
কাপুর পরিবারে বিপর্যয়। অভিনেতা রণবীর কাপুরকে (Ranbir Kapoor) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ৬ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অনলাইন বেটিং মামলার সঙ্গে জড়িত থাকার কারণেই অভিনেতাকে সমন করল ইডি। 'মহাদেব বেটিং অ্যাপের' সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই ইডির নজরে পড়েছেন রণবীর। কেবল অভিনেতাই নয়, বলিউডের আরও অনেক তারকাই রয়েছেন ভারতীয় তদন্তকারী সংস্থার নজরে।
মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে কোটি কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে। এই অ্যাপের সঙ্গেই রণবীরের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকার ইডির আসল লক্ষ্য। ভারত থেকে দুবাই গিয়ে চুপিসারে বিয়েও করেছেন তিনি। সেই বিয়েতে লক্ষাধিক টাকা চুক্তির বিনিময়ে অতিথি হিসেবে গিয়েছিলেন, কীর্তি খারবান্দা, নুসরাত বারুচা, ভাগ্যশ্রী, পুলকিত, টাইগার শ্রফ, সানি লিওনি, বিশাল দাদলানি, ভারতী সিং, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান-এর মতো ব্যক্তিত্বরা। তাঁরাও রয়েছেন ইডির নজরে।
৩ বছর হল প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতা চলে গিয়েছেন, কিন্তু থেমে নেই সময়। দেখতে দেখতে তাঁর অভিনীত সিনেমা 'এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি'-এর (MS Dhoni The Untold Story) সাত বছর হয়ে গিয়েছে। 'কাই পো চে' সিনেমা দিয়ে বড় পর্দায় সুশান্তের অভিষেক হলেও, অভিনেতা হিসেবে তাঁকে মাইলস্টোন দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। এখনও দর্শকদের ভীষণ পছন্দের হয়ে রয়েছে সিনেমাটি।
সিনেমায় সুশান্তের বিপরীতে দেখা গিয়েছিল দিশা পাটানিকে। প্রসঙ্গত, এই ছবিটি দিয়েই হিন্দি ছবিতে ডেবিউ করেছিলেন দিশা। তাই ছবি এবং প্রথম হিরো, দুইয়ের জন্য রয়ে গিয়েছে ভালোবাসা। 'এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি'-এর সম্পটোম বর্ষপূর্তিতে ভীষণ খুশি দিশা। একইসঙ্গে আবেগপ্রবণও। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের মনের কথা।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে সিনেমায় তাঁর ও সুশান্তের একটি ছোট্ট অংশের ফুটেজ আপলোড করেছেন। একইসঙ্গে লিখেছেন, ' আমার প্রথম হিন্দি সিনেমায় এই সুন্দর যাত্রার জন্য আমি কৃতজ্ঞ। পূর্হৃদয় দিয়ে তাঁদের ভালোবাসো যারা তোমাকে আনন্দে রাখে, নিরাপদ রাখে এবং তোমার কথা শোনে। অনুশোচনা করার জন্য জীবন খুবই ছোট। আমরা একে অপরকে বিদায় জানাতে পারিনি কিন্তু আশা করি তুমি আনন্দে ও শান্তিতে আছ।'
দক্ষিণী ছবি তথা বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। এদিকে বাবা বনি কাপুরও জনপ্রিয় পরিচালক। তাই ছোটবেলা থেকেই তিনি পাপারাৎজিদের ক্যামেরার মধ্যমণি। শৈশব থেকে বড় হয়ে ওঠার সব ঝলকই নেটিজেনদের চেনা। অনেকে মনে করেন, পরিচিত মা বাবার মেয়ে হওয়া লাভজনক। অনেক আগেই জনপ্রিয়তা পাওয়া যায়। কিন্তু কয়েনের উল্টো পিঠও তো থাকে।
জাহ্নবীর সঙ্গে অতীতে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, যেকথা ভাবলে আজও মন খারাপ হয় তাঁর। তখন জাহ্নবী অভিনয় জগতে আসেননি। বয়স ১২ কি ১৩। এমন সময় পর্ন সাইটে তাঁর একটি ছবি ভাইরাল করে দেন কেউ বা কারা। শ্রীদেবী কন্যা বলে কথা, সেই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সেই সময়ের অভিজ্ঞতাই জাহ্নবী ভাগ করে নিয়েছেন সম্প্রতি।
জাহ্নবী বলেছেন, 'আমার সঙ্গে স্কুলের টিচাররা ঠিকভাবে কথা বলতেন না। সহপাঠীরা আমাকে দেখা হাসাহাসি করতো। ঠিক করে কথা বলত না। কেউ কেউ তো বলেছিলেন, আমি এতটাই জনপ্রিয় যে ভবিষ্যতে আর কোনও কাজ করতে হবে না, আমি এতটাই জনপ্রিয়।'
জীবনের এক নতুন অধ্যায়ে পা দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সকলকে অবাক করে দিয়ে রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করেছিলেন। তারপর অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন। তার ঠিক দু'মাস পরেই জানা যায়, স্বরা অন্তঃসত্ত্বা। দীর্ঘ সময় সবুরের ফল অবশেষে মিষ্টি হল। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই সুখবর দিয়েছেন। একরত্তির সঙ্গে সঙ্গে বেশ কিছু ছবিও দিয়েছেন।
সোমবার সন্ধ্যে নাগাদ হঠাতই সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেন অভিনেত্রী। ছবিতে পাশে ছিলেন স্বামী ফাহাদ আহমেদ। আর স্বরার কোলজুড়ে ছিল বাড়ির ছোট্ট সদস্য। এই ছবিগুলি পোস্ট করে, অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'আমাদের প্রার্থনা শোনা হয়েছে, আশীর্বাদ মঞ্জুর হয়েছে। গানের গুঞ্জন এবং রহস্যময় সত্যি।' ওই পোস্টেই স্বরা জানিয়েছেন মেয়ের নাম কী রেখেছেন। অভিনেত্রী লিখেছেন, 'আমাদের ছোট্ট মেয়ে রাবিয়া ২৩ সেপ্টেম্বর ২০২৩-এ জন্মেছে।'
বলিউড তারকারা এই পোস্টের নিচে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাকে। নেটিজেনরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন। নতুন মা ও একরত্তি ভালো থাকুক, এই প্রার্থনাই করছেন সকলে।
বিয়ের পর থেকেই খানিকটা যেন অন্তরালে চলে গিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। পাপারাৎজিরা এখন চাইলেই আর তাঁকে ক্যামেরাবন্দি করতে পারেন না। এয়ারপোর্টেও তাঁকে যখন তখন দেখা যায় না। সকলের প্রশ্ন, ক্যাটরিনা কি তাহলে অন্তঃসত্ত্বা? তাই কি প্রকাশ্যে আসছেন না?
জানা গিয়েছে, ক্যাটরিনা বিমানে যাতায়াত করছেন ঠিকই। কিন্তু একেবারে সকালের বিমানে। কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছিল বিদেশের রাস্তায়। টাইগার-৩ এর শ্যুটিং করতে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। কিছু ব্র্যান্ডিং-এর কাজও করছেন, কিন্তু বাকি সময়টুকু তিনি একেবারেই অন্তরালে রয়েছেন।
২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা। বিবাহ জীবন ভালোই কাটছে দম্পতির। তাহলে কি সুখবর দেবেন বলেই নিজেকে এত আড়াল করছেন ক্যাটরিনা? উত্তর অজানা।
বলিউড জগতে জনপ্রিয় কাপুর পরিবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পরিবার থেকে উঠে এসেছে সুপারস্টার। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যায় পুরো পরিবারকে। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার পর আলিয়া ভাট বলেছিলেন, 'বাড়িতে আরতি হলেও পুরো কাপুর পরিবার একসঙ্গে থাকে। বিয়ের পর আমি বুঝেছি পরিবার কি।' কিন্তু ভিতরের গল্পটা কেমন? অভিনেতা ঋষি কাপুরের প্রয়ানের পর ছেলে-মেয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না নীতু কাপুর (Neetu Kapoor)।
বয়সকালে যখন ছেলে মেয়েরাই হাতের লাঠি, তখন কেন আলাদা থাকেন নীতু? তাহলে কী কাপুর পরিবারে মিল নেই? অভিনেত্রী নিজেই এর উত্তর দিয়েছেন। নীতু বলেছেন, 'আমি চাই তারা জীবন নিয়ে ব্যস্ত থাকুক। আমি ওদের বলি, আমার হৃদয়ে থাকতে, মাথায় চড়ে না বসতে। প্যান্ডেমিকের সময় ঋদ্ধিমা যখন আমার সঙ্গে ছিল, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি রীতিমতো তাকে ঠেলে পাঠিয়েছিলাম। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি। আমি সেইভাবেই অভ্যস্ত।'
অভিনেত্রী আরও বলেছেন, 'ওরা যখন আমার বাড়িতে আসে, আমি খুশি হই। কিন্তু আমি চাই তারা নিজের বাড়িতে ফিরে যাক, এবং নিজের জীবনে স্থিত থাকুক। আমি চাই না আমরা রোজ দেখা করি, কিন্তু যোগাযোগটুকু যেন থাকে। আমি চাই না ওরা সারাক্ষণ আমার পাশে থাকে। আমি ভীষণ স্বতন্ত্র। যেমন আছে, সেইভাবেই আমি আমার জীবনকে ভালোবাসি।'
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়ে গেল গণপতি (Ganapati) আরাধনা। আগামী ১০ দিন উৎসবের মরশুম। আর এই উৎসবে প্রত্যেক বারের মতো মেতে উঠেছেন, বলিউড তারকারা। অভিনেত্রী মাধুরী দীক্ষিত, অনুষ্কা শর্মা, শিল্পা শেট্টি একাত্ম হয়েছেন গণপতি আরাধনায়। অন্যদিকে রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পত্রলেখা থেকে শুরু করে শাহরুখ খান, সকলেই 'সুখ কর্তা, দুখ হর্তা'র আগমনবার্তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে।
শাহরুখ খানের বাড়িতে মঙ্গলবার গণপতি এসেছেন। অভিনেতা সামাজিক মাধ্যমে তাঁর দর্শন দিয়েছেন সকলকে। একইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'বাড়িতে স্বাগত গণপতি বাপ্পাজি।' অভিনেতা সকলের জন্য আনন্দ, জ্ঞান, সুস্বাস্থ্য এবং অনেক মোদক চেয়েছেন আশীর্বাদে। কিং খান, ধর্ম নিরপেক্ষ। প্রত্যেক বছরই তাঁর বাড়িতে গণেশ আরাধনা হয়। এর আগে গণপতির ছবি দেয়া সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেসব কাদা কোনওদিনও গায়ে মাখেন না অভিনেতা।
অভিনেত্রী অনুষ্কা শর্মার বাড়িতেও গণপতি এসেছেন। স্বামী বিরাট কোহলির সঙ্গে তাঁর আরাধনায় মন দিয়েছেন অভিনেত্রী। চতুর্থীর দিন, ঘিয়ে জমি-লাল পাড়ের শাড়ি পেয়েছিলেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ভারী গয়না। অন্যদিকে বিরাট সেজেছিলেন সাদা পাঞ্জাবিতে। বহুদিন পরে ভারতীয় পোশাকে দেখা গেল দম্পতিকে।
অন্যদিকে অভিনেত্রী শিল্প শেট্টিও প্রত্যেক বছরের মতো গণপতিকে স্বাগত জানিয়েছেন। একেবারে জাঁকজমক আয়োজন করেছেন অভিনেত্রী। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ও মেয়ের সঙ্গে ছবি দিয়েছেন। অভিনেত্রী পুজোয় বেছে নিয়েছিলেন ইন্দো ওয়েস্টার্ন পোশাক।
অভিনেত্রী মাধুরী দীক্ষিতও সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছিলেন। গণপতি মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে।
অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা বাড়িতে একেবারে ছোট করে গণপতি আরাধনা করছেন। জাঁকজমক নেই তাঁদের আয়োজনে কিন্তু ভক্তি রয়েছে ষোলো আনা। সেই ছবি তাঁরা আপলোডকরেছেন স্বামাজিক মাধ্যমে।
২০২৩ এর পাশে শাহরুখ খানের (Shahrukh Khan) নাম লিখে রাখা উচিত। এই বছরটি তাঁর বললে খুব একটা ভুল বলা যাবে না। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল তাঁর সিনেমা 'পাঠান'। মাত্র ৯ মাসের ব্যবধানে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'জওয়ান'। ব্যবধান আরও কমিয়ে চলতি বছরে ভক্তদের আরও একটি সারপ্রাইজ দিতে চলেছেন বলিউডের বাদশা। তাঁর আসন্ন সিনেমা 'ডানকি'(Dunki) মুক্তি পাবে চলতি বছরেই।
রাজকুমার হিরানি পরিচালিত 'ডানকি' সিনেমায় অভিনয় করবেন শাহরুখ, একথা আগেই প্রকাশ্যে এসেছিল। তবে মাঝে জল্পনা শুরু হয়েছিল, সিনেমার শ্যুটিং পিছিয়ে গিয়েছে। ফলে 'ডানকি' মুক্তির দিন নিয়েও তৈরী হয়েছিল অনিশ্চয়তা। সেই সব জল্পনা নিয়ে মুখ খুললেন শাহরুখ। তিনি নিজেই জানালেন চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি।
বাদশা বলেছেন, 'আমি দেখনদারি করার চেষ্টা করছি না। ঈশ্বর খুব দয়ালু যে আমরা পাঠান আনতে পেরেছি। ঈশ্বর আরও দয়ালু হয়েছেন তাই জওয়ান এসেছে। আমরা প্রজাতন্ত্র দিবসে শুরু করেছিলাম। তারপর জন্মাষ্টমীতে কৃষ্ণর জন্মদিনে আমরা জওয়ান এনেছি। এবারে বড়দিনে আসব।'
'ডানকি' সিনেমাতেই প্রথমবার শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। সিনেমাটি প্রযোজনার দায়িত্ব নিয়েছে রেড চিলিজ ইন্টারটেইনমেন্ট। চলতি বছরের ডিসেম্বরের ২২ তারিকেই নাকি আরও একবার বড় পর্দায় ঝড় তুলতে পারেন শাহরুখ।
জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ 'মিসম্য়াচড' (Mismatched) খ্যাত অভিনেত্রী তথা ইউটিউবার প্রাজক্তা কোলি (Prajakta Koli) রবিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এক খুশির খবর দিলেন। যা দেখে আনন্দে আত্মহারা তাঁর অনুরাগীরা। রবিবার ছবি শেয়ার করে প্রাজক্তা জানালেন, তিনি তাঁর প্রেমিক বৃশাঙ্ক খনলের (Vrishank Khanal) সঙ্গে বাগদান (Engagement) সেরে ফেলেছেন। ফলে এখন থেকে বৃশাঙ্ক তাঁর 'প্রাক্তন প্রেমিক'। বলিউড বা সোশ্যাল মিডিয়ায় যখন চারিদিকে বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে, সেই মুহূর্তে খুশির খবর দিলেন ইউটিউবার প্রাজক্তা। ফলে তাঁর শেয়ার করা ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।
ইউটিউবার প্রাজক্তা কোলি রবিবার তাঁর ও দীর্ঘদিনের প্রেমিক বৃশাঙ্কের সঙ্গে ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটি। পিছনে থেকে প্রাজক্তাকে জড়িয়ে ধরে রয়েছেন বৃশাঙ্ক। দু'জনের মুখেই প্রাণ খোলা হাসি। ফলে এই ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাঁদের দীর্ঘদিনের প্রেম পরিণতি পাওয়ার প্রথম ধাপ এগোতেই তাঁরা কতটা খুশি। অন্যদিকে বৃশাঙ্কের হাতেও দেখা গিয়েছে আংটি।
জানা গিয়েছে, আপাতত পেনসিলভ্যানিয়ার পিটসবার্গে ছুটি কাটাচ্ছেন যুগল। প্রাজক্তার ছবি থেকে স্পষ্ট, সেখানে গিয়েই অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন বৃশাঙ্ক। প্রস্তাবে সায় দিতেও দেরি করেননি প্রাজক্তা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বৃশাঙ্ক এখন থেকে আমার প্রাক্তন প্রেমিক!'
প্রসঙ্গত, প্রাজক্তা তাঁর ইউটিউব চ্যানেল 'মোস্টলিসেন'-এর জন্য পরিচিত মুখ হয়ে উঠলেও ইতিমধ্য়েই তিনি পা রেখেছেন বলিউডেও। অন্যদিকে, দীর্ঘদিনের প্রেমিক তথা বাগদত্ত বৃশাঙ্ক খনল পেশায় এক আইনজীবী বলে জানা গিয়েছে। বাগদান সেরে ফেললেও তাঁদের বিয়ে দেখতে অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীরা।
সন্তানহারা হলেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। এতটাই শোকস্তব্ধ তিনি, যে ছেলেকে ছাড়া বাড়িতে থাকার কথা ভাবতেই পারছেন না। সামাজিক মাধ্যমে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি আপলোড করেছেন অভিনেত। শোক চাপা দিয়ে রাখেননি তিনি। সামাজিক মাধ্যমে নিজের মনের সব কষ্ট উজাড় করে দিয়েছেন সামাজিক মাধ্যমে। ছেলের মৃত্যুতে অর্জুন বুঝেছে, মৃত্যু কত নির্মম।
অভিনেতার প্রথম সন্তান, চারপেয়ে 'ম্যাক্সিমাস'। তার প্রয়ানেই ভেঙে পড়েছেন অর্জুন। অভিনেতা সামাজিকমাধ্যমে লিখেছেন, 'দুনিয়ায় আমার সবচেয়ে ভালো ছেলে, আমার ম্যাক্সিমাস। সবথেকে দয়ালু-মিষ্টি-সাহসী-উষ্ণ এবং সবচেয়ে ভালো। তোমাকে মনে পরে বাচ্চা। আমাদের বাড়ি আর কোনওদিন আগের মতো হবে না। তোমাকে আমার থেকে আচমকা নিয়ে নেওয়া হল। আমি জানি না, তুমি আমার আশেপাশে না থাকলে আমি কীভাবে বাড়িতে থাকব।'
সবশেষে অর্জুন লিখেছেন, 'পরপাড়ে দেখা হবে বন্ধু।' শুধুমাত্র অর্জুন কাপুর নয়, তাঁর বোন অংশুলা কাপুরেরও কাছের ছিল ম্যাক্সওয়েল। ছবিগুলি দেখে বোঝা গিয়েছে, অর্জুনের খুবই কাছের এই সারমেয়। ভগ্ন হৃদয় ঠিক করতে অনেকটা সময় লেগে যাবে অভিনেতার।
'উমরাহ জান' রেখার মস্তানে কেবল হাজার নয়। আসলে সংখ্যায় গুনে শেষ করা যাবে না অভিনেত্রীর ভক্তদের। এমন ব্যক্তিত্ব তৈরী করা সহজ বিষয় নয়। রেখার জীবনে যেন বয়স বলে কিছু নেই। তিনি যেন 'চির জোয়ান'। তাই চলতি পথে ভক্তরা তাঁকে একবার দেখতে পেলে, ছবি তোলার ইচ্ছে প্রশমন করতে পারেন না। রেখাও (Rekha) অন্যান্য সময় ভালোবেসেই ভক্তদের সঙ্গে ছবি তোলেন, তবে এই বারটি ব্যতিক্রম। সপাটে চোর দিলেন অনুরাগীকে!
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন রেখা। যথারীতি তাঁকে দেখে ঘিরে ধরেছিলেন ভক্তরা। এক অনুরাগী ছবি তুলতে চান রেখার সঙ্গে। অভিনেত্রী খানিক তাড়াহুড়োয়, খানিক বিরক্ত হয়ে। খানিক ভক্তের মন রাখতে তাঁর সঙ্গে পোজ দেন। এরপরেই সেই ঘটনা। ভাবছেন তো, রেখার মতো অভিনেত্রী এই কাজ কীভাবে করলেন! আসলে রেখার এই চড় একেবারেই ভালোবাসার। ছবি তুলে যাচ্ছিলেন ভক্ত। এমন সময় তাঁর গালে আদর করেই চড় মারেন অভিনেত্রী।
আর যে ভক্ত রেখার হাতে চড় খেলেন, তাঁর কী প্রতিক্রিয়া? এক সামাজিক মাধ্যমকে সেই ভক্ত বললেন, আপাতত সে পৃথিবীর 'সবচেয়ে ভাগ্যবান মানুষ'।
বলিউডে মেদহীন-কমেডি সিনেমাগুলির তালিকায় রয়েছে, 'ওয়েলকাম', 'ওয়েলকাম ব্যাক' সিনেমাদুটি। সিনেমার কাস্টিং একেবারে দেখার মতো। বিশেষ করে অক্ষয় কুমার, অনিল কাপুর ও নানা পাটেকারের জুটি খুব পছন্দ করেছিলেন দর্শকেরা। সেই সিনেমার তৃতীয় পর্ব, 'ওয়েলকাম টু দ্যা জঙ্গল' আসতে চলেছে সিনেমার পর্দায়। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সিনেমার ঘোষণাও হয়ে গিয়েছে। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, কে নেই সেই সিনেমায়। কিন্তু এত তারকার ভিড়ে দেখা গেল না, নানা পাটেকরকে (Nana Patekar)। কোথায় তিনি?
অভিনেতা নিজে এই প্রসঙ্গে বলেছেন, 'আমি ওয়েলকাম-থ্রি এর অংশ নই। হয়তো তাঁরা মনে করেন, আমি খুব পুরনো হয়ে গিয়েছি।' দীর্ঘ পাঁচ বছর সিনেমার পর্দায় দেখা মেলেনি নানা পাটেকরের। দ্যা কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে আবারও সিনেমায় ফিরছেন তিনি। এইবার নানা পাটেকরকে দেখা যাবে, 'দ্যা ভ্যাকসিন ওয়ার' সিনেমায়।
তবে ওয়েলকাম সিনেমা ও নানা পাটেকরের ভক্তদের মুখ মেঘলা। তাঁরা বলছেন, ষ্টার কাস্ট নয়, ভালো অভিনেতা এবং ভালো স্ক্রিপ্টই পারত মন জয় করতে। একের পর এক হিট সিনেমা দেওয়ার পর নানা পাটেকরের মতো অভিনেতা হারিয়ে যাচ্ছেন, এই বিষয়টিই মানতে পারছেন না তাঁর ভক্তরা।
শিল্পা শেট্টি (Shilpa Shetty) বলতেই দর্শকদের কী মনে পড়ে? 'চুরাকে দিল মেরা'-এর মতো গান। বিশেষ কোনও চরিত্রের কথা মনে পড়ে কী? এই নিয়ে শিল্পার মনেও যেন অভিমানের মেঘ জমেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কয়েকটি গান হিট হয়েছিল বলে তাঁকে সকলের মনে রয়েছে। না হলে শিল্পাকে নাকি সবাই ভুলেই যেতেন। অভিনেত্রীর মনে আরও ক্ষোভ, সিনেমা হিট না হওয়ায় নাকি পারিশ্রমিকও পাননি তিনি।
এক ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শিল্পা বলেছেন, 'আমি কখনও অভিনেত্রীর ট্যাগ পাইনি। আমি সবসময়েই হয় নির্বাসিত হয়েছি নয়তো টাইপকাস্ট হয়েছি গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি গেলেই চরিত্রে অভিনয় করতে পারি। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল আমি গ্রহণ করেছি এবং এখনও টিকে রয়েছি।'
শিল্পা তাঁর কেরিয়ার নিয়ে আরও বলেছেন, 'আমার লম্বা কেরিয়ারে অনেক খারাপ সময় দেখেছি। ভেবেছি, কেন এই চরিত্রটির প্রস্তাব পাইনি কিংবা কেন বড় ব্যানারের ছবির প্রস্তাব পাইনি। আমি যা অর্জন করেছি, তা ছোট সিনেমায় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করে। আমি ছোট চরিত্রে অভিনয় করেছি। আর আমার সিনেমা যেমনই ব্যবসা করুক না কেন, সবকটি গান হিট করেছে। আমি টিকে রয়েছি আমার গানগুলোর জন্য।'
অভিনেত্রী আরও যোগ করেছেন, '৯০-এর দশকের কিছু ছবি রয়েছি যেখানে আমি কাজ করেছি। পরে প্রযোজক বলতেন সিনেমাগুলি ভালো ব্যবসা করেনি। ফলে আমার প্রাপ্য টাকা আমি আর পেতাম না। সেই সময়গুলো খুব কঠিন ছিল।'
প্রসূন গুপ্তঃ যুগে যুগে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিজে বহু নায়ক বা অভিনেতারা এসেছেন এবং জনমানসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। একেবারে গোড়ার দিকে অশোককুমার শুরু করেছিলেন রোমান্টিক নায়ক হিসাবে, কিন্তু কালে কালে খলনায়কের চরিত্রেও অভিনয় করেছেন যথা জুয়েল থিফ। দিলীপকুমার দেব আনন্দ কিন্তু রোমান্টিক অভিনয় করেও চরিত্রাভিনয়ও করেছিলেন। পরবর্তীতে রাজেন্দ্রকুমার থেকে রাজেশ খান্না সকলেই জনতার মনের দাবি মেটানো ফর্মুলা ফিল্মই করেছেন। ব্যতিক্রম হওয়া শুরু অমিতাভ বচ্চন থেকে। অমিতাভ একেবারে গোড়ার দিকেই সৌদাগর বলে একটি ছবিতে একেবারে সুবিধাবাদী এক গুড় ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন এরপর পরওয়ানা নামে এক গোয়েন্দা ছবিতে মূল খুনির চরিতে অভিনয় করেছেন। অমিতাভ তাঁর সুবর্ণ সময়ে যে সমস্ত ছবিতে অভিনয় করে মেগাস্টার হয়েছিলেন তার অধিকাংশ চরিত্র নেতিবাচক হিরো। আইন ভাঙা অথবা 'বদলা' নেওয়ার চরিত্র।
গত ২৫ বছরে ওই রোমান্টিক হিরো বা ভালোমানুষের ধারণা পাল্টে আজকের হিরোরা যে কোনও চরিত্রে অভিনয় করছেন। একেবারে শাহরুখ, অক্ষয়, অজয় দেবগন, আমির ইত্যাদি প্রায় সকলেই নেতিবাচক বা খারাপ লোকের ভূমিকায় অভিনয় করেছেন বা করছেন। ব্যতিক্রম সলমন খান, নেতিবাচক চরিত্র থাকলেও চরিত্রটি ইতিবাচকই হয়েছে এখনও।
শাহরুখ কিন্তু সেরা সময়ে নেতিবাচক চরিত্র এবং খারাপ লোকের চরিত্রে অভিনয় করেও দর্শকের সেন্টিমেন্ট আদায় করেছেন। তবে এটা বাস্তব রাজেশ খান্নার পরে রোমান্টিক হিরো বলতে প্রথমেই শাহরুখের নাম করতেই হয়। দুই অভিনেতার মধ্যে ম্যানারিজমের ধারা বজায় ছিল। সব ক্ষেত্রে ভালো না হলেও দর্শক কিন্তু গ্রহণ করেছে।
এখন শাহরুখের বয়স ৬০ এর দোরগোড়ায়। তিনি জানেন যে, তথাকথিত রোমান্টিক নায়ক হিসাবে তাঁর গ্রহণযোগ্যতা কমছে। তিনি নিজেকে পাল্টিয়ে ফেলেছেন। ডন ১ থেকে পাঠান ছবিগুলিতে তার বিপক্ষে কম বয়সী নায়িকারা কাজ করেছেন ঠিকই কিন্তু কোনওটাই রোমান্টিক ছবি বরং সাসপেন্স থ্ৰীলারে সমৃদ্ধ। অন্য শাহ্রুখকেও দর্শক গ্রহণ করছে। আজকের মাল্টিপ্লেক্স যুগে কোটি কোটি টাকার ব্যবসা করছে শাহরুখের ছবি। সদ্য রিলিজ করা জওয়ান ছবিটি দর্শক মতে 'সুপার'। বোধহয় শাহরুখের প্রযোজিত এই ছবি বলিউডের সেরা ব্যবসার মধ্যে পড়বে।
'গ্যাংস অফ ওয়াসিপুর', 'দেব ডি'-এর মতো সিনেমার পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সঙ্গে সব অভিনেতা অভিনেত্রীরাই একবার কাজ করতে চান। কেরিয়ার জীবনে অনেক ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন অনুরাগ। শুধুমাত্র সেভাবে কাজ করেননি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে। যদিও অনুরাগ পরিচালিত 'আগলি' ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল আলিয়াকে। কিন্তু তাতে কী দর্শকদের মন ভরে? সম্প্রতি অনুরাগকে জিজ্ঞেস করা হয়, তিনি কী সুযোগ পেলে আলিয়ার (Alia Bhatt) সঙ্গে কাজ করবেন? উত্তরে অনুরাগ যা বললেন, তা এখন আলোচনার প্রসঙ্গ হয়ে উঠেছে।
অনুরাগ বলেন, 'আমি মনে করি আলিয়া আমাদের দেশের অন্যতম ভালো পারফর্মার। যখনই তাঁর কাজ আমার ভালো লাগে, আমি তাঁকে বলি। যখন ভালো লাগে না, তখন চুপ করে থাকি। আমি তাঁর সঙ্গে অবশ্যই কাজ করতে পছন্দ করব। যদি তা আমার সিনেমার বাজেট এবং সিনেমার গতিতে সমস্যা তৈরী না করে। তবে এই আগ্রহ বিপরীত দিক থেকেও আসতে হবে।'
তবে অনুরাগ কী আলিয়াকে প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন? অনুরাগের মন্তব্যে ইঙ্গিত তেমনই। অনুরাগ সাক্ষাৎকারে আরও বলেন, 'আমি একবারের বেশি কোনও অভিনেতাকে প্রস্তাব দিই না। যদি তাঁরা স্ক্রিপ্টে কিছু অদল-বদল করতে বলেন আমি করি। কিন্তু বেশিরভাগ সময়ে তাঁদের অস্বস্তি আমার ফফিরে আসার জন্য যথেষ্ট হয়। কারণ যদি তাঁদের মন কাজে সে না দেয়, তাহলে তা পর্দায় ফুটে ওঠে।'