
৩ প্রোটিয়া দিয়েও শেষরক্ষা হল না হায়দরাবাদের (SH)। ২৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে লখনউয়ের (LSG) কাছে হার হায়দরাবাদের (IPL)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং করতে নেমে 8 উইকেট হারিয়ে ১২১ রান তোলে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে, ৫ উইকেট হারিয়ে ২৪ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাহুলের দল। শুক্রবার হায়দরাবাদের দ্বিতীয় ম্যাচ ছিল। এই নিয়ে মরশুমের প্রথম দুটি ম্যাচই পরপর হারল হায়দরাবাদ। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে ক্রুনাল পাণ্ড্য।
শুক্রবার হায়দরাবাদের দলে যোগ দেয় মার্কামরা। প্রথম ম্যাচে অনুপস্থিত থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পড়ে ভুবনেশ্বরের উপর। ওই ম্যাচে ৭২ রানে হেরে যায় তারা। শুক্রবার, হায়দরাবাদের অধিনায়ক ছিল এডেন মার্কাম। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে শুরুতে ক্রুনালের বলে উইকেট হারায় ময়ঙ্ক আগারওয়াল। পরে খুব ধীর গতিতে এগোতে থাকে তাদের ইনিংস। আনমোলপ্রীত ২৬ বলে ৩১ রান করেন। এছাড়া রাহুলে ধীর গতির ইনিংসে আসে ৪১ বলে ৩৫ রান। অধিনায়ক মার্কামকে প্রথম বলেই বোল্ড আউট করে ফিরিয়ে দেয় ক্রুনাল। হায়দরাবাদের ইনিংসের শেষে উল্লেখযোগ্য ১০ বলে ২১ রান করে সামাদ। জবাবে লখনউয়ের কে এল রাহুল ও ক্রুনালের ব্যাটেই জয় আসে রাহুলদের। শুক্রবার মায়ারস ১৪ বলে ১৩ রান করেন। রাহুল ৩১ বলে ৩৫ রান করে। ক্রুনাল ২৩ বলে ৩৪ রান করেন।
বোলিংয়ে লখনউয়ের উল্লেখযোগ্য ৩ উইকেট নেন ক্রুনাল। ৪ ওভারে ১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন ক্রুনাল। ২ উইকেট নেন অমিত মিশ্র। ১টি করে উইকেট নেন বিশ্নোই এবং ঠাকুর। বিশ্নোই ৪ ওভারে ১৬ রান দেয়। পাশাপাশি হায়দরাবাদের হয়ে ৩ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন আদিল। ১ টি করে উইকেট নেয় ভুবনেশ্বর, ফারুকী, ও উমরান মালিক।