Breaking News
BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট      PM Modi: তৃণমূল মানেই দুর্নীতি-লুট! ভোট প্রচারে সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদী      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার আরও ২ , কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন কমিশন      Sheikh Shahjahan: বিজেপির 'দালাল'রা তাঁর বিরুদ্ধে মিথ্যে বলছে, দাবি শেখ শাহজাহানের     

VaduSeikh

Bagtui: বগটুই-কাণ্ডের ৮ মাস পর গ্রেফতার! মূল অভিযুক্ত সেই লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু

বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Murder) মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু। সিবিআই হেফাজতে (CBI Custody) থাকাকালীন মৃত্যু লালনের, এমনটাই কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর। তাদের দাবি, 'আত্মহত্যা করেছেন লালন।' বীরভূমে (Birbhum) সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু এই অভিযুক্তর। কীভাবে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে থাকাকালীন অবস্থায় বগটুই-কাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলার অভিযুক্তর মৃত্যু? সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ৪ ডিসেম্বর ৬ দিনের সিবিআই হেফাজতে ছিলেন লালন। ১০ ডিসেম্বর তাঁকে ফের কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ৩ দিনের জন্য পাঠানো হয়। সেই হেফাজতে থাকাকালীন এই মৃত্যু। যদিও পরিবারের অভিযোগ মারধরের কারণে মৃত্যু হয়েছে লালন শেখের। সিবিআইয়ের শাস্তির দাবিতে সরব তাঁরা।  হাইকোর্টের নির্দেশেই এই মামলার তদন্তভার পায় সিবিআই।

২১ মার্চ খুন হয়েছিলেন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপুরপ্রধান ভাদু শেখ। তিনি ঘটনাচক্রে বগটুই গ্রামের বাসিন্দা ছিলেন। বোমা মেরে তাঁকে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের পর সে রাতেই রামপুরহাটের বগটুই গ্রামে পরপর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। সেই ঘটনায় ১০ জনের দগ্ধ দেহ উদ্ধার করেছিল দমকল এবং জেলা পুলিস। এই ঘটনায় নাম জড়ায় ভাদু শেখ ঘনিষ্ঠ লালন শেখের। বগটুই-কাণ্ডের পর থেকে পলাতক ছিলেন লালন শেখ। বগটুই হত্যাকাণ্ডের ৯ মাস পর ঝাড়খণ্ডের পাকুর থেকে ৩ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে সিবিআই। যদিও গ্রেফতারির পর সংবাদ মাধ্যমের সামনে লালন দাবি করেছিলেন, ভাদু খুনের পর তিনি রামপুরহাট হাসপাতালে ছিলেন। ঘটনাস্থলে ছিলেন না। 

    

one year ago
Bagtui: বগটুই-কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত আরও ৭, ফের ঘটনাস্থলে সেন্ট্রাল ফরেন্সিক দল

বগটুইয় গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে ৭ জন সিবিআইয়ের হাতে ধৃত। তাঁদের মঙ্গলবার আদালতে তোলা হলে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ফের ধৃতদের ২ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালন শেখকে দু-দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে (Court) তোলা হয়। ধৃতদের নাম নুর আলি শেখ, শের আলি শেখ, বিকির আলি শেখ, আসিফ শেখ, জসিফ শেখ, সাইদুল শেখ, জামিনুল শেখ। 

উল্লেখ্য, ওই পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বগটুই (Bagtui) গ্রাম। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। তাতেই ৮ জনের প্রাণ গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিসকে কড়া ব্যবস্থা নিতেও বলেছিলেন। এই ঘটনার পর নমুনা সংগ্রহ করেছিলেন কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞরা। এখানে কীভাবে আগুন লাগল? তা জানতেই আবার আসছে কেন্দ্রীয় ফরেনসিক টিম।

2 years ago