Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

VC

Governor: 'তদন্তকারী আধিকারিকরা ব্রেভ হার্ট', আক্রান্ত ইডি অফিসারদের হাসপাতালে দেখতে এসে বললেন রাজ্যপাল বোস

শুক্রবার সন্দেশখালিতে যে ঘটনা ঘটে, তা নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। রেশন বণ্টন দুর্নীতির মামলায় শাসকদলের নেতা তথা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতেই গ্রামবাসীরা ইডি আধিকারিকদের ওপর চড়াও হয়। তিনজন আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ফলে তাঁদের সঙ্গে সঙ্গে সল্টলেকের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবারে সেখানেই দেখা করতে এলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা গিয়েছে, রাজকুমার রাম নামে এক ইডি আধিকারিক গুরুতরভাবে জখম হয়েছেন।  ফলে আরও কয়েক দিন সল্টলেকের হাসপাতালে রাখা হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে। তাঁকে এখন এইচডিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখতে চান তাঁকে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। শুক্রবার সন্দেশখালিতে অভিযানে গিয়ে সব থেকে বেশি আঘাত লেগেছে রাজকুমারের। আক্রান্ত বাকি দুই ইডি আধিকারিকও ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে তাঁদের দেখতেই এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এর পর হাসপাতাল থেকে বেরিয়েই এদিনের ঘটনায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল বোস। তিনি এদিন সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, 'এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার। যা হয়েছে, তাতে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলা আক্রান্ত হয়েছে। গণতন্ত্র আক্রান্ত হয়েছে। কোনও মূল্যেই এটিকে বরদাস্ত করা যায় না। এই পচন আমরা থামাবই। দেশের সংবিধান আছে। আইন ব্যবস্থা আছে। এই ধরনের ঘটনা যাতে বাংলায় না চলে, তা নিশ্চিত করতে আমরা সবরকম পদক্ষেপ করব।' এর পর তদন্তকারী আধিকারিকদের 'ব্রেভ হার্ট' বলে উল্লেখ করে বলেন, 'তাঁরা আইন-শৃঙ্খলার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আমরা তাঁদের কাছে ঋণী। বাংলার মানুষকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, তাঁরা যে ত্যাগ করছেন, তা মনে থাকবে।'

3 months ago
JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির ঘরের সামনে বিতর্কিত পোস্টার, ক্ষুব্ধ বুদ্ধদেব সাউ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির ঘরের সামনে বিতর্কিত পোস্টার। পোস্টারে লেখা ভিসিকেই কটাক্ষ করে নানারকম কৌতুকমূলক লাইন। লেখা রয়েছে, 'তোরা যে যা বলিস ভাই, আমার চেয়ার খানি চাই।' এমনকি তাতেই কার্টুনের মাধ্যমে এক ব্যক্তির চেয়ার আটকানোর ছবি ছাপিয়ে লেখা, 'আমায় ছেড়ে যাস না প্লিজ, আমায় ছেড়ে যাস না।' পাঁচিলে, দেওয়ালের বিভিন্ন জায়গায় এই ছবি ছাপিয়েছে কেউ বা কারা। আর তা নিয়েই ফের তৈরি হল বিতর্ক।

প্রসঙ্গত, যাদবপুরের ভিসি কে? তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে রীতিমত অচলাবস্থা চলছেই। গত বছর ডিসেম্বরের ২৮ তারিখেই জুটার তরফে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি চিঠি মারফত জানতে চাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে! এই চিঠির উত্তরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, দুটি চিঠি পেয়েছেন তিনি। একটি রাজ্যপালের ও একটি বিকাশ ভবনের। এরপর এখন কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকেই স্পষ্ট হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে সে বিষয়ে কিন্তু কোনও স্পষ্ট উত্তর রেজিস্ট্রারের কাছেও নেই। ঘটনাকে 'অভূতপূর্ব' বলেই মন্তব্য করেছিলেন জুটার সেক্রেটারি পার্থপ্রতিম রায়। এবার ভিসির ঘরের সামনে পোস্টার বিতর্কে সেই অচলাবস্থাকেই টেনে আনলেন তিনি।

এদিকে যাকে নিয়ে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে বিতর্ক। যখন রাজ্যপাল তাঁকে অপসারণ করেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদ থেকে। সেই বুদ্ধদেব সাউ এবার পোস্টার বিতর্কে সুর চড়ালেন। তিনি বললেন, যাঁরা এই কাজ করেছেন, এতে তাঁদের মনুষ্যত্ব, তাঁদের চরিত্র কেমন তা বোঝা যাচ্ছে।

তবে এর জেরে একমাত্র সমস্যার মুখে পড়তে হবে পড়ুয়াদেরই। উপাচার্য কে তা না জানা গেলে বিশ্ববিদ্যালয়ের বহু কাজও যেতে পারে আটকে। আর এহেন পরিস্থিতির মধ্যেই এবার এই সব পোস্টার রহস্য। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

3 months ago
Parineeti: 'হানিমুন-এ' মালদ্বীপ গেলেন পরিণীতি, কিন্তু সঙ্গে নেই রাঘব! কার সঙ্গে গেলেন অভিনেত্রী

সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আর বিয়ের পরই মালদ্বীপ পাড়ি দিয়েছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে অভিনেত্রীর এই ভ্রমণ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে হানিমুন নয়। তবে কার সঙ্গে মালদ্বীপ গেলেন তিনি, তা নিয়েই জল্পনা তুঙ্গে।  পরে মালদ্বীপের ছবি শেয়ার করে নিজেই জানিয়ে দিলেন, এটি একটি 'গার্লস ট্রিপ'।


সোমবার নায়িকা পরিণীতি চোপড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মালদ্বীপ থেকে কিছু ছবি শেয়ার করেছেন। হাতে চায়ের কাপ তুলে নীল সমুদ্র সৈকতের দিকে বাড়িয়ে দিয়ে একটি ছবি শেয়ার করেন রাঘব পত্নী। যে ছবিতে পরিণীতির বিয়ের গোলাপি চূড়াও জ্বলজ্বল করছে। আর সেখানেই নায়িকা স্পষ্ট করে দিয়েছেন, মালদ্বীপ তিনি মধুচন্দ্রিমায় নয়, বরং গার্লস ট্রিপে গিয়েছেন। অর্থাৎ বিয়ের পর স্বামীর সঙ্গে নয়, তাঁর বান্ধবীদের সঙ্গে মালদ্বীপ ঘুরতে গিয়েছেন তিনি।

5 months ago


Raghav Chadha: বিয়ের পরই দুঃসংবাদ! সরকারি বাংলো ছাড়তে হবে আপ সাংসদ রাঘব চাড্ডাকে?

অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, একমাসও হয়নি, তার মধ্য়েই দুঃখের খবর। সরকারি বাংলো ছাড়তে হবে আপ সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha)। শুক্রবার এমনটাই নোটিশ দিল দিল্লি আদালত (Delhi Court)। তবে কি সত্যি ঘরছাড়া হবেন রাঘব, সেই নিয়েই জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, শুক্রবার দিল্লির পাটিয়ালা কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যসভার সাংসদের সরকারি বাংলো বরাদ্দ বাতিল করেছে সচিবালয়। ফলে সরকারের তরফে বাংলো বরাদ্দ একবার বাতিল হয়ে যাওয়ার পর তা দখল করে রাখা চলবে না। ফলে অনুমান করা যাচ্ছে, অবিলম্বে রাঘবকে ওই 'টাইপ ৭' বাংলো ছাড়তে হবে।

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই রাঘবের জন্যে বরাদ্দ 'টাইপ ৭' বাংলোটি নিয়ে টানাপড়েন চলছিল। ২০২২ সালে  জুলাই মাসে একটি ‘টাইপ ৬’ বাংলো বরাদ্দ করেছিল রাজ্যসভার সচিবালয়। কিন্তু রাঘব নিজের জন্যে 'টাইপ ৭' বাংলোর জন্যে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে দিল্লির পান্ডারা রোডে 'টাইপ ৭' একটি বাংলো বরাদ্দ করা হয়। কিন্তু চলতি বছরের মার্চে রাঘবের বাংলো বরাদ্দ বাতিল করে সচিবালয় জানায়, কোনও প্রথমবারের সাংসদের জন্য ওই শ্রেণির বাংলো পাওয়ার অধিকার নেই। ফলে এবারে আপ সাংসদকে মধ্য দিল্লির পান্ডারা রোডে অবস্থিত বাংলোটি খালি করার নোটিশ পাঠানো হয়েছে।

6 months ago
Parineeti-Raghav: বিয়ের আগেই পরিণীতির চালে ধরাশায়ী হয়েছেন রাঘব, রইল ভিডিও

অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) কাছে নিজের মন খুইয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুধু কি তাই, রাজনীতিবিদ সাংসারিক জীবনে একেবারে জব্দ হয়ে গিয়েছেন। বাগদানের আগে রাঘবকে শপথ নিয়ে বলতে হয়েছিল, 'পরিণীতিই সবসময় সঠিক'। এই জের জারি রইল বিয়ের আগে পর্যন্ত। তবে এবার কেবল পরিণীতি নয়, পুরো চোপড়া পরিবারের কাছেই হার মানতে হল রাঘবকে।

সামাজিক মাধ্যমে পরিণীতি চোপড়া নিজেই একটি ভিডিও আপলোড করেছেন। বিয়ের আগে ময়দানে মুখোমুখি হয়েছিলেন 'চোপড়াস' এন্ড 'চাড্ডাস'। একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। একদিকে ছিল পরিণীতি ও তাঁর পরিবার বন্ধুবান্ধব, একইভাবে অপরদিকে ছিলেন রাঘব। পরিনীতিকে দেখা গিয়েছে গেরুয়া রঙের 'ব্রাইড লেখা টিশার্ট ও ডেনিমে। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছিল নীল রঙের টিশার্ট ও ডেনিমে।

View this post on Instagram

A post shared by @parineetichopra

বিয়ের আগে গুলি চামচ, তিন পায়ে দৌড়, মিউজিক্যাল চেয়ারের মতো বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছিল। অন্যান্য খেলার ফলাফল জানা না গেলেও ক্রিকেট ম্যাচের বিজেতা হয়েছেন কনেপক্ষ। অনেকে সমালোচনা করে বলেছেন, 'বিয়ে না স্পোর্টস ডে?' এই বিষয়ে অবশ্য পরিণীতির যুক্তি, 'বিয়ের জন্য নতুন ট্র্যাডিশন তৈরী করছি। কোনও চাপ নয়, নাটক নয় শুধু নিজেদের পরিবারের সঙ্গে উপভোগ করছি এবং ভালোবাসা উদযাপন করছি।'

6 months ago


Parineeti-Raghav: বিয়েতে পরিণীতির দেওয়া উপহার পেয়ে আপ্লুত রাঘব, 'মিসেস চাড্ডা'-এর জন্য বিশেষ বার্তা

সামাজিক মাধ্যমে এখনও পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডাকে (Raghav Chadha) নিয়ে আলোচনার শেষ নেই। গত ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন তারকারা। রাজস্থানে, একেবারে সকলের অন্তরালে গিয়ে। বিয়ের কিছু টুকরো ছবি ছাড়া পাপারাৎজিদের হাতে আর বিশেষ কিছুই আসেনি। তবে নিজের ভক্তদের অবশ্য একটি অপ্রত্যাশিত উপহার দিয়েছেন অভিনেত্রী। শুক্রবারই সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন পরিণীতি। বিয়েতে রাঘবের জন্য যে সারপ্রাইজ রেখেছিলেন, সেই সন্ধানও পাওয়া গিয়েছে।

পরিনীতিকে যারা চেনেন, তাঁরা জানেন, অভিনয়ের পাশাপাশি তাঁর বিশেষ পছন্দের গান। মাঝেমধ্যে নিজের সামাজিক মাধ্যমেও গানের ভিডিও পোস্ট করে থাকেন পরিণীতি। জীবনের বিশেষ দিনে গান থাকবে না তা কি হয়! তবে কেবল বলিউডের গান নয়। পরিণীতি তাঁর নিজের গাওয়া একটি গান রেখেছিলেন বিয়ের মুহূর্তের জন্য। সেই গানটিই শোনা গিয়েছে পরিণীতির আপলোড করা ভিডিওতে। সেই গান শুনেই নিজের প্রতিক্রিয়া দিলেন রাঘব।

View this post on Instagram

A post shared by Raghav Chadha (@raghavchadha88)

সেই ভিডিওই সামাজিক মাধ্যমে আপলোড করে রাঘব লিখেছেন, 'আমি কখনও ভাবিনি এমন একটা উপহার পাব কোনওদিন। কিন্তু আমার মনে হয় আমার গায়িকা স্ত্রী আমাকে সারপ্রাইজ দিতে ভালোবাসে। আমি সত্যিই আপ্লুত। তোমার কণ্ঠস্বর আমার জীবনের সঙ্গীত হয়ে উঠেছে। ধন্যবাদ মিসেস চাড্ডা। তোমাকে পাশে পেয়ে আমি নিজেকে সবচেয়ে সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে গণ্য করি।'

6 months ago
Ragneeti: রাঘবের সঙ্গে বিয়ের ভিডিও প্রকাশ্যে আনলেন পরিণীতি, দেখুন বিয়ের মুহূর্ত

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বিয়ে (Wedding) সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। কনে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে রাঘব 'আম আদমি পার্টি'-এর সাংসদ। তাই জনঅরণ্য থেকে দূরে গিয়ে রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন তাঁরা। বিয়েতে এতটাই গোপনীয়তা বজায় রেখেছিলেন তারকারা যে বাইরে থেকে কোনও উত্তাপ পাওয়া যায়নি।

২৫ সেপ্টেম্বর তারকারা সামাজিক মাধ্যমে নিজেদের বিয়ের ছবি আপলোড করেছিলেন ঠিকই, তবে তাতে মন ভরেনি নেটিজেনদের। তবে এবার 'মেঘ না চাইতেই জল' পাওয়া গেল। পরিণীতি তাঁর বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে রাঘবের জন্য তুলে রাখা বিশেষ সারপ্রাইজের কথাও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

View this post on Instagram

A post shared by @parineetichopra

বিয়ের শুরু থেকে ঝলক পাওয়া গিয়েছে পাত্র-পাত্রীর। কখনও রাঘবের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়েছিলেন পরিণীতি। রাঘব দু'চোখে হারিয়েছেন পরিনীতিকে। অবশেষে পরিণীতি হেঁটে গিয়েছিলেন ছাদনাতলার দিকে। বিয়েতে রাঘবের জন্য পরিণীতির বিশেষ উপহার একটি গান। অভিনেত্রী তথা গায়িকা নিজেই গানটি লিখেছেন, গেয়েছেন। সেই গানটিই বেজেছে বিয়ের সময়।

6 months ago
Raghav-Parineeti Reception: 'রাঘনীতি'-র রিসেপশন বাতিল, মুম্বইয়েও হচ্ছে না কোনও পার্টি!

আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) রিসেপশন কবে, এই নিয়ে জল্পনা তুঙ্গে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে। দিল্লিতেও বসবে রিসেপশনের আসর। কিন্তু এখন খবর শোনা যাচ্ছে, চণ্ডীগড়-দিল্লি কোনও জায়গাতেই আপাতত কোনও রিসেপশন হচ্ছে না। তবে দফায় দফায় রিসেপশন বাতিল হওয়ায় প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কারণ কি?

শোনা গিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশনের জমকালো আয়োজন করেছিলেন পাত্র পক্ষ। দিল্লিতে তাঁর রাজনৈতিক সতীর্থদের জন্যও রাঘব পার্টির আয়োজন করতে পারেন। এরপর এও শোনা গিয়েছিল, ৪ অক্টোবর পরিণীতি তাঁর সিনেমা জগতের বন্ধুদের জন্য মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, পরিণীতি চোপড়ার নতুন সিনেমার রিলিজ যেহেতু সামনেই, সেই কারণেই আপাতত রিসেপশনের আয়োজনে মন দিতে নারাজ তিনি। আবার এও শোনা যাচ্ছে, ৪ অক্টোবর মুম্বইয়ে রিসেপশন হওয়ার খবরও নাকি 'ভুয়ো'।

আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে উদয়পুরে রবিবার পাঞ্জাবি রীতি মেনে রাজকীয়ভাবে বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রীর। পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। তবে 'রাঘনীতি'র রিসেপশন কবে তা জানতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।

6 months ago


Honeymoon:পরিণীতি-রাঘবের বিয়ে পর্ব শেষ, কোথায় হানিমুনে যাবেন নব-দম্পতি?

উদয়পুরে সকলের অন্তরালে গিয়ে একেবারে জাঁকজমকভাবে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। উদয়পুরে দু'দিনের ডেস্টিনেশন ম্যারেজ করেছেন তাঁরা। হলদি থেকে সঙ্গীত, বিয়ের সব নিয়মই পালন করেছেন তাঁরা। সোমবার সকালে সামাজিক মাধ্যমে নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই যেন ঘোর লেগেছে চারিদিকে। দম্পতির ভক্ত, নেটিজেন এমনকি বলিউডের অন্যান্য অভিনেত্রীরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের।

বিয়ে পর্ব মিটিয়ে উদয়পুর থেকে দিল্লি চলে এসেছেন পরিণীতি রাঘব। সোমবারেই বিমানবন্দরে যাওয়ার পথে পাপারাৎজিদের সামনে পোজ দিয়েছেন তাঁরা। মাথায় সিঁদুর, হাতে চুরি ও ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন পরিণীতি। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছে সাদা শার্টে। ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গিয়েছে নবদম্পতিকে। হাত জোর করে সকলকে ধন্যবাদও জানিয়েছেন।

বলিউডের কোনও তারকা আমন্ত্রিত ছিলেন না পরিণীতি-রাঘবের বিয়েতে। তাই পরপর দুটি রিসেপশন পার্টি হওয়ার কথা রয়েছে। একটি চণ্ডীগড়ে, অন্যটি দিল্লিতে। এরপর কী দম্পতি হানিমুনে যাবেন? তেমন কোনও পরিকল্পনার কথা যদিও শোনা যাচ্ছে না। আপাতত শোনা যাচ্ছে, রিসেপশন পর্ব শেষ করে নিজের সিনেমার প্রচার শুরু করবেন পরিণীতি।  তাঁর আসন্ন সিনেমা 'মিশন রানীগঞ্জ'। এরপর দম্পতির হানিমুনের ছবি 'সারপ্রাইজ' হয়ে আসতেই পারে যেকোনও সময়।

6 months ago
Bollywood: পরিণীতিকে শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা, বিবাহিতদের দলে স্বাগত জানালেন আলিয়া থেকে কিয়ারা

বলিউড জগতে এখন রীতিমতো হইচই পরে গিয়েছে। জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) জীবনের গাঁটছড়া বেঁধেছেন আপ নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে। যদিও ডেস্টিনেশন বিয়েতে আমন্ত্রিত ছিলেন না বলিউডের তারকারা। তবুও অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অনেকেই। এদিকে আমন্ত্রণ থাকলেও বোনের বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাই বিদেশে বসেই বোনকে শুভেচ্ছা জানালেন তিনি।

পরিণীতি ও রাঘবের বিয়ের তিনটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'পিকচার পারফেক্ট। নববিবাহিতদের বিশেষ দিনে অনেকটা ভালোবাসা পাঠাচ্ছি। চোপড়া পরিবারে স্বাগত রাঘব চাড্ডা। আশা করি তুমি আমাদের মধ্যে উন্মাদের মতো নিমজ্জিত হউ। তিশা তুমি সবচেয়ে সুন্দর বউ। আমরা তোমাকে এবং রাঘবকে সারাজীবন আনন্দে থাকার জন্য ভালোবাসা, আশীর্বাদ পাঠাচ্ছি। একে অপরের যত্ন নিও এবং এই সুন্দর ভালোবাসা যত্ন করে রেখো।'

অন্যদিকে পরিনীতিকে বিবাহিতদের দলে স্বাগত জানিয়েছেন, অভিনেত্রী আলিয়া ভাট ও কিয়ারা আডবাণী। আলিয়া লিখেছেন, 'সবার আদুরেকে অভিনন্দন। তোমাদের দুজনকেই জীবনের যাত্রাপথের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাবে স্বাগত।' কিয়ারা সামাজিক মাধ্যমে লিখেছেন, 'ক্লাবে স্বাগত। তোমাদের দুজনকেই সারাজীবনের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।'

পরিণীতি ও রাঘবের বিয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে করিনা লিখেছেন, 'অনেক অভিনন্দন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসা, সইফ এবং করিনা।'

অভিনেত্রী ক্যাটরিনা লিখেছেন, 'অনেক শুভেচ্ছা এবং তোমাদের দুজনকে সারাজীবনের আনন্দ এবং যৌথযাপনের জন্য শুভেচ্ছা জানাই।' অভিনেত্রী অনুষ্কা শর্মা লিখেছেন, 'সুন্দর দম্পতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা যেন একে অপরের মধ্যে শান্তি ও আনন্দ খুঁজে পাও।'

6 months ago


Raghav Chadha: 'এরা আম আদমি, তবে খাস কারা?', বিয়ের খরচ নিয়ে রাঘবকে বিঁধলেন কংগ্রেস নেতা

দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) হাইপ্রোফাইল বিয়ে। বিবাহ সুসম্পন্ন করে ইতিমধ্যেই তাঁরা বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। কিন্তু বিয়ে শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না রাঘবের। সাংসদ হয়ে কীভাবে এমন 'গ্র্যান্ড ওয়েডিং'-এর আয়োজন করেছেন তা নিয়েই শুরু বিতর্ক। রাঘবের বিয়ে নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যেই অস্বস্তিতে পড়তে হল আম আদমি পার্টিকে। বিয়ের বিপুল খরচ ঘিরে রাঘবকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের বিধায়ক সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। রাঘবকে কটাক্ষ করে তিনি বলেছেন, 'এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?'

রাঘব-পরিণীতির বিয়ে ঘিরে শুক্রবার থেকেই সাজ সাজ রব রাজস্থানে। সেখানকার সাত তারা হোটেল লীলা প্যালেসে তাঁদের বিয়ের আসর বসে। জানা গিয়েছে, সেই হোটেলের যে স্যুটে থাকার কথা ছিল, তার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা।  সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরেন ও কোথা থেকে এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পঞ্জাবের কংগ্রেস নেতা। সেই তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়, তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। ফলে তিনি প্রশ্ন করেছেন, রাঘব কীভাবে একরাতের জন্য ১০ লক্ষ টাকার স্যুটের আয়োজন করেছেন। এমনকী তাঁর 'বস' অরবিন্দ কেজিরওয়াল এবং ভগবন্ত মানের কাছেও জবাবদিহি চেয়েছেন তিনি। এর পর সুখপাল বলেছেন, 'এরা যদি আম আদমি পার্টি হয়, তবে খাস কারা?'

মোদী সরকারের বিরোধী ইন্ডিয়া জোটে হাতে-হাত দিয়ে রয়েছেন রাহুল-কেজরিওয়ালরা। কিন্তু তাঁদের মধ্যের বিরোধিতাই এবারে এল প্রকাশ্যে। বিবাহের খরচ নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগের ফলে ইন্ডিয়া জোটে কোনও আঁচ আসে কিনা, বা কতটা কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।

6 months ago
Rag-Neeti: 'আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না', পরিণীতি-রাঘবের স্বপ্নের মতো বিয়ের ছবি দেখুন

ব্রেকফাস্ট টেবিলে প্রথমবার আলাপ। কয়েক মুহূর্তেই বুঝতে পেরেছিলেন, মনের মানুষ পেয়ে গিয়েছিলেন। সেইদিন থেকে শুরু হয়েছিল নতুন অধ্যায়ের অপেক্ষা। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha) আজ 'মন নিয়ে কাছাকাছি', পাশাপাশি। বিয়ের পর তাঁদের অনুভূতি ঠিক কেমন, সে সাক্ষ্য দিচ্ছে সামাজিক মাধ্যমের পোস্ট।


২৪ সেপ্টেম্বর, রবিবার তাঁরা বিয়ে করেছেন। সোমবার সকালে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন। মুক্তার মতো শুভ্র বিয়ে করতে চেয়েছিলেন পরিণীতি। বিবাহবাসর সেজে উঠেছিল একেবারে তাঁদের মনের মতো। চারপাশে সবুজ ঘাসের উপর সাদা ফুলে ঢাকা সরণি। মাঝের পথ দিয়ে একে অপরের হাত ধরে, হাসিমুখে  ছাদনাতলা পর্যন্ত হেঁটে গিয়েছেন পরিণীতি রাঘব।


আইভরি রঙের লেহেঙ্গা পরেছিলেন পরিণীতি। গায়ে পান্নার গয়না। ন্যাচারাল মেকআপে পরীর মতোই দেখতে লাগছিল তাঁকে। তবে দেখার মতো তাঁর মাথার দোপাট্টাটি। অফ হোয়াইট দোপাট্টায়, সোনালী জরিতে লেখা ছিল 'রাঘব'। অন্যদিকে রাঘব পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি।


ছবিগুলি পোস্ট করে পরিণীতি লিখেছেন, 'ব্রেকফাস্ট টেবিলের প্রথম কথোপকথন থেকে আমাদের হৃদয় সব বুঝে নিয়েছিল। লম্বা সময় ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। অবশেষে মিস্টার ও মিসেস হয়ে খুব খুশি। একে অপরকে ছাড়া বাঁচতে পারতাম না। এখন থেকে আমাদের আজীবনের শুরু।'


6 months ago
Raghav-Parineeti: বর-কনে সাজে রাঘব-পরিণীতি, প্রকাশ্যে 'রাঘনীতি'-র রূপকথার বিয়ের ছবি

অপেক্ষার অবসান! সবাইকে তাক লাগিয়ে দিলেন নবদম্পতি। বিয়ের ছবি সবার সঙ্গে সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন 'রাঘনীতি (Ragneeti)'। সোশ্যাল মিডিয়ায় রাঘব-পরিণীতির নতুন ছবি প্রকাশ্যে। যা এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং। গোধূলি লগ্নে পিচোলা লেকের ধারে এক রূপকথার বিয়ে সেরেছেন রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বিয়ে সম্পন্ন হলেও জনসমক্ষে আসেননি তাঁরা। বিয়ের অনুষ্ঠানের কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। অনুরাগীরা নবদম্পতির একঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন। এর পর হঠাৎই মধ্যরাতে রাঘব-পরিণীতির ছবি ফাঁস হয়। আর সোমবার সকাল সকাল প্রকাশ্যে আসে বহু প্রতীক্ষিত তাঁদের বিয়ের ছবি। আদুরে চুমুতে পরীকে ভরিয়ে দিলেন রাঘব।

রবিবার মাঝরাতে হঠাৎ প্রকাশ্যে আসে এক ছবি। তবে এই ছবি বিয়ের নয়, রিসেপশন পার্টির লুক প্রকাশ্যে আসে। আর ছবি দেখতেই মুগ্ধ তাঁদের ভক্তরা। এর পর রাতভর সবাইকে অপেক্ষা করিয়ে সবাইকে চমকে সোমবার ছবি প্রকাশ্যে আনলেন নবদম্পতি। আইভরি রংয়ের লেহেঙ্গায় সেজেছেন পরী, গলায় তাঁর ভারী হীরের গয়না ও হাতে গোলাপি চুরা। অন্যদিকে অফ হোয়াইট রং-য়ের শেরওয়ানিতে সেজেছেন রাঘব। গলবায় মুক্তোর মালা। প্রথমের ছবিতে দেখা গিয়েছে, সাদা কার্পেটের ওপর দিয়ে হাতে হাত রেখে হেঁটে আসছেন রাঘনীতি। মুখে তাঁদের প্রাণ খোলা হাসি। পরের ছবিতেই রয়েছে তাঁদের মালাবদলের মুহূর্ত। তৃতীয় ছবিতে দেখা গিয়েছে, অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ছেন রাঘব-পরিণীতি। এর পরেই দেখা গিয়েছে, রাঘবকে পরীর কপালে আদুরে চুম্বন করতে। আরও একটি সাদা-কালো ছবিতে ফুটে উঠেছে তাঁদের আনন্দ।


রাঘব চাড্ডা ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পরও পরীও ছবি শেয়ার করেছেন। বিয়ের মুহূর্তগুলি শেয়ার করার পাশাপাশি ভালোবেসে এক ক্যাপশনও লিখেছেন।  খানিকটা আবেগে ভেসে তিনি লিখেছেন, 'প্রথম ব্রেকফাস্টের টেবিলের কথা বলার পর থেকেই আমাদের হৃদয় জানত। বহুদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছি। মিস্টার অ্যান্ড মিসেস হয়ে খুবই ধন্য। একে অপরকে ছেড়ে থাকতে পারছিলাম না। আমাদের একসঙ্গে পথ চলার যাত্রা শুরু হল।'




View this post on Instagram

A post shared by @parineetichopra

6 months ago


Raghav-Parineeti Wedding: রূপকথার বিয়ে সারলেন রাঘব-পরিণীতি, বিদায় বেলার ভিডিও প্রকাশ্যে!

প্রতীক্ষার অবসান। অবশেষে দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি। রাজস্থানের উদয়পুরে পিচোলা লেকের ধারে চার হাত এক হল রাঘব (Raghav Chadha) ও পরিণীতির (Parineeti Chopra)। আপ সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া সাত পাকে বাঁধা পড়লেন। একে অপরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। রবিবার সন্ধ্যার দিকে তাঁদের বিবাহ সম্পন্ন হলেও এখনও জনসমক্ষে আসেননি তাঁরা। তবে তাঁদের বিদায় বেলার লীলা প্যালেসের বাইরের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। কিন্তু এখন 'রাঘনীতি'-কে বিয়ের সাজে একে অপরের পাশে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।


শনিবার থেকেই রাজস্থানে তাঁদের বিবাহ ঘিরে সাজ সাজ রব। গতকাল থেকেই শুরু হয় বিয়ের নানা আচার অনুষ্ঠান। এর পর আজ অর্থাৎ রবিবার সূর্যাস্তের সময় পিচোলা হ্রদের ধারে লীলা প্যালেসে বিয়ে সারলেন রাঘব ও পরিণীতি। লেক প্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে বরযাত্রীর একাধিক ছবি-ভিডিও। ফলে তাঁদের বিয়ে রূপকথার বিয়ে থেকে কম কিছু নয়! তাঁদের বিবাহ অনুষ্ঠানের থিম ছিল 'এ পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিং।' ফলে নিজেদের ইচ্ছামতোই মুক্তোর মত শুভ্র বিবাহ হয় 'রাঘনীতি'-র। বিবাহ শেষে পরীর বিদায় বেলার ভিডিও প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে দেখা গিয়েছে, লীলা প্যালেসের ভিতরে বাজছে 'কবিরা' গান। অনুমান করা হয়েছে, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র 'কবিরা' গানে বিদায় হয় নববধূ পরিণীতির।

ইতিমধ্যেই আরও জানা গিয়েছে যে, বিদায় পর্বের পরই একা সময় কাটাতে নবদম্পতি চার চাকায় ভ্রমণে বেরিয়েছেন। এর পরই রিসেপশন পার্টিতে যোগ দেবেন তাঁরা। রাত সাড়ে ৯ টা নাগাদ তাঁদের 'কাপল ডান্স' করতে দেখা যাবে বলেও জানা গিয়েছে। এর পর তাঁরা ২৫ সেপ্টেম্বরই দিল্লিতে ফিরে যাবেন। কিন্তু রিসেপশন পার্টির সময়ে তাঁদের পাপারাৎজিদের সামনে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন অনুরাগীরা। বলিউডের নতুন জুটি 'রাঘনীতি'-কে কখন দেখা যাবে, তারই অপেক্ষায় ভক্তরা।

6 months ago
Rag-Neeti: উদয়পুরে ডেস্টিনেশন ম্যারেজ, পরিণীতি রাঘবের সঙ্গীতের ছবি দেখুন

উদয়পুরে ডেস্টিনেশন ম্যারেজ করছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চাড্ডা (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। বিলাসবহুল ব্যবস্থা রাখা হয়েছে বিয়েতে। ২৩ সেপ্টেম্বর শনিবার থেকেই শুরু হয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান। সেদিনই সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠান হয়েছে তারকাদের। নব্বইয়ের দশকের একটি থিম পার্টি হয়েছে। যদিও অতিথি ও হোটেলের কর্মচারীদের ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে, তবুও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ছবি।


সামাজিক মাধ্যমে ঘুরছে দুটি ছবি। সঙ্গীত রাতে পরিণীতি বেছে নিয়েছিলেন লেহেঙ্গা। অন্যদিকে রাঘব পরেছিলেন কালো রঙের স্যুট। ছবিতে স্পষ্ট দুলহা-দুলহনের আনন্দ। রবিবারেই সাত পাকে ঘুরবেন তাঁরা।


6 months ago