Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

threads

Karan Johar: 'আপনি সমকামী?', নেটিজেনের প্রশ্নের উত্তরে কী বললেন করণ?

পরিচালক ও প্রযোজক করণ জোহার (Karan Johar) সম্প্রতি সামাজিক মাধ্যমের আরও একটি শাখায় ধরা দিয়েছেন। এবার থেকে তাঁকে পাওয়া যাবে থ্রেডস-এ। সম্প্রতি এই অ্যাপে নিজের একাউন্ট খুলেছেন তিনি। নতুন এই মাধ্যমে ভক্তদের সঙ্গে অল্প কথোপকথনের জন্য 'আস্ক মি এনিথিং' অর্থাৎ 'যা খুশি জিজ্ঞেস করো' খেলেছেন তিনি। সেখানে নানা প্রশ্ন এসেছিল করণের জন্য।

সেই পর্বেই এক নেটিজেন তাঁকে জিজ্ঞেস করেছেন, 'আপনি সমকামী তাই না?' এই প্রশ্নের স্ক্রীনশন সামাজিক মাধ্যমে আপলোড করে করণ এর উত্তর দিয়েছেন। এর আগেও বহুবার করণকে অনেকেই ইনিয়ে বিনিয়ে এই একই প্রশ্ন করেছেন। করণও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। আবারও সেই একই প্রশ্নের উল্লেখ করণ মজা করে সেই নেটিজেনকেই আবার জিজ্ঞেস করেছেন, 'কেন আপনি আগ্রহী?'

শুধুমাত্র এই প্রশ্ন নয়, করণকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন। 'আপনার জীবনের আফসোস কিছু রয়েছে?' উত্তরে পরিচালক বলেন, 'আমি কোনওদিন কাজ করতে বা পরিচালনা করতে পারিনি আমার পছন্দের অভিনেত্রী শ্রীদেবীকে।' আরও এক নেটিজেন করণকে জিজ্ঞেস করেন, 'ভবিষ্যতে ধর্মা এবং শাহরুখ খান একসঙ্গে কাজ করবেন? উত্তরে করণ বলেন, 'আমাকে কোনও গোপন প্রশ্ন জিজ্ঞেস করবেন না। কারণ আমি মিথ্যে বলতে পারব না।'


10 months ago