Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

VolodymyrZelenskyy

Modi: 'আমি আশ্বাস দিচ্ছি...', জেলেনস্কির সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাতে কী বললেন প্রধানমন্ত্রী মোদী

অবশেষে সাক্ষাৎ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy)। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হল জেলেনস্কির। সাক্ষাৎ হতেই প্রধানমন্ত্রী আশ্বাস দেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে কোনও না কোনও সমাধান বের করা হবে। জি৭ (G7 Summit) গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে জাপানের হিরোশিমায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ওই বৈঠকে যোগ দিতে আসেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও। সেখানেই শনিবার দু'জনের মধ্যে সাক্ষাৎ হয়।

শনিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে কিছু ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে দুই দেশের রাষ্ট্রনেতা মুখোমুখি কথা বলেন ও করমর্দন করেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়া হামলার পর এই প্রথম মুখোমুখি কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কি। এর আগে একাধিকবার ভার্চুয়ালি কথা হয়েছে তাঁদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পুরো বিশ্বের কাছেই ইউক্রেনের যুদ্ধ একটা বিশাল বড় ব্যাপার। এর ফলে বিশ্বে অনেক প্রভাব পড়ছে। তিনি বলেন, 'আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে ভারত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, এই সমস্যার সমাধানের জন্য আমাদের পক্ষে যা করা সম্ভব তা করব।'

উল্লেখ্য, জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে শুক্রবার হিরোসিমায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের পর পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়াও যাবেন মোদী। অন্য দিকে জাপানের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি।

12 months ago