Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

chandramukhi2

Chandramukhi 2: চন্দ্রমুখীকে নিয়ে ছবি, অথচ চন্দ্রমুখী ২-এর ট্রেলারে সেভাবে কঙ্গনা কোথায়?

কঙ্গনা রানাউতকে দেখা যাবে আসন্ন ছবি চন্দ্রমুখী ২-তে। এর আগে চন্দ্রমুখীর (Chandramukhi 2) চরিত্রে কঙ্গনার ঝলক প্রকাশ্যে এসেছিল। রবিবার মুক্তি পেল সিনেমার ট্রেলার। কিন্তু সেখানে কঙ্গনাকে (Kangana Ranaut) বিশেষ দেখা গেল কোথায়? ২ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে সিনেমার মুখ্য অভিনেতা রাঘব লরেন্স সহ অন্যান্য অভিনেতাদের দেখা গেলেও কঙ্গনা যেন ব্রাত্যই রইলেন।

পুরো ট্রেলারে কঙ্গনার ঝলক দেখা গিয়েছে হাতে গুনে কয়েকবার। অথচ তাঁর চরিত্রকে কেন্দ্র করেই তো এই সিনেমা। এর আগে সিনেমার 'স্বাগতাঞ্জলি' গানের ক্যামেরার পিছনের দৃশ্যের ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছে, চন্দ্রমুখী হয়ে উঠতে কতটা পরিশ্রম করেছেন কঙ্গনা। এর আগেও চন্দ্রমুখী সিনেমা হয়েছে। সেখানে অনেকটা অংশ জুড়ে ছিলেন চন্দ্রমুখীর চরিত্রাভিনেতারা। চন্দ্রমুখী ২ মুক্তি পেলে বোঝা যাবে নিজের অভিনয় দক্ষতা দেখানোর কতটা পরিসর পেলেন কঙ্গনা।

তবে কঙ্গনা এমনিই সুন্দর তাই চন্দ্রমুখীর রূপটানের পর অভিনেত্রীকে মোহময়ী লাগছে। যদিও কঙ্গনা চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করবেন, একথা শোনার পর সমালোচনার ঝড় উঠেছিল। অনেক নেটিজেনই বলেছিলেন, এই চরিত্রের অনেকটা অংশ জুড়ে রয়েছে নাচ। কঙ্গনা অভিনেত্রী হিসেবে পারদর্শী হলেও, নৃত্যশৈলীতে তিনি অতটা ওস্তাদ নয়। তবে আগাম বিচার না করে সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করাই ভালো। সেপ্টেম্বরের ১৫ তারিখ সারা ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি।

8 months ago
Kangana: 'কঙ্গনা একেবারেই ভালো নাচতে পারেন না', চন্দ্রমুখী ২-এর ঝলক দেখে সমালোচনা নেটিজেনদের

দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বাংলা ও হিন্দি সিনেমা জগৎ চন্দ্রমুখীর গল্প নিয়ে পরীক্ষানিরীক্ষা করে ফেলেছে অনেক বছর আগেই। এমন হরর-ড্রামা গল্পের দর্শককে আকর্ষণ করার ক্ষমতা একেবারেই অস্বীকার করা যায় না। চন্দ্রমুখী বলতেই মূল চরিত্রাভিনেত্রীর একটি আদল মাথায় আসে। তিনি হবেন রূপে লাস্যময়ী ও গুণে এমন একজন নৃত্যশিল্পী, যেন তাঁকে দেখে মনে হবে, প্রতিটি ছন্দে নৃত্যদেবী বিচরণ করছেন। দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা সারাভানান থেকে বিদ্যা বালন, এই চরিত্রকে প্রতিষ্ঠা করেছেন নিজের মতো। এই দলেরই নতুন প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

চন্দ্রমুখী ২-এর মূল চরিত্রাভিনেত্রী তিনিই। ইতিমধ্যেই অভিনেত্রীর ঝলক প্রকাশ্যে এসেছে। সিনেমার 'স্বাগতাঞ্জলী' গানে দেখা গিয়েছে নতুন চন্দ্রমুখীর ঝলক। তবে কঙ্গনাকে দেখে খুব একটা খুশি হননি নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেই কঙ্গনার ছবি শেয়ার করে লিখেছেন, 'কঙ্গনা অভিনেত্রী হিসেবে ভালো হতে পারেন, নৃত্যশিল্পী হিসেবে নয়।' অনেক নেটিজেন আগের চন্দ্রমুখীর চরিত্রে অভিনেত্রী জ্যোতিকার সঙ্গে তুলনা টেনে বলেছেন, 'জ্যোতিকা হয়তো প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী নয়। তবে তিনি যা করেছেন তা কঙ্গনার থেকে ভালো।'


যদিও এসব নেতিবাচক মন্তব্যের মাঝেই কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন তাঁর অনেক ভক্তরা। কেউ কেউ লিখেছেন, 'কঙ্গনা ভারতীয় ধ্রুপদী নৃত্য শেখেননি। তবুও যে চেষ্টা তিনি করেছেন তা প্ৰশংসনীয়।'


9 months ago
Kangana Ranaut: চন্দ্রমুখীর চরিত্রে কঙ্গনার 'ফার্স্ট লুক' প্রকাশ্যে, দেখুন সেই ছবি

সর্ব ভারতীয় 'হরর' সিনেমার মধ্যে অন্যতম 'চন্দ্রমুখী'। বিভিন্ন ভাষায়, নাম বদলেও একই গল্পের ছবি তৈরী হয়েছে। সেই ছবি ব্লকবাস্টার ব্যবসাও করেছে। তবে সিনেমার দ্বিতীয় পর্বের কথা উঠে আসেনি বলে দর্শকদের মনে এই নিয়ে ক্ষোভও তৈরী হয়েছিল। যদিও আগেই জানা গিয়েছিল চন্দ্রমুখীর সিক্যুয়েল আসতে চলেছে শীঘ্রই। আর দেরি নেই, চলতি বছরের গণেশ চতুর্থীতে মুক্তি পেতে চলেছে, 'চন্দ্রমুখী ২' (Chandramukhi 2)।

View this post on Instagram

A post shared by Lyca Productions (@lycaproductions)

প্রবল জনপ্রিয় চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করবেন বলিউড 'কুইন', কঙ্গনা রানাউত। আগেই এই ঘোষণা পেলেও, এই প্রথম প্রকাশ্যে এলো তাঁর লুক। শনিবারই সামাজিক মাধ্যমে চন্দ্রমুখীর লুকে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, কোনও এক মহলের অন্দরে চন্দ্রমুখীকে মুহূর্তবন্দী করা হয়েছে। সবুজ রঙে দক্ষিণী নৃত্যের পোশাক পরেছিলেন তিনি। কোঁকড়ানো চুল অবহেলায় বাঁধা রয়েছে। সিঁথিতে বড় টিকলি এবং গায়ে ভারী গয়না। এই ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কঙ্গনা।


অভিনেত্রী এই সিনেমার তাঁর চরিত্রের আরও দুটি ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমে। সঙ্গে লিখেছেন, 'আমার অসাধারণ টিম চন্দ্রমুখীর লুকের জন্য দায়ী।' ইতিমধ্যেই চন্দ্রমুখী ২ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'রাজা'র চরিত্রে রাঘব লরেন্সের ছবি প্রকাশ্যে এসেছে। এতো বছর পর চন্দ্রমুখীর দ্বিতীয় পর্ব নিয়ে তাই উৎসাহী দর্শক। হিন্দি-তামিল- তেলেগু-মালায়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি।



9 months ago


Kangana: কঙ্গনার 'চন্দ্রমুখী-২' দেখে রাতের ঘুম উড়ল সঙ্গীত পরিচালকের

সারা ভারতে নানা ভাষায়, নানা নাম চন্দ্রমুখীর গল্প সিনেমার পর্দায় দেখেছেন সকলে। এই সিনেমার আসল উৎস 'মণিচিত্রাতজু' সিনেমাটি। ২০০৫ সালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত চন্দ্রমুখী মুক্তি পেয়েছিল। সেই সিনেমার সিক্যুয়েল, 'চন্দ্রমুখী-২' (Chandramukhi-2)-এর ঘোষণা করা হয়েছিল কয়েক মাস আগেই। এইবার চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। কেন্দ্রীয় চরিত্রে আরও এক সুপারস্টার রাঘব লরেন্স অভিনয় করছেন। চলতি বছরে গণেশ চতুর্থীতে মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু তার আগেই সামাজিক মাধ্যমে লিখলেন অস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক এমএম কিরাভানি।

প্রসঙ্গত চন্দ্রমুখী-২ এর সঙ্গীত পরিচালক তিনি নিজেই। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। যদিও সঙ্গীত পরিচালক নিজে ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন। সেই ছবি দেখে রীতিমতো সামাজিক মাধ্যমে নিজের মনের কথা জানিয়েছেন এমএম কিরাভানি। তিনি ট্যুইটারে লিখেছেন, 'চন্দ্রমুখী ২ দেখলাম। মৃত্যুর ভয়ে সিনেমার চরিত্ররা নিদ্রাহীন রাত কাটিয়েছে। অসাধারণ দৃশ্যগুলিতে জীবন দেওয়ার জন্য আমাকে নিদ্রাহীন দু মাস কাটাতে হয়েছে।'

সারা দেশে নানা ভাষায় এর আগে চন্দ্রমুখী মুক্তি পেয়েছিল। বক্স অফিসেও তুমুল সাফল্য পেয়েছিল সিনেমাটি। এই এত বছর পরেও সিনেমার জগতে 'হরর' সিনেমা বললে, এই সিনেমার নাম উঠে আসবে। তাই চন্দ্রমুখী-২ নিয়েও দর্শকদের অধীর অপেক্ষা রয়েছে। অন্যদিকে কঙ্গনাকে এই সিনেমায় বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। ছবিটি হিন্দি-তামিল-তেলেগু-মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

10 months ago