Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

krunal

Ipl: ৩ প্রোটিয়া নিয়েও শেষরক্ষা হল না, দ্বিতীয় ম্যাচেও হার হায়দরাবাদের

৩ প্রোটিয়া দিয়েও শেষরক্ষা হল না হায়দরাবাদের (SH)। ২৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে লখনউয়ের (LSG) কাছে হার হায়দরাবাদের (IPL)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং করতে নেমে 8 উইকেট হারিয়ে ১২১ রান তোলে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে, ৫ উইকেট হারিয়ে ২৪ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাহুলের দল। শুক্রবার হায়দরাবাদের দ্বিতীয় ম্যাচ ছিল। এই নিয়ে মরশুমের প্রথম দুটি ম্যাচই পরপর হারল হায়দরাবাদ। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে ক্রুনাল পাণ্ড‍্য।

শুক্রবার হায়দরাবাদের দলে যোগ দেয় মার্কামরা। প্রথম ম্যাচে অনুপস্থিত থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পড়ে ভুবনেশ্বরের উপর। ওই ম্যাচে ৭২ রানে হেরে যায় তারা। শুক্রবার, হায়দরাবাদের অধিনায়ক ছিল এডেন মার্কাম। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে শুরুতে ক্রুনালের বলে উইকেট হারায় ময়ঙ্ক আগারওয়াল। পরে খুব ধীর গতিতে এগোতে থাকে তাদের ইনিংস। আনমোলপ্রীত ২৬ বলে ৩১ রান করেন। এছাড়া রাহুলে ধীর গতির ইনিংসে আসে ৪১ বলে ৩৫ রান। অধিনায়ক মার্কামকে প্রথম বলেই বোল্ড আউট করে ফিরিয়ে দেয় ক্রুনাল। হায়দরাবাদের ইনিংসের শেষে উল্লেখযোগ্য ১০ বলে ২১ রান করে সামাদ। জবাবে লখনউয়ের কে এল রাহুল ও ক্রুনালের ব্যাটেই জয় আসে রাহুলদের। শুক্রবার মায়ারস ১৪ বলে ১৩ রান করেন। রাহুল ৩১ বলে ৩৫ রান করে। ক্রুনাল ২৩ বলে ৩৪ রান করেন।

বোলিংয়ে লখনউয়ের উল্লেখযোগ্য ৩ উইকেট নেন ক্রুনাল। ৪ ওভারে ১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন ক্রুনাল। ২ উইকেট নেন অমিত মিশ্র। ১টি করে উইকেট নেন বিশ্নোই এবং ঠাকুর। বিশ্নোই ৪ ওভারে ১৬ রান দেয়। পাশাপাশি হায়দরাবাদের হয়ে ৩ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন আদিল। ১ টি করে উইকেট নেয় ভুবনেশ্বর, ফারুকী, ও উমরান মালিক।

one year ago