Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

teaser

Bagha jatin: বাঘা যতীনের টিজার মুক্তি, কতটা নজর কাড়লেন দেব?

চলতি বছর মুক্তি পেতে চলেছে দেব (Dev) অভিনীত সিনেমা বাঘা যতীন (Bagha jatin )। দেবের ভক্ত থেকে সমালোচক, সকলেই সিনেমাটির দিকে তাকিয়ে রয়েছেন। টিজার পূর্ব ঝলক মুক্তি পেয়েছিল বেশ কিছুদিন আগে। এবার মুক্তি পেয়েছে সিনেমার টিজার। সামাজিক মাধ্যমে দেব একটি ১ মিনিট ৩১ সেকেন্ডের টিজার আপলোড করেছেন। স্বাধীনতা সংগ্রামী, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী থেকেই তৈরী হয়েছে এই সিনেমা। নাম ভূমিকায় রয়েছেন দেব।

টিজার জুড়ে স্বাধীনতা পূর্ব ব্রিটিশদের নির্মম অত্যাচারের ঝলক দেখা গিয়েছে। দেখা গিয়েছে, যতীনের চরিত্রে দেবের দাপট। ব্রিটিশদের নজর এড়িয়ে গা ঢাকা দিতে নানা ছদ্মবেশ নিয়ে থাকতেন যতীন মুখোপাধ্যায়। সিনেমার পর্দায় দেবকে কখনও পাঞ্জাবির ছদ্মবেশে, কখনও তান্ত্রিকের ছদ্মবেশে দেখা যাবে। সিনেমায় যতীন মুখোপাধ্যায়ের পাশাপাশি, তাঁর সমসাময়িক অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের দেখা যাবে। চলতি বছর ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।

View this post on Instagram

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

বাঘা যতীন সিনেমাটি নিয়ে দেব ভক্তদের অপেক্ষার অন্ত নেই। দেবের সাম্প্রতিক সিনেমাগুলি দেখলে বোঝা যায়, সুপারস্টারের তকমা ঝেড়ে ফেলে, 'অভিনেতা' দেব হয়ে উঠতে চাইছেন তিনি। এই যাত্রায় সমালোচকদের সমালোচনাতেও বিদ্ধ হচ্ছেন অভিনেতা। তাই এই সিনেমাটিতে দেব, নিজেকে প্রমান করার সুযোগ পাবেন। ছবিতে দেবের পাশাপাশি দেখা যাবে, নবাগতা সৃজা দত্তকে। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, রোহান ভট্টাচার্য এবং অন্যান্য অভিনেতাদের।

8 months ago
Dev: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেব অভিনীত বাঘা যতীনের আগাম ঝলক প্রকাশ্যে

চলতি বছরে দর্শকদের জন্য ডাবল উপহার ঝুলিতে রেখেছেন দেব। ইতিমধ্যেই তাঁর অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' সগৌরবে চলিতেছে সিনেমাহলে। আবারও নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে এনেছেন দেব (Dev)। আগামীকাল ১৫ অগাস্ট। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস পুর্তির প্রাক্কালে, তাঁর আসন্ন সিনেমা 'বাঘা যতীন'-এর (Bagha Jatin) ছোট্ট একটি ট্রেলার প্রকাশ্যে এনেছেন অভিনেতা। টিজার নয়, অভিনেতা এটিকে বলছেন 'আগাম টিজার'।

দেবের সংলাপ দিয়ে শুরু হয়েছে টিজার। অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, 'যতীন মুখার্জি হয় লড়ে, নয় মরে। ধরা পড়ে না।' এরপরেই দেখা গিয়েছে ইউরোপিয়ান ক্লাব, যার বাইরে লেখা, 'কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ।' এই দৃশ্য ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কালে নিয়ে যায় দর্শকদের। বাঘের সঙ্গে যতীনের লড়াইয়ের দৃশ্যের ঝলকও দেখা যায়। যে ঘটনার পরেই তিনি যতীন থেকে হয়ে ওঠেন 'বাঘা যতীন'।

View this post on Instagram

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আপাতত সিনেমার আগাম ঝলক মুক্তি পেলেও, বাঘা যতীন মুক্তি পেতে চলেছে, ১৯ অক্টোবর। নিজের সামাজিক মাধ্যমে সিনেমার প্রি টিজার আপলোড করে দেব লিখেছেন, 'ভারতের স্বাধীনতার ৭৬ তম বছর পূর্তিতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স-এর নিবেদন— ‘বাঘা যতীন’। বাংলা তথা ভারতের অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্বাধীন স্বদেশ গড়ার স্বপ্নের অকথিত কাহিনি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।'

9 months ago
Taali: বৃহন্নলার চরিত্রে সুস্মিতা সেন, 'তালি'-এর টিজার মুক্তি

সুস্মিতা সেনের (Sushmita Sen) আগামী ছবি মুক্তির অপেক্ষায়। প্রাক্তন বিশ্বসুন্দরী অনেক ছবিতেই অভিনয় করেছেন। তবে আসন্ন ছবি 'তালি' একেবারে অন্যরকম। সুস্মিতাকে এই সিনেমায় দেখা যাবে বৃহন্নলার চরিত্রে। তৃতীয় লিঙ্গের অধিকারের জন্য শ্রীগুড়ি সাওয়ান্তের লড়াই তিনি তুলে ধরবেন ওটিটির পর্দায়। শনিবার মুক্তি পেয়েছে সিনেমার টিজার। বেশ জোরালো ভাবেই বলা হয়েছে, 'এই কাহানি গালি থেকে তালি'র (Taali) সফরের।

এর আগেই সুস্মিতা তাঁর চরিত্রের ঝলক সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন। তবে টিজারে আরও একটু বেশি বোঝা গিয়েছে অভিনেত্রীকে। এই চরিত্রে সুস্মিতা যে যথার্থ নির্বাচন তা নিয়ে সন্দেহ নেই। আগামী ১৫ অগাস্ট থেকেই ওটিটিতে, বিনামূল্যে দেখা যাবে তালি। অভিনেত্রী বেশ কিছুদিন পর আবারও ওটিটির পর্দায় ফিরছেন। তাই এই সিনেমা নিয়ে আগ্রহী দর্শকেরা।

View this post on Instagram

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

সুস্মিতা চিত্রনাট্য বাছাই করার ক্ষেত্রে বেশ সচেতন। বিশেষ করে নারীকেন্দ্রিক ছবিই তিনি বেছে নেন। মাঝে বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। হৃদয়ে সার্জারি করিয়ে আবারও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সুস্মিতা। বর্তমানে নিজের পছন্দ মতো কাজ করছেন সুস্মিতা।

9 months ago


Kangana: কঙ্গনা অভিনীত 'এমারজেন্সি' সিনেমার টিজার প্রকাশ্যে, মুক্তি কবে

চলতি বছরে বলিউডে বহু প্রতীক্ষিত সিনেমা 'এমারজেন্সি' (Emergency)। অভিনেত্রী কঙ্গনা রানাউতকে সেই সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শ্যুটিং শুরু হওয়ার সময়ই প্রকাশ্যে এসেছিল সিনেমার প্রথম ঝলক। কয়েক সেকেন্ডের সেই ঝলকে ইন্দিরা গান্ধীর চরিত্রে তাক লাগিয়েছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রত্যাশা বেড়ে গিয়েছিল দর্শকদের। এবার এমারজেন্সি মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেত্রী। সঙ্গে মুক্তি পেয়েছে একটি টিজার (Teaser)।

এর আগেও বেশ কয়েকজন অভিনেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। প্রস্থেটিক মেকআপের হাতযশে কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর মতো দেখতে লেগেছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর কণ্ঠও আয়ত্ত করে ফেলেছেন অভিনেত্রী। তবে অভিনয় কেমন করেছেন তা বোঝা যাবে সিনেমা মুক্তি পেলেই। অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ২৪ নভেম্বর সারা ভারতে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

সামাজিক মাধ্যমে সিনেমার টিজার আপলোড করে কঙ্গবনা লিখেছেন, 'রক্ষাকর্ত্রী নাকি একনায়ক? আমাদের নেত্রী দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, ইতিহাসের সেই কালো অধ্যায়ের সাক্ষী থাকুন।' যদিও অনেকেই কঙ্গনার এই পোস্টে রাজনৈতিক সমীকরণ খুঁজে পেয়ে অভিনেত্রীকে তুলোধনা করছেন। তবে অপেক্ষা আরও বেড়েছে সিনেমা প্রেমীদের।

10 months ago
Teaser: আলিয়া রণবীরের সিনেমার টিজার মুক্তি, টোটা-চূর্ণী ব্রাত্য!

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা 'রকি অউর রাণী কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahaani)। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং রণবীর সিং। বহু বছর পর পর্দায় অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। প্রসঙ্গত 'এ দিল হ্যায় মুশকিল' সিনেমায় পরিচালনার ৭ বছর পর আবারও এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে ফিরতে চলেছেন করণ জোহার।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল সিনেমার চরিত্রগুলির ঝলক। ২০ জুন মুক্তি পেল সিনেমার টিজার। ১ মিনিট ১৯ সেকেন্ডের টিজারে দর্শক বেশ কিছু ঝলক দেখে ফেলেছেন। রানীর চরিত্রাভিনেত্রী আলিয়াকে দেখা যাবে বাঙালি পরিবারের মেয়ে হিসেবে। তাই পুরো সিনেমাতে তাঁকে অধিকাংশ সময় শাড়ি পরে দেখা যাবে। পাঞ্জাবি পরিবারের ছেলে রকি অর্থাৎ রণবীর। তাঁকে দেখা যাবে রাজার মেজাজে।

তবে এই সিনেমার টিজারে ব্রাত্য দুই জনপ্রিয় বাঙালি অভিনেতা। সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি এবং টোটা রায় চৌধুরী। আলিয়া অর্থাৎ রানীর মা-বাবার চরিত্রে অভিনয় করবেন তাঁরা। তবে টিজারে তাঁদের দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ড। বাঙালি দর্শকেরা জিজ্ঞেস করছেন হিন্দি ছবিতে কী ব্রাত্য বাঙালি অভিনেতারা?

11 months ago


Savarkar: সাভারকারের চরিত্রে অভিনয় করতে ২৬ কেজি ওজন কমিয়েছিলেন রণদীপ!

২৮ মে বীর সাভারকারের ১৪০ তম জন্মজয়ন্তীতে মুক্তি পেয়েছে 'স্বতন্ত্র বীর সাভারকার' (Swatantra Veer Savarkar) সিনেমার টিজার (teaser)। মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে নজর কেড়েছেন তিনি। সাদা পাঞ্জাবি এবং কালো টুপিতে তাঁকে সাভারকারের চরিত্রে যথার্থ মানিয়েছে। কিন্তু অভিনেতাকে বরাবর এর থেকে ভারী চেহারায় একেবারে 'মাসলম্যানের' মতো দেখাত। তবে এই সিনেমায় অভিনয় করার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে অভিনেতাকে।

বীর সাভারকারের চরিত্রে অভিনয় করার জন্য রণদীপ নাকি ২৬ কেজি ওজন কমিয়েছেন। এই কাজ এত সহজ ছিল না। অভিনেতা নাকি দিনের পর দিন কেবলমাত্র একটি খেঁজুর এবং এক গ্লাস দুধ খেয়ে কাটিয়েছে। একটি সাক্ষাৎকারে সিনেমার অন্যতম পরিচালক আনন্দ পাণ্ডে জানিয়েছেন, 'আজ পর্যন্ত রণবীর এই চরিত্রের সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছিল, যে সে বলেছিল পর্দায় সাভারকারকে চরিত্রায়ণ করতে সে কোনও ফাঁক রাখবে না। রণদীপ ৪ মাস শ্যুটিং শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন কেবল এক গ্লাস দুধ এবং একটি খেঁজুর খেয়ে কাটিয়েছিল।'

View this post on Instagram

A post shared by Randeep Hooda (@randeephooda)

বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা রণদীপ হুডা। সিনেমার টিজার থেকেই স্পষ্ট যে অভিনয়ে সত্যিই কোনও ফাঁক রাখবেন না তিনি। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও এখনও পর্যন্ত মুক্তির কোনও চূড়ান্ত তারিখ জানানো হয়নি।

11 months ago
Teaser: বীর সাভারকারের চরিত্রে রণদীপ হুডা, প্রকাশ্যে টিজার

২৮ মে বীর সাভারকারের ১৪০ তম জন্মজয়ন্তীতে মুক্তি পেল 'স্বতন্ত্র বীর সাভারকার' (Swatantra Veer Savarkar) ছবির টিজার। মূল চরিত্রাভিনেতা হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডাকে (Randeep Hooda)। টিজার দেখে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে সাভারকারকে 'ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড ভারতীয়' এবং 'নির্ভিক সংগ্রামী' হিসেবে দেখানো হয়েছে।

কানে বেজেছে সাভারকারের চরিত্রে রণদীপের সংলাপ, 'মূল্যবান তো সোনার লঙ্কাও ছিল। কিন্তু প্রসঙ্গ যদি স্বতন্ত্রতার হয় তাহলে রাবনের রাজ হোক বা ব্রিটিশ রাজ, আগুন তো জ্বলবেই।' টিজারে স্পষ্ট রণদীপ হুডা সাভারকারের চরিত্র হয়ে ওঠার চেষ্টায় কসুর রাখেননি। বাহ্যিক চেহারায় তাঁর সঙ্গে সাভারকারের মিল পাওয়া যায়। অভিনয়ও নজর কেড়েছে। অভিনেতা নিজের সামাজিক মাধ্যমেও এই টিজার শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন, 'ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড ভারতীয়। নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং এবং ক্ষুদিরাম বোসের মতো সংগ্রামীদের অনুপ্রেরণা। বীর সাভারকার কে ছিলেন? সত্যি উন্মোচন হতে দেখুন।' সিনেমাটি প্রযোজনা করছেন খোদ রণদীপ হুডা। সিনেমার গল্প, স্ক্রিনপ্লে এবং ডায়ালগ যৌথভাবে লিখেছেন অভিনেতা। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও এখনও ছবি মুক্তির নির্ধারিত তারিখ জানা যায়নি।

11 months ago
Sonakshi: সোনাক্ষীর নতুন সিনেমার টিজার মুক্তি, কেমন হল প্রথম ঝলক ?

বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। সলমানের বিপরীতে 'দাবাং' সিনেমায় অভিনয় জগতে ডেবিউ করেছিলেন তিনি। সেই সিনেমায় পুলিস অফিসার চুলবুল পান্ডের স্ত্রী-এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার একেবারে পুলিসের চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে। বুধবার মুক্তি পেয়েছে সোনাক্ষীর আসন্ন সিনেমা 'দাহাড়' (Dahad) এর টিজার। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক।

আসন্ন ক্রাইম থ্রিলারে সোনাক্ষীকে দেখা যাবে মহিলা নারীর চরিত্রে। একটি গ্রামের ২৭টি মহিলাকে খুন করা হয়েছে। এর বিরুদ্ধে যখন কেউ প্রতিবাদ করেনি, তখন দেখা যায় সোনাক্ষীকে। তাঁর চরিত্রের নাম সাব ইন্সপেক্টর অঞ্জলি ভাটি। এই অফিসারই নামবে তদন্তে। সিনেমার চিত্রনাট্য যে খুব একটা সহজ হবে না তা বোঝাই যায়। মহিলা নিখোঁজ ও খুনের তদন্ত বেশ কঠিন হতে চলেছে। অঞ্জলি কীভাবে সেই তদন্তের সুরাহা করে, অভিনেত্রীর চরিত্রকে কতটা সমস্যার মোকাবিলা করতে হয় তা বোঝা যাবে সিনেমা মুক্তি পেলে।

View this post on Instagram

A post shared by Sonakshi Sinha (@aslisona)

দেড় মিনিটের টিজারে 'দাহাড়'-এর চিত্রনাট্য সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছে। সোনাক্ষীর ঝলকও দেখা গিয়েছে ঠিকই। তবে অভিনেত্রীর নজরকাড়া কোনও ছাপ দেখা যায়নি টিজারে। আরেকটু অপেক্ষা করতে হতে পারে সিনেমার ট্রেলারের জন্য। ১২ মে ওটিটি-তে মুক্তি পাবে ছবিটি।

12 months ago


Pushpa: পুষ্পা ২-এর প্রথম ঝলক, আল্লুর রূপে ঘায়েল নেট দুনিয়া

দক্ষিণ ভারতের সীমানা পেরিয়ে সারা দেশে চুটিয়ে ব্যবসা করেছে 'পুষ্পা দ্যা রাইজ' (Pushpa The Rise)। সিনেমার প্রথম পর্বের প্রেক্ষাপট, টানটান চিত্রনাট্য ঝড় তুলেছিল। সিংহভাগ দর্শক প্রশংসা করেছিলেন পুষ্পার প্রথম পার্টের। তবে সমালোচকরা বিশেষ খুশি হননি। তাঁদের মতে 'মারামারি ছাড়া আর বিশেষ কিছুই নেই সিনেমাতে। তাছাড়া একজন চোরা পাচারকারীর জীবন নিয়ে এই গল্প তৈরী। এমন অনৈতিক কাজ করা মানুষ কীভাবে হিরো হয়ে উঠছে প্রজন্মের কাছে? ' 

৭ এপ্রিল পুষ্পার চরিত্রাভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন। তাই ওই দিনই অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে 'পুষ্পা দ্যা রুল' এর ফার্স্ট লুক। একটি টিজার ভিডিও মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিরুপতি জেল থেকে গায়েব হয়েছে পুষ্পা। পুলিস তার পিছনে ধাওয়া করে বেশ কয়েকটি গুলি করেছে। পুষ্পাকে সশরীরে খুঁজে পাওয়া না গেলেও, জঙ্গল থেকে মিলেছে পুষ্পার জামা। সেই জামায় লেগে থাকা ৮টি গুলির দাগ থেকে পুলিসের ধারণা, সে আর বেঁচে নেই। অন্যদিকে উত্তপ্ত হয়ে উঠেছে পুষ্পার সমর্থকেরা। দাঙ্গার আগুন লেগেছে দিকে দিকে। এক মাস পেরিয়ে গেলেও শান্ত হচ্ছে না পরিবেশ।

ঠিক এইখানেই সমালোচকদের সেই প্রশ্নের উদ্ভব হয়, 'একজন চোরা পাচারকারীর জন্য কেন ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ মানুষ? 'পরিচালক টিজারেই এই প্রশ্নের খানিকটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। ৩ মিনিট ১৪ সেকেন্ডের এই টিজার দেখার মতো। পুষ্পা কোথায়? সেই উত্তরও মিলবে টিজারেই। সঙ্গেই মুক্তি পেয়েছে পুষ্পার ফার্স্ট লুকের পোস্টার। একেবারে অন্যরকম সেই পোস্টার দেখে গায়ে কাঁটা দেবে। তবে পুষ্পার দ্বিতীয় পার্ট কবে আসবে, তা অবশ্য জানা যায়নি এখনও।


one year ago
Maidan: ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প 'ময়দান', দেড় মিনিটের টিজার দেখুন

মুক্তি পেল 'ময়দান' সিনেমার টিজার।  ১৯৫২ থেকে ১৯৬২ সালে ভারতীয় ফুটবলের স্বর্নযুগ এই সিনেমার প্রেক্ষাপট। সিনেমাটির প্রযোজনায় বনি কাপুর আর পরিচালনায় অমিত শর্মা। সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। চলতি  বছরে ২৩ জুন সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি-তামিল-তেলেগু ও মালায়ালী ভাষায় মুক্তি পাবে এই ছবি। ১ মিনিট ৩১ সেকেন্ডের টিজারে দেখা গিয়েছে অজয় দেবগণকে। ভিউজ বাড়ছে তরতরিয়ে। নেট মাধ্যমে ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস দেখার মতো।

অজয় দেবগন অভিনয় করছেন ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের চরিত্রে। স্বাধীনতার ৫ বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় দল। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভারতের বিরুদ্ধে ময়দানে নাম হাঙ্গেরি। ম্যাচের দিন লাগাতার বৃষ্টিতে ভিজে যায় ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো। বিপক্ষে খালি পায়ে মাঠে নামেন ভারতীয়রা। কাদা মাঠে পিছলে, আঘাত পেয়ে সেই ম্যাচ জেতা হয়নি ভারতের।তবে ভারতের সংগ্রামের অভ্যাস মিলেছে।টিজারে অজয় দেবগনের সংলাপ কানে বাজে, 'আজ ময়দানে এগারো জন নামবে, কিন্তু দেখতে যেন লাগে এক। '  কেমন ছিল সেই ম্যাচের দৃশ্যপট? কীভাবে ঘুরে দাঁড়াল ভারত? দেখা যাবে সিনেমার পর্দায়।

one year ago