Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Umrah

Rakhi Sawant: এ কি অবতার রাখি সাওয়ান্তের! হিজাব পরে কোথায় পাড়ি দিলেন 'ড্রামা কুইন'

হিজাব পরে এক অন্য রূপে দেখা গেল বলিউডের চর্চিত ব্যক্তিত্ব রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant)। তিনি তাঁর নিজের জীবন ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনার জন্য সর্বদা খবরের শিরোনামে থাকেন। এবারেও তিনি এমন এক কাজ করে বসলেন, যা দেখে অবাক তাঁর অনুরাগী থেকে শুরু করে সমালোচকরা। সূত্রের খবর, রাখি সাওয়ান্ত এবারে পাড়ি দিলেন সৌদি আরবে, উদ্দেশ্য উমরাহ (Umrah)। আর তারই জন্য পরনে তাঁর হিজাব। আবার তিনি যে উমরাহ করতে যাচ্ছেন তা তিনি নিজেও সংবাদিকদের সামনে প্রকাশ্যে বলেন। আর তারই ভিডিও বর্তমানে ভাইরাল।

বেশ কয়েক মাস ধরেই রাখি সাওয়ান্ত ও তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানি বেশ চর্চায় রয়েছেন। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পর হাজতবাসও করতে হয় তাঁকে। আবার আদিলও রাখির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। এসব নিয়েই বিতর্ক তুঙ্গে। আর এই আবহেই রাখী চললেন সৌদি আরবে। জানা গিয়েছে, শুক্রবার সকালে রাখি উমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন। বিমানে চড়েই এক ভিডিও তৈরি করেছেন রাখি। সেই সময় তাঁর পরনে ছিল হালকা হলুদ রংয়ের হিজাব। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আসসালামুয়ালাইকুম। আমি খুব ভাগ্যবতী, কারণ প্রথমবার আমি উমরাহ করতে যাচ্ছি। আমার ডাক এসেছে। আমি খুব খুশি।  আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আমিও সবার জন্য দোয়া করব।'

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে উমরাহ করতে যাওয়ার আগের দিনও রাখি আদিলের নামে আরও এক অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, আদিল তাঁর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হ্যাক করে রেখেছেন। আবার বাড়িতেও আদিল ও রাজশ্রি তাঁকে খুব অত্যাচার করছে। ফলে সব মিলিয়ে তাঁর জীবন এক সিনেমার গল্প থেকে কম কিছু নয়।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

9 months ago
Bumrah: দলে ফিরেই ফর্মে বুমরা, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে হার আয়ারল্যান্ডের

শুক্রবারের ম্যাচে আয়ারল্যান্ডকে হারাল ভারত। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ম্যাচ। তাই,ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতেছে ভারত। ১১ মাস পরে মাঠে ফিরেছেন বুমরা। আবার অধিনায়কের দায়িত্বে। তাই এদিনের ম্যাচে তাঁর দিকেই নজর ছিল সকলের। হতাশ করলেন না, বরং দুরন্ত কামব্যাক করলেন বুমরা। বোলিংয়ে তো নজর কাড়লেনই, একইসঙ্গে অধিনায়ক হিসেবেও ১০০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেন তিনি। উল্লেখ্য, এই ম্যাচেই ভারতের হয়ে অভিষেক হল রিঙ্কু সিং ও প্রসিদ্ধ কৃষ্ণর।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বুমরা। প্রথম ওভারে বল করতে নেমেই সকলের নজর কেড়ে নিলেন। একই ওভারে আয়ারল্যান্ডের দু'টি উইকেট তুলে নেন তিনি। সাত ওভারের মধ্যেই অর্ধেক উইকেট পড়ে যায় আয়ারল্যান্ডের। কার্টিস ক্যাম্ফার ও ব্যারি ম্যাকার্থির দুরন্ত ব্যাটিংয়ে ১৩৯ রান করে আয়ারল্যাণ্ড। ২ উইকেট নেন বুমরা। রবি বিষ্ণোইয়ের ঝুলিতে আসে দুই উইকেট। অন্যদিকে, ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা।

১৪০ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু, ৬.৫ ওভারের মাথায় বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তখন ভারতের রান ২ উইকেটে ৪৭। পরে আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রান বেশি ছিল ভারতের। তাই ভারতকে জয়ী ঘোষণা করা হয়।

9 months ago
Bumrah: আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজই অভিষেক হতে চলেছে অধিনায়ক বুমরার

পুরনো ভারতীয় ক্রিকেটে আজ নতুন অধিনায়ক। গত ১১ মাসের চোটকে অতীত করে শুক্রবার ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জসপ্রীত বুমরা। আয়ারল্যান্ডের দ্য ভিলেজে হতে চলেছে অধিনায়ক বুমরার অভিষেক। বিশ্বকাপকে পাখির চোখ করে ম্যাচের আগে বুমরা জানালেন, সিরিজ জিতে ফেরাই একমাত্র লক্ষ্য।

একদিনের বিশ্বকাপের আগে কোনও টেস্ট ম্যাচ নেই। তাই বুমরা জানিয়েছেন, তিনি ২০ এবং ৫০ দুটি ফরম্যাটের জন্যই নিজেকে তৈরি করেছেন। কারণ, তিনি জানেন আয়ারল্যান্ড তাঁর কাছে ওয়ার্ম-আপ সিরিজ। আসল লড়াই এশিয়া কাপ এবং ঘরের মাঠে বিশ্বকাপে। সে কারণে অধিনায়ক বুমরা নয়, বোলার বুমরার উপর বাজি ধরতে বলছেন ২৯ বছরের এই ক্রিকেটার।

গত ১১ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন। তবে হতাশাকে গ্রাস করতে দেননি। বরং নিজেকে চাঙ্গা রেখেছিলেন ফের মাঠে ফেরার উৎসাহ দিয়ে। আর ফিরেই নেটে তাঁর ইয়র্কার এখন ভাইরাল হয়েছে। একঝাঁক নতুন মুখ নিয়ে এবার আয়ারল্যান্ডের মাটিতে নামবেন ক্যাপ্টেন বুমরা এবং তাঁর টিম ইন্ডিয়া। ওয়াকিবহাল মহলের মতে, এশিয়া কাপের আগেই এই সিরিজ হতে পারে বিশ্বকাপ দলের ট্রায়াল।

ভারতীয় সময় শুক্রবার রাত সাড়ে সাতটায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আয়ারল্যান্ড ক্রিকেট সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। সাড়ে ১১ হাজার দর্শকের এই মাঠে ভারতীয় ক্রিকেটে নতুন অধিনায়ককে দেখা জন্য মুখিয়ে গোটা ক্রিকেট দুনিয়া।

9 months ago


World Cup: নেটে ফিট বুমরা, বিশ্বকাপের ট্রায়ালে কি দেখা যাবে বুমরাকে!

বিশ্বকাপের ট্রায়াল হিসাবে কী আয়ারল্যান্ড সফরে দেখা যাবে যশপ্রীত বুমরাকে? জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের ইঙ্গিতে এই জল্পনা উসকে উঠল। এক সর্বভারতীয় সংবাদপত্রকে লক্ষ্মণ জানিয়েছেন, দিনে আট থেকে ১০ ওভার বল করছেন বুমরা। নেটে ফের তাঁকে স্বাভাবিক মনে হচ্ছে। লক্ষ্মণের এই দাবির পরেও কী আয়ারল্যান্ডের দলে বুমরাকে পাঠানোর ঝুঁকি নেবেন অজিত আগারকররা?

পিঠের চোটের জেরে গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রধান অস্ত্রে যশপ্রীত বুমরা। সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়ে পিঠের সফল অস্ত্রোপচার করিয়ে এসেছেন। তার পর থেকেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে তৈরি করছেন। একবার জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপের কথা ভেবেই তাঁকে বিশ্রামে রাখা হয়েছে।

তবে প্রাক্তনদের দাবি, এবার বুমরাকে ধীরে ধীরে মাঠে ফেরানো হোক। নাহলে একেবারে বিশ্বকাপে তাঁকে দলে রাখলে নিজের ছন্দ হারাতে পারেন বুমরা। তাই মনে করা হচ্ছে, লক্ষ্মণের থেকে রিপোর্ট নিয়ে বিশ্বকাপের আগে একবার হয়তো আয়ারল্যান্ডে পরখ করা হতে পারে বুমরাকে। তবে সবটাই নির্ভর করছে অজিত আগরকরের কমিটির উপরেই।

10 months ago