Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

pankajtripathi

Pankaj Tripathi: প্রয়াত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বাবা, শেষকৃত্য সম্পন্ন করতে গ্রামের পথে ছেলে

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) বাবা, পণ্ডিত বেনারস তিওয়ারি প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। বার্ধক্যজনিত কারণেই অভিনেতার বাবার (Father) মৃত্যু (Death) হয়েছে বলে জানা গিয়েছে। বাবার শেষকৃত্য করতে গ্রামের বাড়ি, বিহারের গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছেন পঙ্কজ। সোমবারই পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে সৎকার করা হবে অভিনেতার বাবার।

পঙ্কজ ত্রিপাঠীর টিমের তরফে সোমবার জানানো হয়েছে, ' পঙ্কজ তিওয়ারি ও তাঁর পরিবারের হয়ে আনুষ্ঠানিক ঘোষণা। ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিশ্চিত করছি, পঙ্কজ ত্রিপাঠীর বাবা, পণ্ডিত বেনারস তিওয়ারি আর নেই। ৯৯ বছর ধরে তিনি নিজের জীবন পরিপূর্ণভাবে উপভোগ করেছেন। আজ পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাঁর শেষ যাত্রা অনুষ্ঠিত হবে। পঙ্কজ ত্রিপাঠি বর্তমানে তাঁর গ্রাম গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছেন।'

কিছুদিন আগেই অভিনেতা এক সাক্ষাৎকারে তাঁর বাবার কথা বলেছিলেন। অভিনেতা বলেছিলেন, তাঁর বাবা জানেই না তিনি কী করেন। পঙ্কজের বাবা, পণ্ডিত বেনারস তিওয়ারি কখনও সিনেমাহলে যাননি। টিভির পর্দায় পঙ্কজকে দেখা গেলে, কেউ যদি তাঁকে ডেকে দেখান, একমাত্র তাহলেই তিনি পর্দায় নিজের ছেলেকে দেখেন।

9 months ago
OMG 2: নিজের সিনেমা নিজেই দেখতে পারবেন না ওএমজি-২ অভিনেতা, জানুন কেন

ওএমজি ২ (OMG 2) অর্থাৎ ওহ মাই গড এর দ্বিতীয় পর্ব সিনেমাহলে মুক্তি পেয়েছে ১১ অগাস্ট। মুক্তির আগে থেকেই নানা জটে জড়িয়েছিল হয়েছিল এই সিনেমা। কিছু পরিবর্তন আসার পর সিনেমাটি অবশেষে দর্শকেরা দেখতে পাচ্ছেন। কেবল দেখতে পাচ্ছেন না সিনেমারই এক অভিনেতা। ওহ মাই গডে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠীর, ইয়ামি গৌতমের মতো তারকাদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন অভিনেতা আরুষ বার্মা। কিন্তু নিজের ছবি নিজেই দেখতে পারবে না অভিনেতা।


এর পিছনে রয়েছে একটি কারণ। ওএমজি সিনেমাটি অবাধ দর্শকেরা দেখতে পাবেন না। এই সিনেমা দেখতে হলে প্রাপ্তবয়স্ক হওয়া প্রয়োজন। কারণ যৌন শিক্ষা এই সিনেমাটির একটি বিষয়। তাই দর্শকের বয়স যদি ১৮ না হয়, তিনি সিনেমাহলে প্রবেশ করার অনুমতি পাবেন না। এদিকে সিনেমার অভিনেতা আরুষ বার্মার বয়স ১৬। ফলে নিয়ে অনুযায়ী তিনি নিজের কাজ পর্দায় দেখতে পারবেন না।

ওএমজি সিনেমাটিকে দর্শক ভালোবাসা দিয়েছিলেন। সিনেমার সিক্যুয়েল দেখতেও আগ্রহী দর্শকেরা। ১১ অগাস্ট বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার পর ১৩ অগাস্ট পর্যন্ত বক্স অফিস কালেকশন হয়েছে ৪৩ দশমিক ৫৬ কোটি টাকা। ভক্তের ডাকে পৃথিবীতে অবতীর্ন হয়ে মহাদেব কী চমৎকার করেন, তা জানতে হলে সিনেমাহলে যেতে হবে।

9 months ago
Pankaj Tripathi: আমাকে নিয়ে বাবার একেবারেই গর্ব হয় না; পঙ্কজ ত্রিপাঠি

বলিউড অভিনয় জগতের অন্যতম প্রাপ্তি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। বিহারের গোপালগঞ্জে একেবারে নিম্নবিত্ত পরিবারে জন্মেছিলেন অভিনেতা। তাঁর বাবা ছিলেন কৃষক। তাই চেয়েছিলেন, ছেলে বড় হয়ে চিকিৎসক হোন। এদিকে পঙ্কজ চেয়েছিলেন অন্যকিছু। মুম্বই এসে ন্যাশনাল স্কুল অব ড্রামায় অভিনয় শিখতে ভর্তি হন।

বলিউডে ডেবিউ করে বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তবে তাঁর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ছিল 'গ্যাংস অব ওয়াসেপুর' ওয়েব সিরিজ। এরপর দেশের দর্শক বুঝে গিয়েছেন পঙ্কজ কে। কিন্তু অভিনেতার বাবা তাঁকে নিয়ে কী ভাবেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, 'আমার অর্জন নিয়ে বাবা খুব বেশি গর্বিত নয়। আমার বাবা এও জানে না, আমি সিনেমায় কী করি। আজ পর্যন্ত সে জানে না সিনেমাহল ভিতর থেকে কেমন দেখতে। কেউ যদি তাঁকে কম্পিউটারে বা টেলিভিশনে আমার কাজ দেখায়, তবেই তিনি দেখেন। আমার বাড়িতে সদ্যই টিভি কেনা হয়েছে।'

এ তো গেল বাবার কথা। অভিনেতা মায়ের প্রসঙ্গে বলেছেন, আমার মা আমাকে টিভিতে দেখেন এবং বলেন, ওকে ফোন করে বল ও খুব রোগা হয়ে গিয়েছে। ও ঠিক করে ঘুমোচ্ছে না, খাচ্ছে না। মা আমার অভিনয়ে বিশেষ নজর দেন না।'

9 months ago


Pankaj: গায়ে পাজামা-পাঞ্জাবি, কাঁধে ঝোলা, পঙ্কজকে এয়ারপোর্টে দেখে অবাক সকলে

কাঁধে ঝোলা, চলল ভোলা। সম্প্রতি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi) দেখে একই কথা বলছেন নেটিজেনরা। বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা তিনি। তাঁর ব্যক্তিত্ব দেখার মতো। সাধারণত কোনও অভিনেতাকে যখন সাফল্যের খ্যাতি মুড়ে ফেলতে শুরু করে তখন অভিনেতারাও নিজেদের ভোল বদল করেন। দামি জামা-জুতো ছাড়া দেখাই যায় না তাঁদের। সেখানেই সকলের থেকে আলাদা করা যায় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। 

সম্প্রতি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি গিয়েছিলেন মুম্বই বিমানবন্দরে। সেখানে সবসময় পাপারাৎজিরা উপস্থিত থাকেন। যথারীতি সকলে ক্যামেরা নিয়ে এগিয়ে গিয়েছিলেন অভিনেতার দিকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, অভিনেতা খুব সাধারণ পাজামা-পাঞ্জাবি পরেছিলেন। হাতে একটি ট্রলি এবং কাঁধে ঝুলছে ব্যাগ।

এক নেটিজেন মন্তব্য করেছেন, 'আরেহ ভাই পঙ্কজের কাঁধে ওই ব্যাগ এমনভাবে ঝুলছে, যেন চাপড়া এক্সপ্রেস ধরতে যাচ্ছেন।'আরও এক নেটিজেন বলেছেন, 'এমন সাধারণ দেখতে অভিনেতাকে দেখেও ভালো লাগে। কোনও জাঁকজমক নেই।'

প্রসঙ্গত সেই দিন অভিনেতার আরও সরলতা দেখে অবাক হয়ে যান সকলে। সাধারণত তারকারা বিমানবন্দরে পরিবার নিয়ে গেলে পাপারাৎজিদের সামনে সকলে নিয়ে ছবি তোলেন। এদিন ক্যামেরা নিয়ে সকলে অভিনেতার পরিবারের দিকে এগিয়ে গেলে তিনি বলেন, 'আরেহ আমার ছবি তুলে নিন। আমিই তো অভিনেতা। পরিবারের ছবি নিয়ে কী করবেন।'

10 months ago
OMG 2: পঙ্কজ ত্রিপাঠীকে বাঁচাতে এলেন অক্ষয় কুমার, প্রকাশ্যে নতুন সিনেমার টিজার

ওএমজি অর্থাৎ ওহ মাই গড (OMG 2) সিনেমার দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সিনেমার শ্যুটিংয়ের কাজ চলছে, তা দর্শক আগেই জানতে পেরেছিলেন। এবার প্রকাশ্যে এল সিনেমা টিজার। প্রথম পর্বে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। এই পর্বে সেই চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। তবে ঈশ্বরের চরিত্রে অপরিবর্তিত অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রথম পর্বে অক্ষয়কে দেখা গিয়েছিল শ্রী কৃষ্ণের চরিত্রে। এই পর্বে তাঁকে দেখা যাবে অন্যরকম চরিত্রে।

অক্ষয়কে এবার দেখা যাবে মহাদেবের চরিত্রে। মাথায় জটা থাকলেও পোশাকে নতুনত্ব দেখা যাবে। ওহ মাই গড-এর দ্বিতীয় পর্বে পঙ্কজ ত্রিপাঠি আস্তিক। নানা কারণে খুঁজছেন ঈশ্বরকে। তাঁর ডাকে সাড়া দিয়ে ধরাধামে অবতীর্ন হবেন মহাদেব। ট্রেলারের শুরুতেই পঙ্কজকে বলতে শোনা যায় ,' ঈশ্বর আছে নাকি নেই, এর প্রমাণ মানুষ আস্তিক কিংবা নাস্তিক হয়েই দিতে পারে। কিন্তু ভগবান তাঁর তৈরী করা মানুষদের মধ্যে বিভেদ করেন না।'

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

ওহ মাই গডের প্রথম পর্ব দর্শকেরা খুব পছন্দ করেছিলেন। পরেশ রাওয়ালের মতো অভিনেতা ও অন্যদিকে অক্ষয় কুমার, টানটান স্ক্রিপেতে জমজমাট হয়ে উঠেছিল সিনেমা। এই পর্বে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ঝলক দেখতে পেয়ে দর্শকেরা এই পর্ব নিয়েও আশাবাদী। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই টিজার শেয়ার করে উত্তেজনা প্রকাশ করছেন নেটিজেনরা। চলতি বছরের আগস্টের ১১ তারিখ সিনেমাহলে দেখা যাবে ওএমজি ২।

10 months ago