Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

conflict

War: ভয়ঙ্কর হুঙ্কার! ইজরায়েলের উপর মারণাস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি ইরানের...

ইরান-ইজরায়েলের যুদ্ধ থামার তো লক্ষণই নেই। এবার ইজরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের। ইজরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর মারণাস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ইরান। যা এর আগে কখনও ব্যবহার করেনি এবার সেরকম অস্ত্র প্রয়োগ করা হবে বলে হুঙ্কার দিয়েছে ইরান।

গত তিন দিন ধরে ইরান এবং ইজরায়েলের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। প্যালেস্তাইনের উপর হামলা বন্ধ না করায় পাল্টা ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইরান। গত কয়েক মাস ধরে প্যালেস্তাইন এবং ইজরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। প্যালেস্তাইনের হামাস জঙ্গিরা ইজরায়েলের উপরে প্রথমে আক্রমণ শুরু করে। তারপরেই পাল্টা প্যালেস্তাইনে অভিযান শুরু করে ইজরায়েল গাজা স্ট্রিপে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে ইজরায়েলি সেনা এমনই অভিযোগ।

এদিকে ইজরায়েলকে বারবার যুদ্ধ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এমন কী রাষ্ট্রপুঞ্জও ইজরায়েলকে যুদ্ধ থেকে বিরত হওয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু কিছুতেই প্যালেস্তাইনের উপর হামলা বন্ধ করতে রাজি হয়নি তারা। গাজায় হামলা জারি রেখেছে ইজরায়েলি সেনা। এবার তাই ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান। গতকাল থেকে লাগাতার ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে যাচ্ছে ইরান। আমেরিকা ইতিমধ্যেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। এদিকে ইজরায়েলের সেনা পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা ইরানের সব হামলার মোকাবিলা করতে প্রস্তুত এবং প্রয়োজনে প্রত্যাঘাতও আনতে পারেন তাঁরা। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতকানিয়াহু আশঙ্কা প্রকাশ করেছেন এতে মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে অশান্তি তৈরি হবে।

4 weeks ago
Conflict: রমজান উপলক্ষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের...

পবিত্র রমজান শেষে খুশির ইদ। মুসলিম সম্প্রদায়ের সেই পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভোটাভুটি হয়। আর সেখানেই সোমবার এই যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে জাতিসংঘে।

যা একেবারে নজিরবিহীন। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথম এমন পদক্ষেপ। মত বিশ্লেষকদের। যদিও আমেরিকা তথা ইউনাইটেড স্টেটস এই প্রস্তাব পাশ হওয়ার সময় অনুপস্থিত ছিল। তবে এই প্রস্তাব পাশ হওয়ার পরেই আমেরিকাকে টার্গেট ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র।

মার্কিন কূটনৈতিক প্রতিনিধিদলের সফর বাতিল করা হয়েছে। দ্রুত প্রতিনিধিদের ওয়াশিংটন থেকে ফেরত আসার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে গাজায় সংঘর্ষ বিরতির পক্ষে সওয়াল করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, একই সঙ্গে হামাস যাঁদের বন্দি করে রেখেছে, তাঁদের মুক্ত করার দাবিও রাখা হয়েছে ওই প্রস্তাবে। গত বছরের ৭ অক্টোবর হামাস যে অতর্কিতে হামলা চালায়, সেই সময়েই পণবন্দি করা হয় বেশ কয়েকজনকে। শুরু হয়ে গিয়েছে রমজান। আগামী ৯ এপ্রিল শেষ হচ্ছে রমজান। তার মধ্যেই পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে জাতিসংঘে। সম্প্রতি আমেরিকা যুদ্ধবিরতি নিয়ে একটি প্রস্তাব এনেছে। সেই প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে ইজরায়েল-হামাস যুদ্ধ বন্ধ করতে হবে।

প্রস্তাবে কেন আমেরিকা অনুপস্থিত থাকল, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকার দাবি, প্রস্তাবে যা যা বলা হয়েছে, তার সবকটিতে তাদের সম্মতি নেই। এছাড়াও আমেরিকার দাবি, হামাসের জন্যই বারবার আটকে যাচ্ছে যুদ্ধবিরতি। আমেরিকা যা যা যোগ করতে চেয়েছে প্রস্তাবে, তা গুরুত্ব পায়নি বলেও উল্লেখ করেছেন জাতিসংঘে কর্তব্যরত মার্কিন রাষ্ট্রদূত। জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুটেরেস এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সোমবার যে প্রস্তাব নেওয়া হয়েছে তা কার্যকর করতে হবে, অন্যথায় ক্ষমা করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। গাজা নিয়ে ইজরায়েলের কী পরিকল্পনা রয়েছে, তা নিয়েই কথা বলতে চেয়েছেন বাইডেন।

2 months ago
TMC: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! পাড়া দখলকে কেন্দ্র করে বৌবাজারের ধুন্ধুমার

রবিবার রাত ১১-১২ টার দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে বৌবাজারের নবীন চাঁদ বড়াল লেনে। হঠাৎই কিছু বহিরাগত এসে হামলা চালায়। একের পর এক বাইক, পার্কিং-এ দাঁড়ানো গাড়িতে ভাঙচুর চালায়। মহিলাদেরকেও মারধর করা হয়। পাড়ার লোকজনের বাড়িতে কাঁচের বোতল, থান ইট ছোড়া হয়। এরপরেই শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। চূড়ান্ত অশান্ত হয়ে ওঠে নবীন চাঁদ বড়াল লেন।

সমগ্র ঘটনায় অভিযোগের তীর ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে-র দিকেই। এমনকি, তিনি বিভিন্ন তামাক, মাদক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত দাবি করে তাঁর চরিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

যদিও, ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। খোঁজ নিয়ে দেখবেন। জানিয়ে দায় এড়িয়ে গেলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে।

মূলত, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেকার দ্বন্দ্বই রবিবার রাতের এই ঘটনার মূল কারণ। জানা যাচ্ছে, নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বনাম বিশ্বরূপ দের অনুগামীদের মধ্যেই এই ঝামেলা হয়। তবে, উল্লেখযোগ্যভাবে এই ঘটনায় পুলিসি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, পুলিস সামনে থাকলেও ঝামেলা আটকাতে কোনও সক্রিয়তা দেখায়নি পুলিস। তবে কি, কোনও বিশেষ স্বার্থ সিদ্ধিতেই পুলিসের নিশ্চুপ ভূমিকা? প্রশ্ন তুলছে বিরোধী মহল। সবটাই টাকার খেলা, মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের।

3 months ago


Iran And Pakistan: উত্তপ্ত পরিস্থিতি! ইরান ও পাকিস্তানের পাল্টা হামলায়

ইরান ও পাকিস্তানে শুরু হয়েছে সংঘর্ষ। তাই সেই প্রসঙ্গে এবার মন্তব্য় পেশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আনওয়ার হক। মঙ্গলবার থেকে শুরু হয় ইরান-পাকিস্তান সংঘাতের সূত্রপাত। তারপর পাকিস্তানের বালুচিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা ইরানের সীমান্তে পাকিস্তানের হানায় পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত।

এরপর দুই দেশের অবনতি হয় খানিকটা। আবার নতুন করে যুদ্ধের সম্ভাবনা শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায়। তারপর পাক সীমান্ত সংলগ্ন এলাকায় ইরান বায়ুসেনারা মহড়া শুরু করে দিয়েছিল। যদিও মত বদল করেছে পাকিস্তান। পাকিস্তানের বর্তমান তদারকি প্রধানমন্ত্রীর কথা শুনে অনুমান করা হচ্ছে হামলার পথ অনুসরণ করতে চাইছে না তারা।

কারণ ইরানের হামলা চালানোর পর পাকিস্তানের পাল্টা হামলার সময়ে দেশে ছিলেন না আনওয়ার। সংঘর্ষের আবহ পাওয়া মাত্রই ইসলামবাদে চলে গিয়েছিলেন তিনি। কারণ তিনি জানান, তাঁর দেশ পাকিস্তান অত্য়ন্ত শান্তিপ্রিয়। তাই তাঁর দেশ সমস্ত পড়শি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। বিশেষত প্রতিবেশী দেশগুলির সঙ্গে পাকিস্তান কখনও সম্পর্ক তিক্ত করতে চায় না। এখনও পর্যন্ত ইরানের সঙ্গে ছোটো বড়ো যা যা ঝামেলা অশান্তি হয়েছে তা কথাবার্তার মাধ্য়মে মিটিয়ে নোওয়া হবে। 

সূত্রের খবর, ইরান ও পাকিস্তান সংঘর্ষের প্রথমদিনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। ইরানের লক্ষ্য় ছিল, সীমান্তে জঙ্গি সংগঠন তৈরী করা। ইরানের হামলায় পাকিস্তানের দুই শিশুর মৃত্যু হয় বলে দাবি পাকিস্তানীদের। এরপর বৃহস্পতিবার ইরানের উপর পাল্টা হামলা চালায় পাকিস্তান। ইরানের দাবি, পাক হামলায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। দুই পক্ষের পাল্টা আক্রমণের জেরে সংঘর্ষ বিশাল আকার ধারণ করেছিল। তবে সংঘাতের শেষে মত বদলেছে পাকিস্তান। 

4 months ago
Conflict: এবার গাজা দখলের হুঙ্কার ইজরায়েলি সেনার, হস্তক্ষেপে নারাজ আমেরিকা

হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া হয়ে উঠেছে ইজরায়েলি সেনা। তারা এবার হুঙ্কার দিয়েছে গাজা দখল করার। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে আঁচ করে গাজা থেকে বাসিন্দাদের সরাতে শুরু করেছে আমেরিকা। গাজায় ইজরায়েলি সেনা কী করবে সেটা একেবারেই তাদের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাইডেন।

এদিকে্ গাজায় এক দিনে ৭০০-র বেশি নাগরিককে হত্যা করেছে ইজরায়েলি সেনা এমনই দাবি করেছেন গাজার স্বাস্থ্যমন্ত্রী। হামাস জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে তা জানানোর জন্য গাজার বাসিন্দাদের উপরে চাপ তৈরি করছে ইজরায়েলি সেনা এমনই অভিযোগ করেছেন তিনি।

ইজরােয়লি সেনার প্রধান জানিয়েছেন, তাঁর সেনা স্থলপথে গাজা দখলে প্রস্তুত। এবং সেই লক্ষ্যেই অবিচল রয়েছেন তিনি। শোনা যাচ্ছে স্থলপথে গাজা দখলে প্রস্তুতি শুরু করে দিয়েেছ ইজরায়েলি সেনা। হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া হয়ে উঠেছেন তারা। গাজার নাগরিকদের উপর হামাস জঙ্গিদের গোপন ডেরার সন্ধান জানতে চাপ তৈরি করছে ইজরায়েলি সেনা।

ইতিমধ্যেই ৮ হিজবুল্লা যোদ্ধাকে নিকেশ করেছে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত ৩৯ জন হিজবুল্লা জঙ্গির মৃত্যু হয়েছে। ইজরায়েলি সেনার রকেট হামলায় ৩ প্যালেস্তানীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ইজরায়েলি সেনার গাজা দখলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে নারাজ বাইডেন। তিনি গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার উপরে জোর দিয়েছেন। ইজরায়েলি সেনা হামলা শুরু করার আগে গাজা খালি করার উপরে জোর দিয়েছেন তিনি।

7 months ago


Raiganj: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, তৃণমূল জেলা সভানেত্রীর উপর হামলা!

আবারও প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠী দ্বন্দ্ব। এবার তৃণমূল জেলা সভানেত্রীর ওপর হামলার অভিযোগ এলাকারই কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) পুরসভার ১৭ নং ওয়ার্ডের। জেলা সভানেত্রী তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর চৈতালি ঘোষ সাহাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহার বাড়ির সামনে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করার চেষ্টা করেন কয়েকজন যুবক। থামাতে গেলে জেলা সভানেত্রীর উপর চড়াও হন তৃণমূল কর্মী প্রসেনজিৎ সাহা ও তাঁর দলবল। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মারধরের পাশাপাশি জেলা সভানেত্রীর বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন ওই অভিযুক্ত তৃণমূল কর্মী। প্রসেনজিৎ সাহা বলেন, তাঁকে ফাঁসানোর জন্য চৈতালি দেবী মিথ্যে গল্প বানাচ্ছেন।

ঘটনা সামনে আসতেই বিড়ম্বনায় শাসকশিবির। নিন্দার ভাষা নেই। গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে দলের অন্দরেই সমালোচনায় ঝড় ওঠে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ঘটনার তীব্র কটাক্ষ করে বলেন, সর্বোচ্চ ক্ষমতায় কে বসবে তারই লড়াই চলছে তৃণমূলের অন্দরের মধ্যে। পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই গোষ্ঠী দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে। ক্রমশই দলের মধ্যে বাড়ছে দ্বন্দ্ব, মতবিরোধ। তার ফলেই কী এই আক্রোশ? কীভাবে সামাল দেবে শীর্ষ নেতৃত্ব? উঠছে প্রশ্ন।

8 months ago
Nadia: নদিয়ায় তৃণমূল-সিপিআইএম সংঘর্ষে আক্রান্ত পুলিস, গুরুতর আহত থানার আইসি

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) শেষ মুহূর্তের প্রচার। তৃণমূল-সিপিআইএমের (TMC-CPIM) সংঘর্ষ (conflict) থামাতে গিয়ে আক্রান্ত পুলিস। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে। সংঘর্ষের মধ্যে পড়ে আক্রান্ত তেহট্ট থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিসকর্মী। আশঙ্কাজনক অবস্থায় আইসি তাপস পালকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সন্ধ্যায় নদিয়ার তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের আশরফপুরে টোটোয় চড়ে প্রচার চালান তৃণমূল ও সিপিআইএমের কর্মীরা। অভিযোগ, স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। খবর পেয়ে আইসি তাপস পালের নেতৃত্বে আসে বিরাট পুলিসবাহিনী। এরপরই পুলিসের উপর হামলা শুরু করে। হাঁসুয়া, ইঁট, বাঁশ দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

অল্প চোট পান পুলিসের গাড়িচালক, সিভিক ভলান্টিয়াররাও। পুলিসের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্ত চালাচ্ছে পুলিস।

10 months ago
Accident: বেসরকারি বাসের সঙ্গে লরির সংঘর্ষ, মৃত ২, জখম ২২

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। বেসরকারি বাসের সঙ্গে লরির সংঘর্ষ (Conflict)। ঘটনায় মৃত্য়ু (Death) হয়েছে দুই জনের এবং আহত (Injured) প্রায় ২২ জন। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ডে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজুর মোড়ের দিক থেকে ডাকবাংলার দিকে যাওয়ার পথেই বাসুদেবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী তুলছিলো বেসরকারি ওই বাসটি। তখনই পিছন দিক থেকে একটি মালবাহী লরি ধাক্কা মারে বাসটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিস বাহিনী। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাস স্ট্যান্ডে। যদিও পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তায় যানজট স্বাভাবিক হয়েছে।


11 months ago


Conflict: পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব

প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব (Conflict)। সোমবার রাতে আলিপুরদুয়ার ১নং ব্লকের ও বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ২ গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিস বাহিনী। কালচিনি, জয়গাও -এর পর এবার আলিপুরদুয়ারের (Alipurduar) এক নম্বর ব্লক। সব জায়গায় একই চিত্র উঠে আসছে। যে কারণে জেলায় এখনও পর্যন্ত একটিও মনোনয়ন দাখিল করতে পারেনি শাসক দল।

সূত্রের খবর, এদিন রাতে বিবেকানন্দের ২ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনে এলাকার প্রার্থী বাছাই নিয়ে আলোচনায় বসেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তার কিছুক্ষণ বাদেই অঞ্চল সভাপতি সুকান্ত দে দলবল নিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করেন। আচমকাই কার্যালয়ে থাকা অন্যান্য তৃণমূল কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ভেঙে ফেলা হয় কার্যালয়ের বহু চেয়ার, খুলে ফেলা হয় দলীয় পতাকা। এমনকি মহিলা তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় দলীয় কার্যালয়ের ভিতরে দুপক্ষের মধ্যে প্রথমে ধস্তাধস্তি শুরু হয়। 

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী নিয়ে পৌঁছন আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। তাঁকেও ধাক্কাধাকির মধ্যে পড়তে হয়।  প্রায় ৪৫ মিনিট ধরে এই পরিস্থিতি চলে কার্যালয়ের ভিতরে। অবশেষে আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য দুপক্ষকে আলাদা করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পরেই কার্যালয়ে তালা বন্ধ করে দেন এলাকার বাসিন্দারা। যদিও এই অভিযোগ নিয়ে অঞ্চল সভাপতি সুকান্ত দের বক্তব্য পাওয়া যায়নি।

11 months ago
China: তাইওয়ানে আঘাত হানলো চিন! বেজিং বলছে মহড়া, কিন্তু প্রস্তুত দ্বীপ রাষ্ট্র

তাইওয়ানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা শুরু করল চিন (China)। তবে এই বিষয়টিকে শুধুমাত্র মহড়া বলে দাবি করা হয়েছে। সোমবার চিনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় থিয়েটার কম্যান্ডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একাধিক এইচ-সিক্স যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় ব্যবহার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি শ্যানডং বিমানকেও। জানা গিয়েছে, গত শুক্রবার থেকেই তাইওয়ানকে ঘিরে নতুন করে নৌযুদ্ধের মহড়া শুরু করেছে চিন। বুধবারই ক্যালিফোর্নিয়ায় আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তথা রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। আর তারপরি চিনা সরকার তাইওয়ানের উপর সামরিক আস্ফালন দেখাতে শুরু করেন।

জানা গিয়েছে, গেল বছরের অগস্টে চিনের হাউস অফ রিপ্রেজেনটেটিভসের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গিয়েছিলেন। আর তারপরেই তাইওয়ানের পিংটন দ্বীপের অদূরে যুদ্ধের মহড়া শুরু করেছিল চিনা সেনা। তাঁরা মূলত আকাশ ও জলযুদ্ধের মহড়া চালাচ্ছিল। 

তবে এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিনাদের যুদ্ধের এই মহড়া আগে কোনওদিন তাইওয়ানের এত কাছে হয়নি। তাই চিনা হামলা রুখতে তাইওয়ান ফৌজও প্রস্তুতি নিচ্ছে। গত আট দশক ধরেই স্বশাসিত তাইওয়ান নিজেদের স্বাধীন বলেই মনে করে। তবে কমিউনিস্ট পার্টি পরিচালিত চিনের শাসকেরা বরাবরই মনে করেন, তাইওয়ান চিনেরই অংশ।

one year ago