Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Video

Madhyamik: মাধ্যমিকের পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই ইংরেজি প্রশ্নপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে। মাধ্যমিকের প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনও সকাল থেকেই হইহই রইরই কাণ্ড। হঠাৎ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হুবহু মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রের মতই এক প্রশ্নপত্রের বেশ কয়েকটি পাতা। যেখানে বারকোড রয়েছে, কিন্তু লাল কালি দিয়ে বারকোড নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায়। এই খবর সবার প্রথম সম্প্রচার করে সিএন। যদিও এই ভাইরাল হওয়া প্রশ্নপত্রগুলি এবারের পরীক্ষার কিনা তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, শুক্রবার বাংলা পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় বাংলার প্রশ্নপত্র। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এ ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষা শুরুর একদিন আগেই নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, এবার প্রতিটি প্রশ্নপত্রে একটি ইউনিক বারকোড থাকবে। যদি কেউ প্রশ্নপত্রের ছবি তুলতে যায় তাহলে সেই ছবি কে তুলছে সেটা বোঝা যাবে। এত কড়া নিরাপত্তা ও সতর্কতা সত্ত্বেও দেখা গেল মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে পর্ষদ কি বলছে সেটাই এখন দেখার।

3 months ago
Ms Dhoni: পোষ্যকে আদর করছেন মাহি, মুহূর্তে ভাইরাল ভিডিও

মহেন্দ্র সিং ধোনিকে শেষ কবে দেখা গিয়েছিল! ঘরের মাঠে বিশ্বকাপ কেটেছে। কিন্তু একবারের জন্য কোনও মাঠে দেখা যায়নি মাহিকে। সম্প্রতি চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ধোনিকে রেখেই দল ঘোষণা করছে তাঁরা। তিনিই নেতৃত্ব দেবেন। তবে ক্রিকেট থেকে অনেক দূরে মাহি। নিজের খামার বাড়িতে রয়েছেন তিনি।

সম্প্রতি ধোনির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর কালো ঘোড়া চেতক-কে খাবার খাওয়াতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। ধোনির সঙ্গে দেখা যায় আরও কয়েকজনকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।

ধোনির ফার্ম হাউজে ঘোড়া ছাড়াও একাধিক পশু আছে। কুকুর, মুরগি, রাজহাঁসও আছে। এর আগেও তাঁর প্রিয় ঘোড়া চেতকের সঙ্গে ধোনির ভিডিয়ো দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো দেখা গিয়েছে।

5 months ago
Alia: অশ্লীল অঙ্গভঙ্গি আলিয়ার, এবারে 'ডিপফেক'-এর জালে রনবীর পত্নী!

রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল, সারা তেন্ডুলকরের পর এবারে 'ডিপফেক' ভিডিও-এর শিকার আলিয়া ভাট (Alia Bhatt)। এবারে আলিয়ার এক আপত্তিকর ভিডিও প্রকাশ্যে এল, যেখানে দেখা গিয়েছে, বিছানায় বসে আলিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। কিন্তু ইনি যে আলিয়া নন, তা বুঝতে বিলম্ব নেই নেটিদজেনদের।


সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা ফ্লোরাল ড্রেস পরে বিছানায় বসে ও অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। আর এতে রয়েছে আলিয়ার মুখ। এআই-এর মাধ্যমে অন্য এক মহিলার ভিডিওতে আলিয়ার মুখ বসিয়ে তৈরি করা হয়েছে এই ফেক ভিডিও। আর এটি ভাইরাল হতেই চারিদিকে হইহই পড়ে গিয়েছে। ফের এক অভিনেত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল হতেই ক্ষুব্ধ অনুরাগীরা।

একের পর এক অভিনেত্রী ডিপফেকের শিকার হওয়ায় কেন্দ্রের তরফেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই প্রসঙ্গে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং এর বিষয়বস্তু নিরীক্ষণের জন্য একজন অফিসার নিয়োগ করা হবে। যিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন, সেখানে সাধারণ নাগরিকেরা সহজেই নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন। এর ফলে আইন লঙ্ঘনের অভিযোগগুলি সরকারের নজরে আনা অনেক সহজ হবে। কিন্তু এই ঘোষণার পরও ফের এক ডিপফেক ভিডিও প্রকাশ্যে।

5 months ago


Sara: 'ডিপফেক' ভিডিও নিয়ে এবারে সরব সারা, দ্রুত পদক্ষেপের আবেদন সচিন কন্যার

রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজলের মত ডিপফেক ছবি-এর (Deepfake Pic) শিকার হয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকরও (Sara Tendulkar)। প্রায় কয়েকমাস ধরেই অভিনেত্রীদের বিভিন্ন বিকৃত ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এবারে এই নিয়েই ক্ষোভ উগরে দিলেন ও তড়িঘড়ি পদক্ষেপের আবেদন করলেন সারা।

কিছুদিন আগেই সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিলের এক ছবি ভাইরাল হতে দেখা যায়। পরে জানা যায়, সেই ছবি আদতে বিকৃত করা ছবি। শুধু তাই নয়, তাঁর এই ছবি তাঁর ভুয়ো এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। ফলে এই সমস্ত কিছু নিয়ে ইনস্টাগ্রামে সারা লিখলেন, 'সোশ্যাল মিডিয়া আমাদের সকলের জন্য আমাদের আনন্দ, দুঃখ এবং দৈনন্দিন কাজকর্ম শেয়ার করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। তবে প্রযুক্তির অপব্যবহার দেখে ভয় লাগছে, পরিস্থিতি উদ্বেগজনক। এইসব বিষয় সত্য থেকে দূরে সরিয়ে দেয়।'


সারা আরও বলেন, 'আমার কিছু ডিপফেক ছবি আছে যা রিয়েলিটি থেকে বহু দূরে। তিনি আরও জানান,  সারা তেন্ডুলকর নামে একটি অ্যাকাউন্ট, যেটা আসলে ফেক। তিনি বলেন, 'আমার নামে লোকেদের বিভ্রান্ত করে। আমার এক্স-এ কোনও অ্যাকাউন্ট নেই। আমি আশা করি এক্স এই অ্যাকাউন্টগুলি দেখবে এবং সেগুলি সাসপেন্ড করে দেবে।'

5 months ago
Kajol: ক্যামেরার সামনে পোশাক বদলাচ্ছেন কাজল! ফের ভাইরাল অভিনেত্রীর ডিপফেক ভিডিও

রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফের পর এবারে ডিপফেক ভিডিও-র শিকার বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। রশ্মিকা, ক্যাটরিনার ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায় পুরো দেশজুড়ে। কেন্দ্র থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এই বিতর্কের মাঝেই আরও এক ভাইরাল হল, আর যেখানে মুখ দেখা যাচ্ছে কাজলের। ভিডিও-তে দেখা গিয়েছে, ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন করছেন কাজল। আর এই ভিডিও নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন কাজল অনুরাগীরা।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, ক্যামেরার সামনে এসে পোশাক পরিবর্তন করছেন কাজল। কিন্তু ভিডিও দেখেই প্রায় প্রত্যেকেই বুঝতে পেরেছেন, এটি ডিপফেক ভিডিও। জানা গিয়েছে, এই ভিডিওটি প্রকৃতপক্ষে রোজি ব্রিন নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডে যোগ দিতে তিনি এই বছরের ৫ জুন টিকটকে তাঁর এই ভিডিও পোস্ট করেছিলেন। তাঁর ভিডিওই এডিট করে ডিপফেকের মাধ্যমে কাজলের মুখ বসানো হয়েছে। আর এই ভিডিওই এখন ভাইরাল। এই ঘটনায় এখনও পর্যন্ত কাজলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

5 months ago


Nana Patekar: শ্যুটিং চলাকালীন ভক্তকে সপাটে চড়! অবশেষে ক্ষমা চাইলেন নানা পাটেকর

বেশ কয়েকদিন ধরেই সমালোচনার মুখে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। আর এই সমালোচনার নেপথ্যে রয়েছে এক ভাইরাল ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় নানা পাটেকরকে দেখে এক ব্যক্তি ছবি তুলতে এগিয়ে যান। কিন্তু তখনই নানা পাটেকর তাঁর মাথায় সপাটে এক চড় বসিয়ে দেন। আর এই দেখেই পাটেকরের দিকে ধেয়ে আসে একাধিক কটূক্তি। আর এবারে সেই নিয়েই মুখ খুললেন খোদ অভিনেতা।

https://fb.watch/olPoHUdWl2/

১০ সেকেন্ডের এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেলফি তুলতে আসা এক ভক্তের মাথায় সজোরে থাপ্পড় মেরে সরিয়ে দেন নানা পাটেকর। শুধু তাই নয়, এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে যে তিনি বেজায় বিরক্ত, অভিনেতার চোখেমুখের অভিব্যক্তি দেখেই তা বেশ বোঝা গেল। কিন্তু এই বিষয়ে এবারে মুখ খুলতেই সামনে এল অন্যই কাণ্ড।

নানা পাটেকর এক ভিডিও শেয়ার করে বললেন, 'একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আমি একটি ছেলেকে আঘাত করেছি। যদিও এটি আমাদের চলচ্চিত্রের একটি অংশ, আমাদের একটি মহড়া ছিল। আমাদের দ্বিতীয় রিহার্সাল করার জন্য নির্ধারিত ছিল। পরিচালক আমাকে শুরু করতে বলেছিলেন। আমরা শুরু করতে যাচ্ছিলাম যখন ভিডিওতে থাকা ছেলেটি এসেছিল। আমি জানতাম না সে কে, আমি ভেবেছিলাম সে আমাদেরই একজন। তাই আমি চড় মারি, দৃশ্য অনুসারে তাকে মারি এবং আমি তাকে চলে যেতে বলেছিলাম। পরে আমি জানতে পারি যে সে ক্র-র অংশ নয়। তাই, আমি তাকে ডাকতেও যাচ্ছিলাম কিন্তু সে পালিয়ে যায়। সম্ভবত তার কোনও বন্ধু ভিডিওয়টি শুট করেছে। আমি ছবির জন্য কখনও কাউকে না বলিনি। আমি এটা করি না... ভুলবশত এমনটা হয়েছে... ভুল বোঝাবুঝির জন্য আমাকে ক্ষমা করবেন... আমি কখনও এমন কিছু করব না জেনে বুঝে।' এখন অনুমান করা হচ্ছে, নানার এই ভিডিওতে আসল ঘটনাটি জানতে পেরে এবারে হয়তো মন গলবে নেটিজেনদের।

5 months ago
Rashmika: ফের রশ্মিকার 'ডিপফেক' ভিডিও ভাইরাল! এফআইআর দায়ের দিল্লি পুলিসের

অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে যখন সারাদেশে শোরগোল পড়ে গিয়েছে, সেসময়ই আরও এক বিকৃত ভিডিও এল প্রকাশ্যে। সেই ভিডিওতেও দেখা যাচ্ছে, স্বল্প পোশাক পরে নাচছেন রশ্মিকা। মুখে চোখে অদ্ভুত অভিব্যক্তি। তবে উনি যে রশ্মিকা নন, প্রায় সবাই বুঝতে পারছেন এটি ডিপফেকের কারসাজি। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভীষণই রেগে রশ্মিকার ভক্তরা। কেন বারংবার রশ্মিকাকে সাইবার ক্রাইমের শিকার হতে হচ্ছে, তা নিয়েই প্রশ্ন করছে তাঁর অনুরাগীরা। অন্যদিকে আগের ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর এবারে সরব হয়েছে দিল্লি পুলিসও। এবারে সেই ভিডিও-র নেপথ্যে কে রয়েছে, তাকে ধরতে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস।

View this post on Instagram

A post shared by SHUBHAM SAINI UPDATES (@bigboss_pa_waar)

দিল্লি পুলিস সূত্রে খবর, যে অ্যাকাউন্ট থেকে রশ্মিকার ডিপফেক ভিডিও শেয়ার করা হয়েছিল, সেই অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ নথির জন্য দিল্লি পুলিস এবার মেটাকে চিঠি দিয়েছে। শহরের পুলিস ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি এফআইআর দায়ের করার একদিন পরে এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল। ভিডিও নিয়ে দিল্লির মহিলা কমিশন নোটিস পাঠানোর পরই এফআইআর জারি করেছে দিল্লি পুলিস। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় জারি করা হয়েছে অভিযোগ। কড়া পদক্ষেপ নেওয়াও হয়েছে সরকারের তরফে। কিন্তু এত কিছুই মধ্যেই রশ্মিকার আরও এক ডিপফেক ভিডিও ভাইরাল। ফলে দিল্লি পুলিসের হাতে আসল অপরাধী ধরা পড়বে কিনা সেটাই এখন দেখার।

6 months ago
Deepfake: বিকৃত ভিডিও-ছবি তৈরি ও প্রচারে তিন বছরের জেল! ডিপফেক কাণ্ডে নির্দেশিকা জারি কেন্দ্রের

রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) 'ডিপফেক' (Deepfake) ভিডিও-র পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিকৃত ছবি নিয়েও শোরগোল পড়ে গিয়েছে সারা দেশজুড়ে। এবারে কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়ার উদ্দেশে নির্দেশিকা জারি করা হল। 'ডিপফেক' ভিডিও-র বাড়বাড়ন্তের মাঝে সমাজমাধ্যমগুলির কাছে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। তারা ডিপফেক ভিডিও আটকাতে না পারলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে সরকার, এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের তরফে সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে, সেখানে উল্লেখ করা রয়েছে, কোনও ব্যক্তি যদি অন্য কোনও ব্যক্তির ছবি-ভিডিও বিকৃত করেন, তবে তাঁর তিন বছরের জেল বা তাঁকে ১ লক্ষ টাকার জরিমানা হতে পারে। এছাড়াও কোনও বিকৃত ছবি বা ভিডিও শেয়ার হওয়ার পর কোনও রকমের অভিযোগ আসার ২৪ ঘণ্টার মধ্যেই সব রকমের সমাজমাধ্যম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

6 months ago


Katrina: রশ্মিকার পর এবারে সাইবার ক্রাইমের শিকার ক্যাটরিনা, আপত্তিকর ছবি ফাঁস অভিনেত্রীর

অভিনেত্রী রশ্মিকা মান্দানার (Rashmika Mandana) পর এবারে সাইবার ক্রাইমের শিকার বলি অভিনেত্রী ক্য়াটরিনা কাইফ (katrina Kaif)। রশ্মিকার ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা দেশজুড়ে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন একাধিক তারকা। রশ্মিকার বিকৃত ভিডিও নিয়ে প্রথমে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ক্যাটরিনারও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই ঘটনার নিন্দা করেছেন নেটিজেনরাও।

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একটি বিকৃত ছবি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। দেখা গিয়েছে, 'টাইগার ৩'-এর তোয়ালা পরে অ্যাকশন করার দৃশ্যটিকে বিকৃত করা হয়েছে। টাইগার ৩-এর ট্রেলার বের হওয়ার পর যেখানে দেখা যায় ক্যাটরিনাকে তোয়ালা পরে লড়াই করতে, সেখানে বিকৃত ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার পরনে তোয়ালার বদলে রয়েছে সাদা রংয়ের বিকিনি। এছাড়াও তাঁর চেহারাতেও আনা হয়েছে পরিবর্তন। তবে প্রায় সবারই জানা, এই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই-এর মাধ্য়মে বিকৃত করা হয়েছে।

ফলে একাধিকবার অভিনেত্রীদের ছবি, ভিডিও নিয়ে কারসাজি করায় এবারে ক্ষুব্ধ, সাধারণ মানুষ। বিকৃত ছবি শেয়ার করার জন্য নেটিজেন ও অভিনেত্রীদের অনুরাগীরা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

6 months ago
Amitabh-Rashmika: ভাইরাল রশ্মিকা মান্দানার বিকৃত ভিডিও! আইনি পদক্ষেপ নেওয়ার দাবি অমিতাভের

বর্তমানে সাইবার ক্রাইম (Cyber Crime) ক্রমশ বেড়েই চলেছে। নিত্যদিনই সাইবার ক্রাইমের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এবারে সাইবার ক্রাইমের শিকার হলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। আর এই ক্রাইমের বিরুদ্ধে সুর চড়ালেন বলিউডের 'বিগ বি'। সম্প্রতি এক ভিডিওতে দেখা গিয়েছে, এক ডিপনেক ব্ল্যাক ড্রেসে রশ্মিকা মান্দানা। কিন্তু ভিডিওটি দেখে অনেকেই বুঝতে পারবেন, এটি রশ্মিকা নন, অন্য কেউ। এককথায় বিকৃত করা একটি ভিডিও এটি। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করলেন অমিতাভ বচ্চন।

পুষ্পা’ ছবির পর থেকেই ভারতীয় বিনোদন দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন রশ্মিকা মান্দানা। এমনকি সেই দক্ষিণী ছবির পর বলিউডের বহু প্রতীক্ষিত ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রস্তাবও আসে তাঁর কাছে। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন তিনি। আপাতত ‘অ্যানিম্যাল’ মুক্তির অপেক্ষায় থাকলেও তার মাঝেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে রশ্মিকা মান্দানার এক বিকৃত ভিডিও। সেই প্রেক্ষিতেই এবার সুর চড়ালেন অমিতাভ বচ্চন। সেই ভিডিওতে একজন মহিলাকে একটি কালো রংয়ের পোশাক পরে লিফটে ঢুকতে দেখা যায়। মহিলার মুখ অবিকল রশ্মিকা মান্দানার মতো। বলা যেতে পারে চেহারাও বিকৃত করা হয়েছে। অমিতাভ বচ্চন সেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'হ্যাঁ এটিতে আইনত মামলা করা উচিত।'

6 months ago


Ranbir-Arijit: মঞ্চে উঠতেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম রণবীরের, দুই শিল্পীর যুগলবন্দিতে মন্ত্রমুগ্ধ নেট দুনিয়া

এ কি অবাক করা দৃশ্য! দু'জনেই শিল্পী, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখে মন্ত্রমুগ্ধ সাধারণ মানুষ। কথা বলা হচ্ছে, অরিজিৎ সিং ও রণবীর কাপুরের বিষয়ে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, শনিবার ভরা মঞ্চে অরিজিৎ সিংকে প্রণাম করেন রণবীর কাপুর। মঞ্চে প্রবেশ করতেই হাঁটু মুড়ে বসে প্রণাম জানান। এর পর কাছে যেতেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন। অন্যদিকে অরিজিতকেও হাঁটু মুড়ে প্রণাম করতে দেখা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের বাঁধভাঙা ভালোবাসায় ভাসলেন অরিজিৎ ও রণবীর।

জানা গিয়েছে, শনিবার চণ্ডীগড়ে অরিজিতের কনসার্ট ছিল। অন্যদিকে সেই সময় সেখানে পৌঁছে যান রণবীর কাপুর। দেশের একাধিক শহরে ঘুরে রণবীর তাঁর আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচার করছেন। শনিবার তিনি ছিলেন চণ্ডীগড়ে। আর সেখানে অরিজিতের অনুষ্ঠানের কথা জানতে পেরে সেখানে পৌঁছে যান অভিনেতা। গায়ক তখন ‘অ্যানিমেল’ ছবির ‘সাতরঙ্গা’ গানটি গাইছিলেন। এর পর অরিজিতের কাছে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রণবীর। অরিজিৎ সঙ্গে সঙ্গে অবশ্য বাধা দেন তাঁকে। এরপরেই ‘অ্যায় দিল হ্যায়’ মুশকিল ছবির জনপ্রিয় গান ‘চন্না মেরেয়া’ গানটি নায়কের সম্মানে গেয়ে ওঠেন। ফলে বেশ খানিকক্ষণ মঞ্চে চলল অভিনেতা-গায়কের যুগলবন্দি। দুই শিল্পীর একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখলেন পুরো চণ্ডীগড়বাসী। তাঁদের ব্যহারে মুগ্ধ নেট দুনিয়া।

6 months ago
Arijit Singh: এ কি কাণ্ড! অরিজিৎ-কে জড়িয়ে ধরে চুমু ভক্তের! ভাইরাল ভিডিও

সবার প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh), মাটির মানুষ তিনি, এমন কথাই প্রায় প্রত্যেককেই বলতে শোনা যায়। এককথায় অরিজিতের কথা বলতেই সবাই পাগল। এবার তারই এক নমুনা দেখা গেল। অরিজিৎ-কে সামনে দেখে এতদিন লোকে হাত টেনেছেন, জড়িয়েও ধরেছেন, কিন্তু এবার তো একেবারে চুমু! হ্য়াঁ, ভুল শুনছেন না। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

A post shared by ARIJITIAN LOKI 💙✨ (@arijitian_loki)

জানা গিয়েছে, মরিশাসে কনসার্ট ছিল অরিজিতের। সেখানেও তিনি গান গেয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন। এর পর অনুষ্ঠানের শেষে মঞ্চ থেকে নামার পরই এ কি কাণ্ড ঘটে গেল অরিজিতের সঙ্গে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অরিজিতকে সামনে দেখতে পেয়েই এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। শুধু তাই নয়, তাঁকে জড়িয়ে ধরতেই গালে দিয়ে দেন একখান চুমু। কিন্তু অনুরাগীর এমন আচরণে একটুও বিরক্ত হতে দেখা যায়নি অরিজিতকে। উল্টে তিনি হাসিমুখে সেই অনুরাগীর মাথায় হাত বুলিয়ে চলে যান। সাধারণত অন্য কোনও তারকার সঙ্গে হলে তাঁরা মেজাজ হারিয়ে ফেলতেন। কিন্তু অরিজিৎ সেই অবস্থায় মাথা শান্ত রেখে হাসিমুখেই হেঁটে বেরিয়ে গিয়েছেন। আর তাঁর এমন ব্যবহারেই মুগ্ধ তাঁর অনুরাগীরা।

6 months ago
Deepika-Ranveer: বিবাহের ৫ বছর পর বিয়ের ভিডিও প্রকাশ্যে, দেখুন রণবীর-দীপিকার দুষ্টু-মিষ্টি প্রেম

অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এল বলিউড জুটি রণবীর-দীপিকার রাজকীয় বিয়ের ভিডিও। আর এই ভিডিও প্রকাশ্যে আসার নেপথ্যে রয়েছেন করণ জোহর। ফলে রণদীপ অনুরাগীরা করণকেই ধন্যবাদ জানাচ্ছেন। কফি উইথ করণ-এর সিজন ৮-এ (Koffee With Karan 8) দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)-এর বিয়ের ভিডিও (Wedding Video) দেখানো হয়েছে। যা দেখে ভক্তরা বেশ উত্তেজিত হয়ে পড়েছেন।

২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন ও অভিনেতা রণবীর সিং। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন বলিউডের চর্চিত তারকা যুগল। আর এবারে বিয়ের ৫ বছর পর প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ভিডিও। এটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁদের অনুরাগীরা। ফলে অবশেষে তাঁদের ভিডিও দেখার পর অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

View this post on Instagram

A post shared by Vishal Punjabi (@theweddingfilmer)

'কফি উইথ করণ'-এর সিজন ৮-এ প্রথম অতিথি ছিলেন রণবীর-দীপিকা। ২৫ অক্টোবরই সেই পর্ব প্রকাশ্যে আসে। সেই শোয়েই তারকা দম্পতির রাজকীয় বিয়ের ভিডিও দেখা গেল। রণবীর-দীপিকার বিয়ের বিশেষ বিশেষ মুহূর্ত, একে-অপরের প্রতি ভালোবাসা-শ্রদ্ধা, বর-কনের দুষ্টু-মিষ্টি প্রেম, যাবতীয় রসদে ঠাসা এই বিয়ের ভিডিও। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ করণ জোহরও। অনুরাগীরাও উচ্ছসিত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। পাশাপাশি এই বলি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্তরা।

6 months ago


Monami Ghosh: উমার বাড়ি আসার আনন্দে উচ্ছ্বসিত মনামী, নতুন মিউজিক ভিডিও মুক্তি

হাতে গুনলে দুর্গা পুজোর বাকি আর মাত্র ১১ দিন। বাতাসে শিউলি ফুলের গন্ধ। চারিদিকের পুজো প্যান্ডেল সেজে উঠেছে। আলো লেগে গিয়েছে পাড়ার মোড়ে মোড়ে। এমন সময় কি নিজেকে শান্ত রাখা যায়! তাই পুজোর আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। সকলেই জানেন, মনামী একজন গুণী নৃত্যশিল্পীও। এবারের পুজোয় নিজের ভক্তদের উপহার দিলেন একটি মিউজিক ভিডিও।

মনামীর নতুন মিউজিক ভিডিওর নাম 'আইলো উমা বাড়িতে।' ৪ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাই শ্যুট করা হয়েছে বনেদি বাড়িতে। অভিনেত্রীর মতে, ৩ ঘন্টার একটি সিনেমা দেখা যাবে ৩ মিনিটের ওই গানে। ভুল কিছু বলেননি। ভিডিওতে শুধুমাত্র মনামীর নাচ নয়, অন্যরকম একটি গল্প দেখা গিয়েছে। মনামী হয়ে উঠেছিলেন এক অন্যরকম চরিত্র। গানটি গেয়েছিলেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী অন্তরা নন্দী।

গানটি মুক্তি পেতেই সামাজিক মাধ্যমজুড়ে মনামী ম্যাজিক দেখা গিয়েছে। মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ৩৯ হাজার মানুষ দেখে ফেলেছেন। সামাজিক মাধ্যম ভরে গিয়েছে অসংখ্য রিলস ভিডিওতে। সেই রিলস ভিডিওই আবার নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করছেন মনামী ঘোষ। সব মিলিয়ে অভিনেত্রীর পুজো জমজমাট।

7 months ago
Train: মথুরায় প্ল্যাটফর্মে ট্রেন উঠে যাওয়ার দুর্ঘটনায় দায়ী কে, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ

মঙ্গলবার উত্তরপ্রদেশের মথুরা রেলওয়ে স্টেশনে (Mathura Rail Station) আচমকা ট্রেন প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। সেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এবারে সেই ঘটনার নেপথ্যে কারা ছিলেন ও কেন এমন ঘটল, তারই ভিডিও প্রকাশ্যে এল। ট্রেনে (Train) থাকা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর ট্রেনের চালককে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে। শুধু তাই নয়, ট্রেন চালকের আসনে বসে তাঁকে মোবাইল চালাতেও দেখা গিয়েছে। আর এর পরই ঘটে যায় দুর্ঘটনা। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, মথুরার লোকাল ট্রেনটি থামিয়ে বেরিয়ে যান ট্রেন চালক। এর পরই অন্য এক ট্রেন চালক ইঞ্জিন-কেবিনে প্রবেশ করেন। জানা গিয়েছে, তাঁর নাম সচিন। তিনি ইঞ্জিন-কেবিনে ঢুকেই বেপরোয়াভাবে নিজের ব্যাগ ছুড়ে রাখেন। তারপর তিনি চালকের আসনে বসেন এবং মোবাইল ফোন দেখতে থাকেন। এর পর ট্রেনটি হঠাৎ এগোতে শুরু করে। কিন্তু তখনও ফোনে ব্যস্ত ছিলেন চালক। আর এর পরেই প্ল্যাটফর্মের উপর উঠে যায় ট্রেনটি।

রেলওয়ে সূত্রে খবর, লোকো পাইলট-সহ ৫ রেলকর্মী এবং চার টেকনিক্যাল কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মথুরা স্টেশনের ডিরেক্টর সঞ্জীব শ্রীবাস্তব বলেন, ৫ রেলকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন এবং ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার করছিলেন। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিভিশনাল রেল ম্যানেজার।

7 months ago