Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Visa

Fire: মৎস্য বন্দরে বিধ্বংসী আগুন, মুহূর্তের মধ্যে পুড়ে ছাই প্রায় ৪০টি নৌকা

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের (Visakhapatnam) একটি বন্দরে বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই অন্তত ৪০টি নৌকা। দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের খবর নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ছিল, নৌকার মধ্যে থাকা সিলিন্ডার ফেটেই এই আগুন ছড়িয়ে পড়ে। পুলিস সূত্রের খবর, ঘটনায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঠিক কীভাবে নৌকাগুলোতে আগুন লেগেছে, তা তদন্ত করছে পুলিস।

সূত্রের খবর, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনমের এক বন্দরে দাঁড়িয়ে থাকা একটি নৌকা বিস্ফোরণের শব্দ হয়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। পর পর নৌকাগুলিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। সোমবার সকালেও বিশাখাপত্তনমের মৎস্য বন্দরের শ্রীহীন ছবি। চারপাশে পড়ে রয়েছে পোড়া সামগ্রী। চোখের সামনে এভাবে নৌকাগুলি ভস্মীভূত হতে দেখে মাথায় হাত মৎস্যজীবীদের।

পুলিস সুপার আনন্দ রেড্ডি জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনম বন্দরে আগুন লাগে। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হতে পারে। সেই থেকেই হয়তো এই বিস্ফোরণ হয়েছে। তবে এখনও এই অগ্নিকাণ্ডের আসল কারণ জানা যায়নি। তবে মৎস্যজীবীদের অভিযোগ, কেউ ইচ্ছা করেই নৌকায় আগুন লাগিয়ে ক্ষতি করেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

6 months ago
Pakistan: ভিসা সমস্যায় আটকে পাকিস্তানের সাংবাদিক-সমর্থকরা, ফের আইসিসিকে চিঠি

বিশ্বকাপের আগে ভারতে আসা নিয়ে সমস্যায় পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। আইসিসি-কে চিঠি লিখেই সমাধান হয়। হায়দরাবাদে ইতিমধ্যে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে ফেলেছেন পাকিস্তান। এখনও ভারতে আসতে পারেননি পাকিস্তানের সাংবাদিক, সমর্থকদের একাংশ। শনিবার এই নিয়ে ফের আইসিসি-কে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সমর্থক ও সাংবাদিকদের ভিসা পাস করানোর আবেদন করে আইসিসিকে এবার আবেদন করল পিসিবি। জানা গিয়েছে, পাকিস্তান থেকে প্রায় ৫০ জন সাংবাদিকের বিশ্বকাপ উপলক্ষে ভারতে আসার কথা।

বিসিসিআই সূত্রে খবর, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিকদের নাম জানতে চাওয়া হয়েছে। সেই আবেদন বিদেশমন্ত্রক মঞ্জুর করলেই তাঁদের অ্যাক্রিডিয়েশন পাশ করাবে বিসিসিআই। আইসিসি-কে চিঠি লিখে পিসিবি জানিয়েছে, ভিসা না পাওয়ায় সমর্থক ও সাংবাদিকরা হতাশ। আইসিসি যেন বিষয়টি খতিয়ে দেখে।

8 months ago
Pakistan: মিটেছে ভিসা সমস্যা, অবশেষে বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান

যাবতীয় নাটকের পর অবশেষে বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান। মঙ্গলবার বাবরদের ভিসা পাওয়া কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল পিসিবি। বেশ কিছুদিন ধরেই ভিসা নিয়ে সমস্যায় ভুগছিল পাকিস্তান। ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে দুবাইয়ে দুদিনের প্রস্তুতি শিবির করার কথা ছিল পাকিস্তানের।

কিন্তু এই সমস্যা না মেটায় তাঁরা দুবাই যেতে পারেনি। বুধবার লাহোর থেকে দুবাই হয়ে হায়দরাবাদের আসবে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা।

সোমবারই আইসিসি-র কাছে ভিসা নিয়ে অভিযোগ করে পিসিবি। এরপরই ভিসা সমস্যা মেটে বলে খবর। সোমবার শেষ মুহূর্তে ভিসার অনুমতি পান বাবর আজমরা।

8 months ago


India-Canada: কড়া পদক্ষেপ! কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত

ভারত-কানাডা (India-Canada), এই দুই দেশের সংঘাত চরমে। কানাডায় না যাওয়ার পরামর্শের পর এবারে ভারতের তরফে আরও এক কড়া পদক্ষেপ নেওয়া হল। এবারে কানাডার নাগরিকদের ভিসা (Visa) দেওয়া বন্ধ করল ভারত। আজ, বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রেখেছে ভারত। কানাডার প্রধানমন্ত্রী খলিস্তান সমর্থক হরদীপ সিং নিজ্জর হত্যার জন্য ভারতকে অভিযুক্ত দায়ী করায় দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। ফলে দেখা গিয়েছে, কানাডার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পরেই ভারত কানাডার ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছে।

জানা গিয়েছে, ভারতের অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএলএস ইন্টান্যাশনালের তরফে এই বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, 'ভারতীয়দের যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, পরিচালনা সংক্রান্ত কারণে ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তী আপডেটের জন্য বিএলএস-এর ওয়েবসাইটে নজর রাখুন।' তবে এই নিয়ে এখন পর্যন্ত কেন্দ্র কোনও প্রতিক্রিয়া দেয়নি।

খলিস্তানপন্থী শিখ নেতার হত্যার দায় সরাসরি ভারতের উপর চাপিয়ে দিয়েছে  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর মৃত্যুর পিছনে ভারতের গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলে দাবি করেছে ট্রুডো সরকার। কিন্তু এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারত। এই নিয়েই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। কানাডার কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডাও। দেশের নাগরিকদের উদ্দেশে জারি করা হয়েছে সতর্কবার্তাও। কানাডার নাগরিকদের ভারতে ও ভারতের নাগরিকদের কানাডায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে ভারতের তরফে আরও এক বড় পদক্ষেপ নিতে দেখা গেল।

8 months ago
Barasat: পাসপোর্ট ও ভিসা করানোর নামে প্রতরণা, অভিযোগ একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে

বিদেশের ভিসা (visa) করানোর নামে পাসপোর্ট (passport) ও টাকা নিয়ে চম্পট দিল একটি বেসরকারি সংস্থা। বারাসত (Barasat) লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় অফিস খুলে দেশের বিভিন্ন প্রান্তে ফাঁদ (Trap) পেতেছিল ওই সংস্থ। অভিযোগ, পাসপোর্ট জমা নেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নিয়েছে ওই বেসরকারি সংস্থা।

জানা গিয়েছে, মূলত এসি টেকনিশিয়ানের কাজ করতে ইরাক,ইরান, সুদান, কাতার এই সব দেশে যাঁরা যান এরকম মানুষের ভিসা করিয়ে দেওয়ার জন্য পাকিজা ইন্টারন্যাশনাল নামে এই সংস্থা টাকা নিয়েছিল। পাসপোর্ট জমা নিয়ে কারো কাছ থেকে ৪০ হাজার, কারো কাছ থেকে পঞ্চাশ হাজার, আবার কারো কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে ভিসা ও এয়ারের টিকিট করে দেওয়ার প্রতিশ্রুতি দিত ওই সংস্থা। কিন্তু সেই পাসপোর্ট ভিসা টিকিট নিতে এসে তাঁরা দেখতে পায় যে অফিস উঠে গিয়েছে। 

যে সমস্ত এসি টেকনিশিয়ানরা বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের ভিসা টিকিটের টাকা সঙ্গে পাসপোর্টও খোয়া গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। এঁদের কারোর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জয়নগরে। কারোর আবার হাওড়া, হুগলি, বসিরহাট। সংস্থা উঠে যাওয়ায় অবশেষে তারা কোনও উপায় না পেয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন। বারাসত থানার পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। টেকনিশিয়ানদের দাবি তাঁদের পাসপোর্ট এবং টাকা দুটোই উদ্ধার করে দিক পুলিস।

one year ago