Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Warning

Japan Earthquake: বছরের শুরুতে জোরালো ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা

নববর্ষের দিনে উত্তর-মধ্য জাপানে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬। ভূমিকম্পের পরেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভোররাতে জাপানের ভূ-কম্পনে কেঁপে ওঠার একটি ভিডিও এই মূহুর্তে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্য়মের পাতায়। ভিডিওতে দেখা গিয়েছে, জোরে জোরে কাঁপছে রেলস্টেশন সহ মেট্রো রেল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এদিন ভূমিকম্প শুরু হয়েছে উত্তর-মধ্য জাপানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬ মাত্রা। এর ফলে তৈরী হয়েছে সুনামির সম্ভাবনা। তাই ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা প্রিফেকচারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি এখনো পর্যন্ত।

4 months ago
Kerala: বর্ষার মরসুমে তীব্র দাবদাহে পুড়ছে কেরলবাসী, জারি তাপপ্রবাহের সতর্কতাও

একদিকে উত্তর ভারতে চলছে বৃষ্টির দাপট। নেমেছে একাধিক জায়গায় ধস। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তখন দক্ষিণ ভারতের কেরল রাজ্য পুড়ছে তীব্র দাবদাহে। এই বর্ষার মরসুমেও এই রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। কেরলবাসীকে সতর্কও করা হয়েছে। এমনকি খুব প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কেরল রাজ্য দিয়েই বর্ষার আগমন ঘটেছে। এদিকে যখন দেশের অন্যান্য রাজ্য বৃষ্টিতে নাজেহাল, তখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী কেরলে। গরমে হাঁসফাঁস অবস্থা কেরলবাসীর।  তাপপ্রবাহ চলছে। জল অপচয় বন্ধ করে তা ধরে রাখার জন্য জানানো হয়েছে প্রশাসনের তরফে। মৌসম ভবন জানিয়েছে, সমতলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে তাপপ্রবাহ হিসাবে ঘোষণা করা হয়। সেই তাপমাত্রা যদি উপকূলীয় অঞ্চলে ৩৭ ডিগ্রি বা তার কাছাকাছি পৌঁছয়, তখন তাপপ্রবাহের মতো পরিস্থিতি ঘোষণা করা হয়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার তিরুবনন্তপুরতম, কোলামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩-৫ ডিগ্রি বেশি। এছাড়া আলাপ্পুঝা, কোট্টায়ম এবং পালাক্কড়ে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এর্নাকুলাম, ত্রিশূর, মালাপ্পুরম এবং কোঝিকোড়ে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাড়ছে আর্দ্রতাও। তবে কিছুটা সুখবর, অগাস্টে তাপমাত্রা বেড়ে চললেও সেপটম্বরের শুরুতে রাজ্যের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবেই হবে সেই বৃষ্টি।

8 months ago
Poster: 'কয়লা,বালি,গরু চোর আসছে,' অভিষেক আসার আগে পোস্টার খানাকুলে

অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)'নবজোয়ার' কর্মসুচীর আগেই খানাকুলে (Khanakul) সতর্ক বার্তার পোস্টার (Poster)। শনিবার এই ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, খানাকুল থানার অন্তর্গত একটি ফুটবল মাঠে এই পোস্টারটি লাগানো হয়েছে। পোষ্টারে সতর্কবার্তা জানানো হয়েছে, আগামী ৬ই জুন কয়লা, বালি, চাকরি চোর আসছে তাই ও দিন ভাইপো থেকে সতর্ক থাকুন। এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুল থানায় অভিযোগ দায়ের হয়েছে শাসক দলের পক্ষ থেকে।   

সূত্রের খবর, শনিবার সকালে খানাকুল ফুটবল মাঠ সংলগ্ন এলাকার বেশকয়েকটি জায়গায় পোষ্টারগুলি দেখতে পান স্থানীয়রা। যদিও পোষ্টারগুলি কাদের পক্ষ থেকে লাগানো হয়েছে এখনও তা স্পষ্ট নয়। তবে এই কর্মকাণ্ডের পিছনে বিজেপির চক্রান্ত আছে বলে দাবি, তৃণমুলের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির সদস্যরা।

উল্লেক্ষ্য, আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জী 'নবজোয়ার' কর্মসূচিতে আসছেন আরামবাগে। হরিপাল থেকে শুরু করে মহকুমার বিভিন্ন এলাকায় রয়েছে তার কর্মসূচি। খানাকুল মাঠেও থাকছে বিভিন্ন কর্মসূচি। ইতিমধ্যেই তার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। দলের শীর্ষনেতা থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিসকর্তাদের কনভয় দাপিয়ে বেড়াচ্ছে মহকুমার বিভিন্ন এলাকা। এরই মাঝে তাঁদের নজর এড়িয়ে কে বা কারা এই পোষ্টার লাগাল তা নিয়ে খানাকুলজুড়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

11 months ago


OTT: ওটিটি সিনেমা-সিরিজেও বাধ্যতামূলক তামাক বিরোধী সতর্কবার্তা, কেন্দ্রের নির্দেশ

এবারে ওটিটি প্ল্যাটফর্মের জন্য় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলিতে তামাক বিরোধী সতর্কীকরণের (Anti-Tobacco Warnings) জন্য নতুন নিয়ম তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। একটি বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে ৩১ মে, বুধবার। নিয়ম অনুযায়ী এবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও জন্য তামাক বিরোধী সতর্কবার্তা দিতে হবে। আর যেসব ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে তামাক বিরোধী কোনও সতর্কবার্তা থাকবে না, তখন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

জানা গিয়েছে, আজ অর্থাৎ ৩১ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে তামাক ও মাদক বিরোধী সতর্কবার্তা দিতে হবে। আর কোনও ওটিটি কনটেন্ট পাবলিশার যদি এই নিয়ম মানতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওটিটিতে কোনও ছবির মাঝে বা প্রথমে এক বার্তামূলক ভিডিও দিতে হবে। যেমনটা কোনও সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়, তেমনটাই এবারে ওটিটি কনটেন্টেও দিতে হবে বলে নয়া নিয়ম জারি করা হয়েছে।


11 months ago
Weather: ঘূর্ণিঝড় 'মোকার' দাপট রুখতে সতর্ক প্রশাসন, সতর্কবার্তা বিপর্যয় মোকাবিলা বাহিনীরও

ঘূর্ণিঝড় মোকার (Mocha) সতর্কতাবার্তা (Warning) জারি এনডিআরএফ (NDRF) এর পক্ষ থেকে। ঘূর্নিঝড়ের হাত থেকে সুন্দরবনের (Sundarban) উপকূলবর্তী এলাকার মানুষজনকে রক্ষা করতে এই সতর্কবার্তা জারি। শনিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় সুন্দরবন কোস্টাল থানার উদ্দোগে নদীর উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে মাইকিং (Micing) করা হলো। এদিন সকাল থেকে কুলতলির থানার কৈখালীর, মাতলা নদীতে এমডিআরএফ এর পক্ষ থেকে মগড্রিল করা হয়, সঙ্গে নদী এলাকায় বসবাসকারী গ্রামে করা হয় মাইকিং। উপকূলীয় গ্রামগুলি পাশাপাশি নদীপথে ও লঞ্চের মাধ্যমে কোস্টাল থানার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। কুলতলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে শুকনো খাবার, তার্পোলিন মজুত করা হয়েছে।

পাশাপাশি ঝরখালী কোস্টাল থানার উদ্দোগে ও সুন্দরবনের নদীতে সতর্ক মূলক প্রচার করা হয় ঝরখালী এলাকায়। গোসাবায় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাব নিয়ে সচেতন করলো এনডিআরএফ এর সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবা ও রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে কি কি সমস্যায় পড়তে হতে পারে এবং প্রয়োজনে কি কি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই সমস্ত বিষয়ে এলাকার মানুষজনকে ওয়াকিবহাল করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা। সুন্দরবনের প্রতটি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

12 months ago


Weather: শনিবার থেকেই নবান্নে খুলছে কন্ট্রোল রুম, ঘূর্ণিঝড় মোখার আগমণের আগে সতর্ক প্রশাসন

ঘূর্ণিঝড় 'মোখা' নিয়ে আগে থেকেই সতর্ক রাজ্য। পূর্বের থেকে শিক্ষা নিয়ে আজ অর্থাৎ শনিবার নবান্নে (Nabanna) কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছে। এছাড়া গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই বিধাননগর এলাকা গুলিতে প্রাচীন ও বিপদজনক গাছ গুলি কেটে ফেলার কাজ চালানো হচ্ছে প্রশাসনের তরফে। এছাড়া কলকাতা কর্পোরেশনের তরফে বিপদজনক বাড়ি গুলি থেকে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। এছাড়া ঘূর্ণিঝড় মোখা (Mokha) আগমনের আগেই সতর্কবার্তা (Warning) জারি করেছে প্রশাসনের। বাংলাদেশ (Bangladesh) ও ওড়িশা (Orissa) উপকূল দুই এলাকার সঙ্গে  সংযোগ রয়েছে দীঘার। সেক্ষেত্রে ঝড়ের পূর্বাভাস অনুযায়ী পুরনো অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে, জেলা প্রশাসনের তরফ থেকে দফায় দফায় বিভিন্ন বিধানসভা এলাকাগুলিতে বারে বারে বৈঠক করা হচ্ছে। কারণ এর আগে যে ঝড়গুলি হয়েছে তাতে বহুবার শিক্ষা নিয়েছে প্রশাসন।

সেক্ষেত্রে নদীর বা খাল বিলের যে বাঁধগুলি রয়েছে সেগুলি কিন্তু যথারীতি প্রত্যেকদিন তা তদারকি করা হচ্ছে কোথাও কোনও বাঁধের ফাটল থাকছে কিনা। এছাড়াও নিচু এলাকাবর্তী জায়গাগুলিতে যে বাঁধ রয়েছে তা মেরামতের কাজ চলছে। প্রশাসনের তরফে আগের মতো মাইকিং না করলেও সেখানকার বাসিন্দাদের কিন্তু সর্তক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ঝড়ের যে রেসকিউ সেন্টার রয়েছে সেগুলি কিন্তু যথারীতিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। 

ঝড়ের পূর্বাভাসের আগেই মাথায় হাত পড়েছে বাদাম চাষীদের। কারণ এই মরশুমটাই হলো বাদাম চাষ করা ও তোলার জন্য উপযুক্ত। তাই এই মরশুমে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে বহু কৃষক ক্ষতিগ্রস্থের মুখে পড়বে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর থেকে। দীঘা, শংকরপুর, মন্দারমনি এসব সমুদ্র উপকূল এলাকাগুলি নিচু। সেক্ষেত্রে প্রশাসনের তরফে জানানো হচ্ছে, যদি কোনও রকম ঝড়ের পূর্বাভাস পাওয়া যায় তাহলে শীঘ্রই সেখানকার এলাকাবাসীদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে। 

12 months ago
Sun: প্রবল সৌর ঝড়ের সতর্কতা, প্রভাবিত হতে পারে নেট-মোবাইল সংযোগ

সৌরঝড়ের (solar storm) সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (American space agency)। বুধবার থেকেই সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি (Warning issued) করা হয়েছে। সৌরঝড়ের ফলে গরম তাপের হলকা লাগবে পৃথিবীর বুকে। যার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর উপর এর প্রভাব দেখা যাবে, জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়। আর এর ফলেই কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে। 

নাসার (NASA) বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। এর ফলে বেতার যোগাযোগও সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে। সৌরঝড়ের প্রভাব ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও পড়তে পারে। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কোথাও কোথাও। সপ্তাহখানেক আগেই সৌরঝড়ের সাক্ষী থেকেছিল সৌরজগৎ। কিন্তু এ বারের সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী, দাবি বিজ্ঞানীদের।

12 months ago