
গ্যালারি থেকে মেসির বিরুদ্ধে কুমন্তব্য। তার জেরে প্রতিবাদ। আর তার থেকেই বিশ্বকাপের যোগ্যতার ম্যাচে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনা ছড়াল মারাকানায়। দু দেশের সমর্থকদের হাতাহাতির জেরে ম্যাচ শুরু হল আধ ঘণ্টা পরে। সংবাদসংস্থার খবর, দু দেশের জাতীয় সঙ্গীতের পরেই উত্তেজনা তৈরি হয় গ্যালারিতে। এই ঘটনায় এক সমর্থককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রথম আর্জেন্টিনার কাছে ঘরের মাটিতে হারল ব্রাজিল।
এই ঘটনার জেরে মাঠ থেকে বেরিয়ে যায় লিও মেসির আর্জেন্টিনা। তাঁদের ট্যানেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর্জেন্টিনার ফুটবল দল জানিয়ে দেয় উত্তেজনা থাকলে তারা মাঠে ফিরবে না। এরপর ব্রাজিলের রায়ট পুলিশ মারাকানার গ্যালারির দায়িত্ব নেয়। প্রায় ৩০ মিনিট পর মাঠে ফেরেন মেসিরা।
তার আগে অবশ্য, সমর্থকদের ঠান্ডা করতে গ্যালারির দিকে এগিয়ে যায় আর্জেন্টিনার দল। মঙ্গলবার রাতের এই ম্যাচে ৬৯ হাজার দর্শক হয়েছিল মারাকানায়। ব্রাজিল পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে।
কুয়েত জয় হলেও, ঘরের মাঠে কাতারের কাছে দাঁড়াতেই পারল না ভারত। বিশ্বকাপের যোগত্যার ম্যাচে মঙ্গলবার ইগর স্তিমাচের দল হেরে গেল তিন-শূন্য গোলে। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে তেমন ভাবে কোনও যুদ্ধই করতে পারলেন না সুনীল ছেত্রীরা। বরং প্রথম চার মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিলেন টাইগার্সরা।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে আট গোলে হারিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল কাতার। ম্যাচের চার মিনিটে মশালের এগিয়ে যায় তারা। এরপর ৪৭ এবং ৮৬ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। ম্যাচের হিসাব বলছে, নব্বই মিনিট কার্যত দাপিয়ে বেরিয়েছেন কাতারের ফুটবলাররা। কারণ, ভারতের গোলমুখে হানা ছিল সবচেয়ে বেশি। ২০টি শটের মধ্যে তিনটি গোল হয়েছে।
এই ম্যাচ হারলেও ভারতের সামনে সুযোগ থাকছে। গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। ওই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়ার আরেকটু আশা থাকবে সুনীল ছেত্রীদের।
কাতারে বিশ্বজয়ের পর টানা ১৪ ম্যাচ অপরাজিত ছিল বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্তিনা। কিন্তু শুক্রবার সব অঙ্ক ভেস্তে দিল উরুগুয়ে। ২০২৬-এর বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে তারা আর্জেন্তিনাকে হারিয়ে দিল ২-০ গোলে। মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করলেন রোনাল্ডো। তবে তিনি পর্তুগালের নন। এই রোনাল্ডোর পুরো নাম রোনাল্ডো আরাউহো। আরও একটি গোল করেন ডারউইন নুসেস। ২০২২ সালের নভেম্বরে কাতারের সৌদি আরবের কাছে শেষ ম্যাচ হেরেছিল আর্জেন্তিনা।
যদিও বাছাই পর্বেও টানা তিন ম্যাচে জিতেছে আর্জেন্তিনা। ইতিমধ্যে তাদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। সেকারণে পয়েন্ট টেবিলেও একদম শীর্ষে রয়েছে তারা।
খেলার প্রথমার্ধে দুই দলই একাধিক ফাউল করেছিল। মোট ১৭টি ফাউলের মধ্যে ১১টি ফাউলই করে উরুগুয়ে। অন্যদিকে পোস্টে শট ছিল মাত্র ৩টি। একাধিক ফাউল হওয়ায় ১৯ মিনিটের মাথায় মেজাজ হারান দুই দলের খেলোয়াড়রা। জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। তাতে খেলা কিছুসময়ের জন্য বন্ধও থাকে।
কুয়েতের মাটিতে কুয়েতকেই হারাল ভারত। ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফায়ার ম্যাচে জিতল ভারতীয় ফুটবল টিম । বিদেশের মাটিতে কুয়েতের বিরুদ্ধে ১-০ গোলে জেতেন সুনীল ছেত্রীরা। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন মনবীর সিং।
জাবের আল-আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কুয়েতের মুখোমুখি হয় ভারত। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথম গোল করে ভারত। ৭৫ মিনিটে গোল করেন ফুটবলার মনবীর সিং। মাঠের বাঁ দিক থেকে ছাংতে বল দেন মনবীরকে। তাঁর বাঁ পায়ের শটে কুয়েতের ডিফেন্ডারকে পরাস্ত করেন মনবীর।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ভুবনেশ্বরে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে খেলবে ভারত। কাতার, কুয়েত এবং আফগানিস্তানের পাশাপাশি ভারতকে গ্রুপ এ-তে রাখা হয়েছে।
পুজোর ঠিক আগে কলকাতা মাতাচ্ছেন রোনাল্ডিনহো। ব্রাজিলের কিংবদন্তিকে ঘিরে লাগামছাড়া উন্মাদনা অনুরাগীদের। তাতে শামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
তৃতীয়ায় বাটা ফুটবল স্টেডিয়ামে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে। সেখানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রোনাল্ডিনহো। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অভিষেক। তিনিও ম্যাচ দেখবেন। ম্যাচের আগে রোনাল্ডিনহো এবং অভিষেক একসঙ্গে বল পায়ে মাঠে নামবেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অবশ্য ফুটবল পায়ে আগেও দেখা গিয়েছে। নব জোয়ার যাত্রায় গিয়ে বহরমপুরে ফুটবল পায়ে মাঠে নেমেছিলেন তিনি। এবার খোদ বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
ভারতীয় ফুটবলের দলের কোচের পদে তিনি আর থাকবেন কীনা, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জানিয়ে দেবেন ইগর স্তিমাচ। এশিয়ান গেমস ফুটবল থেকে ভারতের বিদায়ের পর এই হুঁশিয়ারি ভারতীয় কোচ স্তিমাচের। ম্যাচ শেষে স্তিমাচ জানিয়েছেন, ভারতের ফুটবল কর্তারা যদি সত্যি ফুটবল নিয়ে আগ্রহী হন, তাহলেই এই দেশে তিনি কাজ করবেন।
বৃহস্পতিবার সৌদি আরবের কাছে হেরে এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায় নিয়েছে ভারত। দীর্ঘ ১৩ বছর পর নকআউটে উঠে প্রথম ৪৫ মিনিট সৌদিকে আটকে রেখেছিলেন সুনীল ছেত্রীরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের দরজা খুলে যায়। ভারতের বিরুদ্ধে জোড়া গোল করেন মহম্মদ খালি মারান। যিনি আল-নাসের ফুটবল ক্লাবে রোনাল্ডোর পাশে খেলেন।
ভারতীয় ফুটবল নিয়ে কর্তাদের আচরণে হতাশ ভারতের ক্রোট কোট স্তিমাচ। তাই ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, একজোট হয়ে কাজ করলেই সাফল্য আসে। তার জন্য সৌদির ফুটবলকেই উদাহরণ হিসাবে দেখান। তিনি জানান, মাত্র চার ম্যাচে ভারতের বিরুদ্ধে ২০টি গোল করেছে সৌদি আরব। অথচ, ১৯৮২ সালে এশিয়ান গেমসে এই সৌদি আরব ভারতকে হারিয়েছিল মাত্র ১-০ গোলে।
ক্লাব না দেশ। এই সংঘাতের প্রভাব এবার পড়ল ফিফার ক্রমতালিকাতেও। দীর্ঘ সময় পর ফিফার ক্রমতালিকার ১০০ নম্বরের বাইরে চলে গেল ভারতীয় ফুটবল। এতদিন ৯৯ নম্বরে ছিল ভারতের অবস্থান। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন তালিকায় ১০২ নম্বরে ভারতের স্থান। যা নিয়ে স্বাভাবিক ভাবেই হতাশ ভারতীয় কোচ ইগর স্তিমাচ এবং ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
বৃহস্পতিবার এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ভারত। অধিনায়কের গোলে এই ম্যাচে জিতে নকআউটের স্বপ্ন দেখছেন ইগর স্তিমাচ। তার মধ্যে, হতাশ জনক এই খবর। ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, এশিয়ান গেমসের মধ্যে এই ঘটনা নতুন করে ভাবতে হবে।
ওয়াকিবহাল মহলের মতে, এরপরেও হয়তো ঘুম ভাঙবে না ভারতীয় ফুটবলের। যে সমস্যা অতি দ্রুত সমাধান সম্ভব ছিল, তা অহেতুক জটিল করা হয়েছে বলেই দিল্লির ফুটবল হাউজের বিরুদ্ধে অভিযোগ।
মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পেনে গিয়েছেন তা নয়, কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকা সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র বাজালেন, কিংবা কখনও মর্নিং ওয়ার্ক। ইতিমধ্যেই বইমেলা, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে 'মউ' চুক্তি স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে মাদ্রিদে রোনাল্ডোর ক্লাব ঘুরে দেখলেন তিনি। সঙ্গী সৌরভকে উপহার দিলেন ফুটবল। ভাইরাল হল সেসব কীর্তিও।
সফরসূচিতে ছিল না তবুও শনিবার স্পেন সফরে 'হলিডে মুডে' মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে বেড়ালেন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। ছুঁয়ে দেখলেন ১২১ বছরের ইতিহাস। সঙ্গী প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু যে ঘুরে দেখলেন তাই-ই নয়, নবনির্মিত গ্যালারিতে বসেও থাকলেন বেশ কিছুক্ষণ।
এক স্পেনীয় তরুণী মিউজিয়াম ঘুরিয়ে দেখাতে গাইডের ভূমিকায় ছিলেন। দেওয়ালে ঝোলানো রিয়াল দলের নানা বছরের ছবি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা ক্লাব চ্যাম্পিয়নশিপের থরে থরে ট্রফি সাজানো। রিয়ালের বিপণি থেকে সৌরভকে একটি ফুটবল কিনে উপহার দেন মমতা।
খাতায় কলমে তিনি ক্রিকেটের (Cricket) মহারাজ। কিন্তু তাঁর হদয়জুড়ে অনেকটাই ফুটবলের (Football) রাজত্ব। মাদ্রিদে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মউ সাক্ষর অনুষ্ঠানে সে কথা গোপন করলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বৃহস্পতিবার মাদ্রিদের মঞ্চে মহারাজ গলা ফাটালেন কলকাতার ফুটবলের হয়ে। কলকাতা ময়দানের জন্য রীতিমতো আর্তিই ঝরে পড়ল তাঁর গলায়।
লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলা ফুটবল অ্যাকাডেমি নিয়ে একটি মৌ-ও স্বাক্ষরিত হয়েছে। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। লা লিগা কলকাতায় অ্যাকাডেমি করলে তিন প্রধান ক্লাবের হয়ে লিগে খেলতে পারবে বাংলার তরুণ প্রতিভারা, একরকম অনুনয়ের সুরেই বলেন মহারাজ। স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যেরও তারিফ করতে ভোলেননি সৌরভ। দাদা-দিদির মিলিত চেষ্টায় কলকাতা ফুটবলের জন্য একটা সম্ভাবনার দরজা সত্যিই খুলল কিনা, তা বলবে সময়।
স্কুলে ফুটবল (Football) খেলার পরে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। জলে ডুবে (Drowning) মৃত্যু (Student Death) হল ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বুধবার রাতে পুকুর থেকে উদ্ধার হল মৃতদেহ। এই খবর পাওয়ার পরই উত্তেজিত হয়ে পড়েন পড়ুয়ার পরিবারের লোকজন। স্কুলের ভিতর শিক্ষকদের আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সৌভিক বেরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর থানার খাঞ্জাপুর ইউনিয়ন হাইস্কুলে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
জানা গিয়েছে, বুধবার স্কুল ছুটির পর স্কুলের তরফ থেকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আর ফুটবল খেলার শেষে ছাত্ররা স্কুল লাগোয়া পুকুরে স্নান করতে নামে। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হয় সৌভিকের। মৃত সৌভিকের বাবা সন্দীপ বেরা সহ এলাকার মানুষজনের অভিযোগ, সন্ধ্যে হয়ে যাওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা করতে থাকেন বাবা-মা। খোঁজাখুঁজি শুরু করেন। স্কুলের সামনে এসে দেখেন শিক্ষকরা সকলেই বাড়ি চলে গিয়েছেন, স্কুলের গেটের বাইরে রয়েছে সৌভিকের বইয়ের ব্যাগ। স্কুলে লাগানো তালা।
তারপর অনেক খোঁজাখুঁজির পর রাতে স্কুল লাগোয়া পুকুর থেকে সৌভিকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে স্কুলে পৌঁছন শিক্ষকেরা। উত্তেজিত জনতার দাবি, শিক্ষকদের চরম গাফিলতির জেরেই তরতাজা প্রাণটি চলে গেল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিস বাহিনী ও র্যাফ পৌঁছয়।
বিশ্বকাপের নিরিখে পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার। বলিভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপের কোনও খেলায় ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন ওয়ান্ডার কিড। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল ব্রাজিল।
ম্যাচের ৬১ ও ৯৩ মিনিটে গোল করেন নেইমার। যদিও ১৭ মিনিটে পেনাল্টি নষ্ঠ করেছিলেন তিনি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের কোনও খেলায় ৭৭টি গোল ছিল ফুটবল সম্রাটের। বলিভিয়ার বিরুদ্ধে ৬১ মিনিটে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন নেইমার।
এদিনের ম্যাচে শুরু থেকে এগিয়ে ছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৪ মিনিটে রডরিগোর গোলে লিড পেয়েছিল ব্রাজিল। ৪৭ মিনিটে ২-০ করেন রাফিনহা। ৫৩ মিনিটে ফের গোল রডরিগোর। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ফিরতি লেগে খেলবে দুই দেশ।
মাঠে যতই লড়াই হোক, দুজনের দুজনকে অগাধ শ্রদ্ধা করেন। এখন আর কোনও লড়াইও নেই। লিওনেল মেসিকে নিয়ে এমন সাফ জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, তাঁদের লড়াই শেষ হয়ে গিয়েছে। দারুণ লড়াই ছিল। দর্শকরা আনন্দ পেয়েছেন।
বুধবার রাতে ব্যালন ডি অর-এর মনোনয়নে ২০ বছর পর বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আগে রোনাল্ডো জানিয়ে দিলেন, মেসির সঙ্গে তাঁর লড়াই ইতিহাস বদলে দিয়েছে। সারা বিশ্ব তাঁদের সম্মান করে। এটাই তাঁদের প্রাপ্তি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন রোনাল্ডো। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে খেলেন লিওনেল মেসি।
রোনাল্ডোর মতে, "মেসি নিজের পথ বেছে নিয়েছে। আমিও আমারটা বেছে নিয়েছি। দুজনেই ইউরোপের বাইরে। শুনেছি ও ভাল খেলছে। আমিও এখানে ভাল খেলছি। এখন আমাদের প্রভাব আছে। লড়াই নেই। ১৫ বছর ধরে আমরা অনেক মঞ্চ ভাগ করে নিয়েছি। কখনও একসঙ্গে খেতে যাইনি। আমরা পেশাদার। কিন্তু পরষ্পরকে শ্রদ্ধা করি।"
প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের ফুটবলসচিব অজয় শ্রীমানি। বুধবার বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় এই প্রবাদপ্রতিম ফুটবলপ্রেমীর। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।
ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের কর্তা জ্যোতিষ গুহের স্নেহধন্য ছিলেন অজয় শ্রীমানি। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সচিব ছিলেন তিনি। পরবর্তীকালে ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ইস্টবেঙ্গলে ফেরানো হয়। দায়িত্বে ছিলেন অজয় শ্রীমানি। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্লাব। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাই।
দীর্ঘ অপেক্ষার পরে ভট্টাচার্য ও ছেত্রী পরিবারে এলো খুশির খবর। বাবা হলেন ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তার স্ত্রী সোনম, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। স্ত্রী ও সন্তান দুজনেই সুষ্ঠ আছেন বলে খবর। খুশির আবহে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, দাদু হলেন বলে কথা। সকলকে অবাক করে দিয়ে ফুটবলের মাঠে অভিনব পদ্ধতিতে সোনমের (Sonam Bhattacharya chhetri) অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন সুনীল। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছিল।
তবে সম্প্রতি সোনমের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন সকলে। ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন সুনীল-পত্নী। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যদিও চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন সোনম। স্ত্রীয়ের পাশে থাকার জন্য জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সুনীল। এই সিদ্ধান্তের সমর্থনেও সামাজিক মাধ্যম নানা পোস্টে ছয়লাপ হয়েছিল। ফুটবলারের বাবা হওয়ার খুশি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
ইউরোপ ছাড়লেও, ইউরোপ তাঁকে ছাড়তে পারল না। ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের তালিকায় ফের লিওনেল মেসি। উয়েফার প্রকাশ করা তালিকায় মনোনীত হয়েছে মেসির নাম। প্যারি সাঁজার জার্সিতে গত মরশুমে লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ সুপার কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। তবে, চ্যাম্পিয়ন লিগ দিতে ব্যর্থ হয়েছিলেন।
মেসির সঙ্গেই এই তালিকায় জায়গা পেয়েছেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুয়েনা এবং নরওয়ের অর্লিং হাল্যান্ড। গত মরশুমে দু জনেই খেলেছেন ম্যানচেস্টার সিটিতে। আর দু জনেই ক্লাবকে এনে দিয়েছিলেন ত্রিমুকুটু।
এই তিন ফুটবলার কত ভোট পেলেন, তা জানা যাবে এই মাসের শেষ দিনে। মোনাকোর গ্রিমাল্দির ফোরামে উয়েফা চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের ড্র ঘোষণার দিন জানানো হবে বর্ষসেরার নাম। জাতীয় দল ও ক্লাব কেরিয়ারের গত ১২ মাসের পারফরম্যান্স বিচার করে প্রতি বছর এই পুরস্কার দেয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।