Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

WestIndies

Hardik: ক্যারাবিয়ানদের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি হারের দায় নিজের কাঁধেই নিলেন হার্দিক

ওয়েস্ট ইন্ডি‌জের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে হারের দায় নিজের ঘাড়েই নিলেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর কথায়, হার-জিত একটা প্রক্রিয়ার অঙ্গ। সেটা থেকে শেখাই আসল। ভুল থেকেই শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা নিয়েই তাঁরা আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রবিবারের ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই দিক থেকেই ব্যর্থ ভারত। ৮ উইকেট বাকি থাকতেই সিরিজ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।  

ম্যাচের হার্দিক সংবাদমাধ্যমকে ভারতের হারের কারণ ব্যাখ্যা করেছেন। মূলত, ব্যাটিংকেই দায়ী করেছেন তিনি। তাঁর ব্যর্থতার কথাই উল্লেখ করেছেন। হার্দিক বলেন, "প্রথম দশ ওভারের পরেই আমরা পিছিয়ে পড়েছিলাম। বিশেষত আমি ব্যাট করতে আসার সময়। আমি আসার পর রানের গতি কমে যায়। যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। যার মাশুল দিতে হল।'

হার্দিক আরও বলেন,'আমি মনে করি নিজেদের পরীক্ষার মধ্যে ফেলা উচিত। এই ধরনের ম্যাচগুলোয় করা ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমাদের।' একইসঙ্গে তিনি এদিন তরুণ ক্রিকেটারদের প্রশংসাও করেন।

উল্লেখ্য, চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলে সিরিজে সমতা এনেছিল ভারত। কিন্তু, রবিবার নির্ণায়ক ম্যাচে হার মানতে হল হার্দিকদের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ না জিতেই ফিরতে হচ্ছে ভারতকে।

9 months ago
Rahul: ১৭ বছর পর ক্যারানিয়ানদের বিরুদ্ধে সিজির হার ভারতের, ব্যাটিংকে কাঠগড়ায় তুলল রাহুল

১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও সিরিজ হেরে দেশে ফিরছে ভারতীয় দল। সেই ওয়েস্ট ইন্ডিজ যারা এবার বিশ্বকাপও খেলবে না। আমেরিকার মাটিতে সিরিজ হারের পরেই ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

তিনি জানিয়েছেন, এই সিরিজে সব ব্যাটারদের সুযোগ দেওয়া হয়েছিল। কারণ, বিশ্বকাপের আগে এই সিরিজ ছিল নিজেদের প্রমাণ করার। কিন্তু দ্রাবিড় স্বীকার করছেন, ব্যাটাররা নিজেদের পারফরম্যান্স করতে পারেননি।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের জন্য নিজের কাঁধেই দায় নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছিলেন, গোটা সিরিজে যা ভুল, তার সব দায় তাঁর। ম্যাচ শেষে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ে দাবি, ব্যর্থতার পাশাপাশি সাফল্যও রয়েছে। সেই কারণে যশস্বী, অর্শদীপদের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। এবার আয়ারল্যান্ড সফর। যে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। রবিবার সেই খবরে সিলমোহর বসিয়েছে বিসিসিআইও। আয়ারল্যান্ডে ক্যাপ্টেন বুমরার কোচ ভিভিএস লক্ষ্মণ।

9 months ago
Cricket: যশস্বী ও শুভমনের আক্রমণাত্মক ব্যাটিং, ক্যারাবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সমতা ফেরাল ভারত

একদিকে হকি, আরেকদিকে ক্রিকেট। শনিবার ছিল ভারতীয়দের জন্য গর্বের দিন। এদিন, হকি চ্যাম্পিয়ন হয় ভারত। হকির পাশাপাশি, ক্রিকেটেও বাজিমাত করল ভারতীয় দল। ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। আজ, পঞ্চম ম্যাচেই জানা যাবে, কে অবশেষে জিতবে সিরিজ।

এদিন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। যদিও, যশস্বী ও শুভমনের আক্রমণাত্মক ব্যাটিং শেষপর্যন্ত জয় এনে দিল ভারতকে। দু'জনেই অর্ধশতরান করেন। ১৮ বল বাকি থাকতেই ১৮০ রানে টার্গেট পূরণ করলেন হার্দিক পাণ্ডিয়ারা।

শনিবার টসে জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালই করেছিলেন ক্যারিবিয়ানরা। প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং। কিন্তু, পাওয়ার প্লে-র মধ্যেই দু'জনের উইকেট তুলে নেন আর্শদীপ সিং।

কুলদীপের বোলিংয়ে এক ওভারেই দু'টি উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যান শিমরন হেটমেয়ার। অর্ধশতরান করেন তিনি। শেষ ওভারে ৬১ রান করে আউট হন হেটমেয়ার। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে আরশদীপ ৩টি, কুলদীপ ২টি এবং ১টি করে উইকেট নেন অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল ও মুকেশ কুমার।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত। যশ্বসী-শুভমনের জুটিতে ১০ ওভারের মধ্যেই ১০০ রান পেরিয়ে যায় ভারত। প্রায় শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তাঁরা। যদিও, শেষদিকে আউট হয়ে যান শুভমন। ৪৭ বলে ৭৭ রান করেন তিনি। ব্যস আর কোনও উইকেট পড়েনি ভারতের। ৮৪ রানে অপরাজিত থাকেন যশ্বসী। শেষপর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জেতে ভারত।

9 months ago


India: ক্যারাবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে মেসির মায়ামিতে হার্দিকের দল

মেসির মায়ামিতে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি টি-টোয়েন্টি খেলতে আমেরিকায় হার্দিকরা। সিরিজে এখনও ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। শেষ ম্যাচে সূর্য-তিলক জুটিতে গায়নায় ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। সিরিজের বাকি দুটি ম্যাচে ফ্লোরিডায় খেলবে ভারতীয় দল।

পাঁচ ম্যাচের এই সিরিজে এখনও পর্যন্ত হার্দিকের ভারতের পারফরম্যান্স মিশ্র। প্রথম দুটি ম্যাচ হারের পর বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে গায়নায় যেন একটু স্বস্তি ফিরেছে।

১২ অগাস্ট সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছর আমেরিকাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে প্রস্তুতি বলেই মনে করছেন আয়োজকরা

9 months ago
Cricket: ব্যাটিং-ই ডোবাল ভারতকে, ক্যারাবিয়ানদের বিরুদ্ধে ৪ রানে হার হার্দিক বাহিনীর

ভারতীয় ব্যাটিং লাইন আপে ধসের জেরেই প্রথম টি-টোয়েন্টিতে হার ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচই হেরে গেল ভারত। ১৫০ রানে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলেন না হার্দিকরা। মাত্র ৪ রানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হারতে হল ভারতকে।

১৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে ভারতের। রান পেলেন না শুভমন গিল ও ঈশান কিষাণ। জেতার আশা জাগিয়েছিলেন তিলক বর্মা। প্রথম অভিষেক ম্যাচেই আলোচনার কেন্দ্রে তিলকের নাম। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান  কিন্তু, তাঁকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারলেন না। ৩৯ রানে আউট হয়ে যান তিনি। মাত্র ১৯ রান করেন হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভারের মধ্যে ৯টি উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ভারত।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে প্রথমে ব্যাট করে নজর কাড়লেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। পুরান করেন ৪১ রান। পাওয়েল করেন ৪৮ রান।

অন্যদিকে,  দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

9 months ago


WI vs IND: ৬ বছর পর ক্যারাবিয়ানদের মাটিতে লজ্জার হার ভারতের

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কার্যত গুটিয়ে গেল ভারত। প্রাথমিক ভাবে মনে হয়েছিল দ্বিতীয় একদিনের ম্যাচ ও হাসতে হাসতে বের করে দেবে ঈশান কিশন, হার্দিক পান্ডিয়ারা। দ্বিতীয় দিনের ম্যাচে, কিন্তু ৬ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজের সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রান তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বাকিদের কাঁধে দায়িত্ব দিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছিল ভারত। সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন ও অক্ষর পটেল। কিন্তু ঈশানের অর্ধ শতরানের পরেই নামে বিপর্যয়।

৩৪ রানের মাথায় স্পিনার গুডাকেশ মোতির বলে ছক্কা মারতে গিয়ে লং অফে আউট হন শুভমন। ৫ রান পরেই আউট হন ঈশান। বল হাতে ক্রমেই বাড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের দাপট। ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারত।

9 months ago
Siraj: টেস্ট সিরিজ শেষ না করেই দেশে ফিরছেন ভারতীয় পেসার সিরাজ, কারণ!

ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। তার আগে, একেবারে শেষ মুহূর্তে দলে বদল আনল বিসিসিআই। ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়লেন। তিনি রবিচন্দ্রন অশ্বিন, কেএস ভারত, অজিঙ্ক রাহানে এবং নভদীপ সাইনির সঙ্গে দেশে ফিরে আসছেন। ইএসপিএন ক্রিকইনফো সূত্রের খবর, মহম্মদ সিরাজের ওপর প্রবল চাপ পড়ে যাচ্ছিল, এই কারণে তাঁকে বিশ্রাম দেওয়ার জন্য দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের যথাযথ প্রস্তুতি হিসেবেই কার্যত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে দেখছে ভারতীয় দল। এশিয়া কাপের পরই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে রোহিত শর্মা অ্যান্ড কোং।

10 months ago
IND vs WI: ভারতের থেকে এখনও ২০৯ রানে পিছিয়ে থাকলেও ভাল লড়াই ক্যারাবিয়ানদের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিনেও ভাল উইকেট পেল না ভারত । ৬৭ ওভারের খেলায় মোট চার উইকেটই নিতে পারলেন ভারতীয় বোলাররা। যদিও, ভারতের থেকে এখনও পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখনও ২০৯ রান পিছিয়ে রয়েছে তাঁরা। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২২৯ রান।

তৃতীয় দিনে ব্যাটে সেভাবে রান পাচ্ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ভারতীয় দলকে প্রথম উইকেট এনে দেন বাংলার মুকেশ কুমার। তাঁর বলে ফেরেন কির্ক ম্যাকেঞ্জি। এদিন, অধিনায়ক ক্রেজ ব্রেথওয়েটের সঙ্গে জুটি বেঁধে ভালই খেলেছেন তিনি।

ব্রেথওয়েট অর্ধশতরান করেন । ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে দুরন্ত ব্যাটিং থামাতে পারছিলেন না ভারতীয় বোলাররা। অবশেষে, রবিচন্দ্রন অশ্বিনের অফস্পিনের শিকার হয়ে ৭৫ রান করে ড্রেসিং রুমে ফেরেন তিনি। রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজও একটি করে উইকেট নেন।

কিন্তু, বৃষ্টির জেরে বারবার বিঘ্নিত হয়েছে ম্যাচ। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। বন্ধ থাকে ম্যাচ। নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। পরে খেলা শুরু হয়। কিন্তু, আবারও বৃষ্টির জেরে ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে আলো কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ করে দেন আম্পায়ারেরা।

10 months ago


Test: 'অতীত নয়, বর্তমানে বাঁচতে চাই,' ক্যারাবিয়ানদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে বিস্ফোরক অশ্বিন

টেস্ট কেরিয়ারে ৩৩তম পাঁচ উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাদ পড়েছিলেন। দলে ফিরেই এই পারফরম্যান্স। অশ্বিনের দাপুটে বোলিংয়ে ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়া নিয়ে মুখ খুললেন অশ্বিন।

টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার অশ্বিন। তাঁকে বাইরে রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর প্রশ্নের মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। অতীত নয়, বর্তমান নিয়ে ভাবতে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যা হয়েছে, তা দুঃখের। কারণ টিমকে হারতে হয়েছে। এমনই মনে করছেন অশ্বিন।

ক্রিকেটে সব ফরম্যাটে ৭০০ উইকেটের মালিক অশ্বিন। তিনি বলেন, "বিশ্বের এমন কোনও ক্রিকেটার বা মানুষ নেই, যারা নিচে না নেমে উপরে উঠেছে। উত্থান-পতন থাকবেই। যখন পতন হয়, তখন সুযোগও থাকে। দুটি বিকল্প থাকে। হয় তা নিয়ে সমালোচনা করে ডুবে যাও। না হলে শিক্ষা নিয়ে ফের এগিয়ে যাও। আমি প্রত্যেকবার শিক্ষা নিয়েছি।"

10 months ago
Ashwin: বাবা-ছেলেকে আউট করে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অশ্বিন

টেস্ট ম্যাচে একাধিকবার শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছেন রবিচন্দ্র আশ্বিন। এবার ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ক্যারিবিয়ান ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট নিলেন তিনি।  প্রথম ভারতীয় হিসেবে একই ম্যাচে বাবা-ছেলেকে আউট করার নজির গড়লেন অশ্বিন।

২০১১ সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন প্রথমবার শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছিলেন। এরপর একাধিকবার সিনিয়র চন্দ্রপলকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। এবার আউট করলেন তাঁর ছেলেকেও।

প্রথম টেস্টের চা পানের বিরতি পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন অশ্বিন। আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়ে ফেলেন তিনি। তেজনারায়ন চন্দ্রপল ছাড়াও ক্যারিবিয়ানদের অধিনায়ক তথা ওপেনার ক্রেগ ব্রেথওয়েট, অ্যালিক আথাজানে ও আলজারি জোসেফেকেও ফিরিয়েছেন ভারতীয় স্পিনার।

১৩৭ রান তুলেছেন ক্যারিবিয়ানরা। তার মাঝেই ৮ উইকেট খুইয়ে ফেলেছেন তাঁরা। অশ্বিনের ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।

10 months ago


India: বিশ্বকাপের আগে নতুন জার্সিতে ভারত, জার্সি অপছন্দ নেটিজেনদের

বুধবার ডোমিনিকা থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন লড়াই। তার আগে সামনে এল টিম ইন্ডিয়ার নতুন জার্সি। যা দেখে খুশি হতে পারলেন না নেটিজেনরা। পোলো নেক জার্সির একদিকে বোর্ডের লোগো এবং আর এক দিকে নতুন স্পনসর অ্যাডিডাসের লোগো। কাঁধের উপরে থাকছে ব্লু স্ট্রিপ। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের আপত্তি গাঢ় লাল রঙে লেখা ড্রিম ইলেভেনকে নিয়ে।  অনেক নেটিজেন মনে করেন, যে জার্সিতে অ্যাডিডাসের মতো ব্র্যান্ড থাকে, সেখানে ড্রিম ইলেভেনের জায়গা পাওয়া উচিত নয়।

ভারতের আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের স্পনসর ছিল জার্মান এই কোম্পানি। অতি সদ্য ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি করেছে তারা। প্রাথমিক ভাবে পাঁচ বছরের চুক্তি হয়েছিল বিসিসিআই এবং অ্যাডিডাসের সঙ্গে। তারপরেই অবশ্য ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি করে ভারতীয় বোর্ড। সেই চুক্তির দিন থেকেই ভারতীয় ক্রিকেটে ড্রিম ইলেভেনের অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন।

এবার নতুন জার্সিতে সেই লোগো প্রকাশ পেতে সমালোচনা আর তীব্র হল। অনেকের অভিযোগ, অ্যাডিডাসের সঙ্গে ড্রিম ইলেভেনের কোনও প্রয়োজন ছিল না। টিম ইন্ডিয়ার জার্সির ডিজাইন আরও ভেবে করা প্রয়োজন ছিল বলেও অভিযোগ অনেকের।

10 months ago
Test: একযুগ পরে ফের ডোমিনিকায় একসঙ্গে বিরাট-রাহুল

১২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে ডোমিনিকায় (Dominika) টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া (India)। সেই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মিডল অর্ডারে ছিলেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়৷ ছিলেন বিরাট কোহলিও। মহাতারকাদের তুলনায় জুনিয়র হলেও তখনই তিনি স্টার।

এক যুগ পরে আবারও বিরাট এবং দ্রাবিড় সেই ডোমিনিকায়, একসঙ্গে। কেবল একজনের ভূমিকা বদলে গিয়েছে। ১২ বছর পর রাহুল দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচ। তাঁর অন্যতম ভরা প্রাক্তন ভারত অধিনায়ক মহাতারকা বিরাট কোহলি।

বিরাট তাঁর সঙ্গে রাহুলের ছবি শেয়ার করে লিখেছেন, 'ডোমিনিকায় ২০১১ সালে শেষবার টেস্ট ম্যাচে খেলেছিলাম আমরা। কখনও ভাবিনি জীবন আবার আমাদের এখানে ফিরিয়ে দেবে। তবে অন্য ভূমিকায়। কৃতজ্ঞতা।'

10 months ago
India: ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ক্রিকেট কিংবদন্তি সোবার্সের সঙ্গে দেখা কোহলিদের

ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে টিম ইন্ডিয়া (India)। ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টিটোয়েন্টি সিরিজ খেলবে দল। এরই মধ্যে স্যার গ্যারিফিল্ড সোবার্সের (Sobers) সঙ্গে দেখা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিল।

বিসিসিআই একটি ভিডিয়ো শেয়ার করেছে। ওই ভিডিয়োতে দেখা যায়, বিরাট, রোহিতদের সঙ্গে, শুভমান গিলকেও। স্যার গ্যারি সোবার্সের সঙ্গে হাত মেলান তাঁরা। ওই ভিডিয়োতে দেখা যায় সোবার্সের স্ত্রীকেও।

১৯৫৮ সালে স্যার গ্যারি সোবার্স অভিষেকেই ৩৬৫ রান করেছিলেন। প্রথমবার কোনও ব্যাটসম্যান, টেস্ট সেঞ্চুরি করে ত্রিশতক করেন। ২০২০ সালে স্যার গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জেতেন বিরাট কোহলি।

10 months ago


India: ক্যারাবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত, ইন্ডিজ মাটিতে হাজির ৮ খেলোয়াড়

শনিবারই ঠিক হয়ে গিয়েছে ভারতের (India) মাটিতে একদিনের বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। আর সেদিনই ক্যারিবিয়ান মাটিতে গিয়ে হাজির হলেন ভারতের আট ক্রিকেটার। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট (Test) খেলবে ভারতীয় দল। তার আগে সেই দেশে হাজির রবিচন্দ্রণ অশ্বিন থেকে সদ্য ভারতীয় দলে জায়গা পাওয়া যশস্বী জয়সওয়াল। আগেই ঠিক ছিল বেশ কয়েকটি দলে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে ভারতীয় দল। সেই মতো প্রথম দল গেল বার্বেডোজে।

বিরাট কোহলি, শুভমন গিলরা আপাতত ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। তাঁরাও আগামী কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবেন ব্রায়ান লারার দেশে। যদিও বিরাটরা ওয়েস্ট ইন্ডিজের পরিবেশের সঙ্গে ওয়াকিবহাল। সেই পরিবেশের সঙ্গে নতুন করে মানিয়ে নেওয়ার মতো কিছু নেই। কিন্তু মুকেশদের আগে পাঠিয়ে তৈরি করে নিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

কারণ, ওয়েস্ট ইন্ডিজে সব চেয়ে বড় সমস্যা জেটল্যাগ। ভারতীয় সময়ের সঙ্গে ক্যারিবিয়ান সময়ের পার্থক্য অনেকটাই। সাড়ে ৯ ঘণ্টা পিছিয়ে সেই দ্বীপরাষ্ট্র। সারা বছর ধরে তাপমাত্রাও থাকে বেশি। অতিরিক্ত গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সে দেশের ব্যাটিং-সহায়ক পিচে রীতিমতো পরীক্ষা দিতে হয় বোলারদের। তাই আগে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়া হচ্ছে তরুণ সদস্যদের।

10 months ago
West Indies: ইতিহাসে এই প্রথমবার, বিশ্বকাপে নেই ক্যারাবিয়ানরা

ইতিহাসে এই প্রথমবার। বিশ্বকাপ (World Cup) ক্রিকেটে (Cricket) নেই দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তিনবারের ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। শনিবার যোগ্যতার ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে ভারতের মাটিতে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিলেন ক্যারিবিয়ানরা। মূল পর্বে ওঠার আগে স্কটল্যান্ড ম্যাচ ছিল নিকোলাম পুরানদের কাছে ডু অর ডাই। সেই ম্যাচে স্কটল্যান্ড জিতল সাত উইকেটে। ফলে শেষ দুটি ম্যাচ এখন ওয়েস্ট ইন্ডিজের কাছে নিয়ম রক্ষার।

৪৮ বছরের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বার হল ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ খেলবে না। এদিন হারারেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ১৮১ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ইংনিস। রান তাড়া করতে নেমে সাত ওভার বাকি থাকতেই  ম্যাচ বার করে নেয় স্কটল্যান্ড। এর আগে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের কাছে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৫ এবং ১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ১৯৮৩ সালের রানার্স।  ২০১২ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা। সেই ওয়েস্ট ইন্ডিজ এই প্রথমবার বিশ্বকাপে নেই।

10 months ago