Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

returned-

Theft: নগদ ৯৫ হাজার টাকা চুরি! ধরা পড়ার ভয়ে চোরেরা পরের দিনই ফেরত দিয়ে গেল

একেবারেই অভিনব ঘটনা। ধরা পড়ার ভয়ে চুরি (Theft) করা টাকা ফেরত দিয়ে গিয়েছে চোর। প্রায় এক লক্ষ টাকা চুরি করেছিল এক দল চোর। এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। জানা গিয়েছে, গত ২৭ মার্চ শোভারাম খোসালে নামে এক ব্যক্তি রোহিত যাদবের কাছে জমি বিক্রি করেছিলেন। সেই ব্যক্তি খোসালেকে নগদে দিয়েছিলেন ৯৫ হাজার টাকা ও চেকেও কিছু টাকা দিয়েছিলেন। 

তবে ৩১ মার্চ খোসালের ঘর থেকে চুরি হয়ে যায় ওই নগদ ৯৫ হাজার টাকা। এমনকি চুরি করার পর খোসালের উপর নজরও রাখছিল চোরেরা। তাই চুরির ঘটনায় খোসালে ১ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেছেন জেনেই ২ এপ্রিল বাড়ির উঠোনে টাকা ফেরত দিয়ে যায় চোরেরা। তবে এই ঘটনা নিয়ে এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, টাকা চুরির ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই খুঁজে বার করা হবে।

প্রাথমিকভাবে পুলিসের ধারণা, খোসালের পরিচিত কেউই এই চুরির সঙ্গে জড়িত। তাই ধরা পড়ার ভয়ে তড়িঘড়ি সেই টাকাটা ফেরত দিয়ে গিয়েছেন তিনি। 

one year ago