Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Vairal

Viral: ইনক্রেডিবল ইন্ডিয়া! ভারতে এসে মানিব্যাগ হারালেন বিদেশীনি, ফেরত দিল ইনস্টাগ্রাম

চারপাশে কেবল নেগেটিভ খবর। খুন, ধর্ষণ, ভূমিকম্প, তুষার ঝড়ে বিপর্যস্ত বিশ্বের নানা খবর। এর মধ্যেও কিছু ঘটনা থাকে যা মনকে ছুঁয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যা ইতিমধ্যে প্রচুর প্রশংসা কুড়িয়েছে দর্শক মনে।

ঘটনাটি কী? সুদূর আমেরিকা থেকে বেড়াতে এসে ট্রেনে ওয়ালেট ভুলে গিয়েছিলেন এক বিদেশি। তিনি গুজরাতের একটি ট্রেনে উঠেছিলেন। সেখানেই ভুলে ওয়ালেট রেখে নেমে পড়েন। এরপর অজানা জায়গায় কীভাবে কী করবেন বুঝতে না পেরে কার্যত মনমরা হয়ে পড়েছিলেন। এরপর আচমকা ইনস্টাগ্রামে একটি ম্যাসেজ পান। ইনস্টাগ্রামে চিরাগ নামে এক ব্যক্তি ম্যাসেজে লেখেন যে তিনি ট্রেনে ওই ব্যাগটি দেখতে পেয়ে তাঁর কাছে রেখে দিয়েছেন এবং তিনি সেটি ফেরত দিতে চান। একইসঙ্গে ভারতের ওই পর্যটকের যাতে ব্যাগটি নিতে সুবিধা হয় সেজন্য তিনি তাঁর ঠিকানাও ম্যাসেজে লিখে পাঠান।

View this post on Instagram

A post shared by Steph & Pete | Family Travel (@stephandpete_)

এরপরই ঠিকানা মতো পৌঁছে যান চিরাগের রেস্তোরাঁয়। সেখানেই হাসিমুখে চিরাগ তাঁকে পয়সার ব্যাগ ফিরিয়ে দেন। চিরাগের ব্যবহারে খুশি হয়ে বিদেশি তাঁকে অর্থের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু চিরাগ সেই টাকা নিতে রাজি হননি। আর ফিরিয়ে দেন টাকা। উল্টে পর্যটককে সাবধানে থাকারই পরামর্শ দেন তিনি।

ওই বিদেশিনী ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন, ভারতের অনেক নেতিবাচক খবর পাওয়া যায়। কিন্তু এখানে অনেক ভালো লোকও রয়েছেন। ভারত অনেক সুন্দর।

one year ago