Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

WomanDeath

Tree:ঝড়ের পর রাস্তার বালি সরাতে গিয়ে বিপত্তি, গাছের ডাল মাথায় পড়ে বসিরহাটে মৃত বৃদ্ধা

গাছের ডাল ভেঙে মৃত একজন(old woman death), জখম ১। বসিরহাটের(basirhat incident) গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। শোকের ছায়া গোটা গ্রামে। সোমবার দুপুরে ঝড়ের সময় রাস্তায় বেরিয়েছিলেন বছর পয়ষট্টির শামসুন্নাহার বিবি। হঠাৎই একটি লম্বু গাছের ডাল(tree fall) ভেঙে পড়ায় গুরুতর জখম হন তিনি। সেই সময় জখম হন আরও একজন। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে ভর্তি করেন স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে।

পরে শামসুন্নাহারের অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। পরিবার সুত্রের খবর,সোমবার ঝড়ের পর বালি সরাতে রাস্তায় বেরিয়েছিলেন শামসুন্নাহার। তখন একটি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়। তারপর তাঁকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানে হয়। সেখানেই মৃত্যু হয় শামসুন্নাহার বিবির।

জখম অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে বসিরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিস। 


one year ago
Elephant: বাড়ির সামনে মুখ ধুতে গিয়ে বিপত্তি, হাতির আছাড়ে মৃত বৃদ্ধা! ময়নাগুড়ির গ্রামে আতঙ্ক

শুঁড়ে পেচিয়ে বৃদ্ধাকে মারলো দাঁতাল হাতি (Elephant Attack)! সোমবার ময়নাগুড়ি (Moynaguri Jalpaiguri) রামসাই এলাকার এই ঘটনায় আতঙ্ক। সোমবার ময়নাগুড়ি থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে বলে খবর। মৃতার নাম রাত্মা ওরাও (৬৫), বাড়ি রামসাই গ্রামপঞ্চায়েতের কালামাটি এলাকায়।

জানা গিয়েছে, তিনি বাড়ির সামনেই যখন মুখ ধুচ্ছিলেন, সেই সময় হঠাৎ একটি দাঁতাল হাতি তাঁদের বাড়ির সামনে চলে আসে। সেই সময় বৃদ্ধাকে শুঁড়ে পেচিয়ে আছাড় মারে। এরপর বৃদ্ধার শরীরে উপর দিয়েই হাতিটি চলে যায়। এরপরেই তার প্রতিবেশীরা চিৎকার চেচামেচি শুরু করেন। রামসাই বন দফতরের রেঞ্জার প্রদ্যুৎ সরকার জানান, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

one year ago