Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

souravganguly

Sourav: 'আগেই বলেছিলাম টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী,' জয়ের পর টুইট প্রাক্তন অধিনায়কের

এশিয়া কাপের ফাইনালে শুরু থেকেই অন্য মেজাজে ছিল ভারত। টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় কার্যত ছোট গল্প তৈরি করেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দুঘণ্টাও ক্রিজে দাঁড়াতে পারেননি না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।

ম্যাচের পরেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার, তিনি পিঠ চাপড়ে দিয়েছেন সিরাজের। শুভেচ্ছা জানতে ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। সৌরভ তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘শুরুতেই বলেছিলাম, এই টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী। রোহিতের নেতৃত্বে দ্বিতীয় এশিয়া কাপ। সকলকে শুভেচ্ছা’

উল্লেখ্য, এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ভারত অধিনায়ক রোহিতও চেয়েছিলেন, প্রথমে ব্যাট করুক ভারত। কিন্তু টস হারে ভারত। প্রথম ওভার থেকেই বিধ্বংসী বোলিং করেন ভারতের পেসাররা। পাঁচ শ্রীলঙ্কার ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি।

5 days ago
Mamata: রোনাল্ডোর মাঠ পরিদর্শন, স্পেনে গিয়ে সৌরভকে ফুটবল উপহার মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পেনে গিয়েছেন তা নয়, কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকা সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র বাজালেন, কিংবা কখনও মর্নিং ওয়ার্ক। ইতিমধ্যেই বইমেলা, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে 'মউ' চুক্তি স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে মাদ্রিদে রোনাল্ডোর ক্লাব ঘুরে দেখলেন তিনি। সঙ্গী সৌরভকে উপহার দিলেন ফুটবল। ভাইরাল হল সেসব কীর্তিও।

সফরসূচিতে ছিল না তবুও শনিবার স্পেন সফরে 'হলিডে মুডে' মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে বেড়ালেন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। ছুঁয়ে দেখলেন ১২১ বছরের ইতিহাস। সঙ্গী প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু যে ঘুরে দেখলেন তাই-ই নয়, নবনির্মিত গ্যালারিতে বসেও থাকলেন বেশ কিছুক্ষণ।

এক স্পেনীয় তরুণী মিউজিয়াম ঘুরিয়ে দেখাতে গাইডের ভূমিকায় ছিলেন। দেওয়ালে ঝোলানো রিয়াল দলের নানা বছরের ছবি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা ক্লাব চ্যাম্পিয়নশিপের থরে থরে ট্রফি সাজানো। রিয়ালের বিপণি থেকে সৌরভকে একটি ফুটবল কিনে উপহার দেন মমতা।

7 days ago
Football: ফুটবলের হয়ে গলা ফাটালেন মহারাজ, লা লিগার সঙ্গে মউ স্বাক্ষর পশ্চিমবঙ্গের

খাতায় কলমে তিনি ক্রিকেটের (Cricket) মহারাজ। কিন্তু তাঁর হদয়জুড়ে অনেকটাই ফুটবলের (Football) রাজত্ব। মাদ্রিদে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মউ সাক্ষর অনুষ্ঠানে সে কথা গোপন করলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

বৃহস্পতিবার মাদ্রিদের মঞ্চে মহারাজ গলা ফাটালেন কলকাতার ফুটবলের হয়ে। কলকাতা ময়দানের জন্য রীতিমতো আর্তিই ঝরে পড়ল তাঁর গলায়।

লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলা ফুটবল অ্যাকাডেমি নিয়ে একটি মৌ-ও স্বাক্ষরিত হয়েছে। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। লা লিগা কলকাতায় অ্যাকাডেমি করলে তিন প্রধান ক্লাবের হয়ে লিগে খেলতে পারবে বাংলার তরুণ প্রতিভারা, একরকম অনুনয়ের সুরেই বলেন মহারাজ। স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যেরও তারিফ করতে ভোলেননি সৌরভ। দাদা-দিদির মিলিত চেষ্টায় কলকাতা ফুটবলের জন্য একটা সম্ভাবনার দরজা সত্যিই খুলল কিনা, তা বলবে সময়।

a week ago


Sana: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ কন্যা সানা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা গাঙ্গুলির

গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির খবর। অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ কন্যা সানা। ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকতেন। কনভোকেশনে যোগ দিতে লন্ডন পাড়ি দেন সৌরভ। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের সাফল্যের কথা শেয়ার করলেন মহারাজ।

গত বুধবার সকালে ইংল্যান্ড যান সৌরভ। সানার বিশ্ববিদ্যালয়ে সস্ত্রীক উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরই সোশ্যাল মিডিয়া মেয়ে ও তাঁর পরিবারের ছবি শেয়ার করেন সৌরভ। লেখেন, "অভিনন্দন সানা, আরও অনেক দূর যাওয়া বাকি।"

সম্প্রতি জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে আমন্ত্রণ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ড থেকেই সরাসরি যোগ দিতে পারেন সেই সফরে।

2 weeks ago
Biopic: রণবীর নয়, বাংলার দাদার বায়োপিকে আয়ুষ্মান, প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই

বাংলার 'মহারাজ' সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) জীবনী নিয়ে বায়োপিক (Biopic) তৈরী হবে, এই নিয়ে আলোচনা সেই কবে থেকে। কিন্তু মূল চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকদের আলোচনার অন্ত ছিল না। পরিচালক এবং সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে তৎপর ছিলেন। কানাঘুঁষো শোনা গিয়েছিল, অভিনেতা রণবীর কাপুর এই চরিত্রে অভিনয় করতে পারেন। তবে কলকাতায় ইডেনের মাঠে এসেই রণবীর পরিষ্কার করেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন শোনা যাচ্ছে, অভিনেতা আয়ুষ্মান খুরানাকেই (Ayushmann Khurrana) এই চরিত্রে নির্বাচন করা হয়েছে।

তাই আয়ুষ্মান নাকি এই মুহূর্তে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন। সৌরভ গাঙ্গুলি বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই এই চরিত্র আত্মস্থ করতে হলে খাটতেই হবে আয়ুষ্মানকে। সৌরভের সূক্ষ্ম সূক্ষ্ম কায়দাগুলিও শিক্ষণীয়। পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত নাকি, চলতি বছরের ডিসেম্বর থেকেই 'দাদা'র বায়োপিক নিয়ে কাজ শুরু করতে চাইছেন। তাই এই সময়টুকু এই চরিত্রকেই দেবেন অভিনেতা।

আয়ুষ্মান অভিনেতা হিসেবে প্রশংসনীয়। 'ভিকি ডোনর'-এর মতো ছবি যেমন তাঁর ঝুলিতে রয়েছে, 'আর্টিক্যাল ফিফটিন'-এর মতো সিনেমাও তাঁর ঝুলিতে রয়েছে। তাই চরিত্রের প্রয়োজনে আয়ুষ্মান নিজের সেরাটুকু দেবেন এটাই প্রত্যাশিত। এদিকে নেটিজেনরা এই খবরে বিশেষ খুশি হননি। তাই নিজেকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে প্রমাণ করতে হলে খাটতে হবে আয়ুষ্মানকে।

3 weeks ago


Mamata: স্পেনে মমতার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌরভ-সুনীল!

চলতি মাসেই স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত বিদেশের মাটিতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর মধ্যে বার্সালোনা শহরেও একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই অনুষ্ঠানে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। শুধু সৌরভই নন, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও থাকবেন ওই অনুষ্ঠানে।

বর্তমানে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই সরাসরি বার্সালোনা যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে রয়েছেন সুনীল ছেত্রী। সদ্য বাবা হয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সরাসরি বেঙ্গালুরু থেকেই যাবেন বার্সালোনায়। 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে লগ্নি আনার লক্ষ্যেই বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুবাই ও স্পেনের একাধিক শিল্পপতি ও শিল্প সংস্থার সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি দুই দেশের একাধিক বাঙালি কমিউনিটির সঙ্গেও দেখা করবেন তিনি।

3 weeks ago
Sourav: 'র‌্যাগিং রুখতে নতুন আইন আনা প্রয়োজন,' যাদবপুর কাণ্ডে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার 'অস্বাভাবিক মৃত্যু'-র পর এবার প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। র‌্যাগিং বন্ধ করার জন্য যত দ্রুত সম্ভব নতুন আইন আনার প্রয়োজন।" তিনি আরও বলেন, "কী হয়েছে তা বিস্তারিত জানি না। তবে, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।"

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার নয়। কিন্তু ধৃতদের বয়ান শুনে ঠিক মনে হচ্ছে না তদন্তকারীদের। তাই লালবাজারের ইঙ্গিত, গত নয় অগাস্টের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে সব ধৃতদের মুখোমুখি বসানো হতে পারে। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনায় এখন পর্যন্ত ভিন রাজ্যের এক পড়ুয়া-সহ মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

a month ago
Sourav: ৫১-তে পা দাদার, ভক্তদের শুভেচ্ছা সৌরভ গঙ্গোপাধ্যায়কে

হাফসেঞ্চুরি আগেই পার করেছেন। শনিবার ৫১ বছরে পা রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৯৯২ সালে দেশের হয়ে অভিষেক। টেস্ট ক্রিকেটে সুযোগ পেতে লেগেছিল আরও চার বছর। ম্যাচ ফিক্সিংয়ে টিম ইন্ডিয়া যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, সেই সময় টিমের হাল ধরেছিলেন। ক্রিকেটবিশ্বে চোখে চোখ রেখে লড়তে শিখিয়েছিলেন। ক্রিকেটে শুরু হয়েছিল দাদাগিরি।

জাতীয় দল থেকে বাদ, প্রত্যাবর্তন ও অবসর। গ্রেগ চ্যাপেল বিতর্ক, কেরিয়ারে একের পর উত্থান-পতন। সৌরভ মানে দেশের কাছে আবেগ। বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিলেন। তৈরি করেছিলেন নতুন টিম ইন্ডিয়া। ধোনি, সেহওয়াগ, জাহির খান, হরভজন সিংরা দাদার আমলেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন।

দীর্ঘদিন ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখলেও, ক্রিকেট ছাড়েনি সৌরভকে। ২০১৯ সালে বোর্ডের সভাপতি হন সৌরভ। বিরাট কোহলির সঙ্গে সৌরভের সংঘাত এখন সর্বজনবিদিত। তবু সৌরভের প্রতি ভালবাসা এতটুকু কমেনি। বাঙালির আবেগ এখনও অক্ষত। শুভ জন্মদিন মহারাজ।

3 months ago


Sourav: জন্মদিনে বড় ঘোষণা! টুইটে জানালেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়

শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন (Birth Day)। আর জন্মদিনেই কি চমক দিচ্ছেন মহারাজ। রহস্যময় টুইট করে এমনই ইঙ্গিত দিলেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক (Captain) জানালেন, জন্মদিনে বিশেষ ঘোষণা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার রাতে সৌরভ টুইট করেন। তিনি লেখেন, '৮ জুলাই, আমার জন্মদিনে বিশেষ ঘোষণা করতে চলেছি। পাশে থাকুন।' কী ঘোষণা তা জানাননি সৌরভ। এবার কলকাতাতেই নিজের জন্মদিন কাটাতে চলেছেন সৌরভ। তাই জন্মদিনে কী ঘোষণা করবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। সাদা কাগজে লেখা, 'লিডিং উইথ'। বায়োপিকে তাঁর চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাবেন! নাকি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয় ঘোষণা করবেন! এসব নিয়েই জল্পনা বাড়ছে।

দীর্ঘদিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জট চলছে। প্রধান চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। নাম উঠেছে রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের। সৌরভ নিজে যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

3 months ago
Dadagiri: শুরু হতে চলেছে সৌরভ গাঙ্গুলির 'দাদাগিরি', জানুন বিস্তারিত

প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) পশ্চিম-বঙ্গবাসীর পছন্দের। তাঁকে আজকাল খেলার ময়দানে দেখা যায় না। তবে মাঝেমধ্যেই খেলাতে দেখা যায় টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলের ততোধিক জনপ্রিয় অনুষ্ঠান 'দাদাগিরি' (Dadagiri)। বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি সেই অনুষ্ঠানের সঞ্চালক বিগত বেশ কিছু বছর ধরে। যদিও একটি সিজনে সেই জায়গায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কিন্তু তারপর থেকে দাদাগিরির সঞ্চালনার ব্যাটন সৌরভ গাঙ্গুলির হাতেই থেকেছে।

আবার কবে নতুন সিজন শুরু হবে, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। এবার তাঁদের জন্য সুখবর। টলি পাড়ায় গুঞ্জন, আর কয়েক মাস বাদেই শুরু হতে চলেছে দাদাগিরি। বর্তমানে রাত সাড়ে নটায় সম্প্রচারিত হচ্ছে, 'ডান্স বাংলা ডান্স'। এই সিজনটি শেষ হলেই নাকি শুরু হবে দাদাগিরির শ্যুটিং। সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকেই টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো।

তবে সৌরভ গাঙ্গুলি বর্তমানে কলকাতায় নেই। মহারাজ বর্তমানে রয়েছেন লন্ডনে। তাঁর ভালো সময় আরও ভালো হতে চলেছে দাদাগিরি শুরু হওয়ার খবরে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়েও তোড়জোড় তুঙ্গে। ইতিমধ্যেই নাকি সিনেমার স্ক্রিপ্ট পড়ে শোনানো হয়েছে দাদাকে। দক্ষিণী তারকা রজনীকান্তের কন্যা ঐশ্বর্য দাদার বায়োপিকের পরিচালনা করতে চলেছেন। যদিও এই নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

3 months ago


Sourav: হঠাৎ রাজভবনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়, কারন কি!

মঙ্গলবার বিকালে রাজভবনে (Raj Vaban) গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিকাল ৫টা নাগাদ রাজভবনে ঢুকতে দেখা যায় তাঁকে। তবে কী কারণে সৌরভ রাজভবনে গিয়েছেন তা জানা যায়নি। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, বাটানগরে সৌরভের জমির দখলদারি নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ, স্থানীয় নেতাদের মদতে কয়েকজন দুষ্কৃতী ওই জমি দখল নেওয়ার চেষ্টা করছে। সেই বিষয়ে সমাধানের জন্যই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বলে খবর।

এদিকে আজই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে এনসিসি প্রতিনিধিরা প্যারেড করে ওই অনুষ্ঠানের সূচনা করেন। যদিও রাজভবনে ওই অনুষ্ঠানে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

3 months ago
Sourav Biopic: সৌরভের বায়োপিকে আয়ুষ্মান! নেটিজেনদের কী প্রতিক্রিয়া

ক্রিকেট (Cricket) তারকাদের মধ্যে মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক তৈরী হয়েছিল অনেক আগেই। মহেন্দ্র সিং ধোনীর বায়োপিকও দর্শক দেখেছেন। এই তালিকায় অনেকদিন ধরেই ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম শোনা যাচ্ছিল। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত সিনেমা পরিচালনা করবেন, এই খবরও শোনা গিয়েছিল। এমনকি ঐশ্বর্যার কলকাতায় মহারাজের বাড়িতে আসা নিয়েও কথা হয়েছে বিস্তর।

শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলির চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। যদিও অভিনেতা জানিয়েছিলেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন জল্পনা, দাদার চরিত্রাভিনেতা হিসেবে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। কথাবার্তা নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই, এখন শুধু আনুষ্ঠানিক সই সাবুদ বাকি। সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই নির্বাচনে সমর্থন করেছেন। তবে এই খবর প্রকাশ্যে আসতে নেটিজেনদের কী প্রতিক্রিয়া? 

সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে প্রথম থেকেই আগ্রহী বাংলার জনগণ। তাঁরা চাইছিলেন, দাদার চরিত্রে কোনও বাঙালি অভিনেতা অভিনয় করুন, যীশু সেনগুপ্ত ছিলেন এই পছন্দের তালিকায়। তবে সেই  জায়গায় আয়ুষ্মানের নাম শুনে সামান্য নিরাশ হয়েছেন যেন নেটিজেনরা। নেট মাধ্যমে প্রবল আপত্তি জানাচ্ছেন অনেকে। একজন লিখেছেন, 'যীশুকে একেবারে দাদার মতো দেখতে লাগে। আয়ুষ্মানের সংলাপে বাংলা বসালে তা কি আদৌ ভালো শোনাবে!' যদিও এই খবর এখনও জল্পনা। সৌরভ গাঙ্গুলির চরিত্রে কাকে দেখা যাবে, তার কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

4 months ago
Sourav Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে এই বলি অভিনেতাকে! জল্পনা তুঙ্গে

ক্রিকেট জগতের এক জনপ্রিয় নাম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেট জগতে 'দাদা'-র অবদানের কোনও শেষ নেই। ঠিক করা হয়েছে যে, তাঁর বায়োপিক (Biopic) বানানো হবে। আর চলতি বছর থেকেই দাদার বায়োপিকের জন্য শ্যুটিং শুরু হবে। কিন্তু ছবি নিয়ে পরিকল্পনা চলাকালীনই প্রশ্ন উঠছে যে, কাকে পর্দায় সৌরভের চরিত্রে দেখা যাবে। আর এই নাম নিয়ে প্রথম থেকেই গুঞ্জন যে, দাদার চরিত্রে নাকি দেখা যাবে রণবীর কাপুরকে। কিন্তু অবশেষে খবর এসেছে যে, দাদার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)।


সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বায়োপিক তৈরি করা হোক, এমনটা চাননি খোদ দাদা নিজেই। কিন্তু অবশেষে তাঁর এতে মত এসেছে। আর এই পরিকল্পনায় সম্মতি জানাতেই বায়োপিক বানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয় যে, কে হবে বড় পর্দার 'দাদা'। শোনা গিয়েছিল যে, বায়োপিকে কার্তির আরিয়ানকেও দেখা যেতে পারে দাদার চরিত্রে। কিন্তু আয়ুষ্মান খুরানা যে পর্দার সৌরভ হতে চলেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আবার একই মতো ছবির পরিচালক কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে কানাঘুষো। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পরিচালনা করবেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে কে হতে চলেছেন বা আয়ুষ্মান হলেও তিনি কীভাবে দাদার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে ধরবেন, তা দেখার জন্য মুখিয়ে বসে রয়েছেন অনুরাগীরা।

4 months ago


Dhoni: আইপিএল ফাইনালে ধোনিবাহিনী, ধোনির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক (Captain) মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে গুজরাতকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এবার পঞ্চমবার আইপিএল জেতার সুযোগ রয়েছে ধোনিদের সামনে। নেতা হিসেবে তিনি কতটা দক্ষ, তা আবারও প্রমাণ করে দিয়েছেন ধোনি। একই সুর দিল্লি ক্যাপিটালসের মেন্টর তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলাতেও। ধোনির প্রশংসায় ফের পঞ্চমুখ সৌরভ।

সৌরভ এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, 'চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিংহ ধোনি এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে। আর ধোনির অধিনায়কত্বের তো তুলনাই হবে না। কীভাবে বড় ম্যাচ জিততে হয়, তা দেখিয়ে দিয়েছেন।' ধোনি ছাড়া এবারের আইপিএল মরসুমে নজরকাড়া আরও কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন সৌরভ । সেই তালিকায় রয়েছে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিংকু সিংরা।

4 months ago
Sourav Ganguly: ফের পদ পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়! ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবার দাদা

প্রসূন গুপ্তঃ বাংলায় রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায় হয়ে বহু ব্যক্তিত্ব ভারত তথা বিশ্বের দরবারে সম্মানিত হয়েছেন। যদিও এই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম রাখাটা বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু তারই মধ্যে সৌরভের নাম ভারতের কিছু অংশে আলোচিত হয়েছে এবং হচ্ছে। সৌরভ গাঙ্গুলি ছিলেন দুর্দান্ত ক্রিকেটার এবং অবশ্যই ভালো অধিনায়ক। অন্যদিকে, তাঁকে সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকার, কপিল দেবের সঙ্গে একই পংক্তিতে রাখা যাবে না, কারণ এঁদের সময়ে এঁরা বিশ্বসেরা ছিলেন। ক্রিকেট ছাড়ার পরে এঁরা কেউই ভারতীয় ক্রিকেটের বিশেষ দায়িত্বে যান নি। গাভাস্কার তবু কমেন্ট্রি করেন, কিন্তু সচিন বা কপিল ক্রিকেট জগৎ থেকে অনেকটাই দূরে।

সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু চিরকাল এযাবৎ ক্রিকেটের নানান দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে ক্রিকেট প্রশাসক থেকে রাজনীতিবিদের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছেন। তাঁর হয়তো ভারতীয় দলেই আসা হতো না যদি কিনা জগমোহন ডালমিয়া তাঁর পাশে দাঁড়াতেন। গ্রেগ চ্যাপেলের আমলে তিনি দল থেকে বাদ পড়ে গেলে শোনা যায় তৎকালীন মন্ত্রী  অশোক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুরোধ করেন সৌরভের বিষয়টি দেখার জন্য। বুদ্ধবাবুর সঙ্গে ডালমিয়ার সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। তিনি নাকি ব্যক্তিগত ভাবে ওই সময়ের ক্রিকেট বোর্ড সভাপতি শারদ পাওয়ারকে সৌরভের বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। ফের দলে আসেন সৌরভ।

সৌরভ খেলা ছাড়ার পরে কমেন্ট্রি বক্সে বসে পড়েন। ইতিমধ্যে ডালমিয়া প্রয়াত হয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের গদিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। মমতার হস্তক্ষেপে সৌরভ বাংলা ক্রিকেটের সভাপতি হন। ধীরে ধীরে কেন্দ্রের বিজেপি সরকারের ঘনিষ্ঠ হন সৌরভ। ভারতীয় বোর্ডের সভাপতির আসন খালি হলে এক প্রকার নিশ্চিত ছিল কর্ণাটকের ব্রিজেস প্যাটেলের সভাপতি হওয়া, কিন্তু এরই মধ্যে অমিত শাহের সঙ্গে সৌরভের একান্ত বৈঠক হয় এবং সৌরভ বোর্ডের সভাপতি হন বলেই খবর ছড়িয়ে যায়। পাশাপাশি সৌরভের স্ত্রী ডোনাকে রাজ্য বিজেপির নানান অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

শোনা যায়, ২০২১-এর ভোট নাকি সৌরভকে মুখ করতে চেয়েছিল বিজেপি অবিশ্যি এর আগে লোকসভাতেও নাকি প্রার্থী করতে চেয়েছিলো তারা বলে বাজারে গুঞ্জন ছিল। কিন্তু নানান বাহানায় সৌরভ রাজনীতিকে এড়িয়ে যান। ফলত কয়েক মাস আগে অদ্ভুত ভাবে বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ফের মমতা এসে দাঁড়ান তাঁর পাশে। আপাতত তিনি আইপিএলে দিল্লির দায়িত্বে ছিলেন এবং সম্পূর্ণ অসফল হন।

এবারে তাঁর কাছে নতুন দায়িত্ব এসেছে এবং বিজেপির একটি রাজ্য সরকারের কাছ থেকেই। তিনি ত্রিপুরার ব্র্যান্ড এম্বাসেডর হচ্ছেন। স্বয়ং ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে কথাও হয়েছে। তাঁর সম্মতি নিতে এসেছিলেন ওই রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভ সম্মতি দিয়েছেন। তাহলে ফের পদ পাচ্ছেন সৌরভ। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য আনন্দ প্রকাশ করেছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় এর বদলে কী দিতে হবে? সৌরভ অলরাউন্ডার। কোন মাঠে কীভাবে খেলতে হবে তা তিনি জানেন, কিন্তু রাজনীতির মাঠটি বড়োই জটিল।

4 months ago