Breaking News
Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা      ED: কখনও হৃদরোগ, কখনও বা মানসিক, কাকুর কণ্ঠস্বর নিয়ে ইডির সঙ্গে লুকোচুরি এসএসকেএমের     

TwinTower

Twin Tower: দুপুর ২.৩১ মিনিট, চোখের পলকে ধ্যুলিস্যাৎ নয়ডার জোড়া বহুতল, ধুলোঝড়ে ভরল এলাকা

ধুলিসাৎ নয়ডার (Noida) ৪০ তলা উঁচু ‘টুইন টাওয়ার’ (Twin Tower)। দুপুর ২.৩১ মিনিটে কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলোয় মিশল টাওয়ার। তাসের ঘরের মতো ভেঙে পড়ল জোড়া টাওয়ার।  UNESCO’র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত এখন ইতিহাস। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল  ‘অপারেশন ডিনামাইট’।

দুটি টাওয়ারের মধ্যে একটি টাওয়ারের নাম ‘অ্যাপেক্স’ এবং অপরটির নাম ‘সিয়ান’। দুর্নীতির ভিতের ওপর দাঁড়িয়ে থাকা এই বিশাল জোড়া আবাসন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক ভেঙে ফেলা হল আকাশচুম্বী এই টাওয়ার।

উল্লেখ্য, বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী সোজাসুজি ভেঙে পড়েছে টুইন টাওয়ার। স্থানীয়দের যে বিপদের আশঙ্কা করছিল তা ঘটেনি।

one year ago