Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

derailed

Derailed: হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল

হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় আপ লাইনে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া-খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। প্রায় চার পাঁচ কিলোমিটার সিলপাড়ের ওপর দিয়ে ছোটে মালগাড়িটি বলে জানা যায়। স্টেশন পর্যন্ত এভাবেই বিপদজনকভাবে ছুটে যায় ওই মালগাড়িটি। যার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয় ট্রেন চলাচল। ঘটনার জেরে দুর্ভোগে পড়েন হাওড়া-খড়গপুর শাখার নিত্যযাত্রীরা।

এরপর খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। তারপর মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু করে। এদিকে এই ঘটনার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। বিপজ্জনকভাবে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষতি হয়েছে রেলপাতের। তবে কী কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা এখনও এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

4 months ago
Howrah: হাওড়া স্টেশন ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন

লাইন চ্যুত লোকাল ট্রেন। হাওড়া স্টেশন ঢোকার মুখে টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল। স্বাভাবিকভাবেই ব্যাহত হয় ট্রেন চলাচল।   কোনওক্রমে ট্রেন থেকে নেমে হেঁটে  হাওড়ায় রওনা দেন যাত্রীরা। জানা গিয়েছে, বাগনান লোকাল ট্রেনে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার ডিআরএম-সহ অন্যান্য রেলের আধিকারিকরা। শুরু হয়েছে উ্দ্ধার কাজ। দুর্ঘটনার জেরে অফিস টাইমে ভোগান্তিতে যাত্রীরা।

রেল সূত্রে খবর, বুধবার সকাল ৮.৫৫ নাগাদ ডাউন বাগনান লোকালের ৫ নম্বর বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে অফিস টাইমে এই ঘটনা ঘটায় চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কী কারণে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা।

5 months ago
Derailed: দমদম ঢোকার মুখে লাইনচ্যুত কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল

বড়সড় বিপদের থেকে রক্ষা পেল শিয়ালদহ শাখার লোকাল ট্রেন। সূত্রের খবর, শনিবার সকালে ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলেই রেল সূত্রে খবর। 


পূর্ব রেল সূত্রে খবর, সকালে ৩০১২৮ নম্বরের ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল দমদম ঢোকার মুখেই একটি চাকা লাইনচ্যুত হয়। এরপর আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও কারোর কোনও ক্ষয়ক্ষতির খবর মেলে নি। এ বিষয়ে পূর্বরেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, 'একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।' যদিও শনিবার ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটায় লোকাল ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটেছে। এই মুহূর্তে ট্রেনটি ৫ নম্বর স্টেশনে দাঁড়িয়ে।

8 months ago


Train: বর্ধমান লাইনে লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা, রাত থেকে বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক ট্রেন চলাচল

বুধবার রাতে বর্ধমান থেকে ব্যান্ডেল যাওয়ার পথে শক্তিগড়ের কাছে লাইনচ্যুত হয়েছিল একটি লোকাল ট্রেনের (Train) দু’টি কামরা। বর্ধমানমুখী (Saktigarh) একটি মালগাড়ি এবং ব্যান্ডেলমুখী ওই লোকাল ট্রেনটি একই লাইনে চলে আসার ফলেই মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরেই লাইনচ্যুত হয় লোকাল ট্রেনের দু’টি কামরা। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যান্ডেলমুখী একটি লোকাল ট্রেনের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি।

তবে দুর্ঘটনার পর বেশ কিছু ক্ষণ কেটে গেলেও এখনও স্বাভাবিক হল না হাওড়া-বর্ধমান লাইনে রেল পরিষেবা। এখনও চলছে উদ্ধার কাজ। এই ঘটনার জেরে বর্ধমান, গাংপুর, গলসী, দুর্গাপুর সহ একাধিক স্টেশনে আটকে ছিল বহু দূরপাল্লার ট্রেন। সকাল থেকেই বর্ধমান-হাওড়া ও হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড শাখায় কোনও রকমের লোকাল ট্রেন চলছিল না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে ইতিমধ্যেই বুধবার রাত থেকে আটকে থাকা একাধিক ডাউন দূরপাল্লার ট্রেনকে আপ লাইনে ধীর গতিতে হাওড়া নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি বিকল্প ব্যবস্থা হিসাবে বর্ধমান-হাওড়া ও হাওড়া-বর্ধমান মেইন লাইনের ক্ষেত্রে মেমারী স্টেশন থেকে ও কর্ড লাইনের ক্ষেত্রে মশাগ্রাম স্টেশন থেকে শাটল লোকাল ট্রেন চালানো হচ্ছে। ১০টা ১০ মিনিট নাগাদ প্রথম ডাউন লাইনের মেইন ট্রেন চলাচল শুরু হয়। এমনকি সরিয়ে ফেলা হচ্ছে ব্যান্ডেল লোকালের ক্ষতিগ্রস্ত কামরা। ডাউন মেইন লাইন ও আপ কর্ডলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এমনকি ১১ টা ৪০ মিনিট নাগাদ হাওড়া-বর্ধমান আপ লাইনে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে।

তবে বর্ধমান-হাওড়া রেললাইনে শক্তিগড়ের কাছে ট্রেন দুর্ঘটনার কারণে সকাল থেকেই ট্রেন চলাচল বিঘ্নিত থাকায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি পরীক্ষা বা গবেষণা যোগ্যতার পরীক্ষা বৃহস্পতিবার ও শুক্রবার বাতিল করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে।

12 months ago