
'মিস ডিভা ইউনিভার্স' খেতাব জয়ী, একাধারে মডেল ও অভিনেত্রী ঊর্বশী রৌটেলাকে (Urvashi Rautela) বিরুদ্ধে অভিযোগ কিছুটা গুরুতর। দিন কয়েক আগে নিজের সামাজিক মাধ্যম থেকে ঊর্বশী জানিয়েছিলেন তিনি পারভীন ববির (Parveen Babi) বায়োপিকে (Biopic) অভিনয় করতে চলেছেন। জানা গিয়েছিল, কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ পারভীনের চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু অভিনেত্রীর দেওয়া তথ্য নাকি সত্যি নয়, এই নিয়ে তোলপার হয়েছে নেট দুনিয়া।
একাধিক সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী, বলিউডে পারভীন ববিকে নিয়ে কোনও ছবি তৈরির উল্লেখ নেই। এমনকি বলিউডে নতুন কোনও সিনেমায় অভিনয়ের জন্য দিন কয়েকের মধ্যে ঊর্বশী সই করেননি। এমনকি ইন্ডাস্ট্রিতে নাকি পারভীন ববির বায়োপিক নিয়ে ছবি করার কথা এখনও কেউ ভাবেননি। ইন্ডাস্ট্রিতে জোর চর্চা, সিনেমা কি অভিনেত্রী ঊর্বশী এক করবেন? কারণ কোনও পরিচালক এখনও পর্যন্ত এরকম কোনও সিনেমার কথা ভাবেননি।
এমনকি সামাজিক মাধ্যমে ছবির ঘোষণা করলেও, সিনেমার প্রযোজক এবং পরিচালককে নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। সিনেমার ঘোষণা হল অথচ পরিচালক-প্রযোজকের নাম নেই? এই থেকে ঊর্বশীর দিকে আরও সন্দেহ বাড়ছে সকলের। প্রশ্ন উঠছে, সিনেমা যদি নাই-ই আসে, তাহলে অভিনেত্রী কেন ঘোষণা করলেন?
বলিউডের মডেল এবং অভিনেত্রী ঊর্বশী রৌটেলা (Urvashi Rautela) প্রায়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে সম্প্রতি তিনি প্রায় প্রতিদিনই নেট মাধ্যমে আলোচনার প্রসঙ্গে উঠে এসেছেন তাঁর ফ্যাশনের জন্য। ২০২৩ কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2023) অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে। সারা বিশ্ব থেকেই তাবড় সেলেব্রিটি থেকে পরিচিত মুখ আমন্ত্রণ পেয়েছেন সেখানে। তবে এই কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত অতিথিদের পোশাক নিয়েই বেশি কথা হয়। ঊর্বশীও ইতিমধ্যে বেশ কয়েকবার চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন। তাঁর পোশাক নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে।
চলচ্চিত্র উৎসবে ঊর্বশী একটি দিন গোলাপি রঙের পোশাক পরেছিলেন। গাউনে তাঁকে সুন্দরী দেখতে লাগলেও তাঁর কানের দুল এবং গলার হারটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। সুবিশাল কুমিরের আদলের হার জড়ানো ছিল তাঁর গলায়, কানেও ছিল একইরকম কুমিরের আদলের দুল। অনেকে বলেছেন হারটি বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা কার্টিয়ারের কপি। এই গলার নিয়ে কম চর্চা হয়নি নেট দুনিয়ায়। 'শেষ পর্যন্ত কুমিরের মতো গলার হার!' এমন অনেক তির্যক মন্তব্য ছুটে এসেছিল তাঁর দিকে।
এরপর আরও একদিন ঊর্বশীকে দেখা গিয়েছিল পোশাকের সঙ্গে নীল রঙের লিপস্টিকে। সেইবারও ভাগ্যে জুটেছিল নেটিজেনদের সমালোচনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে ঊর্বশী রৌটেলা সবুজ রঙের পোশাক পড়েছেন। মাথা থেকে পা পর্যন্ত সবুজ কাপড়ের ঢল নেমেছে। নেটিজেনদের একজন বলেছেন, 'স্কুলে একবার তোতাপাখি সেজেছিলাম এমন ধরণের পোশাক পরেই।' তবে লোকে যাই বলুক, তাতে থোড়াই কেয়ার করেন সুন্দরী!
প্রায় কয়েকদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। এর আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে (Rishav Pant) নিয়ে জোর চর্চার কেন্দ্রে ছিলেন ঊর্বশী। এবারে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে এবার তাঁর নেপথ্যে ঋষভ নয়। জানা গিয়েছে, ঊর্বশী এক সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তাঁর নামে 'ভুয়ো' খবর ছড়ানোর জন্য। ঊর্বশীর অভিযোগ, আসন্ন ছবি এজেন্ট-এর অভিনেতা অখিল অক্কিনেনিকে (Akhil Akkineni) নিয়ে মিথ্যা খবর টুইটারে ছড়িয়েছেন সাংবাদিক উমর সান্ধু।
ঊর্বশীর দাবি, উমর সান্ধু টুইটারে খবর ছড়িয়েছেন, ইউরোপে শ্যুটিং চলাকালীন অখিল অক্কিনেনি ঊর্বশীর উপর নির্যাতন করেছেন। শুধু তাই নয়, সাংবাদিক উমর টুইটে আরও জানিয়েছেন, ঊর্বশী অখিলকে ইমম্যাচুয়র বলেছেন ও তাঁর সঙ্গে কাজ করতে নাকি ঊর্বশী অস্বস্তি বোধ করেন। অভিনেত্রীর কথায়, টুইটে লেখা খবরগুলো সবই মিথ্যা, ভুয়ো। সাংবাদিকের এমন কাণ্ডে অস্বস্তিতে পড়েছেন তাঁর পরিবার এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সাংবাদিকের খবরে বেজায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। তাই তিনি বাধ্য হয়ে ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে সাংবাদিককে আইনি নোটিশ পাঠিয়েছেন।
এই নোটিস সম্পর্কে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন ঊর্বশী। তিনি লিখেছেন, 'মানহানির মামলায় সাংবাদিককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আপনি আমার মুখপাত্র নন। আর আপনি ইমম্যাচুয়র সাংবাদিক। আপনি আমার পরিবার ও বন্ধুকে এর জন্য বিপাকে ফেলেছেন।'
ক্রিকেট তারকা ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে কথা উঠলেই ঊর্বশী (Urvashi Rautela) প্রসঙ্গ উঠে আসে। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন হয়েছে অনেক। ব্যক্তিগত জীবনে তাঁদের মধ্যে কি রসায়ন ছিল তা নেটিজেনরা জানতে না পারলেও, প্রকাশ্যে তাঁদের ঠান্ডা যুদ্ধ দেখেছে। নাম না করে প্রায়ই একে অপরকে তোপ দেগেছিলেন তাঁরা। ঋষভ -ভক্তর যে ঊর্বশীকে না পসন্দ, তা বোঝা গেল আইপিএলের ময়দানে।
বেশ কিছুদিন আগেই মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল ঋষভ পন্থের সঙ্গে। একের পর এক অপারেশন হয়েছে তাঁর শরীরে। ক্ষত এখনও সারেনি। তবে খেলা থেকে একেবারে দূরে থাকেন কীভাবে! না খেললেও মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। সেই গ্যালারিতেই উপস্থিত এক দর্শকের প্ল্যাকার্ডে দেখা যায়, 'ধন্যবাদ ভগবান ঊর্বশী এখানে নেই। '
এই পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পোস্টটি দেখে চুপ থাকেননি ঊর্বশী। ওই পোস্ট নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'কেন ?' পোস্টের কমেন্টবক্সে একেবারে হামলে পড়েছে ঋষভের ভক্তরা। তাঁরাও প্ল্যাকার্ডের সুরেই গাইছে। যদিও কোনও প্রতিক্রিয়া দেননি পন্থ।
মডেল-অভিনেত্রী ঊর্বশী রৌতেলার (Urvashi Rautela) সঙ্গে বারবার জড়িয়ে পড়ছে ক্রিকেট দুনিয়ায় নাম। তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant)। শোনা গিয়েছিল সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে সামাজিক মাধ্যমে দুই তারকার ঠান্ডা লড়াই দেখে নেটিজেনরা বুঝতে পেরেছেন, তাঁদের মধ্যে তিক্ততা গড়িয়েছে অনেক দূর। এবার পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে নাম জড়াল ঊর্বশীর।
গুঞ্জন শোনা যাচ্ছে, ঊর্বশী রৌতেলায় মন গলেছে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের। সামাজিক মাধ্যমে তাঁদের প্রকাশ্যে ভালোই যোগসূত্র রয়েছে। একে অপরের পোস্টে কমেন্ট করেছেন। সেই থেকেই দুয়ে দুয়ে চার করছেন নেটিজেনরা। এমনকি ঊর্বশীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নাসিম, এমনই জল্পনা নেট দুনিয়ায়।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে পাক ক্রিকেটার নাসিম শাহকে সঞ্চালক প্রশ্ন করেছেন, তিনি কবে বিয়ে করছেন? উত্তরে নাসিমকে বলতে শোনা গিয়েছে, 'কনে রাজি থাকলেই আমি রাজি'। এই থেকেই চর্চা শুরু তাহলে কি নাসিম ঊর্বশীকে খোলাখুলি বিয়ের প্রস্তাব দিলেন? সুন্দরী ঊর্বশীকে নিয়ে চর্চা অনেক। জল্পনাও অনেক। কিন্তু কোনও জল্পনাতেই তেমন কর্ণপাত করেননি তিনি। শেষ পর্যন্ত জীবনের পথে কার হাত ধরেন ঊর্বশী, বলবে সময়।
একসময় মডেল ও অভিনেত্রী ঊর্বশী রৌতেলা (Urvashi Rautela) এবং ক্রিকেটার ঋষভ পন্থকে (Rishav Pant) নিয়ে অনেক জল্পনা হয়েছে। শোনা যায়, তাঁরা একে অপরকে ডেট করেছেন। এক সাক্ষাৎকারে ঊর্বশী বলেছিলেন, তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে আরপি (পড়ুন ঋষভ পন্থ) ১০ ঘন্টা অপেক্ষা করেছিলেন এক হোটেলে। কিন্তু অভিনেত্রী ঘুমিয়ে পড়ায় তাঁদের সাক্ষাৎ হয়নি। তিনি নাকি ঘুম থেকে উঠে দেখেন ফোনে ক্রিকেটারের ১৭টি মিসড কল। ঊর্বশীর এই মন্তব্যের পরেই ক্রিকেটার তাঁকে সামাজিক মাধ্যমে তোপ দাগেন। নাম না করেই লেখেন, 'সংবাদ শিরোনামে উঠে আসতে কিছু মানুষ তাঁকে নিয়ে মিথ্যে কথা রটাচ্ছে।' এরপর ঊর্বশী ও ঋষভের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলতে দেখা যায়। নাম না নিয়ে একে অপরকে কটাক্ষ করেন তাঁরা। গুঞ্জন ছিল, তাঁদের সম্পর্কের বিচ্ছেদ মধুর হয়নি। সেই থেকেই তাঁদের মধ্যে তিক্ততা।
তবে সম্প্রতি মারাত্মক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ঋষভ। এমন পরিস্থিতিতে আবারও ক্রিকেটার ও অভিনেত্রী কাছে আসছেন বলে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু এর মাঝেই ঊর্বশী রৌতেলাকে দেখা গেল আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে। একসঙ্গে ডিনারে গিয়েছিলেন তাঁরা। একই গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের সামনে পোজ দেন দু'জনে। সেই থেকে রব উঠেছে তাহলে কি আমেরিকান গায়কের সঙ্গেই প্রেম করছেন ঊর্বশী? নাকি কোনও মিউজিক ভিডিও আসতে চলেছে তাঁদের?
সব ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। উর্বশী রৌতেলাকে (Urvashi Rautela) বার্তা অভিনেত্রী মায়ের। কে ঠিক আছে, কেনই বা অভিনেত্রীকে চিন্তা না করার পরামর্শ? এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ঋষভ পন্থকে দেখে এই বার্তা মেয়ের উদ্দেশে পাঠালেন অভিনেত্রীর মা মীরা রৌতেলা। মুম্বইয়ের এক হাসপাতালে সম্প্রতি লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant)। দিল্লি থেকে সড়কপথে দেহরাদুন (Delhi-Dehradun) যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঋষভ। তাঁর গাড়ি দুমড়ে মুচড়ে যায়, আগুন ধরে যায় সামনের অংশে। বরাত জোরে গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন এই তরুণ ক্রিকেটার।
এই মুহূর্তে ক্রিকেটারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিসিআই। তারাই এয়ার অ্যাম্বুলেন্সে ঋষভকে মুম্বই উড়িয়ে এনেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে 'প্রার্থনারত' লিখে ছবি দিয়েছেন অভিনেত্রী উর্বশী রৌতেলাও। কার জন্য প্রার্থনা করছেন উর্বশী, বুঝতে একটুও অপেক্ষা করতে হয়নি নেট দুনিয়াকে। নেটিজেনরা যদিও উর্বশীর সঙ্গে ঋষভের এই চর্চিত সম্পর্ক নিয়ে একেবারেই না খুশ। তাঁদের বরাবরের অভিযোগ, ‘‘মা-মেয়ে কিছুতেই স্বস্তি দিচ্ছেন না ছেলেটাকে।’’
এই পোস্টের পর ফের রোষের মুখে অভিনেত্রীর মা। কেউ লিখছেন, ‘‘যে কথাটা ফোনে বলা যায়, তা সমাজমাধ্যমে জানানোর কী দরকার!’’
ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এবং বলিউড কুইন ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) সম্পর্ক মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি থেকে উত্তরাখণ্ডে (Delhi-Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে রুরকির কাছে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। গুরুতর আঘাত পান পন্থ। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরছে। ঊর্বশী রাউতেলা এই দুর্ঘটনার খবর পেয়ে কী করলেন? কিছু মাস আগে টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন উর্বশী। তবে ঋষভের কাছেই গিয়েছিলেন কিনা তা জানা যায়নি।
ঋষভের এই ভয়াবহ ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের কোনও অনুষ্ঠানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “প্রার্থনা করছি।” সঙ্গে আবার সাদা পায়রা এবং সাদা হার্টের স্টিকার। সাদা শান্তির প্রতীক এ কথা সকলের জানা। এই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চাইলেন? কোনও ইঙ্গিত ছিল কি এই পোস্টে? অনেকে মনে করছেন তিনি ঋষভের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।
জানা গিয়েছে, ঋষভের মাথায়, কোমরে, পিঠে ও পায়ে ভয়াবহ আঘাত লেগেছে। চিকিৎসকদের জানিয়েছে, পন্থের পা ভেঙে গিয়েছে এবং তা সারতে বেশ সময় লাগবে। পুড়ে যাওয়া পিঠে প্লাস্টিক সার্জারি করা হবে। পুলিসকে প্রাথমিক বয়ানে পন্থ জানান, গাড়ির স্টিয়ারিং সিটে বসে সম্ভবত চোখ লেগে যাওয়ায় এত বড় দুর্ঘটনা। বড় কিছু হয়েছে বুঝতে পেরে তিনি গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন। উত্তরাখণ্ডের এক পুলিসকর্তা জানান, এই উপস্থিত বুদ্ধি না দেখালে আরও বড় বিপদ হতে পারতো ভারতীয় ক্রিকেটারের।
প্রসঙ্গত, পন্থের শারীরিক অবস্থা নিয়ে সকলের মতোই উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও। তাঁর রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পন্থ। ফলে ঋষবের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না থাকে সেই নির্দেশ দিয়েছেন তিনি। পন্থকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
ছোটু ভাইয়া আর উর্বশী রোতেলা (Urvashi Rautela) বিতর্কের মাঝেই গুঞ্জন নাসিম শাহকে নিয়ে। ঋষভ পন্থ (Risabh Pant) পালা চুকিয়ে উর্বশীর নাকি মন মজেছে পাক (Pakistan) বোলার নাসিম শাহে। সম্প্রতি উর্বশী অনুগামীরা সামাজিক মাধ্যমে (Social Media) একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওয় বলিউড অভিনেত্রীর পাক বোলারের প্রতি অনুরাগ তুলে ধরা হয়েছে। কোনওরকম রাখঢাক না করে সেই ভিডিও পাল্টা নিজের পেজে শেয়ার করেন উর্বশী। এরপরেই উর্বশী আর নাসিম শাহে মজে পাপরাজ্জিরা।
যদিও গুঞ্জনে জল ঢেলেছেন খোদ পাক বোলার। তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানান, কে উর্বশী রোতেলা, আমি তো চিনি না। কারা কী উদ্দেশে ভিডিও বানিয়েছেন তাও জানি না। তাহলে কি শুরু হওয়ার আগেই শেষ বাইশ গজ এবং বিনোদনের বীরজারা?
এদিকে, বিতর্ক আর উর্বশী যেন সমার্থক। কিছু দিন আগেই ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেছিলেন এই অভিনেত্রী। তার দাবি ছিল, তাঁর জন্য অপেক্ষায় ছিলেন ঋষভ। ঋষভ নাকি তাঁকে বহুবার ফোন করে দেখা করারও অনুরোধ জানান।
যদি উর্বশীর দাবি নস্যাত করে দিয়েছিলেন ঋষভ পন্থ। এদিক, আরপি-উর্বশীর পর নেট দুনিয়াজুড়ে যেমন চর্চা ছিল, একই চর্চা উর্বশী- নাসিম কান্ডে।