
রাজঘাট থেকে চুরি শান্তনু সেনের মোবাইল ফোন। সোমবার এই অভিযোগ জানিয়ে নিজেই তার সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন তিনি। সূত্রের খবর, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সোমবার এবং মঙ্গলবার দুদিনই দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হোন তিনি। অভিযোগ, সোমবার রাজঘাটে প্রতিবাদ কর্মসূচিতেই তার মোবাইল ফোনটি পকেটমারি হয়। এরপরেই তিনি তার সোশ্যাল মাধ্যমে অর্থাৎ ফেসবুকে একটি পোস্ট করে এ ঘটনা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজঘাট থেকেই তার বিদেশি কোম্পানির মোবাইলটি পকেটমারি হয়। এরপর অবশ্য সিএন ডিজিটাল এর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
পুজোয় ভিড়ভাট্টা পছন্দ নয়! নিরিবিলিতে বেড়াতে যেতে চান! কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাবেন! ঠিকানা দেব আমরা। দেখুন সিএন-ডিজিটালের বিশেষ পর্ব 'পুজোয় ভ্রমণ' ফটো স্টোরি।
শৈল শহর কালিম্পং টাউন নয়, পুজোর ছুটিতে বেরিয়ে আসুন নিরিবিলি, অফবিট কালিম্পং।
ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, অচেনা পাখির আওয়াজ, কিছু অপরিচিত পাহাড়। কাটিয়ে ফেলুন মনের সমস্ত হতাশা। অফিসের চাপ। কিংবা উপভোগ করুন পাহাড়কে।
ছোট্ট একটা হোমস্টে, সেখান থেকেই নিরিবিলিতে উপভোগ করুন প্রকৃতির মনোরম দৃশ্য। মন খুলে উপভোগ করুন আর হেটে ঘুরে দেখে নিন স্থানীয় ছোট্ট ছোট গ্রাম গুলিকে।
কত অজানা পাহাড়, কত অজানা জায়গা আমাদের বাংলাতেই। সমস্ত অভিজ্ঞতা কুড়িয়ে জমিয়ে ফেলুন মনের কোণে।
কিন্তু পুজোর ভিড়ে কালিম্পং-এর কোথায় যাবেন? ঘুরে আসুন কালিম্পং- এর পেডুং, ফুরুনগাও, নিরিবিলি থাকতে হলে থাকুন আশিকা হোমস্টেতে।