
'ডন কা তো জমানা হোতা হ্যায়' এই বিখ্যাত সংলাপকে সত্যি করে নতুন জমানায় পা দিয়েছে ডন-থ্রি। এই জমানায় ডনের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর সিংহকে (Ranveer Singh)। আগে থেকেই জল্পনা ছিল এবার শাহরুখ ফিরবেন না ডন হয়ে। রণবীরের নামও চর্চায় ছিল। তবে জল্পনা আর না বাড়িয়ে এবার প্রযোজনা সংস্থা থেকে রণবীরের ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হল।
টিজারের শুরুতে রণবীরকে বলতে শোনা যায়, 'যে বাঘ ঘুমোচ্ছে, সে কবে জাগবে? সবাই জিজ্ঞেস করে। তাঁদের বলে দাও, আমি এসে গেছি।' একইভাবে টিজারের শেষে শোনা গিয়েছে ডনের সেই জনপ্রিয় সংলাপের অংশ, 'এগারো মুলুকের পুলিস খোঁজে আমাকে। কিন্তু আমাকে ধরে পেরেছে কে? আমি ডন।' সিনেমার নির্মাতা ফারহান আখতার এই টিজারের ঝলক সামাজিক মাধ্যমে আপলোড করে লিখেছেন, ডনের নতুন যুগ শুরু হচ্ছে।'
A New Era Begins #Don3 @RanveerOfficial #JasonWest @javedakhtarjadu @ritesh_sid @ShankarEhsanLoy @PushkarGayatri @j10kassim @roo_cha @vishalrr @excelmovies @rupinsuchak @chouhanmanoj82 pic.twitter.com/i1hHrl6fuo
— Farhan Akhtar (@FarOutAkhtar) August 9, 2023
ডনের চরিত্রে রণবীর সিংকে দেখে বেশ খুশি দর্শকেরা। অভিনেতা হিসেবে রণবীরকে অনেকে 'ওভার এক্টিংয়ের দোকান' বললেও তাঁর ক্রমাগত নিজেকে ভাঙা গড়া দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। অন্যদিকে শাহরুখ 'ডন থ্রি'-তে অভিনয় করছেন না বলে খুশি তাঁর ভক্তরা। তাঁদের মতে একইরকম চরিত্রে অভিনয় না করে এবার শাহরুখের উচিৎ চরিত্র নির্বাচনে মনোযোগ দেওয়া। তবে টি=ডনের চরিত্রে রণবীর দর্শকের কতটা মন জয় করতে পারলেন, তা বুঝতে অপেক্ষা করতে হবে ২০২৫ পর্যন্ত।
অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) বলিউডের 'পাওয়ার কাপল'। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর যখন অবসাদে দীপিকা, এমনই মুহূর্তে সিনেমার সেটে দেখা হয় রণবীর সিংয়ের সঙ্গে। অনেক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, রণবীরের সঙ্গে দেখা হয়ে জীবন বদলে গিয়েছিল। ভালো থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী। বন্ধুত্ব থেকে বিয়ের পিঁড়িতে বসেন তারকারা। দুজনের রসায়ন এখনও মুগ্ধ চোখে দেখেন দর্শকেরা। সম্প্রতি তাঁদের মধ্যে বিচ্ছেদের রটনা শোনা গেলেও। তাঁরা যে সযত্নে নিজেদের সম্পর্ককে আগলে রেখেছেন তাও প্রকাশ্যে এসেছে। এবার দীপিকা শেয়ার করলেন, বিয়ের আসল রহস্য।
অভিনেত্রী বন্ধুত্ব দিবসেই তাঁর বিয়ের আসল রহস্য ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে। একটি পোস্ট শেয়ার করেছেন দীপিকা। সেই পোস্টে লেখা রয়েছে, 'নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করুন। আমি একেবারেই হালকাভাবে কথাটি বলছি না। যার প্রেমে পড়বে তাঁর মধ্যে শক্তিশালী, সবচেয়ে বেশি বন্ধুত্ব খুঁজে নেবে। এমন একজনকে খুঁজে নেবে, যার সঙ্গে তুমি হাসতে পারো। এত হাসতে পারো, যাতে তোমার পেটে ব্যথা হতে শুরু করবে। সবচেয়ে বেশি আলিঙ্গন করা, আন্তরিক এবং নিরাময়ক হাসি খুঁজে নেবে। বুদ্ধিও জরুরি।'
দীপিকার জীবনে যে এই হাসির কারণ তাঁকেও ভুলে যাননি অভিনেত্রী। স্বামী রণবীর সিংকে ট্যাগ করেছেন এই পোস্টের নিচে। রণবীরও এই পোস্টের কমেন্টে একটি হৃদয়ের ছবি দিয়েছেন। নেটিজেনরা আবারও এই দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
সামাজিক মাধ্যম খুললেই এখন নেটিজেনরা একজনের প্রশংসাতেই পঞ্চমুখ। অভিনেতা টোটা রায় চৌধুরীর (Tota Roy Chowdhury)। সম্প্রতি অভিনেতাকে দেখা গিয়েছে, 'রকি অউর রানী কি প্রেম কাহানি' সিনেমায়। সেখানে তিনি কেবল আলিয়া ভাট অর্থাৎ রানীর বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই-ই নয়, পার্শ্ব চরিত্র থেকে তিনি হয়ে উঠেছেন অন্যতম প্রধান চরিত্র। এই সিনেমায় তাঁর চরিত্রের নাম চন্দন চট্টোপাধ্যায়। চন্দন একজন কত্থক নৃত্যশিল্পী। আর এই চরিত্রটিই একেবারে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরেছেন টোটা।
অভিনেতা রণবীর কাপুরও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজের মনের কথা লিখে ফেললেন সামাজিক মাধ্যমের পাতায়। রণবীর লিখেছেন, 'টোটা স্যার আপনি খুবই স্পেশাল। মানুষ আপনাকে নিয়ে কথা বলছেন দেখে আমার হৃদয় উষ্ণ হয়ে উঠছে। আমি যা অনুভূত করেছি আপনি তাঁর প্রতিধ্বনি। আপনার আত্মার ঈশ্বর আপনার শিল্পে জ্বলজ্বল করে। আপনার মধ্যে সঞ্চিত সৌন্দর্য আপনি যেভাবে আপনি চন্দনে এনেছেন, পর্দায় আপনার উষ্ণ উপস্থিতি, আপনার অন্তর ছুঁয়ে যাওয়া পারফরম্যান্স এবং আপনার মন ছুঁয়ে যাওয়া কত্থক। ধন্য মনে হয় এই মুহূর্তগুলিতে থাকতে পেরে।'
নেটিজেনরাও 'রকি অউর রানী কি প্রেম কাহানি' সিনেমায় টোটার অনবদ্য কত্থক নৃত্য দেখে খুশি হয়েছেন। তবে সবচেয়ে খুশি হয়েছেন, 'পুরুষেরা নাচ করেন না', এমন ধারণা ভেঙে গুড়িয়ে দেওয়ায়। অনেকে বলছেন, টলিউড এতগুলো বছরে টোটা রায়চৌধুরীকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। করণ জোহার যা করে দেখিয়েছেন।
২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে 'রকি অউর রানী কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। এই সিনেমা দিয়েই বেশ কিছু বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জোহার (Karan Johar)। সিংহভাগ দর্শকই এই সিনেমার প্রশংসা করেছেন। কারণ একই সিনেমায় পরিচালক বেশ কিছু গোঁড়া মনোভাবকে দুমড়ে মুচড়ে দিতে চেয়েছেন। এমনই একটি বাঁধভাঙা ভূমিকায় অভিনয় করেছেন, টোটা রায় চৌধুরী। সিনেমায় তিনি আলিয়া ভাট অর্থাৎ রানীর বাবা হয়েছেন তিনি।
সিনেমায় টোটা পেশায় একজন কত্থক নৃত্যশিল্পী। তিনি পুরুষ, অথচ ভরা দর্শকদের সামনে নাচতে বিন্দুমাত্র সংকোচ করেন না। এই দেখে বেশ হাসাহাসি করেছে রকির পরিবার। শেষ পর্যন্ত দুর্গাপুজোয় বাড়ির ছেলে রকিকে একইভাবে নাচতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন তাঁর পরিবার। এই সিনেমায় যেভাবে পুরুষতান্ত্রিকতাকে ভেঙেছেন পরিচালক, তার প্রশংসা করেছেন দর্শকেরা। কিন্তু এই চরিত্রে অভিনয় করে টোটার কেমন লেগেছে?
অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন, 'করণ জোহারকে এবং লেখককে এমন দৃশ্য লেখার জন্য প্রথমেই শুভেচ্ছা জানাই। এত সুন্দর করে নিয়ন্ত্রণ করা এবং লেখা দৃশ্য খুব কম দেখা যায়। এত সুন্দর করে চিত্রায়ন করা হয়েছে দৃশ্যটিকে বিপ্লবের উদযাপন মনে হয়েছে। রকির মতো কেউ একজন যে পুরুষতান্ত্রিক আবহ থেকে এসেছে স্টেজে উঠে ডোলা রে গানে নেচেছেন, এই দৃশ্যটিই পরিচালকের দেওয়া সবচেয়ে বড় মতামত।'
বিদেশে উড়ে গিয়ে ২০১৮ সালে বিয়ে করেছিলেন রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাডুকোন (Deepika Padukone)। তারপর থেকে ভক্তদের কাছে প্রিয় জুটি হয়ে গিয়েছেন তাঁরা। সামাজিক অনুষ্ঠানে কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একে ওপরের প্রতি ভালোবাসা ও সম্মান দেখে ভক্তরা কেবল মুগ্ধ হয়েছেন। গত কয়েক মাসে তাঁদের নিয়ে সামাজিক মাধ্যমে ভিন্ন চর্চা শুরু হয়েছে। দম্পতির সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না, এমন গুঞ্জনেই ছয়লাপ হয়েছিল নেট দুনিয়া।
এই প্রসঙ্গের সূত্রপাত এক অনুষ্ঠান থেকে। সাধারণত জনসমক্ষে একে অপরের হাত ধরে থাকেন তারকারা। তবে সেই অনুষ্ঠানে রণবীর দীপিকার দিকে বেশ কিছুক্ষণ হাত বাড়িয়ে দিলেও অভিনেত্রী হাত ধরেননি। এমনকি একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেননি। দম্পতির মাঝে দাঁড়িয়েছিলেন প্রকাশ পাডুকোন, অর্থাৎ দীপিকার বাবা। এইটুকুই দর্শক দেখেছেন। এই অনুষ্ঠানের অন্দরমহলে কী হয়েছে, দর্শক দেখেননি।
রণবীর সেই অনুষ্ঠানে স্টেজে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দীপিকার প্রশংসা করেন। দীপিকাও হাসিতে লুটিয়ে পড়ার জোগাড়। এই কিছুদিন আগে মার্জার সরণিতে হেঁটেছিলেন রণবীর। দর্শক আসনে দীপিকাকে বসে থাকতে দেখে, এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন। এরপর স্ত্রীয়ের দিকে এগিয়ে গিয়ে তাঁকে চুমু খেয়েছেন। শনিবারে এক ভিডিওতে দেখা গিয়েছে, এক গাড়িতে পাশাপাশি বসে রয়েছেন দম্পতি। দীপিকার মুখে একগাল হাসি নিয়ে কি যেন বলছিলেন রণবীরকে। অন্যদিকে রণবীর অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন দীপিকার দিকে। অর্থাৎ রটছে মানেই যে ঘটছে, সবসময় তা হয় না।
বলিউডের জনপ্রিয় জুটি অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। প্রেম করার পর ২০১৮ সালে একে অপরকে বিয়ে করেছিলেন তাঁরা। তারকাদের ডেস্টিনেশন ম্যারেজের ছবি এক নিমেষে ঝড় তুলেছিল সামাজিক মাধ্যমে। কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে একটু বেশিই কথা হচ্ছে। দুজনের মধ্যে নাকি সম্পর্ক বিশেষ ভালো নেই।
সচরাচর তারকারা সামাজিক মাধ্যমে একে অপরকে নিয়ে পোস্ট করে থাকেন। সেখান থেকেই দীপিকা বা রণবীর বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে একে অপরকে নিয়ে কোনও পোস্ট করছিলেন না তাঁরা। এমনকি রণবীরের জন্মদিনেও দীপিকা তাঁকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাননি। সেই নিয়েও বিচ্ছেদের গুঞ্জনের রব আরও বেড়েছিল। তবে অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন।
রণবীর নিজের সামাজিক মাধ্যমের স্টোরিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে দীপিকার সঙ্গে একটি ছবিও আপলোড করেছিলেন তাঁরা। এখনও যে তাঁরা সুখী দম্পতি তা বোঝা গিয়েছে ছবি দেখে। আলিবাগে ছুটি কাটিয়ে ফেরার পথে দুজনকে বিমানবন্দরেও একসঙ্গে ক্যামেরাবন্দী করেছেন পাপারাৎজিরা।
অনুষ্কা শর্মার কেরিয়ারের প্রথম ছবি ছিল 'রব নে বনা দি জোড়ি'। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা (Anushka Sharma)। এই সিনেমায় তাঁর সঙ্গে দর্শকদের পরিচয় হয়েছিল ঠিকই তবে কেরিয়ারের মোর ঘুরেছিল 'ব্যান্ড বাজা বারাত' দিয়ে। এই সিনেমাটি ছিল অনুষ্কার কেরিয়ারের দ্বিতীয় সিনেমা এবং অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) দ্বিতীয় সিনেমা। দুজনেই ব্যাটে বলে ছক্কা বাউন্ডারি পার করেছিলেন। সেই থেকে এই দুজনের জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা।
এরপর ২০১১ সালে 'লেডিজ ভার্সেস রিকি বেহেল', ২০১৫ সালে 'দিল ধরকনে দো' সিনেমার পর্দায় একসঙ্গে রোম্যান্স করেছিলেন তাঁরা। শোনা গিয়েছিল ব্যক্তিগত জীবনেও রসায়ন জমে উঠেছিল তাঁদের। অনুষ্কা জনসমক্ষেই বলেছিলেন, রণবীর আকর্ষণীয়। তবুও কেন রণবীরের সঙ্গে প্রেম করলেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সেকথা বলেছিলেন অভিনেত্রী। পুরোনো কথোপকথন বর্তমানে ভাইরাল সামাজিক মাধ্যমে।
অনুষ্কা বলেছিলেন, 'আমার আর রণবীরের সম্পর্ক খুবই ভালো। কিন্তু আমরা দুজনেই জীবনকে খুব আলাদাভাবে দেখি। ও খুবই বাস্তববাদী কিন্তু আমি তা নই। আমি যদি সম্পর্কে যাই তাহলে উল্টো দিকের মানুষটিকে আমাকে শান্ত করতে হবে। রণবীর আমার কাছে খুবই আকর্ষণীয়। আমরা দুজনেই খুবই প্যাশনেট। কিন্তু আমাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে হবে, যে আমাকে শান্ত করবে।'
আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর সিং (Ranveer Singh) অভিনীত 'রকি অউর রানী কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahaani) সিনেমাটি প্রথম থেকেই সামাজিক মাধ্যমে উত্তেজনা তৈরী করেছে। দীর্ঘ সাত বছর পর এই সিনেমাটি দিয়েই পরিচালনায় ফিরতে চলেছেন করণ জোহার। তাই তাঁর চেনা ছক ফ্যামিলি ড্রামার বাইরে বেরোতে চাননি পরিচালক। ইতিমধ্যেই সিনেমায় অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'তুম ক্যায়া মিলে' গানটি বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।
৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার বেশ টানটান। আলিয়া ভাটকে দিন দিন পরিণত লাগছে। এই ছবির ট্রেলারেও ব্যতিক্রম লাগেনি তাঁকে। অন্যদিকে পাঞ্জাবি ছেলের চরিত্রে রণবীর সিং বেশ সাবলীল। তবে মুখ্য চরিত্র রকি এবং রানীকে ঘিরে রয়েছে তাঁদের পরিবার। রানী বাঙালি পরিবারের সন্তান এবং রকি পাঞ্জাবি পরিবারের। দুই পরিবারের আলাদা সংস্কৃতি নিয়ে যে যথেষ্ট সংঘাত তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না।
ট্রেলার দেখে বোঝা গিয়েছে রকি এবং রানী দুজনেই প্রেমের জন্য লড়তে প্রস্তুত। তাই একে অপরের বাড়িতে গিয়ে লড়ে প্রেম আদায়ের চেষ্টা করেছেন তাঁরা। আলিয়ার বাঙালি পরিবারে দেখা মিলবে দুই বাঙালি তারকার। আলিয়া অর্থাৎ রানীর বাবার চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। অন্যদিকে রানীর মায়ের চরিত্রে দেখা যাবে চূর্ণী গাঙ্গুলিকে। ট্রেলারে চমক রয়েছে আরও একটি। আলিয়াকে বলতে শোনা গিয়েছে সেই বিখ্যাত 'খেলা হবে' সংলাপ।
সারারাত বাড়িতে নেই স্বামী। কোনও খোঁজ না পেয়ে অবশেষে থানায় গেলেন দীপিকা। সেখানে গিয়ে অফিসারদের সবিস্তারিত বলে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী। তাহলে কী রণবীরের কিছু হল? চিন্তার কোনও কারণ নেই। আসলে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন দীপিকার (Deepika Padukone) রিল লাইফ স্বামী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত কোনও সিনেমার প্রথম ঝলক সেটি।
ভিডিওটি শুরু হয়েছে দীপিকার উদ্বিগ্ন চেহারা দিয়ে। স্বামীর খোঁজ না পেয়ে যে তিনি চিন্তিত হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। পরের দৃশ্যেই দেখা যায় রণবীর সিংকে। ক্যাজুয়াল পোশাক পরেছেন অভিনেতা। চোখে রোদ চশমা এবং কানে ইয়ারফোন। সেই ফোনেই তিনি কারও সঙ্গে সংযোগ রেখে চলেছেন। রণবীরকে তাঁকে 'স্যার' বলে সম্বোধন করতে শোনা যায়।
কেবলমাত্র বলিউডের দুই জনপ্রিয় তারকাই নয়, এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন দক্ষিণী অভিনেতা রামচরণ তেজা। যদিও এর থেকে বেশি আরো কিছু জানানো হয়নি প্রথম ঝলকে। তবে অভিনেতারা সকলেই এই ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। আপাতত গোপনে রেখেছেন নতুন কাজের কথা। সময় হলেই নাকি রহস্য উন্মোচন করবেন। তাই দর্শকদের জন্য তাঁরা কি চমক রেখেছেন, তা জানা যাবে আরও খানিকটা অপেক্ষার পরে।
'ডন ৩' (Don 3) নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। বেশ কয়েকমাস ধরেই কানাঘুষো যে, ডন ৩-তে নাকি কিং খানকে দেখা যাবে না। আর এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙে গিয়েছে শাহরুখ (Shah Rukh Khan) ভক্তদের। জানা গিয়েছে, শাহরুখের জায়গায় ডন ৩-এ দেখা যাবে রণবীর সিং-কে (Ranveer Singh)। তবে এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, রণবীরের জন্মদিনে এই খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ফারহান আখতারের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি হল 'ডন'। পরিচালক হিসাবে তাঁর সেরা ছবির মধ্যে রয়েছে 'ডন', 'ডন ২'। এই দুই ছবিতেই শাহরুখকে বেছে নিয়েছিলেন ফারহান। কিন্তু শোনা গিয়েছে, 'ডন ৩'-এর জন্য রাজি হননি শাহরুখ। মনে করা হচ্ছে, তাঁর আসন্ন অ্যাকশন প্যাকড ছবি 'জওয়ান' ও 'ডাঙ্কি'-এর জন্য তিনি পরে ডন ৩-এ কাজ করতে মানা করে দেন। ফলে এরপরেই শুরু হয় ডন ৩-এর জন্য অভিনেতার খোঁজ। তারপরেই বলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে, এই চরিত্রের জন্য ফারহান রণবীর সিংকেই বেছে নিয়েছেন। তবে এই খবর এখনও প্রকাশ্যে আনা হয়নি। সূত্রের খবর, ৬ জুলাই রণবীরের জন্মদিনের দিনই নাকি এই খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise), আল্লু অর্জুনের (Allu Arjun) এই ছবিটি সারা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছে ছবিটি। দক্ষিণী তারকা আল্লু অর্জুন এই ছবির মাধ্যমেই পুরো দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। বলিউড ছেড়ে দেশবাসী আল্লু অর্জুনের ছবির গানে মেতে উঠেছিল। আর এবারে পুষ্পা ২ নিয়েও এসেছে বড় খবর। কিছুদিন আগেই জানা গিয়েছে, 'পুষ্পা ২' -এর শ্যুটিং শুরু হয়েছে। আর এরপর প্রকাশ্যে এসেছে, পুষ্পা ২ তে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলিউড তারকাকেও। এই খবর ছড়িয়ে পড়তে বলিউডপ্রেমীদেক কৌতুহল বাড়তে থাকে যে, কোন তারকাকে দেখা যাবে।
সূত্রের খবর, বলিউড অভিনেতা রণবীর সিং-কে (Ranveer Singh) দেখা যাবে 'পুষ্পা ২: দ্য রুল'-এ। আর এই খবর সামনে আসতেই উন্মাদনার শেষ নেই রণবীর ভক্তদের। জানা গিয়েছে, তাঁকে এক পুলিসের চরিত্রে দেখা যাবে। তবে তাঁকে পুরো সিনেমা জুড়ে দেখা যাবে না। অর্থাৎ তাঁকে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে। এও জানা গিয়েছে যে, রণবীরকে আল্লুর সঙ্গে এক গানে নাচতেও দেখা যাবে। ফলে রণবীর-আল্লু ভক্তরা মুখিয়ে বসে রয়েছেন তাঁদের একসঙ্গে এক স্ক্রিনে দেখার জন্য। প্রসঙ্গত, এও খবরে এসেছে যে, পুষ্পা ২-তে দিশা পাটানিকেও আল্লুর সঙ্গে নাচতে দেখা যাবে।
মুক্তি পেল 'রকি অউর রানী কি প্রেম কাহানি' (Rocky aur rani ki prem kahani) সিনেমার প্রথম গান 'তুম ক্যায়া মিলে'। ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বুধবার সিনেমার প্রথম গান প্রকাশ্যে আসতেই দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল গেয়েছেন এই গানটি। পর্দায় দেখা গিয়েছে রণবীর সিং (Ranveer Singh) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt)। এই গানটি করণ জোহার উৎসর্গ করেছেন প্রয়াত যশ চোপড়াকে। তাই গানের দৃশ্যগুলি দেখে খুব একটা নতুন মনে হবে না।
অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গিয়েছে একাধিক শিফন শাড়িতে। প্রবল ঠান্ডায় যে আলিয়া ভিতরে কাঁপতে কাঁপতে শট দিয়েছেন, তাঁকে দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। অভিনেত্রীকে বেশ পরিণত মনে হয়েছে এই চরিত্রে। অন্যদিকে রণবীরকে দেখা গিয়েছে চেনা অন্দাজে। তবে দর্শকেরা পুরো গানের সঙ্গেই মিল পেয়েছে শাহরুখ খান এবং কাজলের গানের দৃশ্যের।
তবে প্রযোজক নিজে ইচ্ছে করেই চেনা ছকের বাইরে বেরোতে চাননি। এ দিল হ্যায় মুশকিল সিনেমার পর এই সিনেমায় আবারও পরিচালকের আসনে বসতে চলেছেন করণ। তাই একেবারে ফিল্মি কায়দায় বাণিজ্যিক সিনেমাই বানিয়েছেন তিনি। বাঙালি পরিবারের মেয়ে রানী অর্থাৎ আলিয়া। অন্যদিকে রকির চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। সিনেমা জুড়ে থাকবে থাকবে ড্রামা। তবে আরও একটি আকর্ষণ বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী এবং অভিনেত্রী চূর্ণী গোস্বামী। সকলেই তাকিয়ে রয়েছেন সিনেমা মুক্তির দিকে।
এদিকে জুন মাসের শেষে মুক্তি পেতে চলেছে 'সত্য প্রেম কি কথা' অন্যদিকে সব ঠিক থাকলে জুলাইয়ের শেষে মুক্তি পেতে পারে 'রকি অউর রানী কি প্রেম কাহানি' (Rockey Aur Rani Ki Prem Kahaani)। ইতিমধ্যেই সিনেমার চরিত্রগুলির বেশ কিছু ঝলক মুক্তি পেয়েছে। প্রসঙ্গত এই সিনেমার হাত ধরে বহুদিন পরে পরিচালনায় ফিরছেন করণ। ইদানিং তাঁকে প্রযোজনায় দেখা গেলেও পরিচালনায় তেমন দেখা যায় না। তাই এই সিনেমাটি (Movie) নিয়ে বেশ উত্তেজিত করণ। কিন্তু সিনেমার প্রস্তুতি কতদূরে?
জানা গিয়েছে, সিনেমার চরিত্রগুলির প্রথম ঝলকের পর মুক্তি পাবে সিনেমার টিজার। এর এই নিয়ে ইতিমধ্যেই খুশির খবর এসেছে সিনেমার পরিবারের কাছে। ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি টিজার প্রযোজক সংস্থার তরফে জমা দেওয়া হয়েছিল সেন্সর বোর্ডে। কোনওরকম কাটছাট ছাড়াই নাকি সেই টিজার প্রকাশে অনুমতি দিয়েছে বোর্ড। চলতি মাসের শেষের দিকেই নাকি মুক্তি পেতে পারে সিনেমার ট্রেলার।
এর আগেই জানা গিয়েছিল সিনেমায় রকির চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। অন্যদিকে রানীর চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। সিনেমায় এই দুই চরিত্রের পরিবারের সদস্যে থাকবে চমক। আলিয়ার পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন দুই বাঙালি তারকা। টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গোস্বামীকে। কেমন হয় রকি আর রানীর প্রেম কাহানি, তা জানতে দর্শকদের আরেকটু অপেক্ষা করতে হবে।
বলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'রকি অউর রানী কি প্রেম কাহানি' (Rockey Aur Rani Kii Prem Kahaani) নিয়ে ঘোষণা প্রযোজক সংস্থার। ২০১৬ সালে 'এ দিল হ্যায় মুশকিল' সিনেমার পর এই প্রথম পরিচালকের ভূমিকায় দেখা যাবে করণ জোহারকে (Karan Johar)। তাঁর পরিচালনায় পর্দায় দেখা যাবে অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt)। রোম্যান্টিক কমেডি এই সিনেমা মুক্তির কথা ছিল ২৮ এপ্রিল। যদিও কিছু কারণ বশত সিনেমাটি মুক্তি পাইনি ওইদিন। তবে প্রযোজক সংস্থা জানিয়েছেন আগামী ২৮ জুলাই ভারতের সমস্ত বড় পর্দায় দেখা যাবে রকি এবং রানীকে।
সিনেমায় রকি এবং রানীর ভূমিকায় রণবীর এবং আলিয়ার প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। প্রযোজক সংস্থা ধর্মা প্রোডাকশন তাঁদের প্রথম ঝলকের ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। প্রথম ছবিতে রণবীরের শরীরি আবেদন দেখা গিয়েছে। তবে দ্বিতীয় ছবিতে আরও একটু জমকালো অবতারে দেখা গিয়েছে অভিনেতাকে। আলিয়াকে দুটি ছবিতেই মোহময়ী দেখাচ্ছে। তাঁরও জমকালো অবতার সামনে এসেছে।
রণবীর এবং আলিয়া দুজনেই দক্ষ অভিনেতা অভিনেত্রী। বহু ছবি করে ফেলেছেন বলিউডে। রকি আর রানীর চরিত্রে অভিনয় করা তাঁদের জন্য তেমন চ্যালেঞ্জিং হওয়ার কথা নয়। তবে রোম্যান্টিক-কমেডি এই সিনেমায় কি মোচড় রয়েছে সেইটাই দেখার।
২০২১ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিং (Ranveer Singh) অভিনীত সিনেমা '৮৩' (83)। সিনেমাটির পটভূমিকা ছিল ১৯৮৩ সালে লর্ডসের মাঠে কপিল দেবের রুদ্ধশ্বাস পারফরমেন্স। সেই বছরই বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে। এমন ঐতিহাসিক ক্রিকেটের ম্যাচকেই সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন, পরিচালক কবির খান। যদিও দুর্বল চিত্রনাট্য-অভিনয়, সর্বোপরি করোনা আবহে মুক্তি পাওয়ায় ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। কিন্তু তাতে কি! '৮৩' সিনেমাটি এগিয়ে চলেছে নতুন রেকর্ড গড়ার দিকে। আরও একবার লর্ডসের মাঠ ফেটে পড়তে চলেছে 'ইন্ডিয়া ইন্ডিয়া' উচ্ছাসে। কারণ লন্ডনের লর্ডসের (Lord's) ক্রিকেট ময়দানে এবার সিনেমাটি দেখানো হবে।
জানা গিয়েছে, ১৫ জুলাই থেকে ১৬ জুলাই ভারতীয় সিনেমা-প্রেমী এবং ক্রিকেট-প্রেমীরা ঐতিহাসিক ১৯৮৩'র ঐতিহাসিক ম্যাচ আবারও চাক্ষুষ করার সুযোগ পাবে। সকাল ১১টা এবং বিকেল ৪টায় দু'টি শোয়ের আয়োজন করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ৩০ ইউরো (ভারতীয় মূল্যে ৩০০০ টাকা),বয়স্কদের জন্য টিকিটের দাম নির্ধারিত হয়েছে ২০ ইউরো (ভারতীয় মূল্যে ২০০০ টাকা), ৫ থেকে ১৫ বছরের শিশু দর্শকদের টিকিটের মূল্য ৫ ইউরো (ভারতীয় মূল্যে ৫০০ টাকা) নির্ধারিত হয়েছে। এছাড়াও সপরিবারে লর্ডসে সিনেমা দেখতে গেলে চোকাতে হবে ৬০ ইউরো (ভারতীয় তাকে ৬০০০ টাকা)।
ছবির পরিচালক জানিয়েছেন, '৮৩' সিনেমার শেষ দৃশ্য লর্ডসের মাঠেই শ্যুট করে হয়েছিল। লর্ডস ক্রিকেট ময়দান কর্তৃপক্ষই তাঁর কাছে এই আবেদন নিয়ে এসেছিলেন। দর্শকরা বসবেন লর্ডসের স্টেডিয়ামে। সামনে বড় স্ক্রিনে দেখানো হবে ছবিটি। ইচ্ছেমতো খাবার কিনে খেতে পারবেন দর্শকরা। সব মিলিয়ে যেমন দু'দিনে পিকনিকের অনুভূতি পাবেন দর্শকেরা, আবার ১৯৮৩ সালের ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে পারবেন। শোনা যাচ্ছে, '৮৩' যাঁকে কেন্দ্র করে তৈরী হয়েছিল, তৎকালীন ভারতেন ক্যাপ্টেন কপিল দেব এবং পরিচালক খোদ যেতে পারেন সেখানে।