Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

dwoshomawbotaar

Dwoshom Awbotaar: সৃজিত-অনুপম ম্যাজিক, 'দশম অবতার'-এর প্ৰথম গান মুক্তি পেল

এবার পুজোয় বাংলা সিনেমায় গ্র্যান্ড এন্ট্রি নিতে অপেক্ষা করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালনা জীবনের একেবারে গোড়াতেই ক্রাইম থ্রিলার সিনেমার সঙ্গে পরিচয় করিয়েছিলেন বাঙালি দর্শককে। 'বাইশে শ্রাবণ' এখনও দর্শকদের মনে লেগে রয়েছে, তারপর আরও ক্রাইম থ্রিলার সিনেমা পরিচালনা করেছেন সৃজিত, তবে কোনওটাই যেন লেটার মার্কস নিয়ে পাশ করতে পারেনি। তবে তাঁর আসন্ন সিনেমা 'দশম অবতার' (Dwoshom Awbotaar) নিয়ে আশাবাদী দর্শক।

সৃজিতের সিনেমার ইউএসপি, চিত্রনাট্য-কাস্টিং-গান। সিনেমা হিট করানোর আগেই গান হিট করানো পরিচালকের পুরোনো স্বভাব। সৃজিতচিত মেজাজেই ফিরলেন পরিচালক। ৩০ সেপ্টেম্বর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেয়েছে দশম অবতার সিনেমার প্রথম গান, 'আমি সেই মানুষটা আর নেই'। অনুপম রায়ের লেখায় ও সুরে নস্টালজিয়ায় ভাসছেন দর্শকেরা।

চলতি বছরের ১৯ অক্টোবর সিনেমাহলে মুক্তি পেতে চলেছে ছবিটি। 'দশম অবতার', বাইশে শ্রাবণ-এর প্রিক্যুয়েল। ফলে পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ইন্সপেক্টর বিজয় পোদ্দারের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা যীশু সেনগুপ্তকে। অভিনেত্রী জয়া এহসান থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

8 months ago
Dwoshom Awbotaar: প্রবীরের পাতে এবার বিরিয়ানি, 'দশম অবতার'-এ 'শ্রাবণ'-এর গর্জন নিয়ে ফিরছেন সৃজিত

'বাইশে শ্রাবণ' দিয়েই বাংলা ক্রাইম-থ্রিলার সিনেমা জগতে খ্যাতি পেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। যেমন সংলাপ, তেমনই চিত্রনাট্যের বুনন, বাংলা সিনেমা-প্রেমীদের মনে ছাপ রেখে দিয়েছে। মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল সৃজিত পরিচালিত সিনেমা 'ভিঞ্চি দা'। এই দুটি সিনেমার চরিত্রদের নিয়ে, সিক্যুয়েল-প্রিক্যুয়েলের ছাপ রেখে এবার পুজোয় বাঙালি দর্শকদের জন্য সৃজিতের উপহার 'দশম অবতার'(Dwoshom Awbotaar)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার এক নিঃশ্বাসে দেখে ফেলা যায়। সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তিনটি সিরিয়াল কিলিং ঘটে যাবে শহরের বুকে। সেই খুনগুলির কিনারা করতেই ময়দানে নামবেন প্রবীর রায় চৌধুরী এবং বিজয় পোদ্দার। এই চরিত্র দুটি দর্শক আগে দেখেছেন বাইশে শ্রাবন এবং ভিঞ্চি দা সিনেমায়। দুটি চরিত্রে যথারীতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে।

যদিও চরিত্রদুটিকে এবার একটু অন্য মেজাজেই দেখা যাবে। ডাল-ভাত খেয়ে বিরক্ত হয়ে প্রবীর রায়চৌধুরী এবার বিরিয়ানি খাবেন। অন্যদিকে বিজয় পোদ্দারের পছন্দ চিকেন চাউমিন চিলিফিস। এই সংলাপ শুনে মনে পড়বে সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'-এর 'পল্টন' চরিত্রটির। প্রসঙ্গত সেই চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য খোদ। দশম অবতার'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জয়া এহসান।

সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। রূপম ইসলামের কণ্ঠেও গান শোনা যাবে। সব মিলিয়ে বোধহয় 'দশম অবতার'-এ আরও একবার বাঙালির মনে ঝড় তুলবেন সৃজিত? বোঝা যাবে সিনেমা মুক্তি পেলে। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। দর্শক আশাবাদী সিনেমাটি নিয়ে।

8 months ago