Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

baghajatin

Bagha Jatin: কবে মুক্তি পাবে বাঘা যতীনের ট্রেলার? খোলসা করলেন দেব

দুর্গাপুজোয় দর্শকদের মনোরঞ্জনের জন্য তৈরি দেব (Dev)। এবার পুজোয় আসছে তার অভিনীত সিনেমা 'বাঘা যতীন' (Bagha Jatin)। ১৯ অক্টোবর বাংলার সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। সামাজিক মাধ্যমে সিনেমার বেশ কিছু টুকরো টুকরো ঝলক দেখেছেন দর্শকেরা। তবে সিনেমার ট্রেলার এখনও মুক্তি পায়নি। কবে আসবে সেই শুভ দিন? নেটিজেনদের অপেক্ষার অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই একথা প্রকাশ্যে আনলেন।

ট্রেলার মুক্তি দিন ঘোষণার ক্ষেত্রেও একটি বিশেষ সারপ্রাইজ দিয়েছেন দেব। স্বমহিমায় পর্দার সামনে আসেননি তিনি। সিনেমার পর্দায় বাঘা যতীনের একটি ছদ্মবেশে সবাইকে দেখা দিয়েছেন দেব। পাঞ্জাবি সৈনিকের ছদ্মবেশে ধরা দিয়েছেন দেব। মাথায় ইয়া বড় পাগড়ি, দাঁড়ির ঢল নেমেছে বুক পর্যন্ত। তিনি আদতে বাঙালি না শিখ তা বোঝা দায়। কস্টিউমের ভারে কথা বলতে যে বেশ অসুবিধা হচ্ছিল অভিনেতার তা বোঝায় গিয়েছে ছোট এই ভিডিওতে।

View this post on Instagram

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

তবে ভক্তদের অপেক্ষা করিয়ে না রেখে বাঘাযতীন সিনেমার ট্রেলার কবে মুক্তি পাবে সেই কথাই জানিয়েছেন অভিনেতা। আগামী ৯ অক্টোবর আসতে চলেছে বাঘা যতীনের ট্রেলার। অভিনেতা দেব এবং বাঘা যতীনের পুরো দল সিনেমার ট্রেলার নিয়ে বেশ উচ্ছ্বসিত। অভিনেতা আশা রাখছেন, দর্শকদের ট্রেলার বেশ ভালো লাগবে। তার থেকেও বেশি ভালো লাগবে সিনেমাটি।

7 months ago
Bagha jatin: বাঘা যতীনের টিজার মুক্তি, কতটা নজর কাড়লেন দেব?

চলতি বছর মুক্তি পেতে চলেছে দেব (Dev) অভিনীত সিনেমা বাঘা যতীন (Bagha jatin )। দেবের ভক্ত থেকে সমালোচক, সকলেই সিনেমাটির দিকে তাকিয়ে রয়েছেন। টিজার পূর্ব ঝলক মুক্তি পেয়েছিল বেশ কিছুদিন আগে। এবার মুক্তি পেয়েছে সিনেমার টিজার। সামাজিক মাধ্যমে দেব একটি ১ মিনিট ৩১ সেকেন্ডের টিজার আপলোড করেছেন। স্বাধীনতা সংগ্রামী, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী থেকেই তৈরী হয়েছে এই সিনেমা। নাম ভূমিকায় রয়েছেন দেব।

টিজার জুড়ে স্বাধীনতা পূর্ব ব্রিটিশদের নির্মম অত্যাচারের ঝলক দেখা গিয়েছে। দেখা গিয়েছে, যতীনের চরিত্রে দেবের দাপট। ব্রিটিশদের নজর এড়িয়ে গা ঢাকা দিতে নানা ছদ্মবেশ নিয়ে থাকতেন যতীন মুখোপাধ্যায়। সিনেমার পর্দায় দেবকে কখনও পাঞ্জাবির ছদ্মবেশে, কখনও তান্ত্রিকের ছদ্মবেশে দেখা যাবে। সিনেমায় যতীন মুখোপাধ্যায়ের পাশাপাশি, তাঁর সমসাময়িক অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের দেখা যাবে। চলতি বছর ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।

View this post on Instagram

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

বাঘা যতীন সিনেমাটি নিয়ে দেব ভক্তদের অপেক্ষার অন্ত নেই। দেবের সাম্প্রতিক সিনেমাগুলি দেখলে বোঝা যায়, সুপারস্টারের তকমা ঝেড়ে ফেলে, 'অভিনেতা' দেব হয়ে উঠতে চাইছেন তিনি। এই যাত্রায় সমালোচকদের সমালোচনাতেও বিদ্ধ হচ্ছেন অভিনেতা। তাই এই সিনেমাটিতে দেব, নিজেকে প্রমান করার সুযোগ পাবেন। ছবিতে দেবের পাশাপাশি দেখা যাবে, নবাগতা সৃজা দত্তকে। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, রোহান ভট্টাচার্য এবং অন্যান্য অভিনেতাদের।

8 months ago
Dev: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেব অভিনীত বাঘা যতীনের আগাম ঝলক প্রকাশ্যে

চলতি বছরে দর্শকদের জন্য ডাবল উপহার ঝুলিতে রেখেছেন দেব। ইতিমধ্যেই তাঁর অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' সগৌরবে চলিতেছে সিনেমাহলে। আবারও নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে এনেছেন দেব (Dev)। আগামীকাল ১৫ অগাস্ট। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস পুর্তির প্রাক্কালে, তাঁর আসন্ন সিনেমা 'বাঘা যতীন'-এর (Bagha Jatin) ছোট্ট একটি ট্রেলার প্রকাশ্যে এনেছেন অভিনেতা। টিজার নয়, অভিনেতা এটিকে বলছেন 'আগাম টিজার'।

দেবের সংলাপ দিয়ে শুরু হয়েছে টিজার। অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, 'যতীন মুখার্জি হয় লড়ে, নয় মরে। ধরা পড়ে না।' এরপরেই দেখা গিয়েছে ইউরোপিয়ান ক্লাব, যার বাইরে লেখা, 'কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ।' এই দৃশ্য ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কালে নিয়ে যায় দর্শকদের। বাঘের সঙ্গে যতীনের লড়াইয়ের দৃশ্যের ঝলকও দেখা যায়। যে ঘটনার পরেই তিনি যতীন থেকে হয়ে ওঠেন 'বাঘা যতীন'।

View this post on Instagram

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আপাতত সিনেমার আগাম ঝলক মুক্তি পেলেও, বাঘা যতীন মুক্তি পেতে চলেছে, ১৯ অক্টোবর। নিজের সামাজিক মাধ্যমে সিনেমার প্রি টিজার আপলোড করে দেব লিখেছেন, 'ভারতের স্বাধীনতার ৭৬ তম বছর পূর্তিতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স-এর নিবেদন— ‘বাঘা যতীন’। বাংলা তথা ভারতের অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্বাধীন স্বদেশ গড়ার স্বপ্নের অকথিত কাহিনি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।'

9 months ago


Dev: বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে দেবের বাঘাযতীন

অভিনেতা দেবের (Dev) নতুন ছবি মুক্তির অপেক্ষায়। তাঁর বাঘাযতীন সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ ছিল দর্শকদের। বেশ কিছু মাস আগেই শেষ করেছিলেন সিনেমার শ্যুটিং। এবার পোস্ট প্রোডাকশনের কাজ শুরু। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বাঘাযতীনের (Baghajatin) জীবনী থেকে আঁধারিত দেবের সিনেমা। অনেকে মনে করেছিলেন, আগস্ট মাসেই হয়তো মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেতা নিজেই।   

শুক্রবার দেব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, চলতি বছরে ২০ অক্টোবর বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে বাঘাযতীন। একইসঙ্গে নতুন পোস্টারও মুক্তি পেয়েছে। ছবিতে দেখা গিয়েছে, খাকি উর্দি ও লম্বা দাড়িতে অভিনেতা। তিনি যে দেব, তা চেনা দায়। স্বাধীনতা সংগ্রামীর জীবনকাহিনীর শ্যুটিংয়ের জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি দেবকে। বিশেষ করে বাঘের সঙ্গে যুদ্ধের একটি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দেব। সেলাইও পড়েছিল। তবুও তাঁর অদম্য উৎসাহে শেষ হয়েছিল সিনেমার শ্যুটিং। সিনেমা মুক্তি পেলেই বোঝা যাবে তাঁর পরিশ্রম কতটা স্বার্থক হল। 


অন্যদিকে অভিনেতা দেবের এখন রমরমা বাজার। একদিকে বাঘাযতীন অন্যদিকে ব্যোমকেশ। ইতিমধ্যেই বিরসা দাশগুপ্ত পরিচালিত সিনেমা ব্যোমকেশের শ্যুটিং শেষ হয়েছে। বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি। কিন্তু পুজোয় মুক্তি পেতে চলেছে বাঘাযতীন। তাহলে কী পুজোতেই মুক্তি পাবে ব্যোমকেশ? চলতি বছরে দেব জোড়া ধামাকা নিয়ে আসেন কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে ব্যোমকেশ সিনেমা মুক্তির দিকে। 

11 months ago