Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Victoria

Body: ভিক্টোরিয়ার পাশে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ, তদন্তে হেস্টিং থানার পুলিস

দোলের সকালে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত দেহ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়া সংলগ্ন এলাকায়। যদিও এখনও পর্যন্ত ওই যুবকের কোনও পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে হেস্টিং থানার পুলিস গিয়ে ওই যুবকের দেহটি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভিক্টোরিয়ার পাশে গাছের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান এক পথচারী। এরপরেই খবর দেওয়া হয় হেস্টিং থানার পুলিসকে। পুলিসের অনুমান, মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। ইতিমধ্যেই হেস্টিংস থানা পুলিস ভিক্টোরিয়া সংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চালানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।

a month ago
High Court: ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ আইএসএফ

আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। সভার জন্য  হেয়ার স্ট্রিট থানার পুলিসের কাছ থেকে অনুমতি চাওয়া হয়। কিন্তু মেলেনি পুলিসের অনুমতি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল। মঙ্গলবার সভার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার শুনানির সম্ভাবনা।

সূত্রের খবর, পুলিসের তরফে কারণ হিসেবে লিখিতভাবে জানানো হয়, গত বছর রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফের সভায় বিস্তর অশান্তি হয়েছিল। ধরপাকড়ও হয়। এছাড়া শহরের প্ন্যতম ব্যস্ত এলাকা হওয়ায়, সভার কারণে যানজট তৈরি হতে পারে। সাধারণ মানুষকে অসুবিধের মধ্যে পড়তে হতে পারে। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকেই পুলিস আইএসএফের সভার অনুমতি দেয়নি।

4 months ago
Metro: ভিক্টোরিয়ায় নতুন মেট্রো স্টেশন পাচ্ছে কলকাতা, নাম কি হচ্ছে জানেন!

সুখবর। নতুন মেট্রো স্টেশন পেতে চলেছে কলকাতাবাসী। তাও আবার ভিক্টোরিয়ার  সামনেই। নতুন স্টেশনের নামও দেওয়া হচ্ছে ভিক্টোরিয়ার নামে। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন। জোকা-বি-বা-দী বাগ মেট্রো প্রকল্পের অন্তর্গত এই স্টেশন। তাই এবার ভিক্টোরিয়া থেকে বাড়ি বা অন্যত্র যাওয়ার জন্য বাস বা ট্যাক্সির পাশাপাশি থাকছে মেট্রোর অপশনও। অনেক জটিলতার পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের অনুমতি মিলেছে। তাই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই তৈরি হবে মেট্রো স্টেশন। দু'টো গেট থাকবে। একটা গেট তৈরি করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে, আরেকটা এসএসকেএম-এর দিকে। বর্তমানে ময়দান চত্বরের পাঁচ হাজার বর্গমিটার জায়গা ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। এরপর তৈরি হবে দীর্ঘ ডায়াফ্রাম ওয়াল। মেট্রোর কাজের সময় মাটির ধস আটকানোর জন্য ওই দেওয়াল তৈরি করা হয়। এছাড়া, ভিক্টোরিয়ার সামনের ফোয়ারাটি ভেঙে ফেলা হবে বলে মেট্রো সূত্রে খবর। সব কাজ শেষ হয়ে গেলে, পরে পুনর্নির্মাণ করা হবে ওই ফোয়ারা।

ভিক্টোরিয়ার সামনে মেট্রো স্টেশন করার বিষয়ে প্রথমেই অনুমতি মেলেনি ভিক্টোরিয়া কর্তৃপক্ষের। ভিক্টোরিয়ার নীচ দিয়ে মেট্রো গেলে সৌধের কোনও ক্ষতি হবে কি না, সেই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল গত কয়েক বছর ধরে। কৃত্রিম কম্পন তৈরি করেও পরীক্ষা চালানো হয়। অবশেষে অনুমতির চাওয়ার প্রায় ৫-৬ বছর পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে মেট্রোর কাজে ছাড়পত্র দিয়েছে।

8 months ago