
বলি থেকে টলিপাড়ায় এখন বিয়ের মরশুম! একের পর এক তারকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। টলিপাড়ায় স্বর্ণেন্দু-শ্রুতির পর, পরমব্রত-পিয়া, শ্রীপর্ণা-শুভদীপ বিয়ের পিঁড়িতে বসেছেন। আর এবারে সন্দীপ্তা-সৌম্যর পালা। ৭ ডিসেম্বরই চার হাত এক হতে চলেছে সন্দীপ্তা-সৌম্যর। জানা গিয়েছে, ২ ডিসেম্বরই বাগদান পর্ব সারবেন তাঁরা। আর তার আগেই প্রিওয়েডিং ফটোশ্যুট করে ফেললেন তাঁরা। ছিমছাম পোশাকে নিজের কাছের মানুষের হাতে হাত রেখে তুললেন ছবি।
৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর তার আগেই প্রিওয়েডিং শ্যুট সেরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন যে, সন্দীপ্তা সেই বিশেষ দিনটির জন্য কতটা উৎসুক। সন্দীপ্তা যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে, কালো ব্লাউজ-মেরুন শাড়িতে সন্দীপ্তা আর কালো পঞ্জাবি-জিন্সের প্যান্টে হবু বর সৌম্য। এক ছবিতে দেখা গিয়েছে, সৌম্য বাহুডোরে হবু বউ সন্দীপ্তা। আবার আরও এক ছবিতে দেখা গিয়েছে, হাতে হাত রেখে ছবি তুলেছেন তারকা যুগল। তাঁদের দু'জনের মুখে প্রাণ খোলা হাসি। ছবিগুলো পোস্ট করে সন্দীপ্তা লিখেছেন, 'জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি। তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এই রকমভাবে অপেক্ষা করব। সৌম্য রেডি তো?'
সন্দীপ্তা-সৌম্য ছবিগুলো দেখার পর থেকে কমেন্ট সেকশন ভরে গিয়েছে শুভেচ্ছায়। অনুরাগীরাও এখন সন্দীপ্তা-সৌম্যর বিয়ের ছবি দেখার জন্য অধীর অপেক্ষায়।
টলিউড থেকে বলিউড চারিদিকে বিয়ের মরশুম। এবারে আজ অর্থাৎ ২৯ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলি অভিনেতা রণদীপ হুডা ও মডেল লিন লাইশরাম। মণিপুরের ইম্ফলে মণিপুরী রীতি মেনেই বিবাহ সম্পন্ন হল তাঁদের। সেই বিয়ের ছবিই এখন প্রকাশ্যে। এদিন রণদীপ এবং লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা গিয়েছে। সম্প্রতি তাঁদের বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে।
কিছুদিন আগেই সমাজমাধ্যমে ছবি পোস্ট করে রণদীপ হুডা জানিয়েছিলেন যে, তিনি ২৯ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। সেই মতই আজ তাঁদের মণিপুরী বিয়ে সম্পন্ন হল। জানা গিয়েছে, মেইতেই রীতি মেনে এই বিয়ে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বাকি সব বলি অভিনেতা-অভিনেত্রীদের থেকে বিয়ের পোশাক একেবারেই আলাদা। কারণ মণিপুরী রীতি মেনে বিয়ে করায় তাঁদের পরনে দেখা গিয়েছে মণিপুরী ঐতিহ্যবাহী পোশাক। মণিপুরের সাবেকি সাদা পোশাক পরেই বিয়ে করতে বসেন অভিনেতা। কপালে ছিল তিলক, সঙ্গে মাথায় ছিল পাগড়ি। অন্যদিকে লিন লাইশরাম সাবেকি মণিপুরী সাজেই সেজে ছিলেন। গা ভর্তি সোনার গয়না।
সমাজমাধ্য়মে যে ভিডিওগুলো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, মণিপুরী রীতি মেনে বিয়ে সারছেন তাঁরা। আবার এদিন বিয়ের আগে আশীর্বাদ নিতে ইপুধৌ মার্জিং খুবামলেন এবং ইম্ফলের শ্রী শ্রী গোবিন্দজী মন্দিরে পৌঁছে গিয়েছিলেন তারকা জুটি।
টলিপাড়ায় বিয়ের মরশুম! শ্রুতি-স্বর্ণেন্দু, পরমব্রত-পিয়ার পর এবারে বিয়ের পিঁড়িতে টলিউডের ছোটপর্দার অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। 'গাঁটছড়া' খ্যাত 'রুক্মিনী' এবারে বাস্তব জীবনেও গাঁটছড়া বাঁধলেন। তবে স্বামী বিনোদন জগতের সঙ্গে একদমই জড়িত নয়, ডাক্তার পাত্র শুভদীপ ভট্টাচার্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজই করেছেন শ্রীপর্ণা। সম্প্রতি তাঁদের বিয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে, সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতেই আদুরে চুম্বনে ভরিয়ে দিয়েছেন।
বিয়ের দিন শ্রীপর্ণা ও স্বামী শুভদীপকে পুরো বাঙালি সাজে দেখা গিয়েছে। লাল বেনারসিতে সেজেছেন গাঁটছড়ার রুক্মিণী, সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ। গা ভর্তি সোনার গয়না, মাথায় লাল ওড়নায় টুকটুকে লাল বউ শ্রীপর্ণা। আর শুভদীপ মেরুন রংয়ের পাঞ্জাবিতে শ্রীপর্ণাকে বিয়ে করতে এসেছিলেন ডাক্তার বর। সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতেই বউকে কাছে আদুরে চুম্বনে ভরিয়ে দেন শুভদীপ। শ্রীপর্ণা তখন লাজে রাঙা। এই দৃশ্যই ক্যামেরাবন্দি হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শ্রীপর্ণা ও শুভদীপের বিয়েতে ছিল এলাহি আয়োজন। বসেছিল চাঁদের হাট। টলিউড ছোটপর্দার প্রায় অনেককেই দেখা যায়। 'গাঁটছড়া'-র অভিনেতা-অভিনেত্রীরাও এদিন উপস্থিত হয়েছিল ও নতুন বর-কনের সঙ্গে ছবি তুলেছেন। জানা গিয়েছে, বিয়ের পর একেবারে 'হানিমুন' সেরেই শুটিংয়ে ফিরবেন শ্রীপর্ণা। হানিমুনে ভিয়েতনাম আর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে নতুন বর-কনের।
এবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বিয়ের প্রসঙ্গ। 'মন কি বাত'-এ তিনি মূলত 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর প্রসঙ্গ এনে প্রশ্ন করেন, 'বিদেশে গিয়ে বিয়ে করার দরকারটা কি? আমাদের দেশের মাটিতে সমস্যাটা কোথায়?' রবিবার রেডিও-ভাষণে তরুণদের দেশের মাটিতে বিয়ে করার পরামর্শ দিয়েছেন মোদী। এর পাশাপাশি তিনি 'ভোকাল ফর লোকাল'-এর প্রসঙ্গও টেনে এনেছেন।
বিয়ের মরশুম শুরু হয়েছে, আর এখন একটাই ট্রেন্ডে, 'ডেস্টিনেশন ওয়েডিং'। এখন প্রায় অনেককেই বিদেশে গিয়ে বিয়ে করতে দেখা যায়। বলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা বিদেশের মাটিতেই বিয়ের পর্ব সারেন। ফলে দেশের টাকা চলে যাচ্ছে বিদেশে। আর এতেই প্রধানমন্ত্রী আপত্তি প্রকাশ করে প্রশ্ন করেছেন, 'বাইরে বিয়ে করাটা কি খুব দরকারি? অন্য সব ক্ষেত্রে আমরা যেমন লোকাল পণ্য ব্যবহার করার কথা বলি, বিয়ের ক্ষেত্রে কেন নয়?'
ফলে প্রধানমন্ত্রী দেশের মাটিতেই বিয়ের অনুষ্ঠান করার পরামর্শ দিয়েছেন। এতে দেশের টাকা দেশেই থাকবে বলে ধারণা প্রধানমন্ত্রীর। এছাড়া দেশেও ব্যবস্থাগুলি উন্নত হবে। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী ইউপিআই ও ডিজিটাল পেমেন্টের উপরও জোর দেন। ভারতে তৈরি পণ্যের বাজার যাতে নষ্ট না হয়, সেজন্যই তিনি দেশের মাটিতে বিয়ে করার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন।
অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এল বলিউড জুটি রণবীর-দীপিকার রাজকীয় বিয়ের ভিডিও। আর এই ভিডিও প্রকাশ্যে আসার নেপথ্যে রয়েছেন করণ জোহর। ফলে রণদীপ অনুরাগীরা করণকেই ধন্যবাদ জানাচ্ছেন। কফি উইথ করণ-এর সিজন ৮-এ (Koffee With Karan 8) দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)-এর বিয়ের ভিডিও (Wedding Video) দেখানো হয়েছে। যা দেখে ভক্তরা বেশ উত্তেজিত হয়ে পড়েছেন।
২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন ও অভিনেতা রণবীর সিং। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন বলিউডের চর্চিত তারকা যুগল। আর এবারে বিয়ের ৫ বছর পর প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ভিডিও। এটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁদের অনুরাগীরা। ফলে অবশেষে তাঁদের ভিডিও দেখার পর অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
'কফি উইথ করণ'-এর সিজন ৮-এ প্রথম অতিথি ছিলেন রণবীর-দীপিকা। ২৫ অক্টোবরই সেই পর্ব প্রকাশ্যে আসে। সেই শোয়েই তারকা দম্পতির রাজকীয় বিয়ের ভিডিও দেখা গেল। রণবীর-দীপিকার বিয়ের বিশেষ বিশেষ মুহূর্ত, একে-অপরের প্রতি ভালোবাসা-শ্রদ্ধা, বর-কনের দুষ্টু-মিষ্টি প্রেম, যাবতীয় রসদে ঠাসা এই বিয়ের ভিডিও। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ করণ জোহরও। অনুরাগীরাও উচ্ছসিত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। পাশাপাশি এই বলি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্তরা।
জীবনের প্রথম জাতীয় পুরস্কার (National Film Awards) পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। সেই পুরস্কার নিতে এসেই ভাইরাল তাঁর ছবি। পুরস্কার নিতে এসে বিয়ের শাড়ি পরেছিলেন তিনি, আর এই নিয়েই শুরু হয় জল্পনা। এবারে সেই বিষয়ে মুখ খুললেন খোদ আলিয়াই। তারকাদের সাধারণত এক জামা-শাড়ি 'রিপিট' বা পুনর্ব্যবহার করতে দেখা যায় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই ব্যতিক্রম আলিয়া। কেন তিনি তাঁর এই বিশেষ দিনে নতুন পোশাকের বদলে পুরনো পোশাক পরলেন, তা জানালেন নিজেই।
ভারতীয় ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরেই বিয়ের মণ্ডপে বসেছিলেন 'গাঙ্গুবাই'। আর এই চরিত্রের জন্যই আলিয়া জাতীয় পুরস্কার পেলেন। মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকাদের নতুন নতুন পোশাক পরতে দেখা যায়। কিন্তু আলিয়া ছক ভেঙে বেছে নেয়ে আইভরি রংয়ের বিয়ের শাড়ি। আর এই নিয়ে আলোচনা হতেই আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি পোস্ট করে লিখলেন, 'বিশেষ দিনে বিশেষ পোশাক। যা আগে থেকেই আমার কাছে ছিল। যেটা এক দিন বিশেষ ছিল, তা আবারও বিশেষ হতে পারে। বার বার হতে পারে।' আবার পোস্টে ‘রিওয়্যার’, ‘রিইউজ’, ‘রিপিট’, এই তিনটি হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি।
বলিউডে মিস্টার পারফেকশনিষ্ট হিসেবেই পরিচিত অভিনেতা আমির খান (Aamir Khan)। চরিত্রের জন্য নিজেকে কত ভেঙেছেন, কত গড়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি আবেগী। অভিনেতা যেমন নিজের হাসি আটকাতে পারেন না, তেমনই নিজের মনের কষ্টও চেপে রাখতে পারেন না। তাই অভিনেতার কপালে আপাতত দুশ্চিন্তার ছাপ। কারণ আর মাত্র কিছুদিন পরেই তাঁর মেয়ের বিয়ে। বিদায়ের সময়ে তিনি নিজেকে কীভাবে আটকাবেন, তা ভেবেই কূল করতে পারছেন না আমির।
অভিনেতা সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 'ওই দিন আমি খুব কাঁদব। আমার পরিবার এখনই আলোচনা করতে শুরু করেছে যে ঐদিন আমিরকে সামলাতে হবে। আমি খুবই আবেগী মানুষ। আমি যেমন আমার চোখের জল আটকাতে পারি না, তেমনই হাসিও আটকাতে পারি না। দিন যত কাছে আসছে, আমার আবেগ তত গভীর হচ্ছে। আমি ওই দিনটির দিকে তাকিয়ে আছি, যেহেতু দিনটি বিশেষ।'
যদিও নিজের জামাইকে নিয়ে একেবারে নিশ্চিন্ত আমির খান। মেয়ে ইরা যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জামাই নূপুর তাঁর পাশে ছিল। ইরা এবং নূপুরের ভালো সম্পর্কের কথাও আমির উল্লেখ করেছেন। মেয়ের বিয়ে সব বাবাদের জন্যই বিশেষ। কিন্তু সেই দিনটি আবেগের দিনও বটে।
দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী প্রভাস (Prabhas) এবং অনুষ্কা (Anushka Shetty)। যদিও বলিউড ভক্তদের অনেকেই তাঁদের চেনেন 'বাহুবলী' সিনেমা থেকে। সেখানে তাঁদের রোম্যান্স মন জিতে নিয়েছিল দর্শকের। সেই প্রেম বাস্তব জীবনেও গড়িয়েছিল বলে খবর। তবে তারকারা নিজেদের জীবন এতটাই গোপনে রেখেছেন যে বাইরে থেকে তাঁদের মনের অনুভূতি মাপা যায়নি। তবে সম্প্রতি খবর, তাঁরা নাকি বিয়ে করে ফেলেছেন গোপনে। শুধু তাই-ই নয়. তাঁদের বিয়ের ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
I choose you. Now and always🤍#Prabhas #AnushkaShetty #Pranushka pic.twitter.com/uXAd5mbD9f
— Raashi🤍 (@Raashi_tweetz) October 7, 2023
অবাক হলেন তো? আসলে ২০২৩ সালে দাঁড়িয়ে এসব ছবি দেখে অবাক হওয়ার কথা নয়। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জমানা। তাই তিল কে তাল করা খুব একটা কঠিন বিষয় নয়। প্রভাস ও অনুষ্কার কোনও ভক্ত মনের মাধুরী দিয়ে এই ছবি তৈরী করেছেন। সামাজিক মাধ্যমে সেই ছবি দিতেই, কয়েক ক্লিকেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। বাস্তবে এমনটা না হলেও কেবলমাত্র ছবিতে নিজের প্রিয় তারকাদের বিয়ের ছবি দেখেই খুশি ভক্তরা।
শুধু কি বিয়ের ছবি! তাঁদের সন্তান হলে কেমন হত, সেই ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারকারা এই ছবি নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও ভক্তরা বেজায় খুশি।
The best👌❤️😍#Prabhas #AnushkaShetty pic.twitter.com/W7RAtbxZIp
— Hourly Prabhas Anushka🦋 (@hourlypranushka) October 5, 2023
অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) মনের মানুষ কে, তা এতদিনে সকলেই জানেন। সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গেই এবার অগ্নিসাক্ষী করে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। দুর্গাপুজো ও দীপাবলি মিটলেই তাঁদের বিয়ে। তাই এই মুহূর্তে ভীষণ ব্যস্ত বর-কনে। পুজোর কেনাকাটার সঙ্গেই বিয়ের (Wedding) কেনাকাটাও সারছেন তাঁরা। ডিসেম্বরের ৭ তারিখ চার হাত এক হবে প্রেমিক যুগলের। যদিও তার আগে ২ ডিসেম্বর বাগদান সারবেন সন্দীপ্তা ও সৌম্য।
বিয়েতে কী পোশাক পরবেন তাও ঠিক হয়ে গিয়েছে। বাগদানের দিন সন্দীপ্তার পছন্দ লেহেঙ্গা। বিয়ের দিন সন্দীপ্তা পরবেন ফুশিয়া পিঙ্ক রঙের কাতান বেনারসি শাড়ি। গায়ে সোনার গয়না তো থাকছেই। তাঁর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সৌম্য প্যাস্টেল পিঙ্ক কালারের শেরওয়ানি এবং ধুতি পরবেন। বর্তমানে কলকাতার জনপ্রিয় মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক তাঁদের বিয়েতে পৌরোহিত্য করবেন।
বিয়েতে কী মেন্যু থাকছে জানেন? মেন কোর্সে থাকছে একেবারে বাঙালি সাদামাটা খাবার। শীতকালের রাত। তাই শুরুতেই থাকছে কড়াইশুঁটির কচুরি। এছাড়াও থাকবে ভাত-পোলাও, চিংড়ির মালাইকারি, কচি পাঁঠার মাংস। আমন্ত্রিতদের তালিকাও লম্বা। সন্দীপ্তা ও সৌম্য, দুজনেই ইন্ডাস্ট্রির মানুষ। তাই তারকাদের হাট বসবে তাঁদের বিয়েতে। তবে বিয়ে করেই কাজে ফিরবেন অভিনেত্রী। আপাতত হানিমুনের পরিকল্পনা তাঁদের নেই।
অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) কাছে নিজের মন খুইয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুধু কি তাই, রাজনীতিবিদ সাংসারিক জীবনে একেবারে জব্দ হয়ে গিয়েছেন। বাগদানের আগে রাঘবকে শপথ নিয়ে বলতে হয়েছিল, 'পরিণীতিই সবসময় সঠিক'। এই জের জারি রইল বিয়ের আগে পর্যন্ত। তবে এবার কেবল পরিণীতি নয়, পুরো চোপড়া পরিবারের কাছেই হার মানতে হল রাঘবকে।
সামাজিক মাধ্যমে পরিণীতি চোপড়া নিজেই একটি ভিডিও আপলোড করেছেন। বিয়ের আগে ময়দানে মুখোমুখি হয়েছিলেন 'চোপড়াস' এন্ড 'চাড্ডাস'। একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। একদিকে ছিল পরিণীতি ও তাঁর পরিবার বন্ধুবান্ধব, একইভাবে অপরদিকে ছিলেন রাঘব। পরিনীতিকে দেখা গিয়েছে গেরুয়া রঙের 'ব্রাইড লেখা টিশার্ট ও ডেনিমে। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছিল নীল রঙের টিশার্ট ও ডেনিমে।
বিয়ের আগে গুলি চামচ, তিন পায়ে দৌড়, মিউজিক্যাল চেয়ারের মতো বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছিল। অন্যান্য খেলার ফলাফল জানা না গেলেও ক্রিকেট ম্যাচের বিজেতা হয়েছেন কনেপক্ষ। অনেকে সমালোচনা করে বলেছেন, 'বিয়ে না স্পোর্টস ডে?' এই বিষয়ে অবশ্য পরিণীতির যুক্তি, 'বিয়ের জন্য নতুন ট্র্যাডিশন তৈরী করছি। কোনও চাপ নয়, নাটক নয় শুধু নিজেদের পরিবারের সঙ্গে উপভোগ করছি এবং ভালোবাসা উদযাপন করছি।'
সামাজিক মাধ্যমে এখনও পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডাকে (Raghav Chadha) নিয়ে আলোচনার শেষ নেই। গত ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন তারকারা। রাজস্থানে, একেবারে সকলের অন্তরালে গিয়ে। বিয়ের কিছু টুকরো ছবি ছাড়া পাপারাৎজিদের হাতে আর বিশেষ কিছুই আসেনি। তবে নিজের ভক্তদের অবশ্য একটি অপ্রত্যাশিত উপহার দিয়েছেন অভিনেত্রী। শুক্রবারই সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন পরিণীতি। বিয়েতে রাঘবের জন্য যে সারপ্রাইজ রেখেছিলেন, সেই সন্ধানও পাওয়া গিয়েছে।
পরিনীতিকে যারা চেনেন, তাঁরা জানেন, অভিনয়ের পাশাপাশি তাঁর বিশেষ পছন্দের গান। মাঝেমধ্যে নিজের সামাজিক মাধ্যমেও গানের ভিডিও পোস্ট করে থাকেন পরিণীতি। জীবনের বিশেষ দিনে গান থাকবে না তা কি হয়! তবে কেবল বলিউডের গান নয়। পরিণীতি তাঁর নিজের গাওয়া একটি গান রেখেছিলেন বিয়ের মুহূর্তের জন্য। সেই গানটিই শোনা গিয়েছে পরিণীতির আপলোড করা ভিডিওতে। সেই গান শুনেই নিজের প্রতিক্রিয়া দিলেন রাঘব।
সেই ভিডিওই সামাজিক মাধ্যমে আপলোড করে রাঘব লিখেছেন, 'আমি কখনও ভাবিনি এমন একটা উপহার পাব কোনওদিন। কিন্তু আমার মনে হয় আমার গায়িকা স্ত্রী আমাকে সারপ্রাইজ দিতে ভালোবাসে। আমি সত্যিই আপ্লুত। তোমার কণ্ঠস্বর আমার জীবনের সঙ্গীত হয়ে উঠেছে। ধন্যবাদ মিসেস চাড্ডা। তোমাকে পাশে পেয়ে আমি নিজেকে সবচেয়ে সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে গণ্য করি।'
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বিয়ে (Wedding) সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। কনে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে রাঘব 'আম আদমি পার্টি'-এর সাংসদ। তাই জনঅরণ্য থেকে দূরে গিয়ে রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন তাঁরা। বিয়েতে এতটাই গোপনীয়তা বজায় রেখেছিলেন তারকারা যে বাইরে থেকে কোনও উত্তাপ পাওয়া যায়নি।
২৫ সেপ্টেম্বর তারকারা সামাজিক মাধ্যমে নিজেদের বিয়ের ছবি আপলোড করেছিলেন ঠিকই, তবে তাতে মন ভরেনি নেটিজেনদের। তবে এবার 'মেঘ না চাইতেই জল' পাওয়া গেল। পরিণীতি তাঁর বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে রাঘবের জন্য তুলে রাখা বিশেষ সারপ্রাইজের কথাও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
বিয়ের শুরু থেকে ঝলক পাওয়া গিয়েছে পাত্র-পাত্রীর। কখনও রাঘবের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়েছিলেন পরিণীতি। রাঘব দু'চোখে হারিয়েছেন পরিনীতিকে। অবশেষে পরিণীতি হেঁটে গিয়েছিলেন ছাদনাতলার দিকে। বিয়েতে রাঘবের জন্য পরিণীতির বিশেষ উপহার একটি গান। অভিনেত্রী তথা গায়িকা নিজেই গানটি লিখেছেন, গেয়েছেন। সেই গানটিই বেজেছে বিয়ের সময়।
উদয়পুরে সকলের অন্তরালে গিয়ে একেবারে জাঁকজমকভাবে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। উদয়পুরে দু'দিনের ডেস্টিনেশন ম্যারেজ করেছেন তাঁরা। হলদি থেকে সঙ্গীত, বিয়ের সব নিয়মই পালন করেছেন তাঁরা। সোমবার সকালে সামাজিক মাধ্যমে নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই যেন ঘোর লেগেছে চারিদিকে। দম্পতির ভক্ত, নেটিজেন এমনকি বলিউডের অন্যান্য অভিনেত্রীরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের।
বিয়ে পর্ব মিটিয়ে উদয়পুর থেকে দিল্লি চলে এসেছেন পরিণীতি রাঘব। সোমবারেই বিমানবন্দরে যাওয়ার পথে পাপারাৎজিদের সামনে পোজ দিয়েছেন তাঁরা। মাথায় সিঁদুর, হাতে চুরি ও ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন পরিণীতি। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছে সাদা শার্টে। ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গিয়েছে নবদম্পতিকে। হাত জোর করে সকলকে ধন্যবাদও জানিয়েছেন।
বলিউডের কোনও তারকা আমন্ত্রিত ছিলেন না পরিণীতি-রাঘবের বিয়েতে। তাই পরপর দুটি রিসেপশন পার্টি হওয়ার কথা রয়েছে। একটি চণ্ডীগড়ে, অন্যটি দিল্লিতে। এরপর কী দম্পতি হানিমুনে যাবেন? তেমন কোনও পরিকল্পনার কথা যদিও শোনা যাচ্ছে না। আপাতত শোনা যাচ্ছে, রিসেপশন পর্ব শেষ করে নিজের সিনেমার প্রচার শুরু করবেন পরিণীতি। তাঁর আসন্ন সিনেমা 'মিশন রানীগঞ্জ'। এরপর দম্পতির হানিমুনের ছবি 'সারপ্রাইজ' হয়ে আসতেই পারে যেকোনও সময়।
বলিউড জগতে এখন রীতিমতো হইচই পরে গিয়েছে। জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) জীবনের গাঁটছড়া বেঁধেছেন আপ নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে। যদিও ডেস্টিনেশন বিয়েতে আমন্ত্রিত ছিলেন না বলিউডের তারকারা। তবুও অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অনেকেই। এদিকে আমন্ত্রণ থাকলেও বোনের বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাই বিদেশে বসেই বোনকে শুভেচ্ছা জানালেন তিনি।
পরিণীতি ও রাঘবের বিয়ের তিনটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'পিকচার পারফেক্ট। নববিবাহিতদের বিশেষ দিনে অনেকটা ভালোবাসা পাঠাচ্ছি। চোপড়া পরিবারে স্বাগত রাঘব চাড্ডা। আশা করি তুমি আমাদের মধ্যে উন্মাদের মতো নিমজ্জিত হউ। তিশা তুমি সবচেয়ে সুন্দর বউ। আমরা তোমাকে এবং রাঘবকে সারাজীবন আনন্দে থাকার জন্য ভালোবাসা, আশীর্বাদ পাঠাচ্ছি। একে অপরের যত্ন নিও এবং এই সুন্দর ভালোবাসা যত্ন করে রেখো।'
অন্যদিকে পরিনীতিকে বিবাহিতদের দলে স্বাগত জানিয়েছেন, অভিনেত্রী আলিয়া ভাট ও কিয়ারা আডবাণী। আলিয়া লিখেছেন, 'সবার আদুরেকে অভিনন্দন। তোমাদের দুজনকেই জীবনের যাত্রাপথের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাবে স্বাগত।' কিয়ারা সামাজিক মাধ্যমে লিখেছেন, 'ক্লাবে স্বাগত। তোমাদের দুজনকেই সারাজীবনের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।'
পরিণীতি ও রাঘবের বিয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে করিনা লিখেছেন, 'অনেক অভিনন্দন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসা, সইফ এবং করিনা।'
অভিনেত্রী ক্যাটরিনা লিখেছেন, 'অনেক শুভেচ্ছা এবং তোমাদের দুজনকে সারাজীবনের আনন্দ এবং যৌথযাপনের জন্য শুভেচ্ছা জানাই।' অভিনেত্রী অনুষ্কা শর্মা লিখেছেন, 'সুন্দর দম্পতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা যেন একে অপরের মধ্যে শান্তি ও আনন্দ খুঁজে পাও।'
২৪ সেপ্টেম্বর, রবিবার একেবারে ধুমধাম করে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। উদয়পুরের দুটি বিলাসবহুল হোটেলে ছিলেন কনেপক্ষ এবং বরপক্ষ। সেখানেই একেবারে রূপকথার মতো বিয়ে করেছেন তারকারা। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে ক্রিকেট ম্যাচ, হলদি, চূড়া শেষে রবিবার সকালে বিয়ে হয় তাঁদের। সাজসজ্জা থেকে খানাপিনা সবেতেই ছিল এলাহী আয়োজন।আমন্ত্রিত অতিথিরা একেবারেই রাঘব পরিণীতির কাছের লোক।
শনিবারেই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন বেশিরভাগ আমন্ত্রিতরা। রবিবারে গিয়েছিলেন গুটিকতক। সকলেই তাঁদের প্রিয় মানুষদের বিয়েতে উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু পরিণীতি ও রাঘব কী চেয়েছিলেন? সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার মা, মধু চোপড়া একথা প্রকাশ্যে এনেছেন। মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া কেন পরিণীতির বিয়েতে আসতে পারেননি? সেই নিয়েও মুখ খুলেছেন তিনি।
মধু বলেছেন,মেয়ে প্রিয়াঙ্কা কাজে আটকে গিয়েছে, তাই বিয়েতে আসতে পারেননি। এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়, তাহলে কী পরিণীতি-রাঘবের জন্য কি তিনি কোনোও উপহার পাঠিয়েছেন? এই প্রসঙ্গে মধু বলেছেন, 'না পাঠায়নি। কারণ যেকোনও উপহারে কঠোর বারণ ছিল। কেবল আশীর্বাদই কাম্য ছিল তাঁদের।'