Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

UnderTreatment

Garden Reach: গার্ডেনরিচ-কাণ্ডে মৃত বেড়ে ১৩, এখনও চিকিৎসাধীন আট

গার্ডেনরিচকাণ্ডে ঘা এখনও দগদগে রাজ্যবাসীর মনে। হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আক্রান্ত হওয়া বেশ কিছু ব্যক্তি। গরিবদের মাথার ছাদের ওপর বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও আসছে মৃত্যুর খবর। মঙ্গলবার ফের মৃত্যুর খবর এল গার্ডেনরিচকাণ্ডে আহত এক যুবকের। এসএসকেএম হাসপাতালে জখম অবস্থায় ভর্তি ছিলেন তিনজন। যাঁদের মধ্যে একজন বছর ২৩-এর মইনুল সর্দার। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন মুসরাত জাহান এবং মহম্মদ সহিলউদ্দিন নামে আরও দুজন। অন্যদিকে গার্ডেনরিচ সংলগ্ন বেসরকারি হাসপাতালেও ভর্তি রয়েছেন আরও ৬ জন।

a month ago
Bitting: ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীর হাতে গুরুতর আক্রান্ত এক ব্যক্তি, চাঞ্চল্য মালদহে

ছিনতাইয়ে (Robbery) বাধা দেওয়ায় এক ব্য়ক্তিকে বেধড়ক মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয় পড়েন ওই ব্য়ক্তি। বুধবার, রাতে এই ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) রথবাড়ি এলাকায়। বর্তমানে আহত ওই ব্যক্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, আহত ওই ব্য়ক্তির নাম কার্তিক বসাক (৪৬)। ফরাক্কার বাসিন্দা। বিগত দুইদিন ধরে ওই ব্য়ক্তির বাবা বিমল বসাক (৭৫) মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার, রাতে বাবাকে হাসপাতালে রেখে কার্তিক বসাক রথবাড়িতে গিয়েছিলেন। সেইখান থেকে ফেরার সময় রথবাড়ি এলাকায় দুইজন যুবক এসে তাঁর পথ আটকায়। ওই ব্যক্তির কাছ থেকে ওই দুই যুবক মোবাইল ছিনিয়ে নেয় এবং এরপর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় বাধা দিতে গেলেই ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় অভিযুক্তরা, বলে অভিযোগ জানিয়েছেন তিনি। 

টাকা ছিনিতাইয়ের সময় ওই ব্যক্তির চিৎকার শুনে আশেপাশে দোকানদার ও লোকজনেরা ছুটে আসে এবং ওই দুই যুবককে ধরে বেধড়ক মারধর দিয়ে পুলিসের হাতে তুলে দেয়। অভিযুক্ত দুই যুবককে ধরে নিয়ে যায় ইংরেজ বাজার থানায়।


9 months ago
Sujoy: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কালীঘাটের কাকুর স্ত্রী

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন (Under Treatment) ছিলেন। অবশেষে  সোমবার রাত ১টায় মৃত্যু হল কালীঘাটের কাকুর (Kalighat Kaku) স্ত্রী বাণী ভদ্রের। রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র।

শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ৩০ মে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধানাগারে রয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সেতুবন্ধনের কাজ করেছিলেন সুজয়।

নিয়োগ দুর্নীতিতে তদন্তের মধ্যে সুজয়ের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ‘কাকু’র স্ত্রী অসুস্থ। স্ত্রীর দেখাশোনা করেন সুজয়। এর মধ্যে সুজয়ের জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। ফলে এর মধ্যে স্ত্রীর সঙ্গে দেখাও হয়নি তাঁর।

11 months ago