Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

USA

TMC: 'ভোটে দাঁড়ানোর ইচ্ছে ছিল', টিকিট না পেয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন মৌসম নূর

লোকসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলে অভিমানী মুখের সংখ্যা যেন তত বাড়ছে। এবার মালদহ উত্তর থেকে টিকিট না পেয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। দলের সিদ্ধান্তে তিনি সংবাদ মাধ্যমের সামনে অসন্তোষ প্রকাশ করেছেন।

১০ মার্চ ব্রিগেডে দলের জনগর্জন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সবাইকে টিকিট দেওয়া গেল না। তারপরেই বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং, ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ও। প্রকাশ্যে মুখ খুলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডলরা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মৌসম বেনজির নূর।

সাংবাদিক বৈঠকে মৌসম বলেছেন, তিনি মালদহের দুই বারের সাংসদ। দলের জেলা সভাপতি। আগেরবার হেরে গিয়েছিলেন। একই পরিবার থেকে দুই দলের দুই প্রার্থী থাকার কারণে ভোট ভাগ হয়েছিল। তারপরেও এবার ভেবেছিলেন টিকিট পাবেন এবং জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত ছিলেন। বিজেপিকে হারানোর আশা তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন মৌসম। যাইহোক দলনেত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত বলে মনে করেছেন, তাই টিকিট দিয়েছেন। তাঁকে সমর্থন করার কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন রাজ্যসভার বর্তমান সাংসদ।

মৌসম যে অভিমানী তাঁর বক্তব্য থেকে তা স্পষ্ট। যদিও তিনি সরাসরি দল বা দলনেত্রীর বিরুদ্ধে মুখ খোলেননি। তাঁর কথায়, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা তিনি অনুগত সৈনিক হিসেবে মেনে নিচ্ছেন। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিশ্চয়ই ভেবে নেওয়া হয়েছে।

a month ago
Weather: পুজো কাটতে চলেছে রোদ ঝলমলে আবহাওয়ায়, আশ্বস্ত করল মৌসম ভবন

পুজোয় রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আগেই জানিয়েছেন হাওয়া অফিস। উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হচ্ছে। সোমবারের পর তাও ক্রমশ কমতে শুরু করবে। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। নবমী দশমীতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উপকূলের জেলায় দু -এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টি। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরবসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। পশ্চিমের রাজ্যে তার প্রভাব পড়লেও এ রাজ্যে কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর। 

7 months ago
Kamduni: কামদুনিকাণ্ডে 'সুবিচার' পেতে দিল্লির পথে টুম্পা-মৌসুমীরা

কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা এবং মৌসুমী কয়াল। রাজ্য সরকারের তদন্তের ওপর ভরসা নেই, তাই লড়াইটা তাঁরা নিজেরাই দিল্লি পর্যন্ত নিয়ে যাবেন। এমন ঘোষণা আগেই করেছিলেন কামদুনি কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ টুম্পা এবং মৌসুমী কয়াল। আর সেই মতই বুধবার দিল্লিতে পৌঁছে গেলেন তাঁরা দুজনেই। নির্যাতিতা পরিবারের সঙ্গে দিল্লি গেলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও। বিকেল ৪টে নাগাদ দেখা করলেন সুষমা স্বরাজের কন্যা বাঁশরী স্বরাজ।

সূত্রের খবর, কামদুনি মামলার রায়ে সন্তুষ্ট না হয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করতে দিল্লির উদ্দেশে রওনা দিতে বুধবার সকাল সকাল কলকাতা বিমানবন্দরে পৌঁছন কামদুনি আন্দোলনের প্রধান দুই মুখ মৌসুমী ও টুম্পা। তাঁদের সঙ্গে যাচ্ছে নির্যাতিতার দুই পরিবারের সদস্য। বুধবার সকালের বিমানে তাঁরা দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। সকাল ১০টা ২৫ মিনিটের উড়ানে দিল্লির উদ্দেশে রওনা দেন। এর পর আজ বিকেল চারটের সময় সুষমা স্বরাজের কন্যা, বিশিষ্ট আইনজীবী বাঁশরী স্বরাজের সঙ্গে বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর। এছাড়াও জানা গিয়েছে, আগামীকালই সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবার স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে চলেছেন।

নির্যাতিতা পরিবারের সঙ্গেই দিল্লি গিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি নেতা জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে নির্যাতিতা পরিবার যাতে সুবিচার পায় সেই উদ্দেশে তাঁদের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ের সঙ্গে আলোচনা করা হবে।

7 months ago


Accident: সাতসকালে সল্টলেকে দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস

সপ্তাহের শুরুতে সাতসকালে পথ দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ের দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত হয় যানচলাচল। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৩০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইড থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। আর চার চাকা গাড়িটি নিউটনের দিক থেকে নিকো পার্কের দিকে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা চার চাকা গাড়িটি সজোরে বাসে ধাক্কা মারে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উলটে যায় বাসটি। এই ঘটনায় চার চাকা গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ার কারণে রক্ষা পেয়েছে ওই গাড়িতে থাকা সকলে। এই ঘটনায় দু'জন বাইক চালকও আহত হয়েছেন।

7 months ago
Accident: চারিদিকে ছিন্ন-ভিন্ন দেহ, বাস দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন ১১ জন

বুধবার ভোরেও ফের বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু হল ১১ জনের। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) ভারতপুরের। সূত্রের খবর, বুধবার ভোরে মাঝ রাস্তায় হঠাৎ বিকল হয়ে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। ফলে বাস থামিয়ে চালক ও সহকারী তা সারাই করার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় বাসটির পিছনের অংশ। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিস সূত্রে খবর, ১৩ সেপ্টেম্বর, বুধবার ভোর সাড়ে ৪ টা নাগাদ রাজস্থানের ভারতপুরে জয়পুর-আগ্রা জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাসটি গুজরাট থেকে মথুরা যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাসটিতে কোনও সমস্যা হলে বাসটিকে রাস্তার ধারে থামানো হয়। সারাই করার চেষ্টা করছিলেন বাসের চালক ও সহকারী। কিন্তু আচমকা পিছন থেকে এসে সজোরে বাসটিতে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে মুহূর্তের মধ্যে বাসের পিছন দিক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন মহিলা ও ৫ জন পুরুষ-সহ মোট ১১ জন যাত্রী। প্রাথমিক উদ্ধারকাজ হওয়ার পুলিস ঘটনার তদন্ত করছে।

এই দুর্ঘটনার পরই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

8 months ago


Bhangar: ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত প্রায় ৩০ যাত্রী

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত প্রায় ৩০ যাত্রী। বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত এক বাইক চালক। বুধবার দুপুরে ভাঙড় থানার অন্তর্গত  ভোজেরহাট বৈরামপুরের এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। পুলিস জানিয়েছে, বাস দুর্ঘটনায় এখনও অবধি কারোর মৃত্যু না হলেও গুরুতর আহত হয়ে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে ভাঙড়ের ঘটকপুকুরের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে একটি বাইক সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি,  কলকাতার দিক থেকে দ্রুত গতিতে আসা ধামাখালি বি গার্ডেন রুটের বাসের সামনে পড়ে যায়। বাইক আরোহীকে বাঁচাতে গেলে বাধ্য হয়ে ব্রেক কষতে বাধ্য হন বাস চালক। তখনই ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। বাইক ও আরোহী বাসের চাকার তলায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ভাঙ্গড় থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙড় থানার বিশাল পুলিস বাহিনী।  

8 months ago
Shruti Das: পরিচালক স্বামীকে ঝালমুড়ি খেতে দেখে নিজেকে 'গর্বিত স্ত্রী' বলছেন শ্রুতি

টলিউড ধারাবাহিক জগতের জনপ্রিয় পরিচালক ও অভিনেত্রী জুটি স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu Samaddar) এবং শ্রুতি দাস (Shruti Das)। ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে টলিউড অভিনয় জগতে ডেবিউ করেছিলেন শ্রুতি। সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। ধারাবাহিকের সেট থেকেই তাঁদের প্রেম শুরু। এরপর সামাজিক মাধ্যমে সম্পর্কের ইজহার করেন শ্রুতি। অনেক সমালোচনা ভেসে এলেও সেসব গায়ে মাখেননি শ্রুতি। সুযোগ পেলেই স্বামীর জন্য নিজের অনুভতি ব্যক্ত করে থাকেন শ্রুতি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি রিল ভিডিও আপলোড করে আবারও স্বামী স্বর্ণেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শ্রুতি। ভিডিওতে দেখা গিয়েছে, কাজ করতে করতে স্বর্ণেন্দু ঝালমুড়ি খাচ্ছেন। ক্যাপশনেই লুকিয়ে স্বামীর জন্য শ্রুতির শ্রদ্ধা ও ভালোবাসা। অভিনেত্রী লিখেছেন, '২০ টি ধারাবাহিকের পরিচালনা করা সফল পরিচালক, প্রত্যেকদিন শট ডিভিশনের আগে ঝালমুড়ি খান দেখে আমি অবাক হয়ে যায়। অনেকের মনে হতে পারে আমি জাহির করছি কিন্তু হ্যাঁ সামাজিক মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন দেখানো শো অফ ছাড়া আর কিছুই নয়।'

View this post on Instagram

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

শ্রুতি আরও লিখেছেন, 'শো অফ তোমার উৎকর্ষ তোমার গুণ প্রকাশ করে না। সাধারণ থাকা তোমার পরিচয় এবং ব্যক্তিত্ব। এই একটাই কারণে আমার অভিভাবক এবং আমার স্বামী আমার অনুপ্রেরণা।' প্রসঙ্গত শ্রুতি কিছুদিন আগেই শ্রুতি দাস সমাদ্দার হয়েছেন। আইনি বিয়ে সেরেছেন স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। সঠিক সময়ে সামাজিক বিয়েও সারবেন বলে জানিয়েছেন।

8 months ago
Hyderabad: বিদেশে পড়তে গিয়ে রাস্তায় দিন কাটছে ভারতীয় যুবতীর! বিদেশমন্ত্রীর দ্বারস্থ তাঁর মা

বিদেশে পড়াশোনা করতে গিয়ে সবকিছু খুইয়েছেন হায়দরাবাদের (Hyderabad) এক মহিলা (Woman)। এমনই শোচনীয় অবস্থা হয়েছে তাঁর যে, পরে তাঁকে দেখা গিয়েছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। শোনা গিয়েছে, তাঁর দিন কাটছিল অনাহারে। আর এই খবর দেশে মায়ের কাছে পৌঁছতেই তাঁকে ফিরিয়ে আনার জন্য় অনুরোধ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) কাছে।

জানা গিয়েছে, বিদেশে যাওয়া সেই মহিলার নাম সাইদা লুলু মিনহাজ জাইদি। তিনি মার্কিন মুলুকে গিয়েছিলেন তাঁর উচ্চশিক্ষার জন্য। তিনি ২০২১ সালে আমেরিকার ডেট্রয়েটের ট্রিন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়তে গিয়েছিলেন। কিন্তু জানা গিয়েছে, সেখানে গিয়ে তিনি মানসিক অবসাদে পড়ে যান ও তার কয়েকদিন পরে তাঁর জিনিসপত্রও চুরি হয়ে যায়। এরপরেই শিকাগোর রাস্তায় দেখা যায় তাঁকে।

আর এই খবর জানতে পেরেই মিনহাজের মা এস জয়শঙ্করকে লিখিত আবেদন করেছেন তাঁর মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য। তিনি সেই চিঠিতে জানিয়েছেন, তিনি হায়দরাবাদের দুই যুবকের থেকে তাঁর মেয়ের খোঁজ পেয়েছেন। তাঁর মেয়ে যে অনাহারে রাস্তায় দিন কাটাচ্ছেন ও তাঁকে শিকাগোর রাস্তায় দেখা গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

9 months ago


Honeymoon: উত্তরবঙ্গে 'মিনি হানিমুন'-এ শ্রুতি-স্বর্ণেন্দু, গোপন ছবি ফাঁস

সবাইকে চমকে ৯ জুলাই চুপিসারে আইনি বিয়ে সারেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রায় সবারই জানা ছিল, কিন্তু আচমকাই তাঁদের বিয়ে করতে দেখে উত্তেজিত হয়ে পড়েন তাঁদের অনুরাগীরা। তবে তাঁদের বিয়ের পর্ব শেষ, তাই এবারে একা কিছু সময় কাটাতে দু'জনেই উড়ে গেলেন উত্তরবঙ্গে। পাহাড়-জঙ্গল-নদী দিয়ে ঘেরা ডুয়ার্সে চলে গেলেন তাঁদের 'মিনি হানিমুন' কাটাতে। হ্যাঁ, শ্রুতি-স্বর্ণেন্দু তাঁদের হানিমুনকে (Honeymoon) 'মিনি হানিমুন' বলেই উল্লেখ করেছেন। আর সেখানে যেতেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় 'রাঙা বউ'।

শ্রুতির শেয়ার করা একাধিক ছবি-রিলস ভিডিও-তে দেখা যাচ্ছে, ডুয়ার্সে গিয়ে তাঁরা একে অপরের ভালোবাসায় মজে রয়েছেন। হানিমুনে যেতেই কখনও ছবি দিয়েছেন বিমানবন্দরের, আবার কখনও ছবি দিয়েছেন নদীর পাশে দাঁড়িয়ে। সেই নদীর পাশে দাঁড়িয়ে রিলস ভিডিও শেয়ার করেছেন তিনি। আবার কোনও ছবিতে দেখা গিয়েছে, নিজের জীবনসঙ্গীর কাঁধে মাথা রেখে ও তাঁক জড়িয়ে ধরে আদুরে ছবি।

View this post on Instagram

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

View this post on Instagram

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

তাঁর শেয়ার করা রিলস ভিডিও-তে দেখা গিয়েছে, এক পাহাড়ি নদীর পাশে সেই সৌন্দর্যকে উপভোগ করছেন। এরপর হানিমুনের দ্বিতীয় দিন সকাল সকাল মূর্তি নদীর উপর বানানো সেতুর উপর দাঁড়িয়ে তাঁকে রিল বানাতে দেখা গেল। তাঁর পরনে ছিল নিয়ন রঙের একটি চুড়িদার। ফলে ডুয়ার্সের শান্ত পরিবেশ, বৃষ্টিভেজা সবুজে মাখা জঙ্গল ও পাহাড়ি নদীর স্রোতে তাঁদের 'মিনি হানিমুন' যেন পরিপূর্ণ হয়ে উঠেছে।

View this post on Instagram

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

View this post on Instagram

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

10 months ago
Shruti: বিয়ে করলেন শ্রুতি, 'মিস' থেকে 'মিসেস স্বর্ণেন্দু সমাদ্দার' হলেন

শুভশ্রী মুহুরী: বহু প্রতীক্ষিত মুহূর্ত বাস্তব হল। বিয়ে (Married) করলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। পাত্র, টলিউড ধারাবাহিক জগতের খ্যাতনামা পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। তাঁরা যে কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন তা দর্শকেরা আগেই জানতেন। তবে রবিবার মধ্যরাতে 'সারপ্রাইজ' হয়ে এলো তাঁদের বিয়ের ঘোষণা। অভিনেত্রী সামাজিক মাধ্যমে স্টেটাস আপডেট করেই পরিণয়ের কথা জানিয়েছেন। সঙ্গে একটি সুন্দর কেকের ছবি দিয়েছেন, যাকে ঘিরে রয়েছে লাল গোলাপ। স্টেটাসে ট্যাগ করেছেন স্বর্ণেন্দুকে। তবে নজর কেড়ে নেয় কেকের উপর সোনালী অক্ষরে লেখা 'জাস্ট ম্যারিড' শব্দ দুটি।

প্রসঙ্গত শ্রুতির অভিনয় জগতে ডেবিউ হয়েছিল, 'ত্রিনয়নী' ধারাবাহিক দিয়ে। সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। প্রথমটায় শ্রুতির স্বর্ণেন্দুকে গুরুগম্ভীর লাগলেও সময় এগোলে একে অপরের প্রেমে পড়েন। সামাজিক মাধ্যমে সেই ঘোষণা করলে, সমালোচনা ঘিরে ধরে তাঁকে। কারণ নেটিজেনরা তাঁদের প্রেম দেখেননি, কেবল বয়স মেপেছিলেন। যদিও এইসব 'আলোচনা-সমালোচনা'কে তুচ্ছ করেই দেখেছেন দম্পতি।


৮ জুলাই নিজেদের সম্পর্ককে আইনি বৈধতা দিলেন শ্রুতি-স্বর্ণেন্দু। পরিচালকও নিজের সামাজিক মাধ্যমে শ্রুতির মতোই স্টেটাস আপডেট করে সুখবর দিয়েছেন। তারকাসুলভ কায়দায় গোপনেই বিয়ে করেছেন তাঁরা। দম্পতিকে যৌথযাপনের শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।

10 months ago


Bus Accident: প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথেই ট্রাকের সঙ্গে ধাক্কা বাসের, মৃত ৩

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভা ছিল। সেই জনসভায় যেতে গিয়েই পথ দুর্ঘটনার সম্মুখীন হন বিজেপির সমর্থকরা। একটি বাসে করে তাঁরা সেই জনসভায় যাচ্ছিলেন। আর সেসময়েই এক ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায় বাসটি। এতেই প্রাণ হারান তিন জন ও গুরুতর আহত হন ৬ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার বেলতার গ্রামে।

পুলিস সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় একটি বাসে করে ৪০ জন বিজেপি সমর্থক যাচ্ছিলেন। তাঁরা অম্বিকাপুর থেকে রায়পুর যাচ্ছিলেন। আর তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ফলে বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছিল না বলে সূত্রের খবর। এমনকি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকেও দেখতে পাননি বাস চালক। ফলে বাসটি যাওয়ার সময় হঠাৎ তাতে সজোরে ধাক্কা মারে। আর এর জেরেই মৃত্যু হয় ৩ জনের। তাঁরা হলেন সজন (৩০), রুকদেব (৪৫) ও আক্রম রাজা (২৮)। এছাড়াও জানা গিয়েছে, বিজেপির দুই সমর্থক লিলু গুপ্তা ও ভীষম্বর যাদব গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিলাসপুর হাসপাতালে স্থানাস্তরিত করা হয়েছে। আর বাকি চারজনকে ছত্তিশগড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

10 months ago
Shruti Das: 'তাঁর মধ্যে বাবা বাবা গন্ধ পাই', প্রেমিকের উদ্দেশে লিখলেন শ্রুতি

অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) তাঁর মনের মানুষ খুঁজে পেয়েছেন কবেই। ২০১৯ সাল থেকে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swornendu Samaddar) সঙ্গে তাঁর প্রাত্যহিক প্রেম যাপন চলছে। শ্রুতির সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই সেই প্রেমের সোচ্চার শোনা যায়। অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ছিল 'ত্রিনয়নী'। সেই ধারাবাহিকের পরিচালকই ছিল স্বর্ণেন্দু। যদিও প্রথমটায় পরিচালককে গম্ভীর লেগেছিল শ্রুতির, তবে অভিনেত্রী জানতেন না স্বর্ণেন্দুই তাঁর মনের মানুষ হতে চলেছেন।

এরপর স্বর্ণেন্দু প্রেমের প্রস্তাব দেন, শ্রুতিও সেই প্রস্তাবে সম্মতি দেন। সামাজিক মাধ্যমে প্রেমের ঘোষণা করলে অবশ্য শ্রুতির ভাগ্যে জুটেছিল নেটিজেনদের চরম ট্রোলিং। কারণ? পরিচালক স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর বয়সের ফারাক। ১৪ বছরের ব্যবধান তাঁদের মধ্যে। কিন্তু প্রেম কি আর বয়স দেখে! যদিও সেসবে তোয়াক্কা করেননি শ্রুতি। বহাল তবিয়তেই রয়েছে তাঁর প্রেম। ২০২৪ এর ডিসেম্বরেই দু'জনে বসতে পারেন বিয়ের পিঁড়িতে। এরমধ্যে প্রেমিককে নিয়ে নতুন পোস্ট দিলেন অভিনেত্রী।


শ্রুতি আগেই অনেক সাক্ষাৎকারে বলেছেন, স্বর্ণেন্দু শুধুমাত্র প্রেমিক নয় তাঁর কাছে বরং তাঁর অভিভাবকের মতোই। এবার সেই প্রেমিকের মধ্যেই শ্রুতি খুঁজে পেলেন পিতৃত্ব। অভিনেত্রী সামাজিক মাধ্যমে তাঁর প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, 'আমি পাই তাঁর মধ্যে বাবা বাবা গন্ধ।'


10 months ago
Maharashtra: 'চোখের সামনে জীবন্তদের আগুনে দগ্ধ হতে দেখলাম', বললেন প্রত্যক্ষদর্শী

মহারাষ্ট্রে (Maharashtra) ঘটে যাওয়া দুর্ঘটনায় গা শিউরে উঠছে সাধারণ মানুষের। চলন্ত বাসে হঠাৎ কী করে আগুন লেগে যায় তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। শনিবারে মধ্যরাতের বাস দুর্ঘটনায় (Bus Accident) ২৬ জনের মৃত্যু হয়। আগুনে (Fire) ঝলসে মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। তবে কিছুজন সেই বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তাঁদের মধ্যেই একজন বিস্তারিত জানালেন যে, সেই অভিশপ্ত রাতে ঠিক কী ঘটেছিল। এছাড়াও এক প্রত্যক্ষদর্শী জানান, এই ভয়াবহ দৃশ্য দেখে কেউই কোনও গাড়ি থামাননি ও সাহায্যের জন্য এগিয়ে আসেননি।

যাঁরা বাস থেকে কোনওমতে বেরিয়ে আসতে পেরেছেন, তাঁদের একজন জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ একটা বিকট আওয়াজে বাসের টায়ার ফেটে যায়। এরপরই গাড়ি উল্টে যায় ও কিছু না বুঝতেই দেখেন যে গাড়িতে আগুন ধরে যায়। এরপর কোনওমতে তিনি ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি বাসের পিছনের জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসেন। অন্যরাও চেষ্টা করছিলেন, তবে তাঁরা কেউই প্রাণে বাঁচতে পারেননি।

এরপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাসে আগুন লাগার পর ৪-৫ জন বেরিয়ে আসতে সক্ষম হন। স্থানীয়রা সাহায্যের জন্যে এগিয়ে আসলে রাস্তায় চলতি অন্য গাড়ি থামাতে যান। কিন্তু কোনও গাড়িই থামাননি চালকরা। ফলে সাহায্য করতে এগিয়ে আসলেও স্থানীয়রা কোনও কিছুই করতে পারেননি। ফলে চোখের সামনেই যাত্রীদের মৃত্যু দেখতে হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

10 months ago


Bus Accident: মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে ঝলসে মৃত্যু ২৬ জনের, আহত ৭

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে অর্থাৎ মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে (Mumbai Nagpur Expressway) একটি বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয় ২৬ জনের। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। বাসে সবাই ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ করেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে কেউ বাস থেকে বেরিয়ে আসতে পারেনি বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, শনিবার মধ্যরাত ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে বুলধানা জেলায়। বাসটি মহারাষ্ট্রের যবৎমল থেকে পুণে যাচ্ছিল। আর সেসময়ই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেছিলেন, 'বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ৬-৮ জন। আহতদের বুলধানা সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।' 

এছাড়াও বুলধানার এসপি সুনীল কাদাসানে জানিয়েছেন, মধ্যরাতে বাসটির একটি টায়ার ফেটে যায়। এরপরই বাসটি উল্টে যায় ও তাতে আগুন ধরে যায়। এরপর বাসের ভিতরে আটকা পড়ে যান যাত্রীরা। ফলে বাসের ভিতরেই আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর পুলিস সূত্রে। তবে বাসের চালক কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারদের ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এদিন সকালেই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

10 months ago
Modi: হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন প্রধানমন্ত্রী মোদীর, সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্টও

অবশেষে সাংবাদিক সম্মেলনের (Press Conference) সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মোদী। ২২ জুন, বৃহস্পতিবার সাংবাদিকদের একেবারে মুখোমুখি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, এদিন সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে মার্কিন ও ভারতীয় দুই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী মোদী। আরও জানা গিয়েছে, এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনে এক মার্কিন সাংবাদিক এবং এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নেরই উত্তর দেবেন ভারতের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এই যৌথ সম্মেলনকে 'বড় বিষয়' বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রশাসনের জাতীয় নিরাপত্তার মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, 'হোয়াইট হাউস কৃতজ্ঞ যে সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন।'

তিনদিনের সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথম অফিসিয়াল মার্কিন সফর। ফলে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পরই তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। এরপর আজ হোয়াইট হাউসে পৌঁছতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানান।

10 months ago