Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

cricket

Rahul Dravid: আদ্যোপান্ত ভদ্রলোক দ্রাবিড়

প্রসূন গুপ্তঃ ক্রিকেট ভদ্রলোকের খেলা বলে একটি কথা কথিত আছ। একসময় ওয়েস্ট ইন্ডিসের ফাস্ট বোলার চার্লি গ্রিফিথের বাউন্সার মাথায় লেগে তৎকালীন অধিনায়ক নরি কন্ট্রাক্টরের মাথার খুলির একটি অংশ উড়ে যায়। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করার পরে প্রথম রক্ত দিতে আসেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্যার ফ্রাঙ্ক ওরেল। এর বহু বছর পরে ওরেলের মৃত্যুর পরে কলকাতায় তাঁর স্মৃতিতে রক্তদান দিবস পালন করা হলে প্রথম রক্ত দেন কন্ট্রাক্টর।

আজকের পেশাদারি ক্রিকেটে বইয়ে লেখা ভদ্রলোক পাওয়া কঠিন। আজ প্রতিটি দল জিততে চায়। এই জয়ের জন্য খেলোয়াড়রা মাঠে ভদ্রতার সীমা ছাড়িয়ে যান। অবিশ্যি তার জন্য সব ক্রিকেটারই ভদ্রতা পালন করেন না এমনটা নিশ্চয় বলা যাবে না। তবে দু'তিন দশকের মধ্যে রাহুল দ্রাবিড় সম্বন্ধে দৃঢ়ভাবে বলা যায় তিনি আদ্যন্ত ভদ্রলোক ছিলেন। খেলার সময়ে তো বটেই কোচ হিসাবেও। সৌরভ-রাহুল একসাথে টেস্ট ম্যাচ শুরু করলেও সচিন নেতৃত্ব ছেড়ে দিলে সৌরভকে ভারতের অধিনায়ক করা হয়। সৌরভের অধীনে রাহুল ৫ বছরের বেশি ম্যাচ খেলেছেন এবং জীবনের সেরা খেলা তখনই দেখা গিয়েছে। বহু ম্যাচ রাহুল একার দায়িত্বে ভারতকে জিতিয়েছেন। দলের সবচাইতে নির্ভরযোগ্য ব্যাটার হওয়া সত্ত্বেও সচিনের ব্যাটিংয়ের কাছে পিছনের সারিতে রয়ে গিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে ভারত খুব খারাপ সময় কাটিয়েছে, তাই নিজ দায়িত্বে নেতৃত্ব ছেড়ে দিতেও দ্বিধা করেননি। এক সময় এক প্রকার তাঁকে বিদায় দিতে বোর্ড উঠে পরে লাগলে তিনি নিজেই খেলা ছেড়ে দেন এবং বিশেষ কোনও ম্যাচ খেলার দরকারও বোধ করেননি।

সম্প্রতি তিনি ভারতের কোচ হয়েছিলেন বন্ধু সৌরভের অনুরোধে। ভারত যথেষ্ট ভালো পারফর্ম করে সম্প্রতি এশিয়া কাপ জিতেছে। বিশ্বকাপ না পেলেও ভারতই এখন বিশ্বের সেরা দল। সেই তিনি ভারতের কোচিং ছেড়ে দিলেন। এবারে উচ্চ শিক্ষিত রাহুল দ্রাবিড় কি করবেন? এতদিন গ্ল্যামার জগতে থেকে এবারে নিশ্চয় নতুন করে কর্পোরেট দুনিয়াতে চাকরি করবেন না। নাহ তেমনটির দরকার হবে না। তাঁর পাশে দাঁড়ালেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। এবারে সঞ্জীবের আইপিএল দল লখনউ সুপার জায়ান্টের মেন্টর হলেন রাহুল। ফের মাঠেই নামবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ভারতীয় দলের কোচিংয়ে ফেরাতে চান রাহুল দ্রাবিড়কে।

5 months ago
WC2023: ক্রিকেট দেয় আবার নিয়েও নেয়

প্রসূন গুপ্ত: রবিবার রাত থেকে সোমবার সকালের খবরের কাগজ অথবা বৈদ্যুতিন মাধ্যম কাঁটাছেড়া করছে, কেন ভারত হারলো? জিতলে অবিশ্যি সোমবারও সারাদিন ক্রিকেটই থাকতো প্রধান খবর। হয়তো লেখা থাকতো 'এখন কি করছে অমুক খেলোয়াড়, ইত্যাদি।' বাস্তব সত্যি হচ্ছে, ক্রিকেট এমন একটি খেলা যা নিয়ে ভবিষ্যৎবাণী করা বোকামি। এবারেই তো এমন অসংখ্য ম্যাচে মিরাকেল হয়েছে। আফগানিস্তানের মতো দল উঠে এসেছে আবার পাকিস্তানের মতো দল ডুবেছে। অথচ পেশাদারিত্বের অভাবে আফগানরা সেদিন যেমন ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তেমনই ভারতকে হারতে হলো এই অস্ট্রেলিয়ার কাছেই। কাপ নিয়ে গেলো তারা দেশে।

কি জানেন, যে কোনও খেলায় দেশের সম্মান বড় কথা কিন্তু প্রধান কথা নয়। মূল দুই দলের মধ্যে এই একটি জায়গায় মার খেয়ে গেলো ভারত। বিশ্বের প্রধান খেলাধুলার দেশে খেলাটাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তৃতীয় বিশ্ব তা নয়। আমরা তৃতীয় বিশ্বের অন্যতম দেশ ব্রাজিলকেও নির্মমভাবে পরাস্ত হতে দেখেছিলাম ২০১৫-র বিশ্বকাপ ফুটবলে। তাদের দেশেই খেলা হয়েছিল। সেমিফাইনালের আগে ভয়ঙ্কর রকম দেশাত্ববোধের 'নাড়া' লাগানো হয়েছিল। বলা হয়েছিল, উন্নতগামী দেশের খেলোয়াড়রা ট্রফিটা রেখে দাও দেশে। আমরা আবার বিশ্ব বাণিজ্য ও গণতন্ত্রের প্রতীক হতে পারি। অন্যদিকে আর পাঁচটা ম্যাচের মতো হালকা মেজাজে প্রথম বিশ্বের দেশ জার্মানি খেলতে নেমে ব্রাজিলকে ৭ গোল মেরেছিলো। বিশ্বের কেউই আজও বিশ্বাস করে উঠতে পারে না। প্রথম বিশ্বের দেশগুলি খেলাকে খেলা হিসাবেই দেখে। চ্যাম্পিয়ন হলে একদিন আনন্দ করো তারপর লেগে যাও নিজের পেশায়।

আমাদের ভারতের ক্ষেত্রেও তাই হলো। অস্ট্রেলিয়া যদি রবিবার হারতো তবেও তাদের দেশের অর্থনীতি, রাজনীতি বা দেশাত্ববোধের ধাক্কা আসত না ক্রিকেটারদের উপর কিন্তু ভারতে জাতীয়বাদ ইত্যাদির চাপটাই নিতে পারলো না রোহিতের দল। লীগ ম্যাচে বা সেমিফাইনাল অবধি কোনও চাপ ছিল না ভারতীয় দলের উপর। দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন রোহিতরা কিন্তু ফাইনালের আগে টেনশন চেপে বসলো ওই এগারোটি চ্যালেঞ্জারের মধ্যে। জিতেই হবে। প্রধানমন্ত্রী নামে স্টেডিয়াম , তিনি নিজে উপস্থিত হবেন। জিতলে মোদীজির সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া যাবে, না জিতলে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ভিআইপির কাছে সম্মান যাবে ইত্যাদি। এই প্রথম ফাইনালে মাঠে বা প্যাভিলিয়নে খেলোয়াড়দের মধ্যে 'মেরে বেরিয়ে যাবো' ভাবটাই ছিল না। কেমন যেন আগেই টেনশনে মৃত হয়ে রয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা এই কথা বারবার বলেওছেন। ফল পরাজয়। টেনশন ফ্রি অস্ট্রেলিয়া আরামসে ট্রফি নিয়ে সোমবার পৌঁছে গেলেন সিডনি বা মেলবোর্নে। নতুন করে হৈচৈ করার ব্যাপারটাই সে দেশে নেই কারণ তাদের অনেক কাজ, আর ট্রফি জয়/এতো নতুন কথা নয়।

5 months ago
WC: রোহিতকে নিয়ে বাড়ছে প্রত্যাশা, মোতেরায় কি পুনর্জন্ম হবে ধোনির!

রবিবার বিশ্বকাপ ফাইনাল। বিশ্বজয়ের প্রার্থনায় গোটা দেশ। মন্দিরে, বাড়িতে যজ্ঞ-প্রার্থনা। কোথাও আলোয় সেজেছে, কোথাও পোস্টার, কোথাও আবার অর্ডার দেওয়া হচ্ছে কেক। বিজয়ের আগাম আনন্দে ভাসছেন ক্রিকেট অনুরাগীরা। মোতেরায় কি নতুন কোনও মহেন্দ্র সিং ধোনির পুনর্জন্ম হবে। নাকি মুখের গ্রাস ছিনিয়ে নেবে অস্ট্রেলিয়া। বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম, মাঠে আসবেন ১ লক্ষ ৩০ হাজার দর্শক। এই ক্রিকেট মহাযঞ্জের আসরে, কতটা চাপে দুই দল।

এত যজ্ঞ, প্রার্থনা সব বৃথা। এই একটি ম্যাচ হারলেই সব দোষ তাঁর কাঁধেই থাকবে। ভারত অধিনায়ক রোহিত শর্মা ভাল করেই জানেন। দু মিনিটে এই চেনা দৃশ্যকল্প পাল্টে যাবে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে বিদেশের মাটিতে হেরেছিল ভারত। ঘরের মাঠে জয়ের প্রবল চাপ কাঁধে বয়ে রবিবার মাঠে নামবেন হিটম্যান। বিরাট, শ্রেয়স, শামি, সিরাজরা পারফর্ম করতে না পারেন, সব দায় পড়বে অধিনায়কের ঘাড়েই।

ভারতের মাটিতে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরুর আগেও দ্বিপাক্ষিক সিরিজ হয় দুই দেশের। তখনও স্মিথদের হেলায় হারাত ভারত। সেবার সম্পূর্ণ দল ছিল না। ঘরের মাটিতে এই অস্ট্রেলিয়াকে হারানো কঠিন নয়। কঠিন অস্ট্রেলিয়া নামটির গুরুভার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ফাইনালের মতো ম্যাচে তাঁদের সেই আত্মবিশ্বাসই চাগিয়ে দিতে পারে।

5 months ago


Babar: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন বাবর

সমাজমাধ্যমে পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়লেন বাবর। জানা গিয়েছে,  বিশ্বকাপে খারাপ ফলের পরেই নেতৃত্ব ছেড়ে দিলেন বাবর। জানা গিয়েছে, ভালো রাঙ্কিং থাকা সত্ত্বেও বিশ্বকাপে ভালো ফল না করায় নেতৃত্ব ছাড়লেন বিরাট। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই ব্যর্থ হয়েছেন বাবরেরা। দেশে ফিরেই তাই নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি।

সমাজমাধ্যমে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান বাবর। তিনি লেখেন, “তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে।”

5 months ago
Srilanka: ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ সরকারের, আইসিসি থেকে সাসপেন্ড শ্রীলঙ্কা

বিশ্বকাপের (World Cup 2023) মাঝে নজিরবিহীন ঘটনা। ক্রিকেটীয় কাজকর্মে সরকারের পদক্ষেপের জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি। ওই দেশের ক্রিকেট বোর্ডে অতিরিক্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলায় এই সিদ্ধান্ত সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার। আইসিসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একটি বৈঠকে শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা হয়েছে। সদস্য হিসেবে শ্রীলঙ্কা গুরুতর অপরাধ করেছে।

আগামী ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিং হবে হায়দরাবাদে। সেই বোর্ড মিটিংয়েই শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করবেষ ২০২৪ সালের শুরুতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কথা তাঁদের। নির্বাসন না উঠলে সেই দায়িত্ব পাবে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শুক্রবারই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। দেশে ফিরতেই বোর্ডের প্রধান নির্বাচন উইকরামাসিঙ্ঘে জানান, শ্রীলঙ্কার এই খারাপ ফলের জন্য যড়যন্ত্র দায়ী। তিনি জানান, তাঁকে ২ দিন সময় দিতে। সব ষড়যন্ত্র ফাঁস করবেন তিনি।

6 months ago


WC: সেরারাই বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্যায়ে

প্রসূন গুপ্ত: অনেকেই হয়তো আশা করেছিলেন ভারত-পাকিস্তানের ফের দেখা হবে এবং ইডেনে সেমিফাইনাল দেখতে যাবে কিন্তু যা হওয়ার তাই হলো।নিউজিল্যান্ড একেবারে ধরাশায়ী করে শ্রীলংকাকে হারালো কাজেই পাকিস্তান যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাতেও কাজ হবে না। বিশাল রান করতে হবে এবং সামান্য রানে আউট করতে হবে ইংরেজদের।রান বা পরিসংখ্যা যা বলছে তা অসম্ভব। সুতরাং আগামী ১৫ নভেম্বর ভারত খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে এবং পরদিন ইডেনে অস্ট্রেলিয়া লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বলা ভালো, ১৯৮৭-তে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছিল এবং এবারের মতোই খেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আরও মনে রাখতে হবে গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে পরাজিত হয়েছিল ভারত।এতো নেতিবাচক দিক। ইতিবাচক হচ্ছে, ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালে ভারত খেলে চ্যাম্পিয়ন হয়েছিল। বলতে দ্বিধা নেই আগের ভারত আর আজকের ভারতীয় দলের আকাশ পাতাল তফাৎ। বিশেষজ্ঞরা বলছেন এতো ভালো বোলিং সাইট-এর আগের কোনও বিশ্বকাপে কেউ পায়নি। প্রত্যেকে জীবনের সেরা ম্যাচ খেলছে। ব্যাটিংয়েও তাই। রোহিত,  কোহলি তো বটেই, বাকি ৫ ব্যাটার বেশ ভালো ফর্মে। তবে রোহিতের টস ভাগ্য ভালো কাজেই টসে জিতলে চোখ বুঝে মুম্বাইয়ের মাঠে আগে ব্যাট নেওয়া উচিত।


অন্য ফাইনালে অবশ্যই দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার থেকে ভালো ফর্মে আছে। কিন্তু ৫ বারের চ্যাম্পিয়ন কখন কি করতে পারে কে বলতে পারে? আগের ম্যাচে কে জানতো ৭ উইকেট হারানোর পরে ম্যাক্সওয়েল দ্বিশত রান করে খেলা বের করে নিয়ে যাবে! যদিও দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তানের বিস্তর ফারাক কিন্তু দক্ষিণ আফ্রিকা চিরকাল সেমিফাইনালে হেরেও যেতে দেখা যায়।এরা ফুটবলের নেদারল্যান্ডের মতো। কিছুতেই চ্যাম্পিয়ন লাক নেই। যায় হোক না কেন লীগ ম্যাচের মতো নকআউট এতো সোজা হবে না। সাধু সাবধান।

6 months ago
Betting: বিশ্বকাপ ম্যাচ ঘিরে শহরজুড়ে সক্রিয় ক্রিকেট বেটিং চক্র, গ্রেফতার ৫

ক্রিকেট আর জুয়ার সম্পর্ক বহুদিনের। এবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু হতেই বেটিং চক্র আরও সক্রিয় হয়ে উঠল। রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেট (Cricket) ম্যাচ চলাকালীন কলকাতার বুকে বড়সড় জুয়াচক্রের হদিশ পেল পুলিস। শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিসের অ্যান্টি রাউডি সেকশন। গিরিশ পার্ক, নারকেলডাঙা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার তাদের তোলা হবে আদালতে।

রবিবার সন্ধেবেলা গিরিশ পার্ক এলাকার একটি ক্যাফেতে বসে জুয়াচক্র চালাচ্ছিল অভিষেক জয়সওয়াল নামে বছর আঠাশের এক যুবক। মাস্টার আইডি দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে তা চালানো হচ্ছে বলে খবর পায় কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে সেখানে হানা দিয়ে অভিষেককে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গিরিশ পার্ক থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, অভিষেকের গ্রেফতারির পরই উঠে আসে বাকি দুজনের নাম। বউবাজার এলাকা থেকে অরুণ আগরওয়াল ও প্রদীপ বর্মাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তারাও  বেটিং চক্র চালাচ্ছিল বলে খবর। এরপর গোপন সূত্রে পুলিসের কাছে আরও খবর আসে, নারকেলডাঙা এলাকার একটি ফ্ল্যাটে জুয়াচক্র চলছে। সেখানে তল্লাশি চালিয়ে কালু সাউ এবং কেশবপ্রসাদ মুন্দ্রা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। সবমিলিয়ে রবিবার কলকাতায় বিশ্বকাপের ম্যাচ চলাকালীন মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে জুয়াচক্র চালানোর অভিযোগে।

6 months ago
Cricket: ভারতীয় ক্রিকেটে তারকার ছন্দপতন, প্রয়াত বিষাণ সিং বেদী

বিশ্বকাপের মাঝেই ভারতীয় ক্রিকেটে শোকের আবহ। প্রয়াত ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিষাণ সিং বেদী । ৭৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। বিশ্বকাপ চলাকালীন  বিশ্বক্রিকেটেও শোকের ছায়া। ১৯৬৭-১৯৭৯ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। 

বিষাণ সিং বেদি দেশের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর ২৬৬টি উইকেট ও ১৪টি পাঁচ উইকেট নেওয়ার নজির আছে। ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেট তুলেছিলেন একবার। 

১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর অমৃতসরে জন্ম বিষাণ সিং বেদীর। বাঁ হাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া ফেলেঠিলেন। ১৯৬৬ সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক করেন তিনি। ১৯৭১ সালে ইংল্যান্ড সফরে সিরিজ জয়ের নেপথ্যে ছিলেন তিনি। অজিত ওয়াদেকার চোট পেয়ে বাদ পড়ায় তাঁর নেতৃত্বেই সিরিজ জেতে ভারত।

6 months ago


WC2023: শাকিবের অনুপস্থিতিতেও ভারতের বিরুদ্ধে ভালো শুরু বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে শাকিব না থাকলেও ভালো শুরু বাংলাদেশের। টসে জিতে ব্যাট করতে নেমে দুজন ওপেনারই হাফ সেঞ্চুরি করেন। এরপরে হাসান কুলদীপের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে যায়, ওদিকে শান্ত অর্থাৎ অধিনায়ককে লীগ বিফোর করে ঘরে পাঠায় জাদেজা। মিরাজকে ঘরে ফেরায় সিরাজ। ওদিকে লিটন ৬৩ রানে ব্যাট করছে। ২৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৯ রানে ৩ উইকেট। ভারতের বিরুদ্ধে খেলছেন না শাকিব-আল-হাসান। ভারতের বিরুদ্ধে পুণের ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শান্ত। টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে ব্যাট করছে বাংলাদেশ। নিউ জিল্যান্ড ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন শাকিব। তখন থেকেই চলছিল টানাপোড়েন। তার ইতি পড়ল পুণেতে। এদিনের দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছেন বাংলাদেশ।

পুণে রোহিতও জানালেন টস জিতলে, তিনি আগে বলই করতেন। এই ম্যাচে অপরিবর্তিত ভারতীয় দল। কারণ, অহেতুক দল পরিবর্তন করতে নারাজ ভারত অধিনায়ক। এদিনও রোহিতের গলায়, দীর্ঘ টুর্নামেন্টের কথা। একইসঙ্গে ফের জানালেন ভারতকে ঘুরে ঘুরে খেলতে হচ্ছে। তাই এত তাড়াহুড়ো করতে নারাজ তিনি।

প্রাক্তনদের মতে, এই মাঠে রান তাড়া করা একটু কঠিন। তবে অসম্ভব নয়। সুনীল গাভাসকর এবং নাসের হুসেনের মতে, বাংলাদেশকে ২৫০ রানের মধ্যে আটকে জিতে পারলে এই ম্যাচেও এগিয়ে থাকবে ভারত।

6 months ago
Olympic: অলিম্পিকে ফের সংযুক্ত হতে চলেছে ক্রিকেট, সাংবাদিক বৈঠকে দাবি কমিটির

২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ফের সংযুক্ত হতে চলেছে ক্রিকেট। দ্যা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি মুম্বইয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে আরও চারটি খেলাকে অলিম্পিকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুম্বইয়ের ওই বৈঠক শেষে কমিটির তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে জানানো হয়, T20 ক্রিকেট, বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস এবং স্কোয়াস লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হবে। অলিম্পিক কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সাংবাদিক বৈঠকেই জানানো হয়েছে ভোট দাতাদের মধ্যে ২ জন এই প্রস্তাবের বিরোধিতা করেন। এবং একজন ভোট দান থেকে বিরত ছিলেন।

6 months ago


WC: চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ফিরছে কেন উইলিয়ামসন

শুক্রবার বিশ্বকাপে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে নামবে শক্তিশালী নিউজিল্যান্ড। চোটের জন্য প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। শুক্রবার প্রথম মাঠে নামছেন তিনি।

বাংলাদেশ ম্যাচে নামার আগে উইলিয়ামসন জানান, "দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে নামা একটা বড় সফর। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় খুশি। শুক্রবার বিশ্বকাপে নামার দিকে তাকিয়ে আছি। এটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে।"

আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলার সময় চোট পান উইলিয়ামসন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি তিনি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতে নেমেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম মাঠে নামবেন কিউয়ি অধিনায়ক।

7 months ago
WC: কমছে প্লেটলেট কাউন্ট, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল শুভমনকে

বিশ্বকাপের শুরুতেই শুভমন গি‌লকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকার ক্রমশ প্রকট হচ্ছে। সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ক্রিকেটার। এমনকি অসুস্থতার জন্য দলের সঙ্গে দিল্লিও যেতে পারেন‌নি গিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে এল আরও বড় দুঃসংবাদ। ডেঙ্গি আক্রান্ত শুভমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, প্লেটলেট কমে যাওয়ায় গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি যা তাতে পাকিস্তান ম্যাচেও খেলার সম্ভাবনা আরও কমে গেল গিলের। চেন্নাইয়ের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণেও আছেন শুভমান‌। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি।

চেন্নাইয়ে আসার পরই বুধবার থেকে জ্বর আসে শুভমন গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি। প্রথম ম্যাচে গিলের পরিবর্তে প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেন করতে ‌নেমেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ বাড়বে মিডল ওর্ডারের উপর। এই পরিস্থিতিতে সোমবারই জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েদেন আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না গিল।

7 months ago
Pakistan: মিটেছে ভিসা সমস্যা, অবশেষে বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান

যাবতীয় নাটকের পর অবশেষে বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান। মঙ্গলবার বাবরদের ভিসা পাওয়া কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল পিসিবি। বেশ কিছুদিন ধরেই ভিসা নিয়ে সমস্যায় ভুগছিল পাকিস্তান। ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে দুবাইয়ে দুদিনের প্রস্তুতি শিবির করার কথা ছিল পাকিস্তানের।

কিন্তু এই সমস্যা না মেটায় তাঁরা দুবাই যেতে পারেনি। বুধবার লাহোর থেকে দুবাই হয়ে হায়দরাবাদের আসবে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা।

সোমবারই আইসিসি-র কাছে ভিসা নিয়ে অভিযোগ করে পিসিবি। এরপরই ভিসা সমস্যা মেটে বলে খবর। সোমবার শেষ মুহূর্তে ভিসার অনুমতি পান বাবর আজমরা।

7 months ago


Asian Games: এশিয়ান গেমসে সোনার স্বপ্ন ভারতীয় মহিলা ক্রিকেটে

ভারতীয় ক্রিকেটে এবার সোনার স্বপ্ন। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার প্রথম ব্যাট করে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৭ রান দিয়ে চার উইকেট নেন ভারতের পূজা ভাস্তাকর। জবাবে ব্যাট করতে নেমে ৭০ বল বাকি রেখেই ফাইনালে উঠল ভারত। ২০ রান করে অপরাজিত থাকেন জেমাইমা।

এদিনই ভারতকে গেমসের প্রথম পদক এনে দেয় মহিলাদের শুটিং দল। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জেতে ভারত। ভারতের হয়ে পদক জেতেন বাংলার মেহুলি ঘোষ। জল থেকেও জোড়া পদক এসেছে ভারতের। ডবল স্কাল ইভেন্টে রুপো জিতেছেন অর্জুন লাল এবং অরবিন্দ সিং। রোয়িংয়ের পেয়ার ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে ভারত।

এদিকে, রবিবার বিকেলে ভারতের সবচেয়ে বড় আশা ফুটবলকে কেন্দ্র করে। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ মায়ানমার। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবেন সুনীল ছেত্রীরা।

7 months ago
Modi: বারাণসীতে স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, মোদীকে বিশেষ উপহার সচিনের

দেশের মাটিতে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, এবারে সেই তালিকায় আরও একটি যুক্ত হল। বারাণসীতে (Varanasi) এবারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে। শনিবার দুপুরে বারাণসীর গাঞ্জরী গ্রামে এই স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই স্টেডিয়ামের শিলান্যাসে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, কপিল দেব, রবি শাস্ত্রী, রজার বিনির মত প্রাক্তন তারকারা। এছাড়াও ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর হাতে টিম ইন্ডিয়ার নতুন জার্সি তুলে দেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

বারাণসীতে এই স্টেডিয়াম তৈরি করার ফলে উত্তরপ্রদেশ পেল মোট তিনটি ক্রিকেট স্টেডিয়াম। কানপুর, লখনউয়ের পর বারাণসীতে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। জানা গিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের আগে স্টেডিয়ামটি তৈরি করা হবে ও খেলার জন্য তৈরি করা হবে। এই স্টেডিয়ামটির নাম করা হবে কাশী স্টেডিয়াম এবং এটা আন্তর্জাতিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। আরও জানা গিয়েছে, ভগবান শিবকে উৎসর্গ করে এই স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। তাই এই স্টেডিয়াম তৈরি হচ্ছে মহাদেবের আদলে। মোট ৩০ হাজার দর্শক বসতে পারবেন এই স্টেডিয়ামে। মোট ৩৩০ কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই স্টেডিয়াম।

শনিবারের স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছাড়াও আরও একটি নজরকাড়া মুহূর্ত সকলের সামনে আসে। এদিন সচিন তেন্ডুলকর বিশেষ উপহার তুলে দেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর হাতে সচিন তুলে দেন টিম ইন্ডিয়ার জার্সি। ওই জার্সিতে নামের জায়গায় লেখা ‘NAMO’ এবং জার্সির নম্বর ১।

7 months ago