Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

swim

Sara: এই গরমে ডুবে ডুবে জল খাচ্ছেন সারা আলি খান!

গরমে হিমশিম খাচ্ছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী। নবাব কন্যা হয়েও সারা আলি খান (Sara Ali Khan) বাদ যাননি গরমের তাপ থেকে। শীততাপ নিয়ন্ত্রিত আবহে থাকেন ঠিকই। তবু এই গরমে জলে গা এলাতে চাইলেন সারা। ঝাঁপ দিলেন জলে। অন্য কিছু নয়, এই গরম থেকে রেহাই পেতে নামলেন সুইমিং পুলের জলে। সবুজ সুইমিং পুলের জলে, হালকা বেগুনি রঙের বিকিনি পরে সাঁতার কাটছেন অভিনেত্রী। দেখে মনে হবে যেন মৎস-কন্যা।


নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও আপলোড করে সারা লিখেছেন, 'সাঁতার কাটা রৌদ্রজ্জ্বল ব্যাপার। বেঁচে থাকা খুব সুন্দর।' এদিকে সারা আলির সাঁতার সেশন দেখে নেটিজেনরা খুব খুশি। কেউ কেউ কমেন্ট করেছেন 'কিউটি'।

one year ago
Madhavan: ঝুলিতে পাঁচটি স্বর্ণপদক, ছেলে বেদান্তের সাফল্যে 'গর্বিত' আর মাধবন

জনপ্রিয় অভিনেতা আর মাধবন (R Madhavan) পুত্র বেদান্ত (Vedaant) এর আগেও বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছে। এবারেও তার ব্যতিক্রম কিছু হয়নি। জনপ্রিয় অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত সুইমিং চ্যাম্পিয়নিপে (Swimming Championship) ভারতের হয়ে পাঁচটি স্বর্ণপদক জিতেছেন। বেদান্তের এমন কীর্তিতে পুরো বি-টাউনের সেলেবরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ছেলে এই সাফল্যে গর্বিত ও উচ্ছ্বসিত বাবা আর মাধবনও। গর্বের সঙ্গে তিনি সমাজমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন।

আর মাধবন জানিয়েছেন, মালয়েশিয়ায় ইনভিটেশন এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে এবার দু-একটা নয়, পাঁচটি সোনার পদক জিতেছেন তাঁর ছেলে। বেদান্ত ৫০,১০০,২০০,৪০০,১৫০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন। রবিবার এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল কুয়ালা লামপুরে। সোশ্যাল মিডিয়ায় আপ্লুত বাবা লিখছেন, 'ভগবানের আশীর্বাদে ও আপনাদের প্রার্থনায় বেদান্ত পাঁচটি স্বর্ণপদক জিতেছেন ও মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপে দুটি নিজস্ব রেকর্ড গড়ে তুলেছেন। আমি গর্বিত ও কৃতজ্ঞ।'

'থ্রি ইডিয়টস'-এর অভিনেতা মাধবনের এই পোস্টে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ভিউ এসেছে, লাইক এসেছে ৪২ হাজারের বেশি। তাঁর পোস্টে বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা। পুরো বি-টাউনের সেলেবরা বেদান্তের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বচ্চন থেকে শুরু করে এ আর রহমান, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সহ আরও অনেকে মাধবন ও তাঁর ছেলে বেদান্তকে শুভেচ্ছা জানিয়েছেন।

one year ago
Andhra pradesh: সাঁতরে নদী পার হয়ে পরীক্ষা দিতে গেলেন ২১-এর তরুণী, ভাইরাল ভিডিও

সাঁতার কেটে চম্পাবতী নদী (Champavathi River) পার হয়ে পরীক্ষা দিতে গেলেন এক তরুণী।  শনিবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভিজিয়ানগরামে পরীক্ষাকেন্দ্র পড়েছিল মেয়েটির। সেসময় হঠাৎই চম্পাবতী নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল। উপায় না দেখে শুক্রবারই সাঁতারে নদী পার হয়ে যান তিনি। তদ্দি কালবতী (Taddi Kalavathi) নামে ওই তরুণী গজপতিনগরম মণ্ডলের মারিভালাসা (Marrivalasa) গ্রামের বাসিন্দা।

জীবনের ঝুঁকি নিয়ে কালবতী তাঁর দুই ভাইয়ের সাহায্যে প্লাবিত চম্পাবতী নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার  থাকা পরীক্ষায় যাতে বসতে পারে তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে শুক্রবারই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাঁরা।

৩৫ সেকেন্ডের দীর্ঘ এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, কালবতী যেখানে হাঁটতে পারছেননা, সেখানে তাঁর ভাইয়েরা কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।

বৃষ্টির কারণে উত্তরকূলীয়  এই চম্পাবতী নদীর জল বেড়ে গিয়ে প্লাবনের আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত কলাবতীর প্রচেষ্টা সফল হল। কথায় তো রয়েছে, ইচ্ছে থাকলে উপায় হয়। জীবনের পরোয়া না করে ঝুঁকি নিয়েই পার হলেন তাঁরা। ভিডিও দেখে রীতিমতো প্রশংসার ঝড় তুলেছেন নেটিজেনরা।

2 years ago