Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

missionraniganj

Movie: শাহরুখের 'জওয়ান'-এর সামনে ফিকে হয়ে গেল অক্ষয়ের 'মিশন রানিগঞ্জ'

শাহরুখের জওয়ান-এর (Shahrukh Khan) বিজয়রথ এখনও অব্যাহত। সিনেমাটি মুক্তির ৩৩ দিন অতিক্রান্ত হওয়ার পর সারা ভারত এবং সারা বিশ্বে সিনেমাটির বক্স অফিস কালেকশন ১১১৭ কোটি টাকা। এখনও জওয়ান দেখতে হলমুখী হচ্ছেন দর্শকেরা। কিন্তু শাহরুখের সাফল্য অনেকটা ঢেকে দিয়েছে অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা মিশন রানিগঞ্জ মুক্তি পেয়েছে। বলিউডের খিলাড়ি কুমার এইবার বক্স অফিসে নিজের জায়গা করতে পারলেন না।

৬ অক্টোবর সারা ভারতে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত সিনেমা 'মিশন রানিগঞ্জ'। একেবারে বাস্তব থেকেই অনুপ্রাণিত সিনেমার প্রেক্ষাপট। সিনেমার ট্রেলার দর্শকদের পছন্দ হলেও সিনেমাহলে দর্শকদের ভালোবাসার প্রতিফলন দেখা গেল না। মুক্তির দিন সিনেমাটি উপার্জন করেছিল ২.৮ কোটি টাকা। এরপর সেই সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী হলেও সোমবার সিনেমার কালেকশন আবারও মুখ থুবড়ে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত মিশন রানিগঞ্জের উপার্জন ১৪.১০ কোটি টাকা।

অর্থাৎ 'জওয়ান' সিনেমার সামনে যে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অক্ষয়ের 'মিশন রানিগঞ্জ' তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও নিজেদের মধ্যে কোনও রেষারেষি রাখতে চান না বলিউড তারকারা। এর আগে অক্ষয় একেবারে প্রকাশ্যে জওয়ান-এর প্রশংসা করেছিলেন। বলিউডে 'জওয়ান'-ই একমাত্র সিনেমা যা রেকর্ড ব্রেক করেছে।

7 months ago
Akshay Kumar: 'মিশন রানীগঞ্জ'এ 'ক্যাপসুল গিল'-এর চরিত্রে অক্ষয় কুমার, কে এই ব্যক্তি জানেন?

অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar) 'বায়োপিক সম্রাট' বললে খুব একটা ভুল হবে না। তাঁর আগের সিনেমাগুলি অন্তত তাই-ই বলছে। 'এয়ারলিফ্ট', 'রুস্তম', 'গোল্ড', 'প্যাডম্যান', 'সম্রাট পৃথ্বীরাজ' প্রত্যেকটিই বায়োপিক। তবে এই লিস্ট বোধহয় আরও লম্বা হতে চলেছে। কারণ অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা 'মিশন রানীগঞ্জ' (Mission Raniganj)। সত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরী হয়েছে এই সিনেমাটি। মূল চরিত্রে 'খিলাড়ি কুমার'। 

'ক্যাপসুল গিল' এর চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। কে এই ব্যক্তি জানেন? সত্য ঘটনাটি যশওয়ান্ত সিং গিল-এর। পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লা খাদানে কর্মরত ছিলেন শতাধিক শ্রমিক। এমন সময় আচমকাই জল ঢুকে পড়ে সেই খাদানে। ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল জলের তোড়ে ভেসে। বাকি প্রায় শ্রমিকদের বাঁচানোর সিদ্ধান্ত নেন কোল ইঞ্জিনিয়ার যশওয়ান্ত সিং গিল। ঊর্ধ্বতন কর্তাদের আপত্তি সত্বেও তিনি পিছু হটেননি। ৬৫ জন শ্রমিকের জন্য এল হয়ে উঠেছিলেন গিল। লোহা দিয়ে একটি ক্যাপসুলের আকারের যন্ত্র বানিয়ে উদ্ধার করেন শ্রমিকদের। এমনকি গিল নিজে মাটির নিচে নেমে এই উদ্ধারকার্য চালিয়েছিলেন।

পরবর্তীতে তাঁকে ভারত সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হয়। এই ক্যাপসুল গিলের চরিত্রেই অভিনয় করবেন অক্ষয় কুমার। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন পরিণীতি চোপড়া।  ৬ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি।

8 months ago