Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

YouTuber

Elvish: সাপের বিষ যোগান! বিখ্যাত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সাপের বিষ যোগান দেওয়ার অভিযোগ এবার বিখ্যাত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। সূত্রের খবর, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, রেভ পার্টিতে নেশার জন্য সাপের বিষ যোগান দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে এফআইআর করা হল 'বিগ বস ওটিটি ২'-এর বিজয়ী এলভিস যাদবের বিরুদ্ধে। অভিযোগ, রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেই পার্টিতে আবার সাপের বিষের মতো ভয়ঙ্কর নেশাও করা হয়। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯টি বিষাক্ত সাপ। যার মধ্যে ৫টি অতি বিষধর কোবরাও রয়েছে। এই মামলায় এলভিসের যোগও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এলভিসের রেভ পার্টি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০-২৫ এমএল নেশা করার বিষ। উদ্ধার করা হয়েছে  একাধিক মাদক দ্রব্য৷

প্রাণী কল্যাণ আধিকারিক গৌরব গুপ্তর দায়ের করা অভিযোগ অনুযায়ী, এ এই জনপ্রিয় ইউটিউবার তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে নয়ডা এবং এনসিআরের একটি ফার্ম হাউসে পার্টি করছিলেন৷ সেই পার্টিতে সাপের বিষ এবং জীবন্ত সাপ নিয়ে ইউটিউবের ভিডিয়োও শুট করা হচ্ছিল। পুলিশের অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে এই রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিসরা৷

6 months ago
Youtuber: প্রয়াত 'দিল সে বুরা লাগতা হ্যায়' খ্যাত ইউটিউবার দেবরাজ প্যাটেল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ফের মর্মান্তিক মৃত্যু হল এক জনপ্রিয় কমেডিয়ান (Comedian) তথা ইউটিউবারের (Youtuber)। সোমবার বাইক দুর্ঘটনায় প্রয়াত হলেন ২১ বছরের ইউটিউবার দেবরাজ প্যাটেল (Devraj Patel)। ছত্তিশগড়ের রায়পুরে এক বাইক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। 'দিল সে বুরা লাগতা হ্যায়' এই জনপ্রিয় মিমের জন্য়ই তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। যেই মানুষটা প্রত্যেকের মুখে হাসি ফোটান, তিনিই আজ চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন। ফলে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর অনুরাগীরা স্তম্ভিত। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এমনকি জনপ্রিয় ইউটিউবার ভুবন বামের সঙ্গে তাঁর সিরিজ 'ডিন্ডোরা'-তেও কাজ করেছিলেন।

জানা গিয়েছে, ভিডিও শ্যুট করে রায়পুর থেকে ফিরছিলেন দেবরাজ। বিকেল ৩টে ৩০মিনিট নাগাদ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, তিনি বাইক চালাচ্ছিলেন না। বরং তিনি বাইকচালকের পিছনের আসনে বসেছিলেন। পুলিস সূত্রে খবর, মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। ট্রাক ও বাইকটি একই দিকে যাচ্ছিল। তখনই বাইকের হ্যান্ডেলে ধাক্কা লাগে তাঁর বাইকের। আর এতেই পিছন থেকে ছিটকে যান দেবরাজ। গুরুতর জখম হন তিনি। মাথায় আঘাত লাগে তাঁর। চোট পান শরীরের অন্যান্য অংশেও। তবে এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন বাইকচালক অর্থাৎ তাঁর বন্ধু রাকেশ মানহার। তিনিই দুর্ঘটনার পর খবর দেন অ্যাম্বুল্যান্সে। এরপর দেবরাজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দেবরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তাঁর সঙ্গে দেবরাজের একটি ভিডিও শেয়ার করে তিনি টুইটে লিখেছেন, 'এই অল্প বয়সী আশ্চর্যজনক প্রতিভাকে হারানো খুবই দুঃখজনক। ঈশ্বর তাঁর পরিবার ও প্রিয়জনদের এই দুঃখ সহ্য করার শক্তি দিন। ওম শান্তি।'

10 months ago
Agastya: বেপরোয়া গতিই কাড়ল প্রাণ, মৃত্যু জনপ্রিয় ইউটিউবার অগস্ত্য চৌহানের

ফের শোকের ছায়া সোশ্যাল মিডিয়াজুড়ে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনপ্রিয় ‘ইউটিউবার’(YouTuber) তথা ‘বাইক রাইডার’(Bike rider) অগস্ত্য চৌহানের। প্রো রাইডার ১০০০ নামেই তাঁকে চিনত নেটপাড়া। ২০ লাখের জাম্বো বাইক নিয়ে ঝড়ের গতিতে কাঁপিয়ে বেড়াতেন নেটদুনিয়া। আর এই গতিই কাড়ল অগস্ত্যের জীবন। পুলিস সূত্রে খবর, ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে বাইক চালিয়ে আগ্রা থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। যমুনা এক্সপ্রেসওয়ের ৪৭ নম্বর মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিস সূত্রে খবর, আগ্রা থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে ৩০০ কিলোমিটার বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন অগস্ত্য। মাইলস্টোনের কাছে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ডিভাইডারে জোরে ধাক্কা লেগে কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিসের টহলদারি ভ্যান সেখানে এসে পৌঁছয়। অগস্ত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে অগস্ত্যর।

সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়তা রয়েছে অগস্ত্য চৌহানের। বয়স মাত্র পঁচিশ বছর। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা ছিলেন তিনি। ইউটিউব এবং সমাজমাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ। শুধু মাত্র ইউটিউবেই তাঁর অনুগামীর সংখ্যা ১২ লক্ষ। সমাজমাধ্যমে নিজের বাইক চালানোর নানা রকম ভিডিও শেয়ার করতেন অগস্ত্য। এছাড়াও বাইক নিয়ে দূরদূরান্তে ভ্রমণেও যেতেন তিনি। তাঁর অকালমৃত্যুতে অনুগামীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

12 months ago


Murder:বাগনান জাতীয় সড়কে গুলি করে হত্যা ঝাড়খণ্ডের ইউটিউবারকে, গ্রেফতার স্বামী

বুধবার বাগনানে জাতীয় সড়কে (National Highway Howrah) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের ইউটিউবার (Jharkhand You Tuber Murder) তথা অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়া। এই ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী প্রকাশ কুমার। রিয়ার দাদার অভিযোগের ভিত্তিতে প্রকাশকে গ্রেফতার করেছে হাওড়া গ্রামীণ পুলিস। এই হত্যাকাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছে বাগনান থানার হাতে। যদিও ঘটনার দিন অর্থাৎ বুধবার সাতসকালে মৃতার স্বামীর দাবি ছিল, ছিনতাইয়ে বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল। সেই সময় ভিন রাজ্যের এই দম্পতির শিশুকন্যাও সঙ্গে ছিল। কিন্তু পুলিসি (Howrah Police) জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে প্রকাশের বয়ানে।

তারপরেই রিয়ার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেফতার অভিনেত্রীর স্বামী। মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রিয়ার দাদা। তালিকায় প্রকাশ ছাড়াও নাম আছে তাঁর প্রথম পক্ষের স্ত্রী এবং দুই ভাইয়ের। অর্থাৎ রিয়া কুমারী হত্যাকাণ্ডে মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এঁদের প্রত্যেককেই ধীরে ধীরে তদন্তের আওতায় আনা হবে বলে সূত্রের খবর। তবে এদিন থানা থেকে তাঁকে আদালতে নিয়ে যাওয়ার পথে নিজের উপর থাকা খুনের অভিযোগ অস্বীকার করেন প্রকাশ।

এদিকে, প্রকাশের বিরুদ্ধে মূল অভিযোগ, শারীরিক এবং মানসিক নির্যাতন, মারধর এবং হুমকির। বুধবারই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে অভিনেত্রীর ময়না তদন্ত হয়েছে। সেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় গুলি চালানো হয়েছে রিয়ার মাথায়। সম্ভবত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলেছে গুলি। বুধবার গাড়ির ফরেন্সিক পরীক্ষায় ভিতর থেকেই উদ্ধার হয়েছে গুলির খোল।

বৃহস্পতিবারও রিয়ার দেহের ফরনেসিক পরীক্ষা হবে। পাশাপাশি ফরেন্সিক দল খতিয়ে দেখবে ঘটনাস্থল। অর্থাৎ ঠিক যে জায়গায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যেহেতু এলাকার কোনও সিসিটিভি ফুটেজ নেই, তাই ফরেন্সিক রিপোর্ট এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছে হাওড়া গ্রামীণ পুলিস।

one year ago