Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

engagement

Prajakta Koli: বাগদান সেরে কাকে 'প্রাক্তন প্রেমিক' বলে উল্লেখ করলেন 'মিসম্যাচড' খ্যাত অভিনেত্রী প্রাজক্তা

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ 'মিসম্য়াচড' (Mismatched) খ্যাত অভিনেত্রী তথা ইউটিউবার প্রাজক্তা কোলি (Prajakta Koli) রবিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এক খুশির খবর দিলেন। যা দেখে আনন্দে আত্মহারা তাঁর অনুরাগীরা। রবিবার ছবি শেয়ার করে প্রাজক্তা জানালেন, তিনি তাঁর প্রেমিক বৃশাঙ্ক খনলের (Vrishank Khanal) সঙ্গে বাগদান (Engagement) সেরে ফেলেছেন। ফলে এখন থেকে বৃশাঙ্ক তাঁর 'প্রাক্তন প্রেমিক'। বলিউড বা সোশ্যাল মিডিয়ায় যখন চারিদিকে বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে, সেই মুহূর্তে খুশির খবর দিলেন ইউটিউবার প্রাজক্তা। ফলে তাঁর শেয়ার করা ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।

ইউটিউবার প্রাজক্তা কোলি রবিবার তাঁর ও দীর্ঘদিনের প্রেমিক বৃশাঙ্কের সঙ্গে ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটি। পিছনে থেকে প্রাজক্তাকে জড়িয়ে ধরে রয়েছেন বৃশাঙ্ক। দু'জনের মুখেই প্রাণ খোলা হাসি। ফলে এই ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাঁদের দীর্ঘদিনের প্রেম পরিণতি পাওয়ার প্রথম ধাপ এগোতেই তাঁরা কতটা খুশি। অন্যদিকে বৃশাঙ্কের হাতেও দেখা গিয়েছে আংটি।

View this post on Instagram

A post shared by Prajakta Koli (@mostlysane)

জানা গিয়েছে, আপাতত পেনসিলভ্যানিয়ার পিটসবার্গে ছুটি কাটাচ্ছেন যুগল। প্রাজক্তার ছবি থেকে স্পষ্ট, সেখানে গিয়েই অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন বৃশাঙ্ক। প্রস্তাবে সায় দিতেও দেরি করেননি প্রাজক্তা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বৃশাঙ্ক এখন থেকে আমার প্রাক্তন প্রেমিক!'

প্রসঙ্গত, প্রাজক্তা তাঁর ইউটিউব চ্যানেল 'মোস্টলিসেন'-এর জন্য পরিচিত মুখ হয়ে উঠলেও ইতিমধ্য়েই তিনি পা রেখেছেন বলিউডেও। অন্যদিকে, দীর্ঘদিনের প্রেমিক তথা বাগদত্ত বৃশাঙ্ক খনল পেশায় এক আইনজীবী বলে জানা গিয়েছে। বাগদান সেরে ফেললেও তাঁদের বিয়ে দেখতে অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীরা।

9 months ago
Couple: বাগদান সারবেন অনন্যা-আদিত্য? চর্চিত কাপলকে নিয়ে জল্পনা

বলিউড তারকা অনন্যা পাণ্ডে (Ananya Pandey) এবং আদিত্য রায় কাপুরের (Aditya Roy Kapoor) প্রেম একেবারে ওপেন সিক্রেট। বেশ কিছুদিন ধরেই তাঁদের প্রকাশ্যে দেখে, প্রেম প্রসঙ্গ উঠে এসেছিল। কিন্তু দম্পতিরা একসঙ্গে বিদেশ ঘুরতে গেলেই তাঁদের সম্পর্কের সমীকরণ স্পষ্ট হয়। যে প্রেম তাঁরা দেশে প্রকাশ্যে আনতে চাননি, তাঁদের সেই বিদেশ ভ্রমণের ছবি একেবারে খুল্লাম খুল্লা ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। এখন কোন পর্যায়ে আছে তাঁদের প্রেম?

শোনা যাচ্ছে, রায় কাপুর পরিবার এবং পাণ্ডে পরিবার খুব খুশি এই সম্পর্কে। তাঁরা চাইছেন, অনন্যা আদিত্যর সম্পর্ককে অন্য একটি পর্যায়ে নিয়ে যেতে। তবে দুই তারকা নাকি এখনই রাজি নয় বিয়েতে। তাঁরা একে অপরের সঙ্গে আরেকটু সময় চাইছেন এখন। তবে আরও একটি খুশির খবর শোনা যাচ্ছে। প্রেমিক যুগল নাকি ২০২৪ এর শেষের দিকে বাগদান সারতে পারেন।

বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন আদিত্য অনন্যা। যদিও একসঙ্গে তাঁদের কোনও ছবিতে দেখা যায়নি। আপাতত দর্শকেরা অপেক্ষা করছেন তাঁদের একসঙ্গে কোনও ছবিতে দেখার। দর্শকদের আকাঙ্খা কবে পূরণ হয়, সেটাই দেখার।

9 months ago
Soumya: ভক্তদের জন্য সুখবর, বাগদান সারলেন 'সারেগামাপা'-খ্যাত সৌম্য চক্রবর্তী, দেখুন ছবি

জনপ্রিয় রিয়েলিটি শো 'সারেগামাপা'-এর মঞ্চ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন গায়ক সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)। বিয়েও করেছিলেন। যদিও সেই বিয়ে সুখের হয়নি। তবে প্রথম বিবাহ বিচ্ছেদ ভুলে আবারও জীবন গুছিয়ে নিতে শুরু করেছেন গায়ক। রবিবারে সামাজিক মাধ্যমে নিজেই সুখবর দিয়েছেন সৌম্য। দীর্ঘদিন প্রেম করার পর, আংটি বদল করে বাগদান সেরেছেন তিনি। পাত্রীটি কে জানেন?


ইন্ডাস্ট্রির কেউ নয়, পাত্রীর নাম রিতিকা চক্রবর্তী। আইটিতে কর্মরতা তিনি। থাকেন ব্যাঙ্গালুরুতে। তিনি নাকি বরাবরই সৌম্যর গানের ভক্ত ছিলেন। সামাজিক মাধ্যমে গায়ককে ফলো করতেন, তাঁর গান শেয়ার করতেন, কমেন্ট করতেন।  এমনভাবেই একদিন তাঁকে চোখে পরে সৌম্যর। শুরুতেই নাকি রিতিকাকে ভালো লেগে গিয়েছিল সৌম্যর। এরপর সামাজিক মাধ্যমেই টুকটাক কথাকে শুরু হয় তাঁদের মধ্যে। লকডাউনে সেই কথোপকথন বাড়ে। এরপর বন্ধুত্ব তৈরী হয়। সেই বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে একসঙ্গে জীবন কাটাবেন বলে ঠিক করেন দু'জনে।


ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বাগদান সেরেছেন সৌম্য রিতিকা। চলতি বছরেই বিয়ের পিঁড়িতেও বসবেন। জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর বিয়ে করবেন তাঁরা। এদিকে রিতিকা ব্যাঙ্গালুরুতে কর্মরতা এবং সৌম্য কাজের জন্য বেশিরভাগ সময় মুম্বইতে থাকেন। দুই শহর মিলিয়েই নাকি তাঁদের সংসারজীবন শুরু হবে।  


9 months ago


Armaan Malik: বাগদান সেরেছেন জনপ্রিয় গায়ক আরমান মালিক, ছবি দেখেছেন?

বলিউড সিনেমা ও সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ আরমান মালিক (Armaan Malik)। 'ম্যায় রহু ইয়া না রহু', 'ঘর সে নিকলতেহি'-এর মতো বেশ কিছু হিট গান দর্শকদের উপহার দিয়েছেন গায়ক। সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত তিনি। এবার ব্যক্তিগত জীবনও নিজের মতো সাজিয়ে নিচ্ছেন গায়ক। কয়েকদিন আগেই বাগদান সেরেছেন আরমান। গায়কের মনের মানুষ, ফ্যাশন ইনফ্লুয়েন্সার আশনা শ্রফ। স্বপ্নের মতো সেই বাগদানের ছবি দেখুন।

সামাজিক মাধ্যমে আরমানের ফলোয়াররা জানতেন, তাঁর মন কোথায় গলেছে। প্রেমের সম্পর্কে এবার সিলমোহর দিলেন আরমান। তিনিই যে আশনা-কে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তা ছবি থেকেই স্পষ্ট। আরমান তাঁকে হীরের আংটি পরিয়েছেন। উৎসাহের হাসিতে ফেঁটে পড়েছেন আশরা।


আরেকটি ছবিতে বাগদত্তাকে জড়িয়ে ধরেছেন আরমান। কিন্তু আশরা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না এই মুহূর্ত।


শেষ ছবিতে বাগদত্তার কপালে চুমু খেয়ে তাঁকে ভালোবাসায় ভরিয়েছেন আরমান। এই ছবিগুলি পোস্ট করে গায়ক ক্যাপশনে লিখেছেন, 'আমাদের চিরতরের এই শুরু হল।' বিনোদন জগতের ব্যক্তিত্বরা ও নেটিজেনরা শুভেচ্ছায় ভাসিয়েছেন এই পোস্ট।


10 months ago
Aaliyah: অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়ার বাগদান অনুষ্ঠানে চাঁদের হাট, কে কে এলেন পার্টিতে

বলিউডে (Bollywood) ফের বাজতে চলেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) কন্যা আলিয়া কাশ্যপ ও তাঁর বাগদত্ত শেন গ্রেগরি। চলতি বছরের ২০ মে সোশ্যাল মিডিয়ায় দু'টো ছবি শেয়ার করে জানিয়েছিলেন তাঁদের বাগদানের (Engagement) কথা। এবারে আনুষ্ঠানিকভাবেই তা ঘোষণা করা হল। শ্বশুর হতে চলেছে অনুরাগ কাশ্যপ। বৃহস্পতিবার সন্ধ্যাতে মুম্বইয়ে বসেছিল আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগরির বাগদান অনুষ্ঠানের আসর। আর এই পার্টিতে বসেছিল চাঁদের হাট, সুহানা, ইব্রাহিম থেকে শুরু করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিনও।

View this post on Instagram

A post shared by Manav Manglani (@manav.manglani)

View this post on Instagram

A post shared by Manav Manglani (@manav.manglani)

View this post on Instagram

A post shared by Manav Manglani (@manav.manglani)

বাগদানের অনুষ্ঠান পর্বে অনুরাগ কন্যা আলিয়া ও জামাই শেনকে দেখা গিয়েছে একই রংয়ের পোশাক পরে 'ট্যুইনিং' করতে। আলিয়ার পরনে ছিল আইভরি রংয়ের ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা ও তাঁর বাগদত্ত পরেছিলেন একই প্রিন্টের শেরওয়ানি। বৃহস্পতিবার তাঁদের অনুষ্ঠান হলেও আজ, শুক্রবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন আলিয়া। সাদা-কালো ফ্রেমে প্রাণ খোলা হাসিতে দু'জনকেই উজ্জ্বল দেখাচ্ছে। আবার এক ছবিতে দেখা গিয়েছে, একে অপরের ঠোঁটে ঠোট রেখে চুম্ব করছেন তাঁরা। এরপর কেক কেটে সেলিব্রেট করলেন তাঁদের একসঙ্গে পথ চলার যাত্রাকে।

View this post on Instagram

A post shared by aaliyah (@aaliyahkashyap)

View this post on Instagram

A post shared by aaliyah (@aaliyahkashyap)

View this post on Instagram

A post shared by Celebs Nagari 🧿 (@celebsnagari)

হবু জামাই ও মেয়েকে পাশে নিয়ে পাপারাৎজিদের সামনে পোজ দিয়ে ছবিও তুললেন অনুরাগ কাশ্যপ। এছাড়াও এই অনুষ্ঠানে এসে নজর কাড়লেন খুশি কাপুর, সুহানা খান, ইব্রাহিম খান, পলক তিওয়ারি মতো স্টারকিডরা। হাজির ছিলেন অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিন। মেয়ে স্যাপো ও প্রেমিক হার্সবার্গকে নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। পার্টিতে উপস্থিত ছিলেন অনুরাগের দুই পরিচালক বন্ধু ইমতিয়াজ আলি ও বিক্রমাদিত্য মোতওয়ানিও।

11 months ago


Couple:'পরিণীতি সবসময় নির্ভুল', শপথ নিয়েছিলেন রাঘব! প্রকাশ্যে পরিণীতির সঙ্গে বাগদানের ভিডিও

অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) নিয়ে কতই না চর্চা হয়েছে কিছু মাস আগে পর্যন্ত। সমস্ত জল্পনাকে সত্যি করে ১৩ মে দিল্লির কপুরথালা হাউজে, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বাগদান সারেন পরিণীতি এবং রাঘব। বাগদান (Engagement) সেরে দুই তারকা নিজেদের সম্পর্কের ঘোষণা করেন সামাজিক মাধ্যমে। সেই প্রথম পরিণীতি এবং রাঘবকে এমন আন্তরিক মুহূর্তে দেখেছিলেন নেটিজেনরা।

এরপরও দর্শকেরা রাঘব-পরিণীতির বাগদানের আরও অনেক টুকরো টুকরো মুহূর্ত দেখেছেন সামাজিক মাধ্যমে। দেখে বুঝেছেন, চোপড়া পরিবারের হাসিখুশি দস্যি মেয়েটি রাঘবের ভালোবাসায় আত্মহারা। নেটিজেনরা আরও দেখেছেন, তাঁরা এতদিন যে রাজনীতিক রাঘবকে দেখেছেন, তিনি সেই বর্ম ভেঙে পরিণীতির কাছে ভালোবাসার আত্মসমর্পণ করেছেন। এইবার প্রকাশ্যে এলো তাঁদের বাগদানের ভিডিও। ভিডিও সৌজন্যে: ওমেগা প্রোডাকশনস 

এলাহী আয়োজনে বাগদান সেরেছিলেন পরিণীতি এবং রাঘব। বলিউডের তারকাদের ভিড় দেখা যায়নি ঘনিষ্ঠ অনুষ্ঠানে। বিদেশ থেকে উড়ে এসেছিলেন পরিণীতির তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে রাঘবের রাজনৈতিক গুরু অরবিন্দ কেজরিওয়াল, পি চিদম্বরম সহ কয়েকজন। আংটি বদল করেছিলেন হবু দম্পতিরা। তবে তাঁদের ধর্মগুরুরাও উপস্থিত ছিলেন। সেই ভিডিও এবার প্রকাশ্যে সামাজিক মাধ্যমে।

one year ago
Parineeti: স্বপ্ন মধুর মোহে রাঘব পরিণীতি, ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৩ মে একে অপরের সঙ্গে বাগদান (Engagement) সারেন। হবু দম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের প্রেম নিয়ে স্পষ্ট ধারণা হয় নেটিজেনদের। কিন্তু রাজনীতিক এবং অভিনেত্রীর সম্পর্ক কীভাবে তৈরী হয়েছে, এই নিয়ে দর্শকদের মনে অনেক প্রশ্ন। দুই তারকাই পড়াশোনা করেছেন বিদেশে। জল্পনা চলেছিল, বিদেশে পড়তে গিয়েই তাঁদের মধ্যে সম্পর্ক তৈরী হয়েছিল। কিন্তু পরিণীতি কবে বুঝতে পারলেন, রাঘব তাঁর মনের মানুষ, জানালেন সামাজিক মাধ্যমে।শেয়ার করেছেন বেশ কিছু ছবি।

পরিণীতি নিজের ইনস্টাগ্রামে লিখলেন, 'একবার একসঙ্গে ব্রেকফাস্ট করেছিলাম। তখনই বুঝেছি আমার মনের মানুষের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। অন্যতম সুন্দর মানুষ যে আমাকে শান্ত করে, অনুপ্রাণিত করে।  তাঁর সমর্থন, বিবেচনা ক্ষমতা, বুদ্ধি, বন্ধুত্ব আনন্দের। ও আমার বাড়ি।'

View this post on Instagram

A post shared by @parineetichopra

একইসঙ্গে পরিণীতি লেখেন, 'আমাদের বাগদান অনুষ্ঠান স্বপ্ন বাস্তব হওয়ার মতো ছিল। সেই স্বপ্নে ছিল ভালোবাসা, হাসি, আবেগ এবং অনেক নাচানাচি। রূপকথার স্বপ্ন দেখেছিলাম। সেই রূপকথা যখন বাস্তবে শুরু হল, তা বাস্তবের থেকেও সুন্দর ছিল।'

one year ago
Parineeti: বাগদানের নতুন ছবি শেয়ার পরিণীতির, মাথায় ঘোমটা টেনে রাঘবের পাশে বাগদত্তা

১৩ মে বাগদান সেরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। এই সম্পর্ক নাকি পরিণীতি এবং রাঘবের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বিয়ের দিকে এগোতে চলেছে। কিন্তু তার আগে রাঘব পরিণীতিকে বাগদানের (engagement) প্রস্তাব দেন, উত্তরে পরিণীতি 'হ্যাঁ' বলেন। বাগদানের ছবি দিয়ে পরিণীতি লিখেছিলেন, 'যা কিছু স্বপ্ন দেখেছিলাম, আমি হ্যাঁ বললাম।' অন্যদিকে রাঘব বাগদানের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে লিখেছিলেন,' 'যা কিছু স্বপ্ন দেখেছিলাম, সে হ্যাঁ বলেছে।' এইবার বাগদানের না-দেখা ছবি শেয়ার করলেন পরিণীতি চোপড়া।


রাঘব এবং পরিণীতি আংটি বদল করলেও, ভুলে যাননি নিজেদের শিকড়। দু'জনেই পঞ্জাবি-শিখ সম্প্রদায়ের। তাই জীবনের নতুন পদক্ষেপে ধর্মগুরুর আশীর্বাদ চেয়েছিলেন। তাঁদের আমন্ত্রণে হাজির হয়েছিলেন গিয়ানি হরপ্রীত সিং। ধর্মীয় গানের আয়োজন করা হয়েছিল বাগদানের অনুষ্ঠানে। মাথায় ঘোমটা দিয়ে আনত মাটিতে বসেছিলেন পরিণীতি। অন্যদিকে রাঘব মাথা ঢেকেছিলেন রুমালে।


প্রার্থনা সংগীত শেষে রাঘব পরিণীতি অরদাস করেছেন ঈশ্বরের কাছে। এরপর আংটি বদল করেছেন। এরপর অবশ্য হালকা মেজাজে কেক কেটেছেন। তারপর জমাটি অনুষ্ঠান হয়েছে। গান গেয়েছেন মিকা সিং। একে অপরের সঙ্গে হাত ধরে নেচেছেন রাঘব-পরিণীতি। সেই ভিডিও দেখেছে নেটিজেনরা। এখনও বাগদানের ছবি দেখে মন ভরে যাচ্ছে নেটিজেনদের।




one year ago


Parineeti: 'আমরা যা কিছু দেখেছি, পড়েছি...', সামাজিক মাধ্যমে বার্তা পরিণীতি-রাঘবের

পরিণীতি এবং রাঘবের সম্পর্কের জোর চর্চা চলেছিল বেশ কিছু মাস ধরে। রেস্তোরাঁর বাইরে, এয়ারপোর্টের বাইরে আবার কখনও আইপিএলের খেলা দেখতে স্টেডিয়ামেও দেখা মিলেছিল দুই তারকার। গুঞ্জন শুরু হয়েছিল, একদা একসঙ্গে বিদেশে পড়তে যাওয়া দুই বন্ধু বর্তমানে একে অপরের প্রেমে মজেছেন। এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী পরিণীতি (Parineeti Chopra)। আপ সাংসদ রাঘব (Raghav Chadha) সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, 'আমরা বিয়ে করলে আপনাদের ডাকব।' সব জল্পনাকে সত্যি করে ১৩ মে বাগদান সারেন তাঁরা।

বাগদান শেষে রাঘব এবং পরিণীতি সামাজিক মাধ্যমে নিজেদের বেশ কিছু রোম্যান্টিক ছবি পোস্ট করেছিলেন। ছবিতে স্পষ্ট দুজনের আঙুলে বাগদানের আংটি। বাগদানের বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়ে সামাজিক মাধ্যমে। পরিণীতি এবং রাঘব যে একে অপরের প্রেমে ডুবে গিয়েছেন সেই প্রমাণ দিয়েছেন জনসমক্ষে। অভিনেত্রী এবং রাজনীতিক একেবারে গোপনে বাগদান সেরেছেন ঠিকই। তবে সোমবার সকালে একটি বিশেষ বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।

View this post on Instagram

A post shared by @parineetichopra

রাঘব এবং পরিণীতি দুজনেই নিজেদের সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়ে একটি পোস্টার আপলোড করেছিলেন। দুটো পোস্টেরই সারমর্ম এই যে, 'গত বেশ কয়েকটি সপ্তাহে ভালোবাসা এবং সদর্থক প্রতিক্রিয়া পেয়ে আমরা আপ্লুত। বিশেষ করে আমাদের বাগদানে। আমরা দুজনেই আলাদা জগৎ থেকে আসছি। আমাদের মিলনের সঙ্গে যে দুই জগতের মিলন ঘটেছে, এতেই আমরা খুশি।'

হবু দম্পতি আরও লিখেছেন, 'আমরা যা কিছু দেখেছি, পড়েছি তাঁর জন্য আপনাদের ভালোবাসা জানিয়ে শেষ করতে পারব না। ' এই পোস্টে সাংবাদিকদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পরিণীতি-রাঘব।


one year ago
Priyanka: বোনের বাগদানে উচ্ছসিত প্রিয়াঙ্কা, না দেখা ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে

শনিবার বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। বহু প্রতীক্ষিত এই বাগদানের অপেক্ষায় ছিলেন খোদ প্রিয়াঙ্কা। তাই তুতো বোনের বাগদানে মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন দিল্লি। বিকেলের আগেই সেজেগুজে বোনের বিশেষ দিনে উপস্থিত থেকেছেন। হলদেটে সবুজ রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। বোনের বাগদানে আনন্দ করেছেন। একইসঙ্গে উপরি পাওনা পরিবারের সঙ্গে সাক্ষাৎ।

প্রিয়াঙ্কা চোপড়া নিজের সামাজিক মাধ্যমে রাঘব এবং পরিণীতির বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা গিয়েছে আত্মীয় সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে ছবি দিয়েছেন প্রিয়াঙ্কা। আরেকটি ছবিতে পরিবারের আরও অনেক সদস্যের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। রাঘব এবং পরিণীতির বাগদানের অনুষ্ঠান হয়েছে শিখ ধর্মমতে। শনিবার আয়োজন করা হয়েছিল ধর্মীয় সংগীতানুষ্ঠানের। সেই অনুষ্ঠান চলাকালীন প্রিয়াঙ্কা তাঁর বোন এবং রাঘবকে ক্যামেরাবন্দী করেছিলেন। সেই ছবিও দিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে।

View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ছবিগুলি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন। 'অভিনন্দন তিশা এবং রাঘব। বিয়ের জন্য অপেক্ষা করতে পারছি না। তোমাদের জন্য এবং পরিবারের জন্য আমি খুব খুশি। পরিবারের সঙ্গে দেখা হয়ে খুব আনন্দ হল।' প্রিয়াঙ্কা চোপড়া একাই এসেছিলেন বোনের বিয়েতে। দিল্লি আসতে পারেননি নিক। তবে সামাজিক মাধ্যমে নিজের 'আধি ঘরওয়ালি'র ছবিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি।

one year ago


Engagement: বাগদান শেষে রাঘবের উদ্দেশে গান গাইলেন পরিণীতি, গালে চুমু আঁকলেন রাঘব

শনিবার রাতে গোটা নেট দুনিয়া মুগ্ধ হল রাঘব (Raghav Chadha) ও পরিণীতির (Parineeti Chopra) বাগদানের ছবিতে। গত এক মাস ধরে রাঘব পরিণীতিকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে যত্রতত্র। তবে সম্পর্ক নিয়ে মুখে তালা দিয়েছিলেন দু'জনেই। ১৩ মে তাঁরা বাগদান সারবেন, এই খবর জানা গিয়েছিল আগেই। অবশেষে শনিবারের গোধূলি বেলায়, মাহেন্দ্রক্ষণে একে অপরের হাতে পরিয়ে দিলেন আংটি। একসঙ্গে জীবনের আরও একটি ধাপে পদার্পণ করলেন রাঘব-পরিণীতি। অবশ্য শুধু আংটি বদল নয়, 'ওয়াহেগুরু'র আশীর্বাদ নিয়ে শুরু করলেন সহযাপনের প্রস্তুতি।

বাগদানে পরিণীতি এবং রাঘব দু'জনেই সিম্পল পোশাক পরেছিলেন। আইভরি রঙে সেজে উঠেছিলেন তাঁরা। বাগদানের পরের ভিডিও প্রকাশ পেতেই নেট দুনিয়া দেখতে পেলেন দুই তারকার আনন্দের ছোট ছোট মুহূর্ত। বাগদানের পর ঝলমলে পরিণীতি হবু বরের হাত ধরে গানে গলা মেলালেন, অন্যদিকে রাঘব বাগদত্তাকে এমন মিষ্টি মুহূর্তে দেখে গালে চুমু না খেয়ে থাকতে পারলেন না। ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বাগদানের পর সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের ইজহার করলেন পরিণীতি রাঘব। ইনস্টাগ্রামে নিজেদের ছবি দিয়ে লিখেছেন, তাঁদের স্বপ্ন বাস্তবের কথা। এরপর তাঁদের বাগদানস্থল 'কপুরথালা হাউজ' থেকে বেরিয়ে পাপারাৎজিদের সঙ্গে সাক্ষাৎ করলেন যুগলে। দু'জনের মুখেই একগাল হাসি। কঠোর রাজনীতিবিদ যে পরিণীতির প্রেমে বুঁদ হয়ে রয়েছেন তা এই প্রথম দেখল নেটিজেনরা। হাজারও ক্যামেরার সামনে পরিণীতির গালে চুমু খেলেন রাঘব। সেই ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। জানা গিয়েছে আগামী অক্টোবর মাসেই তাঁদের চার হাত এক হবে। ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

one year ago
Parineeti-Raghav: পূর্ণতা পেল প্রেম! অবশেষে বাগদান সারলেন পরিণীতি-রাঘব
অবশেষে বাগদান সেরেই ফেললেন রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আংটি বদল করলেন বলিউড সুন্দরী ও দেশের তরুণ রাজনীতিবিদ। তাঁদের প্রেমের গুঞ্জন এবারে সত্যি হয়ে প্রকাশ্যে এলো। রাজনীতিবিদের মন মজেছে পরিণীতিতেই। কেমন সেজেছেন তাঁরা, দেখুন সেই ছবি।
View this post on Instagram

A post shared by Raghav Chadha (@raghavchadha88)


বেশ কিছুদিন ধরেই রাঘব ও পরিণীতির প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কখনও রেস্তোরাঁ, কখনও বিমানবন্দর, আবার কখনও আইপিএল দেখতে স্টেডিয়ামে একসঙ্গে তাঁদের দেখা গিয়েছে। চারিদিকে তাঁদের নিয়ে এত আলোচনা হলেও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'জনেই। তবে এবারে একেবারে বাগদান সেরেই আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন। বহুদিনের প্রেমকে পূর্ণতা দিতে কেবল প্রথম ধাপ অতিক্রম করলেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবরের মধ্যেই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তাঁরা।

শনিবার সকাল থেকেই রাজধানী দিল্লিতে ছিল সাজো সাজো রব। এরপর দিল্লির 'কাপুরথালা হাউজ'-এ অবশেষে আংটি বদল সারলেন তাঁরা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে মণীশ মালহোত্রা, গায়িকা নিশা শেঠি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অবশেষে আংটি বদল হতেই নিজেরাই ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন রাঘব-পরিণীতি। নতুন বর ও কনের পরনে ছিল আইভরি রংয়ের পোশাক, অনামিকায় বাগদানের আংটি। তাঁদের দেখে মনে হচ্ছে, তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে যেন এক অন্য দুনিয়াতেই হারিয়ে গিয়েছেন। বলাই বাহুল্য, তাঁদের একসঙ্গে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। রাঘব চাড্ডা নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। কোনও ছবিতে পরিণীতিকে দেখা গিয়েছে রাঘবের বাহুডোরে, আবার কোনও ছবিতে দেখা গিয়েছে একে অপরের চোখে তাকিয়ে ভালোবাসায় হারিয়ে যেতে। ক্যাপশনে রাঘব লিখেছেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।' অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও। তিনিও লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... আমি হ্যাঁ বলেছি।'
one year ago
Parineeti: বিকেল ৫টায় শুরু হবে পরিণীতি-রাঘবের বাগদান অনুষ্ঠান, প্রস্তুতি তুঙ্গে

পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার (Raghav Chadda) সম্পর্ক নিয়ে জোর চর্চা চলেছে এতদিন ধরে। তাঁদের সম্পর্কের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ১৩ মে দিনটি। জানা গিয়েছিল, এই বিশেষ দিনেই বাগদান (Engagement) সারবেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডা। এই গুঞ্জনে মান্যতা দিয়েছিলেন বলি পাড়ার ব্যক্তিত্ব থেকে আম আদমি পার্টির রাঘব ঘনিষ্ঠ নেতা। পরিণীতি-রাঘব মুখে কিছু না বললেও, বাগদানের প্রস্তুতি চাপা থাকেনি। 

শনিবার বিকেলে দুই তারকার বাগদানের আসর বসবে দিল্লিতে। শিখ ধর্ম মতেই বাগদান সারবেন তাঁরা। ১৫০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। উপস্থিত থাকবেন রাঘব-পরিণীতির কাছের আত্মীয় স্বজন এবং রাজনৈতিক নেতারা। উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সকালে দিল্লি পৌঁছেছেন পরিণীতির তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

বাগদানে মনীশ মালহোত্রার পোশাক পরতে চলেছেন পরিণীতি। তাঁকে নাকি হালকা রঙের লেহেঙ্গায় দেখা যাবে আজকে। রাঘবকে দেখা যাবে পরিণীতির সঙ্গে মানানসই পোশাকে। বিখ্যাত এই ফ্যাশন ডিজাইনারও উপস্থিত থাকবেন পরিণীতি রাঘবের বাগদানে।

শিখ-মতে বাগদানের পর পার্টির আয়োজন করেছেন পরিণীতি রাঘব। অতিথিদের জন্য রয়েছে এলাহী খাবারের আয়োজন। কাবাব থেকে নিরামিষ পদ সব থাকবে সেখানে। আংটি বদল করেই নাকি সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের ঘোষণা করবেন পরিণীতি এবং রাঘব।

one year ago


Engagement: শনিবারেই পরিণীতি-রাঘবের বাগদান, বোনের বিশেষ দিনে যোগ দিলেন প্রিয়াঙ্কা

আজই সেই বিশেষ দিন। আর কিছুক্ষনেই অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আমি আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadda) বাগদান হতে চলেছে। তুতো বোনের জীবনের এই বিশেষ দিনে উপস্থিত থাকছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।শনিবার সকালেই বিমানে দিল্লি পৌঁছেছেন তিনি। যদিও সঙ্গে এলেন না স্বামী নিক। 'আধি ঘরওয়ালি' নিকের পছন্দের, তবে আজই মুক্তি পেতে চলেছে নিকের নতুন গানের এলবাম। সেই নিয়ে ব্যস্ত তিনি।

অন্যদিকে সেজে উঠেছে চোপড়া হাউজ। আলোয় উজ্জলিত পরিণীতির বাড়ির প্রতিটি কোণা। রাঘবের সঙ্গে পরিণীতির প্রেমের গুঞ্জন সেই কবে থেকেই। নিজেদের ভালোবাসার কথা প্রকাশ্যে না বললেও, একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে দু'জনকে। বাগদানের পরেই সামাজিক মাধ্যমে এই দুই তারকা নিজেদের সম্পর্কের ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।


আপ সাংসদ রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের সামনেই বাগদান সারবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন সমস্ত আত্মীয়রা। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার পোশাকে এই বিশেষ দিনে সেজে উঠবেন পরিণীতি। ইন্ডাস্ট্রি এবং রাজনৈতিক দলের খুব বাছা বাছা অতিথিরা বাগদানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। রাঘব পরিণীতির বাগদানের ছবি দেখতে মুখিয়ে রয়েছেন নেটিজেনরা।

one year ago
Parineeti: শনিবারই রাঘব ও পরিণীতির বাগদান! আমন্ত্রিত কারা, খাবারেও রয়েছে এলাহি আয়োজন

বলিপাড়া ও রাজনৈতিক মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে রাঘব (Raghav Chadha) ও পরিণীতির (Parineeti Chopra) বাগদান (Engagement) নিয়ে চর্চা। সূত্রের খবর, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া ১৩ মে একে অপরকে আংটি পরাবেন। আর তাঁদের এই বাগদানের অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি তুঙ্গে। শনিবার বাগদান, তবে অনুষ্ঠান আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। পরিণীতির মুম্বইয়ের বান্দ্রার বাড়িও সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, তাঁদের বিয়ের খবর সত্যিই পাকা। ইতিমধ্যেই খবর এসে পৌঁছেছে, বাগদানের অনুষ্ঠান কোথায় হতে চলেছে, কে কে আসতে চলেছেন ও আমন্ত্রিত অতিথিদের জন্য কী কী খাবারের আয়োজন করা হয়েছে।

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

সূত্রের খবর, ১৩ মে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, খুব কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই রাঘব ও পরিণীতি একে অপরকে আংটি পরাতে চলেছেন। প্রায় ১৫০ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। করণ জোহর থেকে শুরু করে সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা তাঁদের অনুষ্ঠানে আসতে চলেছেন বলে খবর। অন্যদিকে দিদি প্রিয়াঙ্কা চোপড়াও আসতে চলেছেন বোনের বাগদানে।

রাঘব ও পরিণীতির বাগদান ঠিক কোন জায়গায় হতে চলেছে, তা সাফ জানা না গেলেও খবরে উঠে এসেছে, ইন্ডিয়া গেটের কাছাকাছি কোনও জায়গায় হতে পারে। আরও জানা গিয়েছে, অতিথিদের খাবারে রয়েছে এলাহি আয়োজন। কাবাব থেকে শুরু করে আমিষ খাবারেরও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। বাগদানের পর রাতে বন্ধুদের জন্য বিশেষ পার্টিও রাখা হয়েছে। পরিণীতির দুই ভাই সহজ ও শিবাঙ্গ চোপড়াই নাকি সমস্ত আয়োজনের দায়িত্বে রয়েছেন। ফলে এখন তাঁদের বাগদানের ছবি দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

one year ago