Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

indian

Indian Museum: কলকাতায় বোমাতঙ্ক! বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি 'জঙ্গি সংগঠন'-এর

এবার শহরের জাদুঘরে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য। ইমেইল মারফত বার্তা আসে জাদুঘরে একাধিক বোমা রয়েছে। এরপরেই তৎপর হয় পুলিস এবং বম্ব স্কোয়াড। তড়িঘড়ি বের করে দেওয়া হয় দর্শনার্থীদের।

শুক্রবার সকাল থেকেই শহরের জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে শুক্রবার ভোরে একটি ইমেলে বোমা থাকার বিষয়টি পাঠানো হয়। ওই ইমেইলে বলা হয়েছে, কলকাতা জাদুঘরে রাখা আছে একাধিক বোমা। ইমেইল এসেছে 'টেরোরাইজার ১১১' নামে, যারা নিজেদের জঙ্গি সংগঠন বলে দাবি করেছে ৷ পাশাপাশি ওই ইমেলে লেখা আছে, তাদের সংগঠনকে প্রচারের আলোয় না আনলে, তারা জাদুঘরে বিস্ফোরণ ঘটাবে।

শুক্রবার সকালে ওই ইমেল বার্তার পরেই তড়িঘড়ি জাদুঘরে উপস্থিত হন বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড সহ পুলিসের একাধিক শীর্ষ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত হন গোয়েন্দা দফতরের অধিকারিকরাও। বোমা থাকার হুমকি বার্তা আসার পর থেকেই খালি করে দেওয়া হয়েছে ভারতীয় জাদুঘর। পাশাপাশি কয়েক ঘন্টা বন্ধ রাখার বিজ্ঞপ্তিও জারি করেছে মিউজিয়াম কর্তৃপক্ষ। এছাড়াও জাদুঘরের ভেতরের প্রতিটি কক্ষে চালানো হচ্ছে তল্লাশি।

তবে আদৌ মিউজিয়ামে বোম্ব রাখা আছে, না কি নিছক আতঙ্ক ছড়ানোর কারণে এই ঘটনা উদ্দেশপ্রণোদিত করা হয়েছে, তা স্পষ্ট নয়। এছাড়া কে বা কারা আসলে এই ইমেইল বার্তা পাঠিয়ে বোমাতঙ্ক তৈরির চেষ্টা করছে সেই বিষয়টিও এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে জাদুঘরে হুমকি বার্তা আসার পর সমস্ত বিষয় খুঁজে বার করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।

4 months ago
Purushottam Express: দুর্ঘটনার কবলে পুরুষোত্তম এক্সপ্রেস, জরুরি ব্রেক কষতেই তীব্র ঝাঁকুনিতে মৃত ২ যাত্রী

ফের রেলে দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস (Purushottam Express)। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় এমার্জেন্সি ব্রেক কষেন চালক। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান ট্রেন যাত্রীরা। তবে চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে তীব্র ঝাঁকুনিতে ওই ট্রেনের ২ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনাটি শনিবার দুপুরে ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা জেলায় ঘটেছে।

সূত্রের খবর, শনিবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের কোডার্মা রেল স্টেশনের কাছে আচমকাই ওভারহেডের ইলেকট্রিক তার ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। তাতেই সিট থেকে বহু যাত্রী ছিটকে পড়েন। আর দুই যাত্রীর মৃত্যুও হয়। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটছিল। এই আবহে এমারজেন্সি ব্রেক কষার জেরে কামরার ভিতরে থাকা যাত্রীরা অধিকাংশই টাল সামলাতে পারেননি। তবে কী পরিস্থিতিতে ও ঠিক কোন কারণে দুই যাত্রীর মৃত্যু হয়, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা ধানবাদ রেলওয়ে ডিভিশনের কোডার্মা-গোমোহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই দিল্লির উদ্দেশে রওনা দেয় পুরুষোত্তম এক্সপ্রেস।

6 months ago
WC: বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পাকিস্তান

ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো নাকানিচুবানি খেলো পাকিস্তান। খেলতে পারলো না পুরো ৫০ ওভার। ম্যারম্যারে আর নতজানু ব্যাটিংয়ে ৪২.৪ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ১৯১ রানে। জিততে ভারতকে করতে হবে ১৯২ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ছোট ছোট জুটিতে ভালোই এগোচ্ছিল পাকিস্তান। ৪১ রানে প্রথম, ৯৩ রানে তৃতীয় ও ১৫৫ রানে তৃতীয় উইকেট হারায় তারা। সেখান থেকে ১৯১ রানে যেতে অলআউট হয়ে যায় মেন ইন গ্রিনরা। ব্যাট হাতে বাবর সর্বোচ্চ ৫০, রিজওয়ান ৪৯ ও ইমাম-উল-হক ৩৬, আব্দুল্লাহ শফিক ২০ ও হাসান আলী ১২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে ভারতের চার বোলার দুটি করে উইকেট নেন। তারা হলেন- জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

6 months ago


Amartya Sen: প্রয়াত অমর্ত্য সেন! ভুয়ো খবরে ছয়লাপ সামাজিক মাধ্যম

প্রয়াত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। এই খবরেই ছেয়ে গিয়েছে সামাজিক মাধ্যম। ১০ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় ৫ টা নাগাদ খবর ছড়িয়ে পড়ে যে, বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন। কিন্তু কী এর আসল সত্যতা, তা নিয়ে ধোঁয়াশায় সাধারণ মানুষ।

অবশেষে সিএন ডিজিটাল অমর্ত্য সেনের পরিবার ঘনিষ্ঠের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তিনি সুস্থই রয়েছেন। তাঁর মৃত্যুর খবর পুরোপুরি ভুয়ো। ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধও করেছেন তাঁরা।

7 months ago
WC: কমছে প্লেটলেট কাউন্ট, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল শুভমনকে

বিশ্বকাপের শুরুতেই শুভমন গি‌লকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকার ক্রমশ প্রকট হচ্ছে। সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ক্রিকেটার। এমনকি অসুস্থতার জন্য দলের সঙ্গে দিল্লিও যেতে পারেন‌নি গিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে এল আরও বড় দুঃসংবাদ। ডেঙ্গি আক্রান্ত শুভমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, প্লেটলেট কমে যাওয়ায় গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি যা তাতে পাকিস্তান ম্যাচেও খেলার সম্ভাবনা আরও কমে গেল গিলের। চেন্নাইয়ের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণেও আছেন শুভমান‌। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি।

চেন্নাইয়ে আসার পরই বুধবার থেকে জ্বর আসে শুভমন গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি। প্রথম ম্যাচে গিলের পরিবর্তে প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেন করতে ‌নেমেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ বাড়বে মিডল ওর্ডারের উপর। এই পরিস্থিতিতে সোমবারই জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েদেন আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না গিল।

7 months ago


IAF: বায়ুসেনা দিবসের দিন প্রকাশ্যে আনা হল নয়া পতাকা, নতুন প্রতীকে রয়েছে গীতার শ্লোক

৯১তম ভারতীয় বায়ুসেনা দিবসের (IAF Day) দিন প্রকাশ্যে আনা হল বায়ুসেনার নতুন পতাকা ও প্রতীক (Ensign)। রবিবার,৮ অক্টোবর উত্তর প্রদেশের প্রয়াগরাজে ৯১তম ভারতীয় বায়ুসেনা দিবস মহাসমারোহে উদযাপন করা হয়। এর পরই ভারতীয় বায়ুসেনার নতুন পতাকার উন্মোচন করেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। দীর্ঘ ৭২ বছর পর এই নয়া এনসাইনের সূচনা করল বায়ুসেনা।

বায়ুসেনার নতুন পতাকা প্রকাশ্যে আনার পর দেখা গিয়েছে, বায়ুসেনার নতুন পতাকায় আইএএফ-এর প্রতীক ব্যবহার করা হয়েছে। আইএএফ-এর প্রতীকে দেশের জাতীয় প্রতীক অশোক চিহ্ন রয়েছে। তার নীচে রয়েছে একটি ঈগলের ছবি। ঈগলটিকে ঘিরে হালকা নীল রঙের একটি বলয়ে লেখা আছে ‘ভারতীয় বায়ু সেনা’। তার নীচে দেবনাগরী ভাষায় লেখা আছে বায়ুসেনার নীতিবাক্য – ‘নভঃ স্পর্শম দীপ্তম’। অর্থাৎ, ‘সগৌরবে আকাশ ছোঁয়া’। এই নীতিবাক্যটি ভগবদ্গীতার ২৪ নম্বর অধ্যায় থেকে গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বায়ুসেনার প্রতীকে IAF Crest ছিল না। এবার সেই Crest আনা হয়েছে। এর আগে ব্রিটিশ ভারতের বায়ুসেনার নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স (Royal Indian Air Force)। স্বাধীনতার পরে ব্রিটিশ পতাকার জায়গায় ভারতের পতাকায় পরিবর্তন করা হয়। আর এবারে প্রতীকেও আনা হল বদল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাহিনীর মূল ভাবনা ও কাজকে আরও ভাল করে বোঝানোর জন্য নতুন এই প্রতীক বলে জানানো হয়েছে।

7 months ago
Train: রেললাইনের উপরে রাখা বড় বড় পাথর! একটুর জন্য প্রাণে বাঁচলেন ট্রেনযাত্রীরা

রেললাইনের উপরে রাখা বড় পাথর। আর কয়েক মুহূর্ত দেরি হলেই ঘটে যেত বড়সড় দুর্ঘটনা। কিছুদিন আগেই এমনই এক ঘটনা ঘটেছিল। শুক্রবারও এমনই এক ঘটনা প্রকাশ্যে এল। সূত্রের খবর, শুক্রবার মহারাষ্ট্রের পিম্পরি-চিনচওয়াদের রেললাইনের উপরেই পড়ে ছিল বড় বড় পাথর ও বোল্ডার। পরে রেল কর্মীর তৎপরতায় এড়ানো যায় দুর্ঘটনা।

সূত্রের খবর, শুক্রবার ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের আকুরদি এবং চিঞ্চওয়াড় স্টেশনের মাঝে। পুণেগামী একটি ট্রেন আপ লাইনে আসছিল। সেই সময়ই হঠাৎ রেলের গার্ড দেখতে পান যে রেললাইনের উপরে বেশ কিছু বোল্ডার পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি চিনচওয়াদের স্টেশন মাস্টারকে খবর দেন ও নাগেরকোলি-মুম্বই এক্সপ্রেস ট্রেনটি চিনচওয়াদের কাছে থামিয়ে দেওয়া হয়। এর পর সেখানে রেলকর্মীরা পৌঁছে যান ও পাথরগুলো সরিয়ে দেওয়া হয়। পরে ট্রেন চলাচল শুরু হয়।

যদি রেল গার্ড সঠিক সময়ে সতর্ক না করতেন, তাহলে লাইনচ্য়ুত হতে পারত ট্রেনটি। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন ট্রেনযাত্রীরা। রেলসূত্রে খবর, কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত করা হচ্ছে। এর পিছনে কোনও নাশকতার ছক ছিল কিনা সে নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজস্থানে জয়পুরগামী বন্দে ভারতের যাওয়ার পথে রেললাইনের উপর পাথর, লোহার রড রেখে দেওয়া হয়েছিল। বিষয়টি চালকের নজরে আসতেই আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামানো হয়।

7 months ago
United Kingdom: খালিস্তানি সন্ত্রাসবাদী খুনের প্রভাব, গুরুদ্বারে প্রবেশের মুখে বাধা ভারতীয় হাইকমিশনারকে

খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনার পর ক্রমেই বাড়ছে বিতর্ক। যার জেরে বাড়ছে ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ। এবার তার আঁচ ব্রিটেনেও।

স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশের মুখে খালিস্তানিদের বাধার মুখে পড়লেন গ্রেট ব্রিটেনের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্থগিত করে দেওয়া হয় ভারতীয় হাইকমিশনারের অনুষ্ঠানও।

জানা গিয়েছে, ব্রিটেনের স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে আমন্ত্রিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কিন্তু সেখানে পৌঁছতেই উপস্থিত কয়েকজন খালিস্তানি সমর্থকরা তাঁকে থামিয়ে দেয়। দেওয়া হয় স্লোগানও। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

7 months ago


Football: কর্তারা আগ্রহী হলে তবেই কাজ করবেন, স্পষ্ট বার্তা ভারতীয় ফুটবল দলের কোচ স্তিমাচের

ভারতীয় ফুটবলের দলের কোচের পদে তিনি আর থাকবেন কীনা, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জানিয়ে দেবেন ইগর স্তিমাচ। এশিয়ান গেমস ফুটবল থেকে ভারতের বিদায়ের পর এই হুঁশিয়ারি ভারতীয় কোচ স্তিমাচের। ম্যাচ শেষে স্তিমাচ জানিয়েছেন, ভারতের ফুটবল কর্তারা যদি সত্যি ফুটবল নিয়ে আগ্রহী হন, তাহলেই এই দেশে তিনি কাজ করবেন।

বৃহস্পতিবার সৌদি আরবের কাছে হেরে এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায় নিয়েছে ভারত। দীর্ঘ ১৩ বছর পর নকআউটে উঠে প্রথম ৪৫ মিনিট সৌদিকে আটকে রেখেছিলেন সুনীল ছেত্রীরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের দরজা খুলে যায়। ভারতের বিরুদ্ধে জোড়া গোল করেন মহম্মদ খালি মারান। যিনি আল-নাসের ফুটবল ক্লাবে রোনাল্ডোর পাশে খেলেন।

ভারতীয় ফুটবল নিয়ে কর্তাদের আচরণে হতাশ ভারতের ক্রোট কোট স্তিমাচ। তাই ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, একজোট হয়ে কাজ করলেই সাফল্য আসে। তার জন্য সৌদির ফুটবলকেই উদাহরণ হিসাবে দেখান। তিনি জানান, মাত্র চার ম্যাচে ভারতের বিরুদ্ধে ২০টি গোল করেছে সৌদি আরব। অথচ, ১৯৮২ সালে এশিয়ান গেমসে এই সৌদি আরব ভারতকে হারিয়েছিল মাত্র ১-০ গোলে।

7 months ago
Konkan Railway: ভারতীয় রেলের হয়েও নিজস্বতা বজায় করে চলেছে কোঙ্কণ রেল

কোঙ্কণ রেল নামটা শোনা থাকলেও অনেকেই হয়তো জানেন না যে এটি কোথায় বা এটা কি ভারতীয় রেলের কিনা?

আজ আমরা জানব সেরমই কিছু অজানা তথ্য। কোঙ্কন রেল হল ভারতীয় রেলের ১৯ তম জোন । যার সদর দফতর হল মুম্বই-এর বেলাপুর। ভারতের কোঙ্কন উপকূলে তার উপকূলীয় শহর, শহর এবং গ্রামগুলিকে সংযুক্ত করার জন্য একটিও রেল যোগাযোগ নেই।


এমনকি ১৯৪৭ সাল পর্যন্ত ভারত শাসনকারী ব্রিটিশরাও এই পথে রেলপথ নির্মাণ করেনি। প্রথম প্রস্তাবটি ১৯২০ সালে জরিপ করা হয়েছিল। ১৯৫৭ সালে এই অঞ্চলে রেলওয়ের উন্নয়নের জন্য সমীক্ষা করা হয়েছিল । ১৯৯৮ সালের ২৬ শে জানুয়ারি  মহারাস্ট্রের রোহা থেকে কর্ণাটক রাজ্যের থকুর স্টেশন পর্যন্ত চলাচল শুরু হয়।


মোট ৭৫৬.২৫ কিমি এই যাত্রাপথ। মহারাষ্ট্রের মধ্য দিয়ে এর দৈর্ঘ্য ৩৬১ কিলোমিটার (২২৪ মাইল), কর্ণাটক হয়ে ২৩৯ কিলোমিটার (১৪৯ মাইল) এবং গোয়ার মধ্য দিয়ে ১৫৬.২৫ কিলোমিটার (৯৭.০৯ মাইল) ।  রোহা থেকে  থকুর পর্যন্ত বিস্তৃত সমগ্র .৭৪১ কিলোমিটার পথটি ২০২২ সালের মার্চ মাসে বিদ্যুতায়িত হয়েছে । সমগ্র রেলপথটিতে ৯১ টি টানেল ও প্রায় ১৮০০ উপর রেল ব্রিজ রয়েছে।  ১৯তম বন্দে ভারত এক্সপ্রেস যা গোয়া ও মুম্বইয়ের  মধ্যে চলাচল করে এই পথ দিয়েই যাতায়াত করে। 

উক্সি এবং ভোকে স্টেশনের মধ্যে অবস্থিত কোঙ্কন রেলওয়েতে অবস্থিত কার্বুদে টানেল , ৬.৫ কিলোমিটার দীর্ঘ টানেল। কার্বুদে টানেল হল কোঙ্কন রেললাইনের দীর্ঘতম টানেল। এই পথে মালবাহী ট্রাক রেলে করে পরিবহন করা হয় যা RORO( Roll On/ Roll Off) নামে পরিচিত ।


এই পরিবহন মহারাষ্ট্রের কোলাড থেকে গোয়ার ভারমা পর্যন্ত চলে। এই ট্র্যাকেই অ্যান্টি

কলিশন সিস্টেম চালু করা হয়। বর্তমানে যে সকল ট্রেন চলাচল করে এই পথে তার মধ্যে অন্যতম

ট্রেন নং ১২৪৩২/১২৪৩১ হযরত নিজামুদ্দিন – তিরুবনন্তপুরম সেন্ট্রাল – হযরত নিজামুদ্দিন রাজধন এক্সপ্রেস (ত্রি-সাপ্তাহিক) ...

ট্রেন নং ১২১৩৩/১২১৩৪ মুম্বই সিএসটি – ম্যাঙ্গালুরু জং – মুম্বাই সিএসটি এক্সপ্রেস (দৈনিক) ট্রেন নং ১২১৩৩ মুম্বই সিএসটি – ম্যাঙ্গালুরু জং এক্সপ্রেস। ...

ট্রেন নম্বর ১৬৩৩৩/১৬৩৩৪ ভেরাভাল - তিরুবনন্তপুরম - ভেরাভাল এক্সপ্রেস (সাপ্তাহিক)



7 months ago


Final: কোন অঙ্কে ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল!

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) জয় ভারতের। গত ৩৯ বছরে এমন শিরোনাম কখনও হয়নি। তাহলে কী এবার কলম্বোর মাঠে তা হতে পারে? মঙ্গলবার ভারত জিততেই তেমন সম্ভাবনা তৈরি হল। এখন অপেক্ষা পাকিস্তান যদি তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তাহলেই কেল্লাফতে।

সম্প্রতি কলকাতায় ডুরান্ড কাপের ফাইনালে প্রায় একই ঘটনা ঘটেছিল। সূচির বৈচিত্র্যে ফাইনাল খেলেছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল। দু'দেশের ক্রিকেট প্রেমীরাই চাইছেন বিশ্বকাপের আগে একটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে। চার পয়েন্ট নিয়ে এশিয়া কাপে পয়েন্ট টেবলে শীর্ষে ভারত। দু পয়েন্ট নিয়ে এক সারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যদিও রান রেটে শ্রীলঙ্কা এগিয়ে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এশিয়া কাপের কার্যত সেমিফাইনাল। পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হবে না টিম ইন্ডিয়াকে। বরং রোহিতদের ফোকাসে এখন বাংলাদেশ ম্যাচ।

7 months ago
Jet Engine: যৌথ উদ্যোগে ভারতেই তৈরি করা হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, সবুজ সংকেত মার্কিন কংগ্রেসের

ভারতের সঙ্গে আমেরিকার এক ঐতিহাসিক চুক্তি! এবারে যৌথ উদ্য়োগে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে ভারত (India) ও আমেরিকা (America)। ভারতের বায়ুসেনার (Indian Air Force) জন্য যুদ্ধবিমানের ইঞ্জিন এবারে দেশেই তৈরি করা হবে তাও আবার আমেরিকার উন্নতমানের প্রযুক্তির সাহায্য নিয়ে। সূত্রের খবর, এরোনটিক্স লিমিটেডের (Hindustan Aeronautics Limited) সঙ্গে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের (General Electric) চুক্তিকে সবুজ পতাকা দেখাল মার্কিন কংগ্রেস (US Congress)।

সূত্রের খবর, জুন মাস থেকেই এই চুক্তি আটকে ছিল। তবে এবারে মার্কিন কংগ্রেসের তরফেও এই চুক্তিতে সমর্থন জানানো হয়েছে। জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে মার্কিন কংগ্রেস এবং সেনেটের বিদেশ বিষয়ক কমিটিকে বিষয়টি জানানো হয়েছিল। এরপর কোনও কংগ্রেস সদস্য আপত্তি না জানানোর দরুণ প্রস্তাবটিকে সমর্থন করা হয়েছে জানা গিয়েছে। ফলে এবার থেকে আমেরিকার সংস্থা জিই-র সহায়তা নিয়ে এ দেশেই এফ-৪১৪ জেট ইঞ্জিন বানাতে পারবে রাষ্ট্রায়ত্ত সংস্থা 'হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড'।

এই চুক্তি দেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ, এই চুক্তিতে মার্কিন কংগ্রেসের তরফে সম্মতি আসায় এবার থেকে এফ-৪১৪ জেট ইঞ্জিন তৈরি করতে জেনারেল ইলেকট্রিকের তরফে ৮০ শতাংশ প্রযুক্তি দেওয়া হবে। আবার এ দেশেই এটি তৈরি করা হবে বলে ভারতও 'মেক ইন ইন্ডিয়া'-এর পথে আরেকটা ধাপ এগিয়ে যাবে। ফলে উন্নত প্রযুক্তির আধুনিক জেট ইঞ্জিন খুব সহজেই তৈরি করা যাবে, যার ফলে দেশের বায়ুসেনা লাভবান হবে। জিই-এর আধুনিক তথ্য ও প্রযুক্তি নিয়ে হালকা ও দ্রুতগামী যুদ্ধবিমান এবারে ভারতেই তৈরি করা খুব সহজ হয়ে যাবে। যা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য অত্যন্ত খুশির খবর। উল্লেখ্য, জানা গিয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলনের সময় বাইডেন যখন ভারতে আসবেন তখনই এই চুক্তি চূড়ান্ত করা হবে।

8 months ago
Aksai Chin: আকসাই চিনের কাছে সুড়ঙ্গ খুঁড়ছে চিনা ফৌজ! নয়া ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

অরুণাচলপ্রদেশকে (Arunachal Pradesh) ফের একবার নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল চিন। আকসাই চিনকেও (Aksai Chin) চিনের (China) অংশ বলে দাবি করা হয়। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তবে এর উত্তরেও উপযুক্ত জবাব দিয়েছে ভারত (India)। অরুণাচলপ্রদেশ দেশের 'অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ আছে, ছিল ও থাকবে' বলে জানিয়েছে ভারত। কিন্তু এরই মাঝে আরও এক তথ্য প্রকাশ্যে এসেছে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। জানা গিয়েছে, আকসাই চিন উপত্যকার কাছে সুড়ঙ্গ তৈরি করছে লাল ফৌজ। আর সেই ছবি উপগ্রহের তোলা চিত্রে ধরা পড়েছে।


সেই চিত্রে দেখা যাচ্ছে, উত্তর লাদাখ থেকে ৬০ কিমি পূর্বে ডেপসাং অঞ্চলে মাটিতে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করছে চিনা সেনা। সেখানকার সরু নদী উপত্যকায় তৈরি করছে সেনা ছাউনি। ওই অঞ্চলটি আকসাই চিনের অন্তর্গত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই এই কাজ করছে চিন।  শুধু তাই নয়, ওই অঞ্চলে নদীর দুই পারে অন্তত ১১টি সুড়ঙ্গের খোঁজ মিলেছে। গত কয়েক মাস ধরেই এখানে চিন ঘাঁটি বানাচ্ছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ওই সুড়ঙ্গগুলিতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রাখার পরিকল্পনা করছে লাল ফৌজ।

8 months ago


Virat: ইয়ো-ইয়ো টেস্টের ফলপ্রকাশ বিরাটের, সতর্কবার্তা বিসিসিআইয়ের

বিরাট কোহলির (Virat Kohli) ওপর কার্যত ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian cricketer)। এর নেপথ্যে রয়েছে, তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ইয়ো-ইয়ো টেস্টের ফলপ্রকাশের সিদ্ধান্ত। ভক্তদের জন্য বিরাট এই টেস্টের যে ফলপ্রকাশ করেছিলেন তা একেবারেই ভালভাবে নেয়নি বিসিসিআই (BCCI)। বিরাটকে সতর্ক করেছে বিসিসিআই। শুধু তাঁকেই নয়, এমন ভুল যেন আর কোনও ক্রিকেটার কখনওই না করেন, সে বিষয়ে দলের সঙ্গে যুক্ত সবার কাছে কড়া বার্তা পাঠিয়েছে বোর্ড।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত ইয়ো-ইয়ো টেস্টের সেরা পারফরম্যান্স ছিল ১৬। করেছিলেন বিরাট কোহলিই। এবার নিজের সেই পুরনো রেকর্ডই ভেঙে দিলেন তিনি। বৃহস্পতিবার ১৭.২ ইয়ো-ইয়ো টেস্ট পূর্ণ করলেন বিরাট। যা শুধু ভারতের নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি বিশেষ রেকর্ড।

8 months ago
ICC: অক্টোবরে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ, প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ আইসিসি

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু একদিনের বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচের বিস্তারিত সূচি প্রকাশ করল আইসিসি। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে কোনও দুই টিমের সঙ্গে, আর কবে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারত।

আইসিসি জানিয়েছে, ভারতের প্রস্তুতি ম্যাচ রয়েছে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। প্রথম দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। আর ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ভারতের পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে দলগুলি, সেই কারণেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, ১০টি দেশ প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রত্যেক দেশের জন্য দু'টি ম্যাচ। গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরম মোট তিনটি শহরে খেলা হবে। ভারতীয় সময় দুপুর ২টো থেকে ম্যাচ শুরু হবে।

প্রস্তুতি ম্যাচের সূচি একনজরে দেখে নিন...

২৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন গুয়াহাটিতে খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচ রয়েছে হায়দরাবাদে, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।

৩০ সেপ্টেম্বর খলবে ভারত ও ইংল্যান্ড। গুয়াহাটিতে ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসের খেলা রয়েছে তিরুবনন্তপুরমে।

ইংল্যান্ড ও বাংলাদেশের খেলা রয়েছে গুয়াহাটিতে, ২ অক্টোবর। একই দিনে তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ভারতের খেলা রয়েছে ৩ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। এছাড়া, বাকি ম্যাচ রয়েছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)।

8 months ago