Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

health-center

Bolpur: চিকিৎসকের অভাবে ধুঁকছে স্বাস্থ্য কেন্দ্র, বিক্ষোভ স্থানীয়দের

দীর্ঘদিন ধরে চিকিৎসকের অভাবে ধুঁকছে স্বাস্থ্যকেন্দ্র।দীর্ঘদিন ধরে চিকিৎসা পাওয়ায় স্বাস্থ্য কেন্দ্রের বাইরে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘ কয়েক ঘন্টা পর পুলিসের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার বোলপুরের কীর্ণাহারে। এ বিষয়ে এখনও অবধি কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে নি। যদিও স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা মিলছে না, সে বিষয়ে বারংবার প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয় নি, সে কারণেই সোমবার স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

সূত্রের খবর, বীরভূম জেলার বোলপুরের কীর্ণাহারে স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকদিন ধরেই চিকিৎসকের অভাব, অভিযোগ সেকারণেই বহু রোগী চিকিৎসা পাচ্ছেন না। এছাড়া অভিযোগ আপদকালীন চিকিৎসাও তাঁরা পাচ্ছেন না। এই অভিযোগেই ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা, পাশাপাশি প্রতিবাদ ও অবরোধ করে করে রাখা হয় স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া রাস্তা। এ বিষয়ে বারবার প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি স্থানীয়দের। 

বিক্ষোভকারীদের পক্ষে, সুমন্ত অধিকারী জানান, সামান্য চিকিৎসা অবধি পাওয়া যায় না এই স্বাস্থ্যকেন্দ্রে, এমনকি কোনও মুমূর্ষু রোগীও এই স্বাস্থ্যকেন্দ্রে ঠিকমত চিকিৎসা পাওয়া যায় না। ফলে চিকিৎসার ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন রোগীরা। 

10 months ago