Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Varanasi

Modi: বারাণসীতে স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, মোদীকে বিশেষ উপহার সচিনের

দেশের মাটিতে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, এবারে সেই তালিকায় আরও একটি যুক্ত হল। বারাণসীতে (Varanasi) এবারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে। শনিবার দুপুরে বারাণসীর গাঞ্জরী গ্রামে এই স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই স্টেডিয়ামের শিলান্যাসে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, কপিল দেব, রবি শাস্ত্রী, রজার বিনির মত প্রাক্তন তারকারা। এছাড়াও ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর হাতে টিম ইন্ডিয়ার নতুন জার্সি তুলে দেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

বারাণসীতে এই স্টেডিয়াম তৈরি করার ফলে উত্তরপ্রদেশ পেল মোট তিনটি ক্রিকেট স্টেডিয়াম। কানপুর, লখনউয়ের পর বারাণসীতে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। জানা গিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের আগে স্টেডিয়ামটি তৈরি করা হবে ও খেলার জন্য তৈরি করা হবে। এই স্টেডিয়ামটির নাম করা হবে কাশী স্টেডিয়াম এবং এটা আন্তর্জাতিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। আরও জানা গিয়েছে, ভগবান শিবকে উৎসর্গ করে এই স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। তাই এই স্টেডিয়াম তৈরি হচ্ছে মহাদেবের আদলে। মোট ৩০ হাজার দর্শক বসতে পারবেন এই স্টেডিয়ামে। মোট ৩৩০ কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই স্টেডিয়াম।

শনিবারের স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছাড়াও আরও একটি নজরকাড়া মুহূর্ত সকলের সামনে আসে। এদিন সচিন তেন্ডুলকর বিশেষ উপহার তুলে দেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর হাতে সচিন তুলে দেন টিম ইন্ডিয়ার জার্সি। ওই জার্সিতে নামের জায়গায় লেখা ‘NAMO’ এবং জার্সির নম্বর ১।

8 months ago
Modi: মোদীর বিশেষ উদ্যোগ! শুধুমাত্র মহিলাদের নিয়ে কাশীতে জনসভা প্রধানমন্ত্রীর

লোকসভায় (Lok Sabha) পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill), ফলে খুশির মেজাজ মহিলা মহলে। লোকসভা ভোটের আগেই মোদী সরকার হাসিমুখে ৪৫৪ টি ভোটে পাশ করিয়ে নিলেন বহু প্রতীক্ষিত বিল। এবারে এই বিল রাজ্যসভাতেও পাশ হবে বলে অনুমান করা হচ্ছে। আর লোকসভায় এই বিল পাশ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এক বিশেষ উদ্যোগ নিলেন। সূত্রের খবর, আগামী শনিবার বারাণসীর কাশীতে শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বারাণসীতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার বারণসীতে প্রধানমন্ত্রীর সফর পূর্বনির্ধারিতই ছিল। কারণ আগামী শনিবার, ২৩ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কাশীর বারাণসীতে ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে চলেছেন তিনি। আনুমানিক ৪০০ কোটি টাকা খরচে তৈরি করা হচ্ছে এটি। আর এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন ছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। সেই কর্মসূচির সঙ্গেই মহিলাদের নিয়ে পৃথক সভা করার কর্মসূচি যুক্ত করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, এই সভায় অংশ নেবেন শুধুমাত্র মহিলারাই। পুরুষদের প্রবেশের অনুমতি থাকবে না। সভামঞ্চে থাকবেন শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

8 months ago
Varanasi: টোম্যাটো চুরির ভয়ে সবজি দোকানে বাউন্সার, ভিডিও প্রকাশ্যে আসতেই গ্রেফতার সবজি বিক্রেতা

শাক-সবজির (Vegetables) বাজারমূল্য দিনের পর দিন বেড়েই চলেছে। তার মধ্যে টোম্যাটো ও লঙ্কার দাম তো সোনার মতই হয়ে উঠছে! আর এই অগ্নিমূল্য সবজি চুরির ঘটনাও বর্তমানে ঘটেই চলেছে বিভিন্ন এলাকায়। ফলে এক সবজি বিক্রেতা দু'জন বাউন্সার রেখেছিলেন। ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর। এবারে সেই সবজি বিক্রেতার বিরুদ্ধেই পুলিসে অভিযোগ দায়ের করা হল।

কিছুদিন আগেই খবরে এসেছিল যে, সবজির দোকানে এখন টোম্যাটো চুরি হচ্ছে। ফলে বারাণসীর এক সবজি বিক্রেতা দু'জন বাউন্সার ভাড়া করে রেখেছিলেন। জানা গিয়েছে, এই সবজির দোকানের মালিক সমাজবাদী পার্টির সক্রিয় কর্মী অজয় ফৌজি। আর তাঁর এই কাণ্ডের এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সেই দোকানে সবজি কিনতে এলেই ক্রেতাদের দূর থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে ও আর বলা হচ্ছে, টোম্য়াটো কিনতে হলে আগে টাকা দিতে হবে ও তারপর টোম্যাটো পাবেন। আর এই কাণ্ডের জন্য এক পুলিসকর্মী অভিযোগ দায়ের করার পরই তার দোকানে অভিযান চালানো হয়।

তবে অজয়কে গ্রেফতার করার কথা উঠলেই সে তখন থেকে পলাতক। তাই তার দোকানে জগনারায়ণ যাদব ও বিকাশ যাদব নামে দু'জন কাজ করতেন। তাঁদেরকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে অজয়কে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিস।

10 months ago


child: বেনারসে বিরল ঘটনা! সন্তানসম্ভবা ১৪ দিনের শিশু, চিকিৎসকরা কী বলছেন

১৪ দিনের শিশু (Child) অন্তঃসত্ত্বা! অস্ত্রোপচার করতেই শিশুর গর্ভ থেকে তিনটি ভ্রূণ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর। বারাণসীর এক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৪ দিনের ওই শিশুটির জন্মের সময় ওজন ছিল ৩ কেজি ৩০০ গ্রাম। তবে অস্ত্রোপচারের পর শিশুটির ওজন হয় ২ কেজি ৮০০ গ্রাম।

হাসপাতালের এক চিকিত্সক জানান, দিন কয়েক আগেই এক দম্পতি তাঁদের ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যায় ভুগছিল। কী থেকে এই সমস্যা তা দেখার জন্য আলট্রাসাউন্ড করানো হয় শিশুটির। তখনই দেখা যায় শিশুটির গর্ভে তিনটি ভ্রূণ রয়েছে। এই বিষয়ে নিশ্চিত হতে সিটি স্ক্যানও করানো হয়। সবশেষে ভেবে চিন্তে শিশুটির অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা আরও জানিয়েছেন, “এই ভ্রূণগুলি শিশুটির মায়ের থেকেই এসেছে। বিকশিত না হওয়া ভ্রূণগুলি শিশুর পেটে চলে যায়। এই ধরনের ঘটনা খুবই বিরল। ৫ লক্ষ শিশুদের মধ্যে এক জনের হয়।”

one year ago
UP: দাদার সঙ্গে শত্রুতা! ছোট ভাইকে শ্বাসরোধ করে বাক্সবন্দি করলো পরিচিত যুবক

দাদার (Elder Brother) সঙ্গে শত্রুতা! আর তার জের খুন হতে হল এক শিশুকে (Younger Brother)। প্রথমে শ্বাসরোধ করে হত্যা (Murder)। তারপরে থার্মোকলের বাক্সে দেহ ভরে ফেলে দেওয়া হল রাস্তার আবর্জনার মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে (Varanasi)। ইতিমধ্যে পুলিস অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। জানা গিয়েছে অভিযুক্তর নাম শহিদ জামাল (২০)।

পুলিস সূত্রে খবর, বারাণসীর কাজী সাদুল্লাহপুরের একটি বন্ধ সিনেমা হলের কাছে রাস্তায় ময়লা ফেলার জায়গা থেকে ৪ বছরের ওই শিশুর দেহ উদ্ধার হয়েছে। ঘটনাচক্রে এই শিশুর দাদার সঙ্গে শত্রুতা অভিযুক্তর। আশপাশের এলাকা, বিশেষ করে জৈতপুরার তাঁত বাজারের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। আর তাতে দেখা যায়, দোশিপুরার বাসিন্দা শহিদ জামাল, মৃত শিশু আবু ইসমাইলকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। পরে পুলিস জামালকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক তদন্তে তিনি স্বীকার করেছেন, নিহত আবু ইসমাইলকে প্রথমে অপহরণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করেছেন তিনি।

এদিকে ক্ষুব্ধ শিশুর পরিবারের সদস্যরা চৌকাঘাট পুলিস চৌকি ঘেরাও করে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জানা গিয়েছে, দোশিপুরার বাসিন্দা তাঁতি মহম্মদ জুনায়েদের দুই ছেলে ছিল। ছোট ছেলে সাড়ে চার বছরের আবু ইসমাইল শনিবার গভীর রাত থেকে নিখোঁজ ছিল। জুনায়েদ বলেছিলেন, আবু চিপস কিনতে বাইরে গিয়েছিল। কিন্তু ফিরে আসেনি দেখে খোঁজাখুঁজি শুরু করেন।

এরপর জৈতপুরা থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করে। বারাণসী পুলিশ কমিশনারেটের কাশী জোনের ডিসিপি আরএস গৌতম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় জামাল বলেছিলেন যে, তিনি মৃত শিশুর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তিনি শিশুকে মুদি দোকানে নিয়ে গিয়ে হত্যা করে। পরে মৃতদেহ একটি থার্মোকলের বাক্সে ভরে রাখে। সকালে থার্মোকলের বাক্সটা নিয়ে সকলের নজর এড়িয়ে আবর্জনার স্তূপের কাছে রাখেন। ডিসিপি আরও জানিয়েছেন, মৃত শিশুর বড় ভাইয়ের সঙ্গে অভিযুক্তদের কিছু বিরোধ ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই বিষয়টি পরিষ্কার হবে। ঘটনার তদন্ত জারি রয়েছে।

one year ago


Ganga: বিশ্বের দীর্ঘতম জলপথে ভাসবে প্রমোদতরী 'গঙ্গা বিলাস'! বারানসী থেকে যাত্রার সূচনায় মোদী

বারানসী থেকে বাংলাদেশ (Varanasi-Bangladesh) হয়ে ডিব্রুগড়, দীর্ঘ ৩২০০ কিমি এই জলপথে ভাসবে প্রমোদতরী। আর নিজের লোকসভা কেন্দ্র থেকে এই যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ৩২ জন সুইস নাগরিককে নিয়ে শুক্রবার 'গঙ্গা বিলাস' ভাসে বারানসীর গঙ্গায় (Ganga Cruise)। ভার্চুয়াল মাধ্যমে বারানসীর মুকুটে এই নতুন পালক জুড়ে দেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের বক্তৃতায় মোদী বলেন, 'গঙ্গা বিলাস ভারতের পর্যটনকে নতুন যুগে পৌঁছে দিল।' জানা গিয়েছে, নদীপথে দীর্ঘ এই যাত্রাপথ বিশ্বের আর কোথাও নেই।

জানা গিয়েছে, এই পথে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে মোট ২৭টি নদী এবং ৫০টি পর্যটনক্ষেত্রকে মিলিয়ে দেবে। এই প্রমোদতরী ছুঁয়ে যাবে বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপ মাজুলি, বৌদ্ধতীর্থ সারনাথ, সুন্দরবন ও কাজিরাঙা জাতীয় উদ্যানের মতো দর্শনীয় স্থান।

one year ago