Breaking News
BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট      PM Modi: তৃণমূল মানেই দুর্নীতি-লুট! ভোট প্রচারে সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদী      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার আরও ২ , কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন কমিশন      Sheikh Shahjahan: বিজেপির 'দালাল'রা তাঁর বিরুদ্ধে মিথ্যে বলছে, দাবি শেখ শাহজাহানের     

announcement

ICSE: আইএসসি ও আইসিএসই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, বিজ্ঞপ্তি জারি বোর্ডের

ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা ও ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসির দ্বাদশ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বোর্ড। তাতেই জানানো হয়েছে আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ১৩ এপ্রিল। অন্যদিকে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২১ ফেব্রুয়ারি। শেষ হবে ২৮ মার্চ।

২০২৩ সালে ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইসিএসই-র পরীক্ষা। ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হয়েছিল ৩১ মার্চ। ফল প্রকাশ হয়েছিল ১৪ মে। ভাল ফল করেছিল বাংলার পড়ুয়ারাও। আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের পাশের হার ছিল বেশি। মেয়েদের পাশের হার ছিল ৯৯.২১ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ। এবার দেখার নতুন বছরের ফলে বড়সড় কোনও বদল আসে কিনা। 

এদিকে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইএসসি বোর্ডের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। অন্যদিকে আইসিএসসির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

4 months ago
Ritabhari Chakraborty: সন্তানসম্ভবা ঋতাভরী! সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে জোর চর্চা

বৃহস্পতিবার সন্ধ্যে হতে না হতেই একপ্রকার ঝড় উঠল সামাজিক মাধ্যমে। টলিউড অভিনেত্রী ও মডেল ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি সন্তানসম্ভবা (Pregnant)। নেটিজেন এবং তাঁর ভক্তরা এই মুহূর্তে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। যদিও পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল নেমেছে। সকলেই জানতে চাইছেন এই খবর কি আদৌ সত্যি?

ঋতাভরী তাঁর সামাজিক মাধ্যমে গোলাপি ও নীল ব্যাকগ্রাউন্ডের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে জ্বলজ্বল করে লেখা রয়েছে, 'আমি এবং আমার স্বামী আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।' এর বেশি আর কিছুই লেখেননি অভিনেত্রী। উঠছে বেশ কিছু প্রশ্ন, তাহলে কী অভিনেত্রী গোপনে বিয়ে করেছেন? 'স্বামী' বলে যাকে উল্লেখ করছেন তিনি কে?


অভিনেত্রী সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছিলেন, তাঁর মন গলেছে তথাগত চট্টোপাধ্যায়ের প্রেমে। তথাগত মনোবিদ।  তাঁর কাছে থেরাপি করাতে গিয়েই প্রেমে পড়েন ঋতাভরী। তবে কী তাঁর সঙ্গেই বিয়ে করেছেন সকলের অলক্ষ্যে? নাকি এই পোস্ট কেবলই পাবলিসিটি স্টান্ট? হয়তো ঋতাভরীর নতুন কাজের প্রমোশন। আরও একটি আশঙ্কা বাদ দেওয়া যায় না, অভিনেত্রীর সামাজিক মাধ্যম কি হ্যাক হল!

7 months ago