরীরে এই উপপ্রজাতির দেখা মিলেছে।

সূত্রের খবর, জুলাই মাসে প্রথম ব্রিটেনে ধরা পড়ে করোনার এই রূপ এরিস। তার পর থেকে যত সময় গিয়েছে, এর প্রভাবে সংক্রমণ বেড়েছে। বর্তমান রিপোর্ট অনুসারে, ব্রিটেনে এরিস আক্রান্তের হার ১৪.৬ শতাংশ। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণের হার অনেকটা বেড়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের মতোই এই প্রজাতিও দ্রুত মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। এরিস সংক্রমণেরও জটিল রোগ হওয়ার সম্ভাবনা আছে।

করোনার নয়া রূপ এরিসে আক্রান্তের শরীরে কী কী উপসর্গ দেখা দিতে পারে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এর বৈশিষ্ট্য নির্ধারণের প্রক্রিয়া চলছে এখনও। তবে শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা। আগের মতোই করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

9 months ago
Corona: নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা! কারা এই মুহূর্তে সতর্ক থাকবেন জানুন

দিল্লির করোনা (Delhi Corona) সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, উত্তরের এই রাজ্যের নতুন কোভিড আক্রান্তদের (Corona infection) ৯৮ শতাংশ করোনার XBB.1.16 উপরূপে আক্রান্ত। তাঁদের নমুনা পরীক্ষার পর এমনটাই জানা গিয়েছে বলে দাবি আইএলবিএস-এর অধিকর্তা এসকে সারিনের। তিনি জানান, এই উপরূপের খুব দ্রুত এক শরীর থেকে অপর শরীরে ছড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। যদিও করোনার এই উপরূপ খুব একটা প্রাণঘাতী নয়, এমনটাও জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৫০৯ জন নতুন করে করোনা আক্রান্ত। আর এই সারিনের মতো মেডিক্যাল বিশেষজ্ঞ এই দাবি করেন। এনডিটিভিকে চিকিৎসক সারিন বলেন, 'সংক্রমিতর সংখ্যা বেড়েছে কিন্তু মৃত্যু সেভাবে হয়নি। XBB.1.16 উপরূপে আক্রান্তদের মধ্যে সর্দি-কাশির মতো সাধারণ লক্ষণ লক্ষ্য করা গিয়েছে।'

তবে করোনা নতুন করে চোখ রাঙাতে শুরু করায়, বিশেষ কিছু মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মূলত কোমর্বিডিটি এবং স্থূল ব্যক্তিদের অতিরিক্ত সাবধানতা বজায় রাখা উচিৎ।

one year ago


Corona: নতুন বছরে চিনে শিখর ছুঁতে পারে দৈনিক মৃত্যু! বেজিংয়ের কোভিড তথ্য নিয়ে উদ্বেগে হু

ওমিক্রনের নতুন উপরূপ উদ্বেগের কারণ হতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কারণ চিনের করোনা পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে চলেছে! এমন আশঙ্কার কথা শোনাচ্ছে এক গবেষণা সংস্থা। ইংরাজি নতুন বছরে সে দেশে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এমনকি দৈনিক মৃত্যুও চিন্তার কারণ হতে পারে শি জিংপিং সরকারের। 

লন্ডনের এক গবেষণা সংস্থার দাবি, জানুয়ারির শেষ দিকে চিনে দৈনিক মৃত্যুর সংখ্যা ছুঁতে পারে ২৫ হাজার। ২৩ জানুয়ারি করোনায় মৃত্যুর হার শিখর ছুঁতে পারে। 

এদিকে, করোনার নতুন উপরূপে হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে চিনে। কোভিড তথ্য যাতে শি জিনপিংয়ের সরকার প্রকাশ করে, আশাপ্রকাশ করেছিলেন হু প্রধান টেড্রস গেব্রিয়েসাস। কিন্তু কোভিড তথ্য প্রকাশ বন্ধ করেছে বেজিং। এ নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেন হু প্রধান।

ইতিমধ্যে চিনফেরত যাত্রীদের উপর বিধিনিষেধ জারি করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া-সহ বিভিন্ন দেশ। চিনফেরত যাত্রীদের উপর এই নিষেধাজ্ঞা স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন হু প্রধানের।

one year ago
Center: শিয়রে সংক্রমণ, ছয় দেশের যাত্রীদেরর জন্য ভারত প্রবেশে কড়া বিধি আনছে কেন্দ্র

চিনে সংক্রমণ (Covid19) ছড়ানো করোনার নতুন উপপ্রজাতি যাতে ভারতে সংক্রামক না হয়, সেই লক্ষে কোভিড ঠেকাতে আরও কড়া পদক্ষেপ মোদী সরকারের (Modi Government)। অন্য দেশ থেকে যারা ভারতে নামছেন, তাঁদের ক্ষেত্রে আরও সাবধান হওয়ার নীতি গ্রহণ করছে কেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অবিলম্বে বিশ্বের ছয় দেশ থেকে ভারতে আসা যাত্রীদের উপর জারি হবে নতুন বিধি (Strict Restriction)। ওই দেশগুলি থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক করছে মোদী সরকার। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ রিপোর্টে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, গত ২ দিনে বিদেশ থেকে ভারতে আসা ৩৯ পর্যটকের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। ভারত মহাসাগর সংলগ্ন জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইল্যান্ড এবং সিঙ্গাপুরে করোনার সংক্রমণ বাড়ছে। পিটিআই জানিয়েছে, এই ৬টি দেশ থেকে আসা পর্যটক অথবা এই দেশ ঘুরে দেশে ফেরা যাত্রীরা নেগেটিভ রিপোর্ট নিয়েই ভারতে ঢুকবে আগামী সপ্তাহ থেকেই চালু হতে পারে এই নতুন নিয়ম।

চিনে সংক্রমণ (Covid19) ছড়ানো করোনার নতুন উপপ্রজাতি যাতে ভারতে সংক্রামক না হয়, সেই লক্ষে কোভিড ঠেকাতে আরও কড়া পদক্ষেপ মোদী সরকারের (Modi Government)। অন্য দেশ থেকে যারা ভারতে নামছেন, তাঁদের ক্ষেত্রে আরও সাবধান হওয়ার নীতি গ্রহণ করছে কেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অবিলম্বে বিশ্বের ছয় দেশ থেকে ভারতে আসা যাত্রীদের উপর জারি হবে নতুন বিধি (Strict Restriction)। ওই দেশগুলি থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক করছে মোদী সরকার।


সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ রিপোর্টে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, গত ২ দিনে বিদেশ থেকে ভারতে আসা ৩৯ পর্যটকের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। ভারত মহাসাগর সংলগ্ন জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইল্যান্ড এবং সিঙ্গাপুরে করোনার সংক্রমণ বাড়ছে। পিটিআই জানিয়েছে, এই ৬টি দেশ থেকে আসা পর্যটক অথবা এই দেশ ঘুরে দেশে ফেরা যাত্রীরা নেগেটিভ রিপোর্ট নিয়েই ভারতে ঢুকবে আগামী সপ্তাহ থেকেই চালু হতে পারে এই নতুন নিয়ম।


one year ago


Nabanna: করোনার উপপ্রজাতির শঙ্কা! এয়ারপোর্টে নজরদারি বাড়ানো-সহ গুচ্ছ নির্দেশ মুখ্যসচিবের

চিনে করোনার উপপ্রজাতির (Corona Sub Variant) বাড়বাড়ন্তে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। সেই উদ্বেগের আঁচ এসে পড়েছে নবান্নে। করোনার সংক্রমণ প্রতিরোধে নবান্নে (Nabanna Meet) ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। মুখ্যসচিবের তরফে জেলা প্রশাসনের কাছে একাধিক নির্দেশ গিয়েছে। নির্দেশিকা পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালগুলিকেও। এদিনের বৈঠকে ঠিক কী কী নির্দেশিকা জেলা শাসক এবং মেডিক্যাল কলেজের সুপারদের পাঠান মুখ্যসচিব? 

#জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কোভিড রোগী ভর্তির জন্য। জেলার হাসপাতালগুলিতে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

#হাসপাতালগুলিতে রাখতে হবে অক্সিজেন কন্সেন্ট্রেটর।

# প্রথম ধাপে রাজ্যজুড়ে ৩৮১৭টি কোভিড বেড প্রস্তুত রাখার নির্দেশ।

# করোনা পরীক্ষা বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে। সব ধরনের কিট যাতে প্রস্তুত থাকে, তাও নজর রাখতে বলা হয়েছে।

# সমস্ত জেলার সিএমওএইচ এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলির প্রিন্সিপাল দেরকে নির্দেশ।

# এখনো পর্যন্ত ২৬ শতাংশ মানুষ গোটা রাজ্যে বুস্টার ডোজ নিয়েছেন। টিকা নিতে অনীহা থাকায় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় টিকা দেওয়া বন্ধ ছিল।

# বুস্টার ডোজের জন্য যাতে টিকা পাঠানো হয়, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রককে চিঠি লিখছে স্বাস্থ্য দফতর

# টিকা এলে যাতে সমস্ত জায়গা থেকে তা দেওয়া যায়,তার জন্য পরিকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে প্রত্যেকটি হাসপাতালকে।

# চলতি সপ্তাহে যে যে হাসপাতালে মক ড্রিল হয়েছে,তার স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে।

# বিমানবন্দরে নজরদারি বাড়াতে নির্দেশ। 


one year ago
COVID: ভারতীয় এবং বিদেশী মিলিয়ে দু'দিনে ৩৯ জন সংক্রমিত! চোখ কপালে স্বাস্থ্য মন্ত্রকের

ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। চিনে নতুন করে কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শুধু চিন নয়, আমেরিকা,জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলেও করোনার কেস বাড়তে শুরু করেছে। ফের করোনার গ্রাফ ঊর্দ্ধগামী হতেই সজাগ হতে শুরু করেছে ভারতও। নতুন করে নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। প্রত্যেকটি বিমানবন্দরে করা হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আর তাতে করোনোভাইরাস ভারত এবং অন্য দেশের নাগরিক মিলিয়ে ৩৯ জন বিমানযাত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র মারফত খবর, চিনে কোভিড সংক্রমণ বাড়ার পরেই বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। আর তা শুরু হয়েছে মাত্র দু’দিন হয়েছে। আর তাতে মোট ৩৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। 

আগামী বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ইতিমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের নয়া সাবভেরিয়েন্ট বিএফ.৯ ধরা পড়েছে এই দেশেই। ফলে করোনার নতুন রূপ ভারতের জন্য কতটা বিপজ্জন হতে পারে, সেই নিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। চিকিত্‍সাবিজ্ঞানীরা প্রতিনিয়ত এই বিষয়ে সতর্কবার্তা দিচ্ছেন। উল্লেখ্য, জানা গিয়েছে, জানুয়ারি শেষে ভারতে বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা।

one year ago
Agra: তাজমহল প্রবেশে নয়া নির্দেশিকা আগ্রা জেলা প্রশাসনের, জানুন কী

করোনার নয়া প্রজাতি (Covid Variant) ওমিক্রন BF7- র দাপাদাপিতে আতঙ্কে চিন (China)। কড়া কোভিডবিধি লাগু পড়শি দেশে। যদিও এখনও পর্যন্ত এদেশে এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা হাতে গোনা। তাও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। তাই এবার এ বার তাজমহলে দর্শনার্থীদের জন্য কোভিডবিধি চালু করা হল। যেহেতু কেন্দ্র ইতিমধ্যে অঙ্গরাজ্যগুলোকে সজাগ ও সতর্ক থাকার বার্তা পাঠিয়েছে। তাই প্রিকশন হিসেবে এই পদক্ষেপ উত্তর প্রদেশ সরকারের  (Uttar Pradesh)।

জানা গিয়েছে, তাজমহলে ঢোকার আগে দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। পরীক্ষা পর রিপোর্ট দেখে তবেই দর্শনার্থীরা বিশ্বের অন্যতম এই ওয়ান্ডারে প্রবেশ করতে দেওয়া হবে। নতুন করে যাতে সংক্রমণ না মাথাচাড়া দেয়, সে কারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জেকরোনার নয়া উপরূপ ‘বিএফ.৭’-এর দাপাদাপিতে চিনে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। পড়শি দেশের এই পরিস্থিতি দেখে তৎপর হয়েছে মোদী সরকার। বিভিন্ন রাজ্যে করোনা মোকাবিলায় পদক্ষেপ করা হচ্ছে। এই আবহে এ বার তাজমহলে দর্শনার্থীদের জন্য কোভিডবিধি চালু করা হল।

তাজমহলে ঢোকার আগে দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড পরীক্ষা করানোর পর রিপোর্ট দেখে তবেই দর্শনার্থীদের তাজমহলে প্রবেশ করতে পারবেন। নতুন করে যাতে সংক্রমণ না মাথাচাড়া দেয়, সে কারণেই এই পদক্ষেপ।

এদিকে ইতিমধ্যে মাস্ক বাধ্যতামূলক করতে দেশবাসীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিনের পরিস্থিতির উপর নজর রাখছে। এমনটাই সূত্রের খবর।

one year ago


Corona: চিনে ছড়ানো করোনার প্রজাতি নিয়ে আতঙ্কে নয়, সজাগ থাকুন

ড.মানস ভূইঁয়া ( মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার) ঃ

রাজনীতি ও প্রশাসনের কাজে ব্যস্ত থাকলেও চিকিৎসক হিসাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারি হয়। তাই বাধ্য হয়েই কলম ধরলাম। দিব্বি চলছিল পৃথিবী তার নিজের গতিতে। পুজো উৎসব (Festive) শেষে এবার ডিসেম্বর। সরকারি স্কুলগুলির পরীক্ষা শেষ হয়েছে। এবার খুদে পড়ুয়ারা কোথাও বেড়াতে যাবে কিংবা হয়তো পিকনিকে যাবে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে। ঠিক এই সময়ে হঠাৎ কেন ফের করোনার (Corona) ঝংকার?

খবরটি নজরে এলো মঙ্গলবার রাতেই। আমেরিকার একটি চিকিৎসা বিজ্ঞানের প্রতিনিধি এরিক ফাইসন-ডিং জানিয়েছেন যে চিনে নাকি প্রবল ভাবে করোনার নতুন রূপ 'বিএফ ৭' এসেছে, ভাবনার বিষয়। বারবার ওদেশেই এই সমস্ত রোগের সৃষ্টি হচ্ছে এবং কোথাও বড্ড দেরিতে আমরা জানতে পারছি। যদিও আজ শুনলাম হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই চিনের কাছে সমস্ত তথ্য জানতে চেয়েছে।

এখনও পর্যন্ত যতটুকু জানা গিয়েছে করোনা সংক্রামণের ওমিক্রন প্রজাতির নতুন ভাইরাসের যে জন্ম হয়েছে তার নাম 'বিএফ ৭' , যা কিনা চিনে ছড়িয়ে গিয়েছে। এটিতে কয়েক লক্ষ লোক সংক্রামিত হয়েছে বলে খবর।

হু নিশ্চই দ্রুততার সঙ্গে বিষয়টি জানবে এবং প্রয়োজন মতো সতর্ক করবে। ভারতেও এই বার্তা এসেছে এবং স্বাস্থ্য মন্ত্রক আমাদের স্বাস্থ্য দফতরকে তা জানিয়েছে। এ বিষয় দায়িত্ব নিয়ে বলতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রমণ নিয়ে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছেন। বাংলায় কয়েক মাসে করোনা এক প্রকার বিদায় নিয়েছে। গত কয়েক দিনে সংক্রামিত হয়নি কেউই।

 তৎপর রয়েছে তাঁর স্বাস্থ্য দফতর থেকে চিকিৎসাকেন্দ্রগুলো। কিন্তু আমরা তবু হাত পা গুটিয়ে বসেনেই|। একজন জন প্রতিনিধি এবং চিকিৎসক হিসাবে বলবো:

১) ফের মাস্ক পরা শুরু করুন

২) হাত পা পরিষ্কার করুন, স্যানেটাইজ করুন

 ৩) শীতের সময়,অলসতা চলবে না 

৪) হাত না ধুয়ে খাবার খাবেন না, জল বহন করুন বাইরে গেলে

৫) ভিড় বাড়াবেন না

৬) বাড়ির বাচ্চাদের সতর্ক রাখুন

৭) সর্দি/কাশি/জ্বর হলে অবশ্যই নিকটবর্তী চিকিৎসালয়ের সাথে যোগাযোগ করুন। 

সামনে অবশ্য পৌষ সংক্রান্তি এবং গঙ্গা সাগরের পথে অনেকেই যাবেন। নিশ্চিন্তে থাকুন সমস্ত সরকারি ব্যবস্থা রয়েছে।  সর্বোপরি আতঙ্কে নয় সতর্ক থাকুন। আতঙ্ক ছড়াবেন না।

আজকের এই করোনার প্রভাব কিন্তু অনেকটাই ম্রিয়মান। যেকোনও রোগ যখন প্রথম আসে তা হয়তো মারণ রোগ হিসাবে পরিগণিত হয়, তা স্প্যানিশ ফ্লু, স্মল পক্স বা যাই হোক না কেন তা পরবর্তীতে শক্তি হারিয়ে নিয়মিত রোগে পরিণত হয় বলেই দেখা গিয়েছে। তাই ভয় পাওয়ার মতো এখনও কিছু নেই। শেষে বলছি, কেন্দ্রীয় সরকার প্রকৃত তথ্য সংগ্রহ করে দায়িত্ব বন্টন করুন আমাদের। আমরা চিকিৎসকরা আছি জনতার সাথেই। (অনুলিখন: প্রসূন গুপ্ত)

one year ago
Corona: চিনকে তটস্থ রাখা করোনার উপপ্রজাতির সন্ধান ভারতে, কতটা প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রক?

সামনে উৎসবের মরশুম, নতুন ইংরেজি বছর। ইংরেজি নববর্ষে (New Year) নতুন শুরু করতে কোমর বাঁধছে বিশ্ব। পিছিয়ে নেই ভারতও। বড়দিন (XMas Day) এবং বছরের শেষদিনকে উপভোগ করতে সব প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু চিনে করোনা সংক্রমণের (Corona Infection) বিস্ফোরণ নতুন করে ভয় ধরাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রকের অন্দরে। যদিও তারা ধীরে সুস্থে পা ফেলতে নজরদারি চালাচ্ছে। কিন্তু সূত্রের খবর, করোনা ভাইরাসের যে নতুন উপরূপ চিনে মাথাচাড়া দিয়েছে, তার খোঁজ মিলেছে ভারতেও।

ইতিমধ্যে ৪ জনের দেহে করোনার ওই নতুন উপরূপের খোঁজ মিলেছে। যার নাম দেওয়া হয়েছে ওমিক্রন বিএফ.৭। জানা গিয়েছে, আক্রান্তরা গুজরাত এবং ওড়িশার বাসিন্দা। চিনে নতুন করে করোনার বাড়বাড়ন্তে কড়া কোভিড বিধি জিংপিংয়ের দেশে। কড়াকড়ি এতটাই যে সরকার- বিরোধী আন্দোলন শুরু হয়েছে চিনে।

এদিকে জানা গিয়েছে,  ভারতে Omicron BF-.7-র প্রথম আক্রান্তের খোঁজ মেলে অক্টোবরে। গুজরাতের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ধরা পড়ে ওই উপরূপ। এর পরে গুজরাতেই আরও এক আক্রান্তের সন্ধান পাওয়া যায়। এ ছাড়া, ওড়িশায় দু’জনের দেহে মেলে করোনার নতুন উপরূপের হদিস। এই অবস্থায় এখনই যাতে আতঙ্কের পরিবেশ তৈরী না হয়, এমনটাই পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের থেকে এসেছে।

one year ago