Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

tour

Governor: রাজ্য়পালের উত্তরবঙ্গ সফর বাতিল, ভোটের আগের দিন কেন এই সিদ্ধান্ত?

লোকসভা নির্বাচনের একদিন আগেই উত্তরবঙ্গ সফর বাতিল হল রাজ্য়পালের। উত্তরবঙ্গ সফর বাতিল করার ঘোষণা করলেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজনৈতিক বিতর্কে না জড়ানোর জন্যই সফর বাতিল, বিবৃতিতে এমনটাই জানালেন রাজ্যপাল।

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী রাজ্যপালের গতিবিধিতে কেউ বাধা দিতে পারে না। বাংলার মানুষের পাশে দাঁড়ানো তাঁর অগ্রাধিকার। তাঁর লক্ষ্য় রাজ্যে সহিংসতার বিরুদ্ধে লড়াই করা, বিশেষ করে নির্বাচনের সময়। তবে, তিনি কোনওরকম রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তাই পিস রুমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস রাজ্যপালের। 

3 weeks ago
Sikkim: সিকিমে প্রবল তুষারপাতে আটকে হাজারের বেশি পর্যটক, উদ্ধার করল সেনাবাহিনী

সিকিমে প্রবল তুষারপাতে আটকে পড়েছিলেন হাজারের বেশি পর্যটক। পুরু বরফের স্তরে ঢেকে গিয়েছে পূর্ব সিকিমের রাস্তাঘাট। বুধবার দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় আটকে পড়েন কয়েক হাজার পর্যটক। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ভারতীয় সেনারা বুধবার রাতে ১২০০ জন পর্যটককে উদ্ধার করেছে। এরপর তাঁদের নিরাপদ জায়গায় নিয়ে যান সেনারা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহিলা, পুরুষ, বৃদ্ধ, শিশু মিলিয়ে রাতে প্রায় ১২০০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের রাতে সেনা ক্যাম্পগুলিতে রাখা হয়। গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার দেওয়া হয় পর্যটকদের। ইতিমধ্যেই তাদের সমতলে নামানো হবে বলে জানা গিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। ঘটনার খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস অক্লান্তভাবে উদ্ধার অভিযান চালায়।

প্রসঙ্গত, প্রতিবছরই তুষারপাতের কারণে সিকিমে আটকে পড়েন বহু পর্যটক। সেক্ষেত্রে তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে আসে সেনাবাহিনী। চলতি বছরে এই নিয়ে নয়টি উদ্ধার অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। বুধবার সকাল থেকে সিকিম সহ কালিম্পং এবং দার্জিলিঙের একাধিক জায়গায় শুরু হয় প্রবল তুষারপাত।

5 months ago
Sikkim: পর্যটকদের জন্য সুখবর, খুলছে উত্তর সিকিমের একাংশ

অক্টোবর মাসে বিপর্যয়ের পর থেকে বন্ধই ছিল উত্তর সিকিম। এবার পর্যটকদের জন্য সুখবর। প্রায় দেড়মাস পর ফের খুলে যাচ্ছে উত্তর সিকিমের একাংশ। বুধবার সিকিম পর্যটন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে লাচুং-এ যেতে পারবেন পর্যটকরা। তবে, লাচেন ও গুরুদংমার এখনও বেশ কয়েকদিন বন্ধ রাখা হবে। বহু রাস্তা এখনও সারানো হয়নি বলে খবর।

তবে, উত্তর সিকিমে ভ্রমণে থাকছে বেশ কিছু কড়াকড়ি। যেমন, উত্তর সিকিমে যেতে হলে সংকলন-টং-চুংথাং সড়ক ধরেই যেতে হবে পর্যটকদের। গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে বিকেল ৪টের পর থেকে। জানা গিয়েছে, অধিকাংশ রাস্তা এখনও সারানো হয়নি। দিনরাত এক করে পরিশ্রম করছেন সেনারা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টায় রয়েছেন তাঁরা।

তবে, পর্যটন দফতরের তরফে আবেদন জানানো হয়েছে যে, পর্যটকরা যেন একটু হাতে সময় নিয়ে উত্তর সিকিমে আসেন। এখনও হড়পা বানের ক্ষত থেকে সেরে উঠতে পারেনি উত্তর সিকিম।

5 months ago


WC: বিশ্বকাপে ভারতের পরাজয়ে উল্লাস! প্রতিবাদে বাংলাদেশি পর্যটকদের হোটেল বুকিং-এ নিষেধাজ্ঞা জারি রায়গঞ্জে

ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের পরাজয়ের পর থেকেই উল্লাসে ফেটে পড়েছিলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের অসংখ্য মানুষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটারদের বিরুদ্ধেও স্যোশাল মিডিয়ায় অকথ্য ভাষার প্রয়োগ করে ভিডিও বানিয়েছেন বাংলাদেশিরা। ইতিমধ্যেই সে ভিডিও ভাইরাল। আর এতেই ক্ষুব্ধ ভারতের সাধারণ মানুষ। এবারে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদের হোটেল বুকিং-এ নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জের দুটি হোটেল। এই সিদ্ধান্তে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম ক্রিকেট। এই খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে জাতির ভাবাবেগ। দক্ষিণ এশিয়ার দুটি দেশ, ভারত ও বাংলাদেশে ক্রিকেট ঘিরে উন্মাদনা সবসময়ই তুঙ্গে। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় হলেও ক্রিকেট খেলাকে ঘিরে সম্পর্কটা অনেকটা অহিনকুলের মতই। সম্প্রতি শেষ হওয়া বিশ্ব ক্রিকেটের ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে কাপ জেতার স্বপ্ন অধরাই থেকে যায় ভারতের। এই পরাজয়ে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরী হয়েছে দেশজুড়ে। আর এরই মধ্যে অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটার মতই বাংলাদেশের নাগরিকদের একাংশের বিজয় উল্লাসে ব্যাপক চটেছেন ভারতীয়রা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধেও কটুক্তি করেন তাঁরা। যদিও এই ঘটনার প্রতিবাদ জানিয়ছেন বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের একাংশ। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের একাংশের ভারত বিদ্বেষী মনোভাবের কারণে ক্ষুব্ধ ভারতীয় জনগণ। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের দুটি হোটেলে বাংলাদেশি নাগরিকদের জন্য বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

যদিও হোটেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরজুড়ে। অনেকেই বলেছেন বিশ্বকাপে হারের পর বাংলাদেশিদের একাংশের ভারত বিরোধী মনোভাব নিন্দনীয়। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে বাংলাদেশের অনেক মানুষ এই ভারত বিরোধী মনোভাবের পক্ষে নন। তাই সমস্ত বাংলাদেশির জন্য হোটেল বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

6 months ago
Governor: রাজ্যের কোষাগারে ধাক্কা লাগতে পারে! ডেঙ্গি উদ্বেগে আমেরিকা সফর বাতিল রাজ্যপালের

শেষ মুহূর্তে বাতিল হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের আনন্দ বোসের আমেরিকা সফর। রাজভবনের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। রাজ্যের বেহাল আর্থিক পরিস্থিতি এবং ডেঙ্গি পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে বিদেশ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। রাজভবন সূত্রে জানা গিয়েছিল, আমেরিকার একটি সাহিত্য সভায় যোগ দিতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক কারণ দেখিয়ে ওই সফর বাতিল করা হল। রাজভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। পাশাপাশি রাজ্যপাল বিদেশ সফর করলে রাজ্যের কোষাগারে ধাক্কা লাগবে। তাই সফর বাতিল করেছেন রাজ্যপাল।

উল্লেখ্য, রাজ্যপালের সফর নিয়ে রাজভবনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সরকারি সূত্র মারফত জানা গিয়েছিল, আমেরিকার একটি সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। এদিকে যে আর্থিক কারণ দেখিয়ে সফর বাতিল করা হয়েছে তাতে রাজ্যের সঙ্গে রাজভবনের সম্পর্ক আরও খারাপ হতে পারে। এমনটাই মনে করছেন অনেকে।

8 months ago


Virat: বিশ্বকাপ নিয়ে দেড় দশক পরেও আগের মত উত্তেজিত বিরাট

দেড় দশক পরেও তাঁর কাছে উত্তেজনার সংজ্ঞা এক। এখনও তিনি বড় ম্যাচে শেষ পর্যন্ত দিতে চান। চান উত্তেজনাকে ভীষণ ভাবে উপভোগ করতে। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এই দাবি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির।

সামনে এশিয়া কাপ, তারপর ঘরের মাঠে বিশ্বকাপ। আর এই দুটি টুর্নামেন্টেই ভারতীয় ক্রিকেটের ভরসার নাম বিরাট কোহলি। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিরাট জানিয়েছেন, এখনও তিনি শিখর ছুঁতে চান। তাই নতুন কিছু করবেন বলেই মাঠে নামেন।

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের তিনি সদস্য। ২০১৯ সালে তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। চার বছর পর আবার একটা বিশ্বকাপ। কোহলি জানিয়েছেন, তিনি শুধু একা নন, এবার গোটা দল চেগে আছে এই কাপ জয়ের জন্য। তবে তার আগে টার্গেট এশিয়া কাপ।

9 months ago
Tourists: ছবি তুলতে গিয়ে ভয়ানক বিপদে পড়ল এক দল পর্যটক, ঠিক কী ঘটেছে জানুন...

ছবি তুলতে গিয়ে ভয়ানক বিপদে পড়ল এক দল পর্যটক (Tourists)। আর সেই ভয়ানক ঘটনাটিকে ক্যামেরাবন্দি করলো আর এক পর্যটক। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের (UK) অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে-তে। এটি একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’। এমনই একটি ভিডিও (Viral Video) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একদল পর্যটক নিশ্চিন্তে সমুদ্র ও পাহাড়ের মধ্যে থাকা একটি খোলা স্থানে দাঁড়িয়ে ছবি তুলছে। বেশ কিছুক্ষণ ধরে ছবি তোলার পর তাঁরা খেয়াল করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নীচে নেমে আসছে। এই ঘটনার পরই আচমকা পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। কোনও রকমে রক্ষা পান ওই পর্যটকরা। 

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ১৫০ ফুট উঁচু থেকে পাহাড়ের একাংশ ভেঙে পড়েছে। ডরসেট কাউন্সিল থেকে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনার কারণে সতর্কবার্তাও দেওয়া হয়েছে পর্যটকদের। এই ঘটনায় কেউ হতাহত হননি, সূত্রের খবর। আপাতত ওই পর্যটনস্থল বন্ধ রাখা হয়েছে।

9 months ago
Subhashree: রাজ-ইউভানের সঙ্গে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাচ্ছেন হবু মা শুভশ্রী

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) এখন জমজমাট জীবন। একদিকে সফল কেরিয়ার। অন্যদিকে স্বামী রাজ, ছেলে ইউভানের সঙ্গে সুখের সংসার। অবশ্য সেই সুখ খুব তাড়াতাড়ি দ্বিগুন করতে আসছে অভিনেত্রীর (Actress) দ্বিতীয় সন্তান। শুভশ্রী তাঁর প্রথম সন্তান ইউভানের ক্ষেত্রেও অনেক সাক্ষাৎকারে বলেছিলেন, মাতৃত্বের জার্নি তিনি চুটিয়ে উপভোগ করেছেন। কণিষ্ঠটির ক্ষেত্রেও যে তেমনটাই হবে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

শুভশ্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ডিসেম্বরে তাঁর দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার কথা।  তাই যত ভালো কাজই তাঁর কাছে আসুক না কেন, তিনি তা ছেড়ে দিতে দু'বার ভাববেন না। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন শুভশ্রী।  অভিনেত্রী জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনেই কাজ করবেন তিনি। তবে আপাতত হবু মা, পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

View this post on Instagram

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

স্বামী রাজ এবং বড় ছেলে ইউভানকে নিয়ে ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়েছেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন ইতিমধ্যেই। অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল সাদা ছাপের ফ্রকে। রাজ এবং ইউভানের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। হবু মায়ের চেহারার ঔজ্জ্বল্য দেখার মতো। লাল লিপস্টিকে সেই সৌন্দর্য যেন আরও বেড়েছে।

10 months ago


Ashish: স্ত্রী রূপালীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন আশীষ, সামাজিক মাধ্যমে পোস্ট আশীষ বিদ্যার্থীর

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। চলতি বছরের মে মাসে বিয়ে করেছেন রূপালী বড়ুয়াকে (Rupali Barua)। হিসেবে করলে এই তাঁর জীবনের দ্বিতীয় বিয়ে। ৫৭ বছর বয়সে জীবনের ছক ভেঙেছেন, তাই অবধারিত সমালোচনা বিদ্ধ করেছিল তাঁকে। কিন্তু সেসবকে বিশেষ পাত্তা না দিয়ে স্ত্রীয়ের সঙ্গে চুটিয়ে জীবন কাটাচ্ছেন আশীষ। এবার তাঁদের অবসর যাপনের এক টুকরো ঝলক দিলেন সামাজিক মাধ্যমে।

অভিনেতা স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেই যাত্রার একটি ছবি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। আশীষের সঙ্গে নিজস্বীতে ধরা দিয়েছেন রূপালী। ছবিতে স্পষ্ট বালির প্রাকৃতিক সৌন্দর্য। দুজনেই এই ছবি শেয়ার করে লিখেছেন, 'যৌথযাপনের সৌন্দর্যে আলোকিত।' এই ছবির নিচে ভক্তরা নিজের ভালোলাগার কথা জানিয়েছেন।

View this post on Instagram

A post shared by Rupali Barua (@ru.pa.li.73)

স্ত্রী রূপালীকে বিয়ে করার পর, প্রথম স্ত্রী রাজষি অর্থাৎ পিলু বিদ্যার্থীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অনেক কথা হয়েছিল। পরে অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে প্রাক্তন স্ত্রীয়ের পার্থক্যের কথা। কীভাবে রূপালীর সঙ্গে সম্পর্কের সূত্রপাত, সেকথাও জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। জীবনের নতুন শুরুয়াতে যে অভিনেতা ভালোই আছে, এই ছবি তারই প্রমাণ দিচ্ছে।

10 months ago
BCCI: বিশ্বকাপের আগে ১৯০০ কোটি পেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কেন জানুন!

বিশ্বকাপের (World Cup) আগে লক্ষ্মীলাভ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket)। গত একবছর বিভিন্ন টুর্নামেন্ট (Tournament) থেকে লাভের একটা বড় অংশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিতে চলেছে আইসিসি। টাকার অঙ্কে তা ১৯০০ কোটি টাকা। এই ব্যাপারে প্রথমে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। সেই আপত্তি গ্রাহ্য হয়নি। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছে আইসিসির বৈঠক। সেই বৈঠকেই এই সিলমোহর পড়ে যাবে।

এই প্রথম ঘরের মাঠে এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। তারআগে বিরাট এই অঙ্ক আয়োজক ভারতকে আরও চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে। আইসিসির লাভের ৩৮.৫ শতাংশ পাচ্ছে বিসিসিআই। আইসিসির লাভের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৬০০০ কোটি টাকা।

আইসিসির বৈঠকে আরও যে বিষয়ে আলোচনা করার কথা তার মধ্যে অন্যতম আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। ২০২৮ থেকে ২০৩২ সাল পর্যন্ত বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ়ের সূচি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

10 months ago


Russia: যুদ্ধের ৫০০ দিন! রাশিয়ার আক্রমণে ইউক্রেনে ৫০০ শিশু-সহ ৯০০০ মৃত্যু...

রবিবার ইউক্রেনে (Ukraine) রুশ আগ্রাসনের ৫০০ দিন ছাড়াল। এই যুদ্ধে সকলকে চমকে দিয়েছিল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত স্নেক আইল্যান্ড (Snake Island)। এদিন যুদ্ধের ৫০০তম দিনে আইল্যান্ড দ্বীপের সফরে (tour) গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তিনি বলেন, ‘এই দ্বীপ কোনও দিন কেউ ছিনিয়ে নিতে পারবে না।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ৯ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে ছিল পাঁচশোটি শিশু। তবে এ সবই খাতায়কলমে থাকা হিসেব থেকেই অনুমান করা। রাষ্ট্রপুঞ্জের ‘মানবাধিকার পর্যবেক্ষণকারী অভিযান’-এর তরফে জানানো হয়েছে, আসল নিহতের সংখ্যা আরও অনেক বেশি।

তবে এ বছর কিন্তু গত বছরের তুলনায় হতাহতের সংখ্য়া কিছুটা কম। চলতি বছরে ২৭ জুন ক্ষেপণাস্ত্রের হানায় ১৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪টি শিশুও ছিল। উল্লেখ্য়, যুদ্ধক্ষেত্র থেকে বেশ অনেকটা দূরে লিভিভ শহরে রুশ হামলার পরেও ১০টি দেহ উদ্ধার হয়ছে। বৃহস্পতিবার, ওই হামলায় আরও ৩৭ জন জখম হয়েছিলেন। এই যুদ্ধের ফলে ৫০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। লিভিভ পলিটেকনিক ইউনিভার্সিটির ডর্মিটরির একাংশ ভেঙে পড়েছে।

10 months ago
Adrija Roy: জন্মদিনে অদৃজার বিদেশভ্রমণ, সমালোচনায় নেট দুনিয়া

অভিনেত্রী অদৃজা রায়ের (Adrija Roy) বড় হয়ে ওঠা আরিয়াদহতে। এরপর টলিউড জগৎ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এই টলিউডের দৌলতেই তাঁর অভিনেত্রী হয়ে ওঠা। এরপর টলিউডে বড় পর্দাতেও দেখা গিয়েছিল অদৃজাকে। বাঙালি অনুরাগীর সংখ্যা তাঁর কম নেই। তবে বর্তমানে অদৃজা ভিনরাজ্যে রয়েছেন। তিনি এখন বলিউড ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এখন আর কেবল বাঙালি দর্শক নয়, অবাঙালি দর্শকও অদৃজার ভক্ত হয়েছেন। অদৃজার কাজের চাপও আগের থেকে বেড়েছে। তবে কাজের একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যেই তিনি দেশে বিদেশে ঘুরে বেড়ান। সামাজিক মাধ্যমে অদৃজার পোস্ট বিশ্লেষণ করলে বোঝা যায় দু মাস অন্তর অন্তর এখানে সেখানে ঘুরতে যান অভিনেত্রী। তাঁর জন্মদিনও ঘুরেই কাটাতে চাইছেন অদৃজা।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অদৃজা। টলিউডের বন্ধু বান্ধবদের সঙ্গেই জন্মদিন কাটাতে বিমানে উড়ে গিয়েছেন তিনি। এই পোস্টের নিচেই এসেছে কিছু কুমন্তব্য। এক নেটিজেন লিখেছেন, 'দু মাস পরপর বিদেশে ঘুরতে যান, এত টাকা কথা থেকে পান?' যদিও এসব কথায় উত্তর দিতে রাজি নন অদৃজা। তিনি রয়েছেন নিজের খেয়ালেই।

10 months ago
Digha: দীঘায় ঘুরতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে মৃত্য়ু পর্যটকের, তদন্তে পুলিস

দীঘায় (Digha) বেড়াতে এসে তিন তলা ছাদ থেকে পড়ে মৃত্যু (Death) এক পর্যটকের (Tourist)। শুক্রবার রাতে নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম অর্পণ মিত্র (৫১)। তাঁর বাড়ি পাটুলি, বৈষ্ণব ঘাট, কলকাতা- ৯৪ এলাকায়। বৃহস্পতিবার পরিবার এবং বন্ধু-বান্ধব সহ দীঘায় বেড়াতে আসেন ওই পর্যটক। এরপর শুক্রবার রাত ১০ টা নাগাদ হোটেলের ব্য়ালকনিতে বসার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা এবং হোটেল কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

খবর পেয়ে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিস মৃত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

11 months ago


Nabanita: লন্ডন সফরের ছবি শেয়ার নবনীতার, নতুন কাজে দেখা যাবে শীঘ্রই

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ নবনীতা দাস (Nabanita Das)। গত কয়েক বছরে অভিনয় জগতে নিজের স্থান সুনিশ্চিত করেছেন। টলি পাড়ার (Tollywood) এই মিষ্টি মেয়েকে পর্দায় দেখতে বেশ পছন্দ করেন দর্শকেরা। টেলিভিশন জগতে অভিনয় করা বেশ কঠিন। লাগাতার কাজের একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যেই অভিনেত্রীরা দেশে কিংবা বিদেশে ঘুরতে যান। সেই তালিকা থেকে বাদ যাননি নবনীতাও।

সম্প্রতি তিনি ঘুরতে গিয়েছিলেন লন্ডন। সেই ট্রিপের নানা ছবি তিনি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। কখনও লন্ডনের অক্সফোর্ড স্ট্রীট, আবার কখনও লন্ডনের বেকার স্ট্রীট ঘুরে বেড়িয়েছেন মনের মতো। আবার লন্ডন আইতে উঠে শহরের দৃশ্য চাক্ষুষ করেছেন। লন্ডনে এই ছুটি কাটাতে নবনীতার বেশ পছন্দ হয়েছে। কলকাতায় সচরাচর অভিনেত্রীরা যত্রতত্র মনের মতো ঘুরে বেড়াতে পারেন না। তাঁদের দেখলেই ভিড় করেন দর্শকেরা। লন্ডনে নিজের মতো ঘোরাফেরা করা তাই বেশ পছন্দ অভিনেত্রীদের।লন্ডন সফরের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

নবনীতা দাস এর পরের সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন রাজা গোস্বামীর সঙ্গে। ধারাবাহিকের নাম 'বিয়ের ফুল'। আর কিছুদিন অপেক্ষা করলেই নবনীতাকে আবারও দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আপাতত লন্ডন সফরে ইতি টেনেই অভিনেত্রী ফিরছেন কাজে।

12 months ago
Rachana: ছেলেকে নিয়ে ইউরোপে ছুটি কাটাতে গেলেন রচনা, বয়স যেন কমছে অভিনেত্রীর

বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Bannerjee)। বর্তমানে অবশ্য বেছে বেছে সিনেমায় কাজ করেন অভিনেত্রী। তবে টেলিভিশন জগতে তাঁর অবাধ বিচরণ 'দিদি নম্বর ওয়ান' হয়ে। বেশিরভাগ সময়ে তিনি শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন। কিন্তু তার বাইরে রচনা সময় তুলে রাখেন ছেলের জন্য। মাঝেমধ্যে ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েন দেশে-বিদেশে নানা জায়গায় ঘুরতে। বর্তমানেও তিনি ছেলেকে নিয়ে বিদেশ সফরে ইউরোপ গিয়েছেন।


নিজের ইনস্টাগ্রামে রচনা ইউরোপ ভ্রমণের বেশ কিছু ছবি আপলোড করেছেন। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে রচনার বয়স যেন আরও কয়েক বছর কমে গিয়েছে। রচনার ছোট্ট ছেলেটি এখন বয়সে বড় হয়েছে অনেকটা। এমনকি উচ্চতায় রচনার কাঁধ ছাড়িয়েছে ছেলে প্রনীল। ছেলের সঙ্গে কখনও ঝাউ গাছে ঘেরা রাস্তার সামনে, কখনও মন্টিনিগ্রো পাহাড়ের সামনে দাঁড়িয়ে ছবি দিয়েছেন রচনা।


12 months ago