Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

frog

Marriage: ধুমধাম করে চলছে ব্যাঙের বিয়ে! নিমন্ত্রিত দুর্গাপুরবাসী, জানুন আসল গল্প

'কোলা ব্যাঙের বিয়ে হবে, চলছে আয়োজন। শত শত ব্যাঙ ব্যাঙাচি পেলো নিমন্ত্রণ।' তবে  এক্ষেত্রে কেবল ব্যাঙেদের নিমন্ত্রণ নয়। গোটা গ্রামের নেমতন্ন ছিল বিয়েতে (wedding)। ধুমধাম করে চলছে ব্যাঙের (Frog) বিয়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সমস্ত রীতিনীতি খুব নিষ্ঠা ভরে পালন করেই চলছে বিয়ে বাড়ির অনুষ্ঠান। শুধু বিয়ে বাড়িতেই আটকে থাকেনি। সঙ্গে জোরকদমে কব্জি ডুবিয়ে চলছে বিয়ের বাড়ির খাওয়া দাওয়াও। ঠিক এমনই অবাক করা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে (Durgapur)। 


তীব্র দাবদাহে পুড়ছে বঙ্গবাসী। দেখা নেই বৃষ্টির। ফলে সূর্যের এমন রুদ্রমূর্তিতে সাধারণ মানুষ কার্যত গৃহবন্দি। এদিকে আবার বেশ কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতাও দিচ্ছে আবহাওয়া দফতর। কবে মিলবে বৃষ্টির দেখা এখন সেই আশাতেই মাথায় হাত পড়েছে চাষিদের, পাশাপাশি সাধারণ মানুষদেরও। 

আর আবহাওয়ার এই তিক্ততার জেরেই ব্যাঙের বিয়ে দেওয়ার মতো কু-সংস্কারের শরণাপন্ন হয়েছে দুর্গাপুরবাসী। পৌরাণিক মতে, মহা ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হলে বৃষ্টির দেখা মিলে। আর সেই কারণেই দুর্গাপুরের কনিস্ক শিবমন্দিরে ধুমধাম করে আয়োজিত হলো ব্যাঙের বিয়ে। বিয়ের মণ্ডপে উপস্থিত ছিল বরযাত্রী-কনেযাত্রীও। সানাই, শঙ্খধ্বনি ও বাজনাতে শুরু হলো বিয়ে। বর ও কনের বিয়ে দিয়ে আট হাত এক করে দিলেন পুরোহিত মশাই।


এমনকি বিয়ে বাড়ি উপলক্ষ্যে জোরকদমে ভোজও হলো। এই বিয়ে বাড়িতে আমন্ত্রণ ছিল প্রায় ২০০ জন অতিথির। সবাই খবু তৃপ্তি ভরে এই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াও করল। সব শেষে রীতি অনুযায়ী নব দম্পতিকে বিদায় জানানোর সময় চলে এলো। তাই বিয়ে শেষে বর-কনেকে ছেড়ে দেওয়া হল একটি পুকুরে।

11 months ago