Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

collegeStudent

Mumbai: স্টেশনে কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ভজন গায়ক

রেল স্টেশনে এক ১৯ বছরেরে কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ। অভিযোগ উঠেছে এক ভজন গায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) বোরিভলি স্টেশনে (Borivali railway station)। অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে রেলপুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দীপক পূজারি। একাধিক ভোজপুরী অ্যালবামে গানও করেছেন অভিযুক্ত। অভিযুক্ত দীপককে পালঘর জেলার বিরার থেকে গ্রেফতার করা হয়। 

নির্যাতিতা ওই ভজন গায়কের বিরুদ্ধে বোরিভলি রেল পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২৬ মার্চ ওই ছাত্রী ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেই সময় বোরিভলি স্টেশনে ভিড় দেখে তাঁকে বেশ উত্ত্যক্ত করেন অভিযুক্ত। এমনকি ছাত্রীটিকে বারবার তাঁর বাড়ির ঠিকানাও জিজ্ঞাসা করতে থাকেন। বিরক্ত হয়ে ছাত্রী চিৎকার করলে একটি ট্রেনে করে পালিয়ে যান অভিযুক্ত।    

পুলিস সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে রেলপুলিস। এমনকি ছাত্রীকে উত্ত্যক্ত করার কথাও স্বীকার করেছেন ওই গায়ক, দাবি পুলিসের।

one year ago
UP: কলেজের কলচোর ধরতে শৌচাগারে সিসিটিভি, পড়ুয়া বিক্ষোভে সিদ্ধান্ত বদল

চোর ধরার জন্যে কলেজের শৌচাগারে সিসিটিভি(Cctv Camera) ক্যামেরা লাগানোর অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করতে বিক্ষোভে শামিল কলেজের ছাত্র-ছাত্রীরা(Students)। উত্তরপ্রদেশের আজমগড়ের ডাফ পিজি কলেজের ঘটনা। এই কলেজের শৌচাগার থেকে বেশ কয়েক দিন ধরে জলের কল চুরি হচ্ছিল। যতবার কল বসানো হয়েছে, ততবারই কল চুরি গিয়েছে। এই কল চোর ধরতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। 

কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, শৌচাগারে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা তাঁদের জানায়নি কলেজ কর্তৃপক্ষ। ফলে তাঁদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু করে কলেজ পড়ুয়ারা। যদিও বিক্ষোভ দেখে ক্ষমা চেয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ জানায়, ইচ্ছা করে শৌচাগারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি, কোনওভাবে একটি সিসিটিভি ক্যামেরা ভুল করে শৌচাগারের ভিতরের দিকে ঘুরে গিয়েছে। সেটা জানার পর সঙ্গে সঙ্গে খুলে অন্য জায়গায় বসানো হয়। কলেজের অধ্যক্ষ (Head Teacher) জানান, কলচোর ধরার জন্য অন্য ব্যবস্থা করা হবে। তাঁর এই প্রতিশ্রুতির পর বিক্ষোভ তুলে নিয়েছেন ছাত্রছাত্রীরা।

one year ago