Breaking News
BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট      PM Modi: তৃণমূল মানেই দুর্নীতি-লুট! ভোট প্রচারে সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদী      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার আরও ২ , কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন কমিশন      Sheikh Shahjahan: বিজেপির 'দালাল'রা তাঁর বিরুদ্ধে মিথ্যে বলছে, দাবি শেখ শাহজাহানের     

kamaleshwarMukhopadhyay

Cinema: বনফুলের গল্প নিয়ে কমলেশ্বরের নতুন সিনেমা 'একটু সরে বসুন'

বাংলা সাহিত্যের অন্যতম জাদুকর 'বনফুল' অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukhopadhyay) তাঁর পরের ছবি তৈরী করছেন। সিনেমার নাম, 'একটু সরে বসুন'। মুখ্য চরিত্র গুড্ডুর ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে (Ritwick Chakraborty)। এছাড়াও বাদবাকি চরিত্রে দেখা যাবে, অভিনেত্রী পাওলি দাম, ঈশা সাহা এবং পায়েল সরকারকে। বনফুলের গল্পকে বর্তমান সময়ের পটভূমিকায় ফেলে কমেডির মোড়কে তৈরী হয়েছে সিনেমার চিত্রনাট্য।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র গুড্ডু সংস্কৃত নিয়ে স্নাতকত্তর পাশ করেও বেকার। পাড়া প্রতিবেশীর গঞ্জনা শুনে তিতিবিরক্ত হয়ে সে কলকাতায় দাদা-বৌদির বাড়িতে আশ্রয় নেয়। গুড্ডুর পিছু পিছু কলকাতায় আসে পিউ। এই পিউ এবং গুড্ডুর প্রেম জমছিল মফস্বলে থাকতে। পিউর কলকাতায় আসার কারণ গুড্ডুর উপর নজর রাখা। এদিকে কলকাতায় এসে মফস্বলের ছেলে শহুরে জটিলতায় জড়িয়ে পড়ে। মোহময়ী চাকরি এজেন্টের ইশারায় তাঁর জীবন হয়ে ওঠে ঘটনাবহুল। অন্যদিকে মফস্বলের প্রেম, সব মিলিয়ে নতুন কিছু রান্না করতে চলেছেন কমলেশ্বর।

গুড্ডু এবং পিউ ছাড়াও এই সিনেমায় ফটকেদা, নতুন ভাই, রোকেয়া, মহিমা, জোগেন চরিত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। বর্তমানে শহরের নানা জায়গায় সিনেমার শ্যুটিং চলছে। যদিও এখনও পর্যন্ত সিনেমার মুক্তির দিন নিয়ে কোনও তথ্য জানা যায়নি। তবে ছবি নিয়ে বেশ উৎসাহী দর্শক।

11 months ago