Breaking News
Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন     

fraud

Fraud: কিউআর স্ক্যান করে পেমেন্ট! ওটিপি ছাড়াই ব্যবসায়ীর ব্যাঙ্ক থেকে উধাও লক্ষাধিক টাকা

কিউআর স্ক্যান করে টাকা পেমেন্ট করার কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা। কলকাতার বেসরকারি হাসপাতালে কিউআর হ্যাকিং-এর অভিযোগ। এবার নতুন প্রতারণার শিকার হলেন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার এক ব্যবসায়ী।

জানা গিয়েছে, কোনও ওটিপি, কোনও ফোন বা ম্যাসেজ, কোনও লেনদেন ছাড়াই দশ মিনিটে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় লক্ষ টাকা হাতিয়ে নিল হ্যাকাররা। শশাঙ্ক সামন্ত কলকাতার ফুলবাগানের বেসরকারি হাসপাতালে নিজের চেকআপ করার জন্য অনলাইনে কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করেন। তার পরেই দশ মিনিটের মধ্যেই মেছেদা স্টেট ব্যাঙ্ক ও কোলাঘাটের ইউকো ব্যাঙ্ক-এর অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ ছয় হাজার টাকা গায়েব হয়ে যায়। তবে টাকা লেনদেনের কোনও ওটিপি ফোনে আসেনি। শুধু তাঁর দুটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার এসএমএস আসে ফোনে।

ব্যবসায়ী জানিয়েছেন, যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, সেই অ্যাকাউন্ট গুলি দিল্লি, মুম্বই রাজস্থানের। এই নিয়ে ব্যবসায়ী শশাঙ্ক সামন্ত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। দুটি ব্যাঙ্কের ম্যানেজার কেও লিখিত জানিয়েছেন। এই নিয়ে ব্যাবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।

প্রশ্ন উঠছে, বেসরকারি হাসাতালের নিজস্ব কিউআর স্ক্যানারে টাকা পেমেন্ট করার পরে কিভাবে হ্যাকাররা সেই কিউআর হ্যাক করে টাকা গায়েব করছে। অনলাইন পেমেন্ট কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন উঠছে।

14 hours ago
Fraud: ডিজি রেঙ্ক-এর অফিসারদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা, গ্রেফতার ১

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে প্রতারণার ফাঁদ। ডিজি রেঙ্ক-এর অফিসারদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সমস্যার কথা জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। আর এই প্রতারণা চক্রের তদন্তে নেমে এক পাণ্ডাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সূত্রের খবর, রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম, রাহিস। তিনদিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হয়েছে। আজ, শনিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিস সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিসের নজরে আসে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখান থেকে তাঁর নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। যারা এই ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছেন তাঁদেরকে মেসেঞ্জারে এসএমএস করা হচ্ছে যে, তিনি একটি মিটিংয়ে রয়েছেন ফোন করতে পারছেন না। সমস্যার মধ্যে পড়েছেন, তাঁর টাকার প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকা পাঠিয়ে দেওয়ার জন্য। এই বিষয়টি নজরে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস ২৮ অগাস্ট একটি সুয়ো মোটো কেস করেন। তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। 

তদন্তে নেমে জানতে পারে, এই চক্রটি রাজস্থান থেকে চালানো হচ্ছে। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিসের একটি টিম রাজস্থান গিয়ে অভিযুক্ত যুবক রাহিসকে গ্রেফতার করে। তিন দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যের ডিজি র‍্যাঙ্কের অফিসারদের ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হত। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতো তাদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হত। এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে এই যুবক প্রতারণা করেছে। পুলিস মনে করছে এই চক্রের সঙ্গে একটি বড় গ্যাং রয়েছে। সেই বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিধান নগর মহাকুমা আদালতে তুলে আজ তাকে পুলিস হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস।

7 days ago
Fraud: ভুয়ো সিবিআইয়ের পরিচয়ে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

শহরে নতুন প্রতারণার ফাঁদ। সিবিআই পরিচয় দিয়ে এবার সক্রিয় প্রতারকের গ্য়াং। বুধবার এমনই এক প্রতরণার শিকার হলেন টেগোর স্ট্রিট এলাকার এক ব্যবসায়ী। অভিযোগ, ভুয়ো সিবিআইয়ের পরিচয়ে এক লক্ষ টাকা লুঠ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে ইতিমধ্য়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। 

জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্য়বসায়ী তাঁর কর্মচারীর হাতে টাকার ব্য়াগ দিয়ে পাঠায় গন্ত্যব্যে পৌছে দেওয়ার জন্যে। এরপর যাওয়ার পথে টেগোর স্ট্রিটের কাছে কয়েকজন সিবিআই পরিচয় দিয়ে সেই কর্মীকে ঘিরে ধরে। এরপর ওই কর্মীর কাছ থেকে তাঁর ব্য়াগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই ভুয়ো সিবিআইয়ের দল। অভিযোগ, এরপর ওই কর্মী ব্য়াগ দিতে অস্বীকার করলে তাঁর কাছ থেকে জোরপূর্বক ব্য়াগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই ভুয়ো সিবিআইয়ের দল। জানা গিয়েছে, ছিনতাই যাওয়া ব্য়াগের ভিতরে এক লক্ষ টাকা ছিল। 

এরপর ছিনতাইয়ের অভিযোগে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিস এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্য়াপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

a week ago


Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা

সেনা কর্মীর পরিচয় দিয়ে সল্টলেক ডিএল ব্লকের বৃদ্ধের সঙ্গে প্রতারণা। মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার অভিযুক্ত অভিষেক মাকওয়ানা। গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

পুলিস সূত্রে খবর,  ২০২৩ সালের জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন সল্টলেক ডিএল ব্লকের বাসিন্দা সুশীল কুমার। অভিযোগ,  বিজ্ঞাপন দেখে নিজেকে সেনা কর্মীর পরিচয় দিয়ে সুশীল বাবুর সঙ্গে ফোন মারফত যোগাযোগ করেন অভিযুক্ত ব্যক্তি। ওই ব্যক্তি বাড়ি ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন।

তিনি জানান, চাকরির ট্রান্সফারের কারণে তাঁর সল্টলেকেই বাড়ি ভাড়া খুঁজছেন।এরপরই কথোপকথনের মাধ্যমে বাড়ি ভাড়া দিতে সম্মতি জানান বৃদ্ধ। ওই ব্যক্তি অগ্রিম ভাড়া অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দেবেন বলে জানান। সেইমতো বৃদ্ধকে কিউ আর কোড পাঠাতে বলেন। সেই মত বৃদ্ধ থাকে নিজের ব্যাংক একাউন্টের কিউআর কোড পাঠান।এরপরই বৃদ্ধের ব্যাংক একাউন্ট থেকে দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃদ্ধ বিধাননগর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফেব্রুয়ারি মাসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিস।

তদন্তে নেমে মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অভিষেক মাকওয়ানাকে। তাঁকে চার দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায়।আজ, সোমবার অভিযুক্তকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিস খতিয়ে দেখবে এই ঘটনার সঙ্গে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কিনা।

2 weeks ago
Fraud: প্রশাসনের ওপর 'বাটপারি', প্রতারণা চক্রের 'শিখণ্ডী' ভুয়ো আইডি

চোরের ওপর বাটপারি তো শুনেইছেন, কিন্তু এবার খোদ প্রশাসনের ওপর বাটপারি। বাংলায় মাকড়সার জালের মতো ছড়াচ্ছে সাইবার প্রতারণার ছক। প্রতি মুহূর্তে নিত্য নতুন কৌশল। এবার খোদ মহকুমা শাসকের নামে সমাজমাধ্যমে ফেক আইডি খুলে আর্থিক প্রতারণার জাল। প্রতারকদের কাণ্ডে হতবাক, আতঙ্কিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। 

দেখতে হুবহু ঘাটাল মহকুমা শাসকের আসল আইডির মতো। ফেসবুক ছেড়ে প্রতারকরা ঢুকে পড়েছে হোয়াটস্অ্যাপের অন্দরমহলেও। অভিযোগ, মহকুমা শাসকের ফেক আইডি থেকেই অত্যন্ত কম দামে বিভিন্ন দ্রব্য বিক্রির মেসেজ যাচ্ছে। ফাঁদে পা দিলেই আগাম পেমেন্টের শর্ত রাখা হচ্ছে। মহকুমা শাসক ভেবে অনেকেই প্রতারকদের জালে জড়াচ্ছেন। 

শুধু ঘাটালের মহকুমা শাসকই নয়, চলতি মাসেই একই অভিযোগ উঠে এসেছিল পুরুলিয়া থেকে। একই ধাঁচে পুরুলিয়া পুলিস সুপারের নামে ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণা জাল ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয় ২ প্রতারক। প্রাথমিক তদন্তে অনুমান ছিল, রাজ্য ছাড়িয়ে প্রতারণার জাল ছড়াতে পারে মধ্যপ্রদেশ, রাজস্থানেও। শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, মানুষ সজাগ হোক, সাইবার সচেতন হোক। বার্তা অধিকর্তাদের। 

কাজের ফাঁকে, আনমনে আঙুলটা চলেই যায় ফোনের স্ক্রিনে। সমাজমাধ্যমের হরেক রকম ডালা থেকে নজর ঘোরাতে পারে না ৮ থেকে ৮০। যন্ত্র নির্ভর, ভার্চুয়াল এই জীবনযাপনের সুযোগই নিচ্ছে প্রতারকের দল। ২ পা এগোনোর আগে সাইবার স্বাক্ষরতা প্রয়োজন। 

2 weeks ago


Bangaon: সীমান্ত শহরে রমরমিয়ে চলছে জাল বার্থ সার্টিফিকেটের কারবার, অভিযোগ পুরপ্রধানের

সীমান্ত শহরে রমরমিয়ে চলছে জাল বার্থ সার্টিফিকেটের কারবার। উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া শহর বনগাঁ। বনগাঁ থেকে প্রায় ৫ কিলোমিটার-এর মধ্যে পেট্রাপোল সীমান্ত। একাধিকবার পাচার সহ বেআইনি অনুপ্রবেশের অভিযোগ উঠে এসেছে এই এলাকায়। তারই মধ্যে পুরসভার প্যাড, সিল নকল করে তৈরি হচ্ছে জাল জন্ম শংসাপত্র। এমনকি পুর আধিকারিকের সইও জাল করা হচ্ছে বলে অভিযোগ। এই কারবার বনগাঁ আদালত চত্বরে ঘটে চলেছে। মহুরী ও আইনজীবীদের একাংশও-এর সঙ্গে জড়িত বলে থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ।

পুরপ্রধানের সন্দেহ প্রথমে তৈরি হচ্ছে জাল জন্ম শংসাপত্র। তারপর সেটি ব্যবহার করে তৈরি হচ্ছে অন্যান্য জাল নথি।  এই জাল শংসাপত্র দেখিয়ে অনেকে পাসপোর্ট-এরও আবেদন করছে৷ গোপাল শেঠ বলেন, এই কারবার বেশ কয়েকদিন ধরেই বনগাঁ আদালত চত্বরে চলছিল। মহুরী ও আইনজীবীদের  একাংশও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন গোপাল শেঠ।

প্রসঙ্গত, ঠাকুরনগর এলাকায় দিন কয়েক আগে হানা দেয় এন.আই.এর আধিকারিকরা। সেখানে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এন.আই.এ সূত্রে খবর, তার কাছ থেকে উদ্ধার হয় জাল পাসপোর্ট সহ অন্যান্য জল নথিপত্র। ধৃত ব্যক্তি মানব পাচারের সঙ্গেও যুক্ত।

পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তাঁর কথায়, রাজ্য সরকার থেকে শুরু করে পুলিস প্রশাসন নিষ্ক্রিয় বলেই এমন ঘটনা ঘটছে। এই বিষয়ে বনগাঁ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, 'আমরা কখনো এই বিষয়টি প্রশ্রয় দেবো না। যদি কোনও আইনজীবী বা মহুরী এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা পুলিস প্রশাসনকে বলবো তার বিরুদ্ধে আইন নত ব্যবস্থা নেওয়ার।'

2 weeks ago
Fraud: পুলিসের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার যুবক

ভুয়ো পুলিস সুপারের নামে প্রতারণা। ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক যুবক। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাহুল ঘটক। বাড়ি হাবড়ায়।

জানা গিয়েছে, পুরুলিয়ার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত ওই যুবক। এমনকি সেই ফেক ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয় ওই পুলিস সুপারের পুলিসের পোশাক পরা ছবিও। এরপর ওই যুবক ভুয়ো পুলিসের পরিচয় দিয়ে ফেসবুক ফ্রেন্ড বানিয়ে সকলের সঙ্গে আর্থিক প্রতারণা করতে শুরু করে। প্রতারণার ছক বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত ওই যুবকের নামে। 

এরপর শনিবার সকালে পুরুলিয়া জেলার পুলিসের একটি বিশেষ দল হাবড়ায় এসে হাবড়া পুলিসের সহযোগিতায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুরুলিয়া নিয়ে যায়। অভিযুক্ত যুবক আইটিআই পাস করে কিছুদিন আগেই একটি কোম্পানিতে প্রশিক্ষণের কাজ শুরু করেছিলেন বলে এমনটাই জানিয়েছে তার পরিবার। তবে এই ধরনের অপরাধমূলক কাজ তাদের ছেলে করতে পারে না দাবি পরিবারের।

3 weeks ago
Fraud: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় ভুয়ো পুলিস

ভুয়ো পুলিস সেজে পুলিসের চাকরি দেওয়ার নামে প্রতারণা। চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিস। তবে এখনও ধৃতের পরিচয় পাওয়া যায়নি।

সূত্রের খবর, নদিয়া শান্তিপুর এলাকার এক ব্যক্তি ভুয়ো পুলিস সেজে পুলিসের চাকরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিচ্ছিল।অভিযোগ, টাকা দেওয়ার পরেও চাকরি পায়নি কেউ।এরপর সন্দেহবশত কারণে ওই প্রতারকের কাছে পাওনা টাকা ফেরত চান প্রতারিতরা। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে প্রতারক ওই ব্যক্তি প্রথমে হুমকি দেয়। পরে প্রতারিতদের বাড়ি রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। 

এরপর প্রতারিতরা প্রতারক ওই ভুয়ো পুলিস কর্মীর বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শান্তিপুর থেকেই গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে খবর, এর আগেও ধৃত ওই ব্যক্তিকে পুলিসের মিথ্যে পরিচয় দিয়ে একাধিক মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল শান্তিপুর পুলিস। আবারও একই ঘটনার পুুনরাবৃত্তি হওয়ায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস।

3 weeks ago


Akash: ৩৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের দ্বারস্থ ভারতীয় ক্রিকেটের আকাশ চোপড়া

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। তার মাঝেই ৩৩ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। আগ্রার হরি পর্বত থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তিনি। খেলাধুলোর জুতো তৈরি একটি সংস্থায় ৫৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি৷ নির্দিষ্ট সময়ে ২০ শতাংশ সুদ সহ ওই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মাত্র ২৪ লক্ষ টাকা ফেরত পেয়েছেন তিনি।

আকাশের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারায় হায়দরাবাদের ক্রিকেট সংস্থার রাজ্য দলের প্রাক্তন ম্যানেজার কমলেশ পারেখ এবং তাঁর ছেলে ধ্রুবর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেকেন্দ্রাবাদে কমলেশের খেলাধুলার দোকান রয়েছে। পূর্বপরিচিত কমলেশের ছেলের কথায় বিশ্বাস করেই আকাশ বিনিয়োগ করেন।

পুলিশের কাছে আকাশ জানিয়েছেন, ধ্রুব তাঁকে ৩০ দিনের মধ্যে ২০ শতাংশ সুদ-সহ টাকা ফেরত দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ১২ মাস হয়ে যাওয়ার পরেও তিনি ২৪.৫ লক্ষ টাকার বেশি গিতে পারেননি। কমলেশও টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এখন বাবা-ছেলে কেউই তাঁর ফোন ধরছেন না।

a month ago
Fraud: অনলাইন প্রতারণার শিকার! ঋণের প্রোলোভন দেখিয়ে আত্মসাৎ ৫০ হাজার টাকা

ফের প্রতারণার শিকার সাধারণ মানুষ। এবার বেসরকারি লোন সংস্থার নাম করে এক ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা লোনের প্রলোভন দেওয়ার অভিযোগ উঠল। ফাঁদে পা দিতেই নিমেষের মধ্যে উধাও ৫০ হাজার টাকা। হুগলি বলাগড় জিরাটের ঘটনায় আতঙ্ক এলাকায়।

জানা যায়, হুগলি বলাগড়ের জিরাট স্টেশন পাড়ার ব্যবসায়ী মানিক মুখোপাধ্যায়ের ফোনে সরকারি লোন সংস্থার নাম করে ফোন আসে। তাঁকে বলা হয়, মানিক বাবুর নামে নাকি ৫ লক্ষ টাকার ঋণ অ্যাপ্রুভ হয়েছে। প্রথমে সেই কথা বিশ্বাস না হয়ে ফোন কেটে দেন মানিকবাবু। কিছুক্ষণ পর ফের ফোন আসে ওই একই নম্বর থেকে। এবার তাঁকে বলা হয়, এই লোনের অফারটা শুধু তাঁরই জন্য। আরও বলা হয়, এই ঋণ পেতে গেলে তাঁকে দিতে হবে ২৯৫০ টাকা। টাকার দরকার থাকায় সেই ফাঁদে পাও দিয়ে ফেলেন মানিকবাবু।

এর পরপরই  তাঁর ফোনে একটি ফেক EMI কার্ডও পাঠানো হয়। পাশাপাশি জানানো হয়, তাঁর ঋণ অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরই হয় আসল ঘটনা। লোন প্রসেসিংয়ের নামে এরপরই ছ'দফায় ৫০ হাজার টাকা নিয়ে নেয় প্রতারকের দল। টাকা পাঠিয়েই মানিকবাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তৎক্ষণাৎ ব্যাঙ্কে ছুটে যান তিনি। সেইমতো, বলাগড় থানায় লিখিত অভিযোগ জানান তিনি। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেয় বলাগড় থানা।

a month ago


Fraud: অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ৫২০০০ টাকা খোয়ালেন ব্যবসায়ী

এখন অনলাইন প্রতারণার ফাঁদে প্রায়শই পড়ছে সাধারণ মানুষ। পুলিস প্রশাসন সচেতনতা করলেও প্রতারকদের কৌশল বেড়ে চলেছে দিনের পর দিন। এবার অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ৫২০০০ টাকা খোয়ালেন হুগলি বলাগর জিরাট-এর বাসিন্দা মানিক মুখার্জি। পেশায় একজন ব্যবসায়ী। অনলাইনে প্রতারিত হয়ে বলাগড় থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগ, ভুয়ো বাজাজ ফাইনান্সের নামে ৫ লক্ষ টাকা লোনের লোভ দেখিয়ে ৫২০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মানিক মুখার্জির ফোনে বাজাজ ফাইন্যান্স-এর নাম করে একটা ফোন আসে। যেখানে তাঁকে বলা হয় তাঁর নামে পাঁচ লক্ষ টাকার লোন অ্য়াপ্রুভ হয়েছে। এ কথা শুনে মানিক মুখার্জি ফোনটা কেটে দেন। কিছুক্ষণ পরে আবার ফোন আসে এবং তাঁকে বলা হয় এই লোনের অফারটা শুধু আপনার জন্য। ফোনে আরও বলা হয় আপনি যদি লোন নিতে চান তাহলে আপনাকে ২৯৫০ টাকা দিতে হবে। তারপর আমরা আপনার একাউন্টে পাঁচ লক্ষ টাকার লোন দিয়ে দেওয়া হবে। যদিও মানিক বাবু প্রথমে রাজি হননি কিন্তু যেহেতু ব্যবসা করেন টাকার দরকার হয় তাই পরক্ষণে লোন নিতে রাজি হন। প্রতারকদের পাঠানো একাউন্টে ২৯৫০ টাকা পাঠান তিনি।

এরপর মানিক বাবুর হোয়াটসঅ্য়াপে প্রতারকরা বাজাজ ফাইনান্সের একটি ফেক ইএমআই কার্ড পাঠায় এবং বলে আপনার লোন অ্য়াপ্রুভ হয়ে গেছে। কিন্তু লোন প্রসেসিং-এর জন্য কিছু টাকা পাঠাতে হবে। এভাবে প্রতারকরা মানিক মুখার্জির কাছ থেকে ছয় দফায় অনলাইনের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে নেয়। ছয় দাফায় টাকা পাঠানোর পর যখন মানিকবাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন, তখন তিনি গোটা বিষয়ে বলাগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

a month ago
Fraud: সরকারি নার্সিং কলেজে ভর্তির নামে লক্ষাধিক টাকা প্রতরণার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সরকারি নার্সিং কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতরণার অভিযোগ। দমদম থানার পুলিসের হাতে গ্রেফতার অভিযুক্ত। সূত্রের খবর, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা শ্যামল ঘোষ তাঁর মেয়েকে সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য চেষ্টা করছিলেন। সেসময় অভিযুক্তের সঙ্গে তাঁর আলাপ হয়।  মেয়েকে কল্যাণী এইমস-এ নার্সিং-এ ভর্তির জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকাও দিয়ে দেন অভিযুক্ত প্রতারককে। এরপর আরও ৭৫ হাজার টাকা দেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও মেয়েকে ভর্তি করাতে পারেননি অভিযুক্ত। প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরে অক্টবরের ৪ তারিখ নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেন শ্যামল ঘোষ। গোটা ঘটনার তদন্ত ভার নেয় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বুধবার গভীর রাতে সৌপর্ন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে দমদম থানার পুলিস। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, শ্যামল ঘোষ মেয়েকে নার্সিং-এ ভর্তি করানোর জন্য অনেকের সঙ্গে যোগাযোগ করেন। সেসময় সোশ্যাল মিডিয়ায় দমদম নিবাসী এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই মহিলার মেয়ে ও শ্যামলবাবুর মেয়ে একই সঙ্গে মেডিক্যালে নিট পরীক্ষায় বসেছিলেন। ওই মহিলার কথা মত তিনি দমদমের বাসিন্দা সৌপর্ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। শ্যামলবাবুর অভিযোগ, সৌপর্ন তাঁকে বলেন তাঁর মেয়েকে সে সরকারি নার্সিং কলেজে ভর্তি করিয়ে দেবেন। তার জন্য ১২লক্ষ টাকা লাগবে। তিনি এই বিপুল পরিমাণ টাকা দিতে পারবেন না বলে জানান। এরপরে সাড়ে পাঁচ লক্ষ টাকায় সৌপর্ন রাজি হয়। তিনি চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেন।

আরও অভিযোগ, ওই টাকা নিয়ে সৌপর্ন তাঁকে বলেন চলতি বছরের অগাস্ট মাসের মধ্যে তাঁর মেয়েকে কল্যাণী এইমস-এ ভর্তি করিয়ে দেবেন। এমনকি কল্যাণী এইমস-এর দ্বিতীয় তালিকায় তাঁর মেয়ের নাম আছে এমন একটি কাগজ তাঁদের দেখান। এরপরে চাপ দিয়ে আরও ৭৫ হাজার টাকা নেন ওই ব্যক্তি। কিন্তু সময় পেরিয়ে গেলেও তাঁর মেয়েকে সরকারি নার্সিং কলেজে ভর্তি করিয়ে দিতে পারেননি। বরং সুর পাল্টে যায় অভিযুক্তের। বেসরকারি নার্সিং কলেজে ভর্তি করিয়ে দেবেন বলে জানান। এরপরই প্রতারণার জালে জড়িয়ে পড়েছেন বুঝতে পেরে নাগেরবাজার থানার দ্বারস্থ হন।

পুলিস সূত্রে খবর, ধৃত সৌপর্ন এডু টেক ইন্ডিয়া নামে একটি সংস্থা খুলে এই প্রতারণার ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা  প্রতারণা করতেন। এর জন্য তিনি কখনও মন্ত্রী আবার কখনও সরকারি আমলাদের ছবি ব্যবহার করতেন। যাতে তাঁর প্রতারণার ফাঁদে পড়েন অসহায় মানুষেরা।

a month ago
Fraud: কল সেন্টারের মাধ্য়মে জালিয়াতির অভিযোগ, গ্রেফতার ১০ অভিযুক্ত

পুজোর আগে বড়সড়ো সাফল্য পেল খড়দহ থানার পুলিস। ভুয়ো কল সেন্টার চালানোয় গ্রেফতার ১০ জন অভিযুক্ত। কল সেন্টারের মাধ্যমে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিস। 

পুলিস সূত্রে খবর, খড়দহ এমএস মুখার্জি রোড এলাকায় একটি আবাসনে কল সেন্টারের মাধ্যমে সাইবার ক্রাইমের অপরাধ চালাত ওই দুষ্কৃতীরা। কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা নিত ওই দুষ্কৃতীর দল। এমনকি কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। 

এরপর এদিন সকালে খড়দহ থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে খড়দহ এমএস মুখার্জী রোডে পুনম প্লাজা নামের আবাসনে ভুয়ো কল সেন্টারের হদিশ পায় পুলিস। ওই কল সেন্টার থেকে ১০ জনকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিস। তবে এই চক্রের সঙ্গে বিদেশের যোগ থাকতে পারে বলে পুলিস জানিয়েছে। অভিযুক্তদের পাঁচ দিনের পুলিসি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিস।

2 months ago


Fraud: ঘর দেওয়ার নামে প্রতারণার ফাঁদ, ২০ হাজার টাকা খোয়ালেন মহিলা

আবাস যোজনার ঘর পেতে প্রতারণা শিকার হলেন এক মহিলা। ঘর দেওয়ার নাম করে ওই মহিলার কাছ থেকে কুড়ি হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের কালিয়ানী এলাকায়। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্য়ায় ওই মহিলাকে বিডিও অফিস থেকে ফোন করে বলা হয় যে আপনার আবাস যোজনায় নাম এসেছে। তবে ঘরের টাকা পাওয়ার বিষয়ে আপনি পঞ্চায়েত সদস্য বা প্রধানকে বলবেন না। কারণ তাঁদেরকে বললে আপনার কাছ থেকে দশ, কুড়ি হাজার টাকা নিয়ে নেবে। এই বলে ওই মহিলাকে একটি সাইবার ক্য়াফে যেতে বলা হয়। এরপর ওই মহিলা সাইবার ক্য়াফে যাওয়ার পর তাঁকে কুড়ি হাজার টাকা একটি নির্দিষ্ট অ্য়াকাউন্টে পাঠাতে বলা হয়। 

২২ দিন আগে ওই মহিলার স্বামী মারা গেছেন। যার ফলে একদিকে ভাঙাচোরা বাড়ি অন্যদিকে স্বামী মারা যাওয়ার শোকে তিনি কিছু না ভেবেই ওই নির্দিষ্ট অ্য়াকাউন্টে কুড়ি হাজার টাকা পাঠান। তারপর থেকেই বন্ধ হয়ে যায় ওই ভুয়ো বিডিও অফিস থেকে আসা ফোন নম্বর। এরপর থানায় অভিযোগ নিয়ে গেলে অভিযোগকারী ওই গৃহবধূকে বারাসত সাইবার ক্রাইম দফতরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিসের পক্ষ থেকে। 

অভিযোগকারী গৃহবধূর দাবি, অচেনা এক ব্যক্তি তাঁকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফোন করে। এরপর এক লক্ষ ২০ হাজার টাকা দেওয়ার বিনিময়ে অনলাইনের মাধ্যমে কুড়ি হাজার টাকা নিয়ে নেওয়া হয়। তারপর থেকে তাঁর ফোন সুইচ অফ। তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায় নি। অবশেষে অসহায় মহিলা প্রতারিত শিকার হয়ে দেগঙ্গা থানার পুলিসের দ্বারস্থ হয়।

2 months ago
Job Fraud: ভুয়ো চাকরির চক্র চালানোর অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত

ভুয়ো চাকরির র‍্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত। বিধান নগর দক্ষিণ থানার পক্ষ থেকে তানভীর আলম, অশোক রায় ও পাপাই শর্মা নামের তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২.৫ লক্ষ টাকা নেয় ওই তিন অভিযুক্ত। 

জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা রশিদ মণ্ডলকে সল্টলেকের একটি সরকারি অফিসে ডেকে পাঠিয়েছিল ওই তিন অভিযুক্ত। তারপর সেই অফিস থেকে তাঁকে বলা হয় রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি পাইয়ে দেওয়া হবে। তবে চাকরি পাওয়ার জন্য় টাকা দিতে হয় ওই ব্য়ক্তিকে। কিন্তু পরবর্তীতে টাকা দিয়েও কোনও চাকরি না পেয়ে অবশেষে ওই ব্য়ক্তি অভিযোগ জানায় সল্টলেকের দক্ষিণ থানায়। 

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিস জানতে পারে ওই তিন ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছে। এরপর ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিস। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও খতিয়ে দেখছে পুলিস প্রশাসন। 

2 months ago