Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

srijitmukherjee

Dwoshom Awbotaar: সৃজিত-অনুপম ম্যাজিক, 'দশম অবতার'-এর প্ৰথম গান মুক্তি পেল

এবার পুজোয় বাংলা সিনেমায় গ্র্যান্ড এন্ট্রি নিতে অপেক্ষা করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালনা জীবনের একেবারে গোড়াতেই ক্রাইম থ্রিলার সিনেমার সঙ্গে পরিচয় করিয়েছিলেন বাঙালি দর্শককে। 'বাইশে শ্রাবণ' এখনও দর্শকদের মনে লেগে রয়েছে, তারপর আরও ক্রাইম থ্রিলার সিনেমা পরিচালনা করেছেন সৃজিত, তবে কোনওটাই যেন লেটার মার্কস নিয়ে পাশ করতে পারেনি। তবে তাঁর আসন্ন সিনেমা 'দশম অবতার' (Dwoshom Awbotaar) নিয়ে আশাবাদী দর্শক।

সৃজিতের সিনেমার ইউএসপি, চিত্রনাট্য-কাস্টিং-গান। সিনেমা হিট করানোর আগেই গান হিট করানো পরিচালকের পুরোনো স্বভাব। সৃজিতচিত মেজাজেই ফিরলেন পরিচালক। ৩০ সেপ্টেম্বর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেয়েছে দশম অবতার সিনেমার প্রথম গান, 'আমি সেই মানুষটা আর নেই'। অনুপম রায়ের লেখায় ও সুরে নস্টালজিয়ায় ভাসছেন দর্শকেরা।

চলতি বছরের ১৯ অক্টোবর সিনেমাহলে মুক্তি পেতে চলেছে ছবিটি। 'দশম অবতার', বাইশে শ্রাবণ-এর প্রিক্যুয়েল। ফলে পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ইন্সপেক্টর বিজয় পোদ্দারের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা যীশু সেনগুপ্তকে। অভিনেত্রী জয়া এহসান থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

7 months ago
Dwoshom Awbotaar: প্রবীরের পাতে এবার বিরিয়ানি, 'দশম অবতার'-এ 'শ্রাবণ'-এর গর্জন নিয়ে ফিরছেন সৃজিত

'বাইশে শ্রাবণ' দিয়েই বাংলা ক্রাইম-থ্রিলার সিনেমা জগতে খ্যাতি পেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। যেমন সংলাপ, তেমনই চিত্রনাট্যের বুনন, বাংলা সিনেমা-প্রেমীদের মনে ছাপ রেখে দিয়েছে। মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল সৃজিত পরিচালিত সিনেমা 'ভিঞ্চি দা'। এই দুটি সিনেমার চরিত্রদের নিয়ে, সিক্যুয়েল-প্রিক্যুয়েলের ছাপ রেখে এবার পুজোয় বাঙালি দর্শকদের জন্য সৃজিতের উপহার 'দশম অবতার'(Dwoshom Awbotaar)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার এক নিঃশ্বাসে দেখে ফেলা যায়। সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তিনটি সিরিয়াল কিলিং ঘটে যাবে শহরের বুকে। সেই খুনগুলির কিনারা করতেই ময়দানে নামবেন প্রবীর রায় চৌধুরী এবং বিজয় পোদ্দার। এই চরিত্র দুটি দর্শক আগে দেখেছেন বাইশে শ্রাবন এবং ভিঞ্চি দা সিনেমায়। দুটি চরিত্রে যথারীতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে।

যদিও চরিত্রদুটিকে এবার একটু অন্য মেজাজেই দেখা যাবে। ডাল-ভাত খেয়ে বিরক্ত হয়ে প্রবীর রায়চৌধুরী এবার বিরিয়ানি খাবেন। অন্যদিকে বিজয় পোদ্দারের পছন্দ চিকেন চাউমিন চিলিফিস। এই সংলাপ শুনে মনে পড়বে সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'-এর 'পল্টন' চরিত্রটির। প্রসঙ্গত সেই চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য খোদ। দশম অবতার'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জয়া এহসান।

সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। রূপম ইসলামের কণ্ঠেও গান শোনা যাবে। সব মিলিয়ে বোধহয় 'দশম অবতার'-এ আরও একবার বাঙালির মনে ঝড় তুলবেন সৃজিত? বোঝা যাবে সিনেমা মুক্তি পেলে। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। দর্শক আশাবাদী সিনেমাটি নিয়ে।

8 months ago
Srijit-Mithila: সৃজিত-মিথিলার সংসারে নতুন সদস্য, ঘরময় ছুটে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে

জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবং বাংলাদেশ তথা টলিউড অভিনেত্রী মিথিলার (Rafiath Rashid Mithila) সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সকলের মনে অনেক প্রশ্ন। তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, এই গুঞ্জনে ছয়লাপ হয়েছে নেট মাধ্যম। এই নিয়ে জনসমক্ষে দুই তারকাকে প্রশ্ন করা হলে, কেউ হেসে উড়িয়ে দিয়েছেন, কেউ আবার জবাবই দিতে চাননি। ফলে গুঞ্জনের আগুনে জলের বদলের ঘি পড়েছে বেশি।

যদিও তারকা দম্পতির ঘনিষ্ঠরা বলেন, বহাল তবিয়তেই রয়েছেন সৃজিত ও মিথিলা। মিথিলার মেয়ে আইরাও কলকাতায় পড়াশোনা করছে। তারই সঙ্গে বাড়িতে এসেছে নতুন সদস্য। কে এই সদস্য? দম্পতির সন্তান 'বেবি এলা'। ছোট্ট ছোট্ট পায়ে ঘরময় ছুটে বেড়াচ্ছে, নতুন সদস্য। বুঝলেন না তো? বেবি এলা আসলে সারমেয়।  তিব্বতের অরিজিন থেকে এই ধরণের সারমেয় জন্মায়। তারকাদের মধ্যে এই প্রজাতির সারমেয়র চাহিদা বেশি। সৃজিত মিথিলার সংসারেও একটি এল।

View this post on Instagram

A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila)

কয়েক দিন আগেই সামাজিক মাধ্যমে বেবি এলার ঝলক প্রকাশ্যে এনেছেন মিথিলা। ছোট্ট সদস্যের শরীর সাদা-বাদামি লোমে ঢাকা। গলায় গোলাপি রঙের বেল্ট। নতুন বাড়ির এদিক ওদিক সরেজমিন খতিয়ে দেখছে ছোট্ট পা গুলি। একবার সে যাচ্ছে মিথিলার কাছে, একবার সে যাচ্ছে আইরার কাছে। তাঁরা দু'জনেই পোষ্য ভালোবাসে, ফলে এলাকে নিয়ে বাড়িতে এখন খুশির ঝলক।

9 months ago


Durgo Rahasya: সৃজিত মুখার্জি পরিচালিত দুর্গ রহস্যের টিজার মুক্তি, দেবকে টেক্কা অনির্বাণের

রহস্য উন্মোচনে টলি পাড়ায় বর্তমানে ব্যোমকেশের ঘনঘটা। দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' মুক্তি পেয়েছে বড় পর্দায়। সমর জারি রাখতে এবার অনির্বাণ অভিনীত 'দুর্গ রহস্য'এর (Durgo Rahasya) টিজার নিয়ে এলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। এখন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে দুর্গ রহস্যের ঝলক। একেবারে টানটান সেই টিজার। দেখা গিয়েছে, সিনেমার কেন্দ্রবিন্দু সেই প্রাচীন দুর্গ। রহস্য মৃত্যুর কিনারা ও গুপ্তধনের সন্ধান দিতে, তাঁরই মাঝে চোখে দূরবীন দিয়ে সীমানা মাপছেন ব্যোমকেশ রূপে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

টিজারে দেখা গিয়েছে অজিতের চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সত্যবতীর চরিত্রে সোহিনী সরকারকে। বাদ যায়নি ব্যোমকেশের সংলাপ। অনির্বাণকে বলতে শোনা গিয়েছে, আসলে সত্যান্বেষী সবাই অজিত। আমি-তুমি-সত্য, শুধু সবার সত্যটা আলাদা! বড় পর্দায় নয় এই ব্যোমকেশকে দেখা যাবে ওটিটির পর্দায়। টিজারে, এই সিরিজ মুক্তির তারিখের কোনও উল্লেখ না করা হয়নি। তবে আন্দাজ করা হচ্ছে, সৃজিতের দুর্গ রহস্য আসতে পারে এই দূর্গা পুজোয়।

এই টিজার মুক্তি পেতেই উত্তেজিত হয়ে পড়েছেন অনির্বাণ ভট্টাচার্যের ভক্তরা।  একজন লিখেছেন, 'ব্যোমকেশ হিসেবে দেব ঠিক আছে। তবে অনির্বাণ যথার্থ। আরেক নেটিজেন লিখেছেন, 'এটাই আসল ব্যোমকেশ।' সৃজিত মুখোপাধ্যায় টলিউডের পোড় খাওয়া পরিচালক। দেবের ব্যোমকেশ লেটার মার্ক পেয়ে পাশ না করলেও ফলাফল অতটা খারাপ না। ওটিটির থালায় ব্যোমকেশকে কিভাবে পরিবেশন করা হয়, এখন সেটাই দেখার।

9 months ago
Srijit-Mithila: আলাদা থাকছেন সৃজিত-মিথিলা? নেট মাধ্যমে চর্চা

২০১৯ সালে একেবারে গোপনে একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukhopadhyay) এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সংসার যাপন ভালোই চলছিল দুই তারকার। তবে এরই মাঝে শুরু হয়েছে অন্য গুঞ্জন। তাঁরা নাকি আলাদা থাকছেন। মিথিলা নাকি বেশিরভাগ সময় থাকছেন বাংলাদেশে। অন্যদিকে সৃজিত কলকাতায় ব্যস্ত রয়েছেন নিজের শ্যুটিংয়ের কাজ নিয়ে।

দুই বাংলার দর্শক বর্তমানে সৃজিত এবং মিথিলার সম্পর্কের অবস্থান জানতে চাইছেন। সম্প্রতি এই বিষয়ে মিথিলার প্রতিক্রিয়াতেই বিচ্ছেদের গুঞ্জনে আরও ঘি পড়েছে। সংবাদমাধ্যম মিথিলাকে সৃজিত প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, 'এই বিষয়ে কথা বলতে তো এখানে আসিনি। আমরা কাজ নিয়ে কথা বলি?' আরও এক সাক্ষাৎকারে মিথিলাকে জিজ্ঞেস করা হয়, 'সৃজিতের সঙ্গে এখন কী করছেন?' মিথিলা উত্তরে বলেন, 'কি আর করব! গল্প করছি, ঘুমোচ্ছি।'

অভিনেত্রীর এই উত্তর দর্শক খোলা মনে গ্রহণ করছেন না। নেটিজেনরা মনে প্রশ্ন, 'বিচ্ছেদ না হলেও দুই তারকার সম্পর্ক কী একটু ঝিমিয়ে পড়েছে?' লক্ষণীয় মিথিলার সামাজিক মাধ্যমও। সেখানে বেশ কিছুদিন মিথিলা সৃজিতকে নিয়ে কোনও পোস্ট দেননি। তবে সামাজিকতায় একসঙ্গে উপস্থিতি দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে কী চলছে, তা নিয়ে জল্পনাই সার।

10 months ago


Uttam Kumar: সৃজিতের ছোঁয়ায় জীবন্ত উত্তম কুমার, 'অতি উত্তম'-এর প্রিভিউ মুক্তি

এখনও পর্যন্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) সবচেয়ে বেশি পরিশ্রমের ফসল 'অতি উত্তম'এর ঝলক পাওয়া গেল। আগেই শোনা গিয়েছিল, পরিচালক সিনেমা বানাবেন জীবন্ত উত্তম কুমারকে নিয়ে। কিন্তু যে চলে গিয়েছেন, তাঁকে কীভাবে পর্দায় আনা সম্ভব? তবে সম্ভব হল, সৃজিতের পরিশ্রমে ও প্রযুক্তির আশীর্বাদে। ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) প্রয়াণ দিবস গিয়েছে। সেই উপলক্ষে সিনেমার প্রিভিউ মুক্তি পেয়েছে সামাজিক মাধ্যমে।

৫১ সেকেন্ডের ওই প্রিভিউতে দেখা গিয়েছে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, অভিনেত্রী রোশনি ভট্টাচার্য, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং ছবির মূল আকর্ষণ উত্তম কুমারকে। প্রসঙ্গত মহানায়ক সম্পর্কে গৌরব চট্টোপাধ্যায়ের দাদু। এই প্রথম একই পর্দায় দেখা যাবে দাদু ও নাতিকে। প্রিভিউতে উত্তম কুমারের মুখে কয়েকটি সংলাপ শুনেই দর্শকদের সিনেমাটি দেখার প্রতীক্ষা বেড়েছে।

এই ছবি তৈরী করা সৃজিত মুখোপাধ্যায়ের জন্য কিন্তু বেশ কঠিন ছিল। উত্তম কুমারের প্রায় ৬২টি সিনেমা দেখেছেন পরিচালক। সিনেমার চিত্রনাট্য লিখতেও সময় লেগেছে ৩ বছর। বিভিন্ন সিনেমা থেকে টুকরো টুকরো উত্তম কুমারকে নিয়ে তৈরী হয়েছে 'অতি উত্তম'।

10 months ago
Dasham Avtaar: পুজোয় আসছে সৃজিতের 'দশম অবতার', শুক্রবার শুরু হবে শ্যুটিং

আবারও দুর্গাপুজোয় নিজের ছবি নিয়ে ফিরতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। ২০১৯ সালের দুর্গাপুজোয় শেষবার মুক্তি পেয়েছিল সৃজিত পরিচালিত 'গুমনামী'। তারপর করোনা কাল শুরু হয়। এর মাঝে আর পুজোয় আসেনি সৃজিতের সিনেমা। ২০২৩ এর দুর্গাপুজোয় 'দশম অবতার' (Dasham Avtaar) নিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের। ২০ জুলাই, বৃহস্পতিবার বাগবাজারের বসু বাটিতে হয়ে গেল সিনেমার লোগো লঞ্চ।

তবে তিন বছর পর ছবি নিয়ে পর্দায় আসছেন পরিচালক। তাই তিনি একটু সাবধানী। সৃজিত তাঁর অন্যতম হিট সিনেমা 'বাইশে শ্রাবণের' নস্টালজিয়া ছুঁয়ে দশম অবতারের চিত্রনাট্য সাজিয়েছেন। বৃহস্পতিবার সিনেমার মোশন লোগো লঞ্চে পরিচালক বলেছেন, 'বাইশে শ্রাবণ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে দশম অবতারের গল্প।'

এই ছবিতে থাকবেন বাইশে শ্রাবণের অফিসার প্রবীর রায়চৌধুরী এবং ভিঞ্চি দা সিনেমার অফিসার বিজয় পোদ্দারকে। আজ এই দুই অভিনেতাকে দেখা গিয়েছে মোশন লঞ্চে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল বাইশে শ্রাবণের প্রবীরের চেহারায়। এদিকে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা গিয়েছে বিজয় পোদ্দারের রূপেই। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত এবং অভিনেত্রী জয়া এহসান।

ছবিতে গানের দায়িত্বে থাকবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, রূপম ইসলাম এবং অনুপম রায়। বাইশে শ্রাবণের হিট গানগুলির পর এর সিক্যুয়েল দশম অবতারের গান নিয়েও প্রত্যাশা বাড়ল দর্শকদের। ছবির শ্যুটিং হতে চলেছে কলকাতার আনাচে কানাচে। ইতিমধ্যেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রেইকি করে শ্যুটিংয়ের জায়গাও ঠিক করে ফেলেছেন। শুক্রবার, ২১ জুলাই থেকে শুরু হবে সিনেমার শ্যুটিং। সিনেমা দেখতে অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত।

10 months ago
Durgo Rahasya: ছকভাঙা সৃজিত, ব্যোমকেশ-সত্যবতীর অনুরাগের গান মুক্তি

একটা সময় ছিল, যখন সিনেমা আসবে এতটুকু প্রচার হত। তারপর সময় বদলালো। প্রথমে মুক্তি পেতে শুরু করল সিনেমা বা সিরিজের টিজার, ট্রেলার এবং শেষে সিনেমা। আর বর্তমানে তো ফার্স্ট লুক, টিজার ট্রেলার আরও কত কি আসছে সিনেমা মুক্তির আগে। কিন্তু এই ছকে হাঁটলেন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। ওটিটিতে মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত সিরিজ 'দুর্গ রহস্য' (Durgo Rahasya)। কয়েক দিন আগেই পরিচালক বলেছিলেন ১৮ জুলাই বড় উন্মোচন হবে। অনেকেই ভেবেছিলেন হয়তো টিজার আসতে পারে। তবে পরিচালক পেশ করলেন অন্য কিছুই।

মুক্তি পেল দুর্গরহস্য সিরিজের প্রথম গান 'তুমি এমনি এমনি এসো'। ৩ মিনিট ৪১ সেকেন্ডের গানের ভিডিওর বেশিরভাগটা জুড়েই রয়েছেন ব্যোমকেশ ও সত্যবতী অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার। এই সিরিজে সত্যবতীকে দেখা যাবে অন্তঃসত্বা অবস্থায়। রহস্য উন্মোচনের পাশাপাশি সিনেমায় যে প্রণয় দেখা যাবে, তা এই গানেই ভিডিওতে বোঝা গিয়েছে।

সৃজিত মুখোপাধ্যায় বেশ কয়েকবছর ধরে অনেক নতুন মুখের সঙ্গে কাজ করতে চাইছেন। এই যেমন এই সিরিজের সংগীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন তমালিকা গোলদার। প্রসঙ্গত মূলধারার কাজে এই প্রথমবার তিনি সংগীত পরিচালনা করবেন। গানটি গেয়েছেন সঞ্চিতা ভৌমিক। ইতিমধ্যেই বহু দর্শক গানটি শুনে ফেলেছেন। আরও একটু সময় পেরোলে যে গানটি শ্রোতারা গুনগুন করবেন, তা প্রথমবার শুনেই বোঝা যায়। আরও একটি সারপ্রাইজ বাকি রয়েছে। এই সিরিজে গান গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। যদিও সিরিজ কবে আসবে ওটিটিতে, তা এখনও জানাননি দর্শক।

10 months ago


Dev-Srijit: দেবের প্রযোজনায়, সৃজিতের পরিচালনায়...সুখবর আসছে

সুখবর সুখবর সুখবর। বাংলার জনপ্রিয় অভিনেতা তথা প্রযোজক এবং বাংলার জনপ্রিয় পরিচালক এবার জুটি বাঁধতে চলেছেন একসঙ্গে। ইদানিং অভিনেতা দেব (Dev) এবং সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) বেশ চর্চায়। কারণ 'ব্যোমকেশ'। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে 'দুর্গ রহস্য'। অন্যদিকে দেবের প্রযোজনায় আসতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। শোনা গিয়েছিল, দুই পক্ষেই নাকি ঠান্ডা লড়াই চলছিল। এমন গুঞ্জনের মাঝেই নতুন খবর দিলেন তারকারা।

দেব এবং সৃজিত দুজনেই সামাজিক মাধ্যমে একই পোস্ট দিয়েছেন। ছবিতে দেখা গিয়েছে দেব রুক্মিণী এবং সৃজিত মুখোপাধ্যায়কে একসঙ্গে। পিছনে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের অফিশিয়াল লোগো। এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'অবশেষে এটি অফিশিয়াল। আমরা আসছি ২০২৪ এ।' অন্যদিকে সৃজিত এই ছবি আপলোড করে সামাজিক মাধ্যমে লিখেছেন, 'খেলা হবে'।

২০২৪ এ যে ধামাকাদার কিছু আসতে চলেছে তা এতক্ষণে জেনে গিয়েছেন সকলে। অভিনেতা দেবের দুটি ছবি মুক্তির অপেক্ষায়। একদিকে রয়েছে তাঁর বাঘাযতীন। অন্যদিকে রয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাতেও এই মুহূর্তে কাজ রয়েছে। দুর্গ রহস্যের শ্যুটিং শেষ করেছেন। তাঁর পরিচালনায় দশম অবতার। এই মুহূর্তে শহরের অলিগলি ঘুরে রেইকি করছেন পরিচালক।

10 months ago
Movie: সৃজিতের আসন্ন সিনেমায় শুভশ্রীকে সরিয়ে এলেন জয়া

চলতি বছর পুজোয় ধামাকা ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। বাইশে শ্রাবণের পুলিস অফিসার প্রবীর রায়চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ভিঞ্চি দা-র পুলিস অফিসার এসিপি পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে তৈরী হওয়ার কথা কপ ইউনিভার্স। বাংলায় যার নাম ঠিক করে হয়েছে 'দশম অবতার'। এই সিনেমায় অভিনয় করার কথা ছিল শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly)। এবার অভিনেত্রী বাদ গেলেন সিনেমা থেকে।

ঠিক ছিল ছবিতে মৈত্রেয়ী নাম একটি মহিলা চরিত্র থাকবে। পুরুষ চরিত্রদের থেকে কোনও অংশে কম নয় সেই চরিত্রটি। বেশ কিছু মারামারির দৃশ্য রয়েছে সেই চরিত্রটির জন্য। এই চরিত্রের জন্যই সৃজিতের প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু অভিনেত্রী দ্বিতীয়বার সন্তানসম্ভবা। এই অবস্থায় মারামারির দৃশ্য ক্ষতিকর হতে পারে। তাই পরিচালক এবং অভিনেত্রীর যৌথ সিদ্ধান্তে এই সিনেমা থেকে সরলেন শুভশ্রী।

শুভশ্রীর পরিবর্তে এই সিনেমায় অভিনয় করতে পারেন অভিনেত্রী জয়া এহসান। তিনি বর্তমানে কলকাতায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল জয়া অভিনীত সিনেমা অর্ধাঙ্গিনী। তবে দশম অবতারে মৈত্রেয়ীর চরিত্র করলে তাঁকে বেশ অন্যরকমই লাগবে। সৃজিত মুখার্জি কী পরিবেশন করেন, এখন সেইটাই দেখার।

10 months ago


Srijit: বৃষ্টিভেজা দিনে স্বস্তিকার সঙ্গে দেখা সৃজিতের, 'প্রাক্তন' বলে খোঁচা নেটিজেনদের

বৃষ্টিভেজা দিনে মুখোমুখি প্রাক্তনেরা? টলিউডের দুই জনপ্রিয় ব্যক্তিত্বের প্রেমের গুঞ্জন যদি সত্যি হয়ে থাকে তাহলে এমনটাই ঘটেছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবং স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) একে অপরের প্রেমে পড়েছেন, এমন গুঞ্জনেই একসময় ছয়লাপ হয়েছিল টলি পাড়া। তাঁদের ঘনিষ্ঠ ছবি, একাধিক পার্টিতে একসঙ্গে উপস্থিতি তাঁদের রসায়নের সপক্ষেই কথা বলছিল। যদিও দুই তারকাই তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। পরে অবশ্য শোনা গিয়েছিল প্রেমের মতোই বিচ্ছেদও এসেছিল তাঁদের জীবনে।

তবে মঙ্গলবার সৃজিতের পোস্ট করা ছবিতে আবারও তাঁদের সম্পর্ক চর্চায় এসেছে। পরিচালক স্বস্তিকার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'হঠাৎ রাস্তায়, আপিস অঞ্চলে'। দুই তারকাই যে একে অপরের সঙ্গে দেখা করে খুব খুশি হয়েছেন, তা বোঝা গিয়েছে তাঁদের মুখের হাসি দেখে। নেটিজেনদের জল্পনার আগুনে আরও ঘি পড়েছে এই পোস্ট দেখে। এক নেটিজেন লিখেছেন, 'আপনাদের ছবি দেখে বেশ ভালো লাগল।' আরেক নেটিজেন লিখেছেন, 'পুরনো প্রেম কি আর ভুলে থাকা যায়!'

স্বস্তিকার সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় ছাড়াও একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে। যদিও অভিনেত্রী নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় বিয়ে করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তাঁদের দাম্পত্য জীবন চলছে সুখেই। কিন্তু স্বস্তিকার সঙ্গে যে তাঁর নিখাদ বন্ধুত্ব রয়ে গিয়েছে, তা বোঝা গিয়েছে আরও একবার।

11 months ago
Tollywood: আন্তর্জাতিক ফ্যাশন শোয়ের মডেল যিশু-কন্যা সারা, গর্বিত সৃজিত

অভিনেতা যিশু সেনগুপ্তের (Jissu Sengupta) কন্যা সারা সেনগুপ্ত (Sara Sengupta)। অল্প বয়সেই তাঁর প্রাপ্তির ঝুলি ক্রমশ ওজনদার হচ্ছে। মাত্র ১৮ বছরেই অভিনেত্রী থেকে এবার আন্তর্জাতিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের বিশ্বব্যাপী একশো জন মডেলের একজন নির্বাচিত হলেন সারা। বৃহস্পতিবার আন্তর্জাতিক এক ফ্যাশন ব্র্যান্ডের জন্য সেজে উঠেছিল মুম্বইয়ের ভারত প্রবেশদ্বার। অনুষ্কা-বিরাট, সোনম কাপুর থেকে শুরু করে নামজাদা অভিনেতা ও শিল্পপতিরা বসেছিলেন অতিথি আসনে। তাঁদের সামনেই মডেল হয়ে হাঁটলেন সারা। বিস্ময়-আনন্দ-গর্বের বহিঃপ্রকাশ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা' ছবিতেই অভিনয়ের হাতেখড়ি সারার। তিনি বিশ্বাস করতেই পারছেন না তাঁর ছোট্ট উমা এত বড় হয়ে গিয়েছে। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সৃজিত লিখেছেন, 'আমার ছোট্ট উমা ক্রিস্টিয়ান ডিওরের বিশ্বব্যাপী  একশো জন মডেলের মধ্যে একজন নির্বাচিত হয়েছে। অচিন্তনীয় আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্পে হাঁটল। এই সব তার একার কৃতিত্ব। গর্বিত গর্বিত গর্বিত।'

উমা সিনেমাতে যিশু কন্যা সারা অভিনয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তবে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মডেল হতে গিয়ে তাঁকে অনুশীলন করতে হয়েছে। কলকাতার সুপারমডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের থেকে বেশ কিছুদিন প্রশিক্ষণ নেন সারা। শোয়ের রাতে তাঁর ঝলমলে আত্মবিশ্বাস, উপস্থিত অতিথিদের নজর কেড়ে নেয়। অভিনয়ের পাশাপাশি যিশু কন্যা মডেল হিসেবেও সুনাম অর্জন করবেন তা হলফ করে বলা যায়। শুধু সৃজিত নয় যিশু কন্যা সারার গর্বে গর্বিত বাংলাও।

one year ago
Srijit: পুজোয় 'বাইশে শ্রাবণ' ও 'ভিঞ্চি দা' মিলিয়ে চমক সৃজিতের

দুর্গাপুজো টলিউডের বাঙালি পরিচালকদের জন্য পাখির চোখ। শারদীয়ার লম্বা ছুটিতে দর্শক হলমুখী হন। ফলে ব্যবসা মোটের মধ্যে ভালোই হয়। পুজোয় যে বাঙালি পরিচালকদের সিনেমা মুক্তি পেয়ে থাকে, সাধারণত তাঁদের মধ্যে অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তবে সেই ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সৃজিতের 'গুমনামী (Gumnami)'। তারপর তাঁকে আর পুজোয় সিনেমা রিলিজ করতে দেখা যায়নি। দর্শক-মনে প্রশ্ন উঠেছিল, তাহলে কি পুজোয় আর ছবি রিলিজ করবেন না সৃজিত? এর উত্তর দিতে ডবল ধামাকা নিয়ে আসছেন তিনি।

সৃজিতের নতুন সিনেমার কয়েকটি চরিত্র আপনার চেনা মনে হতে পারে। 'বাইশে শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরীর কথা মনে আছে? আর 'ভিঞ্চি দা' সিনেমার 'বিজয় পোদ্দার'? ঠিক ধরেছেন, সিনেমায় এই দুটি চরিত্র করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। এই দুটি সিনেমার প্রিক্যুয়েল নিয়ে আসছেন সৃজিত। প্রসেনজিৎ ও অনির্বাণ পরিচালকের পছন্দের, এই কথা সকলেই জানেন। তবে বাদ যাচ্ছেন না সৃজিতের আরও এক ফেবারিট। সিনেমায় দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকেও। মাঝে শোনা গিয়েছিল, একদা ভালো বন্ধু  সৃজিত ও যিশুর মধ্যে অভিমানের পাহাড় জমেছে। তাঁদের আর একসঙ্গে দেখা যাবে না, সেই রব উঠেছিল। এবার মনে হচ্ছে অভিমানের পাহাড় ভেঙে আবারও এক হচ্ছেন দু'জন।

যদিও যিশুর সঙ্গে এখনও চূড়ান্ত হয়নি চুক্তি। সিনেমায় দেখা যাবে শুভশ্রীকেও। ছবিতে চমক রাখতে ওস্তাদ সৃজিত মুখোপাধ্যায়। টলিউডের প্রথম সারির অভিনেতাদের নিয়ে সৃজিত শেষ পর্যন্ত পাতে কী পেশ করেন, এখন সেইটাই দেখার। তবে তাঁকে টেক্কা দেওয়ার অন্যান্য পরিচালকরাও তৈরি। এই বছর দুর্গাপুজোতেই আসতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ', অরিন্দম শীলের 'সারান্ডায় মিতিন' এবং দেবের 'বাঘাযতীন'। কে এগিয়ে যায় শেষ পর্যন্ত তা ঠিক করবেন দর্শক।

one year ago