Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Tweet

Mamata: বিজেপি 'বিশ্বাসঘাতক', রাজবংশীদের নিয়ে মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে জানিয়ে টুইট মমতার

রাজবংশীদের নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মুম্বই থেকে টুইট করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিজেপিকে 'বিশ্বাসঘাতক' বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী।

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমার একটা পা যদি হয় রাজবংশী। তাঁর এই মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি এই মন্তব্যকে ইস্যু করে আক্রমণ শানাচ্ছে। তারই জবাবে মুম্বই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন,"রাজবংশীদের উন্নতির জন্য আমরা যে কাজ করেছি, সেটাই তাঁদের প্রতি এবং তাঁদের সংস্কৃতির প্রতি আমার ভালবাসা এবং শ্রদ্ধাকে প্রতিফলিত করে। যারা মানুষের প্রতি আমার ভালবাসা, ঐক্য এবং গভীর শ্রদ্ধা মিশ্রিত বক্তব্যের মধ্যে ঘৃণা ঢুকিয়েছে, বাংলার সেই বিশ্বাসঘাতকদের ধিক্কার।"

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সব সম্প্রদায়ের মানুষকে তিনি একই চোখে দেখেন । সকলের প্রতি তাঁর ভালবাসা একই। আর সেটা বোঝাতে নিজের অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে হিন্দু, মুসলমান, রাজবংশীদের তুলনা করেছিলেন। সেখানেই তিনি রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেন।

মুখ্যমন্ত্রী বলেছিলেন "আমার একটা হাত যদি হয় হিন্দু, আর একটা হাত মুসলমান। আমার একটা চোখ যদি হয় পঞ্জাব, আর একটা চোখ খ্রিস্টান। আমার একটা পা যদি হয় আমার রাজবংশী, আর একটা পায়ে আমি চলি, তাঁদের দেখে নমস্কার করি, সেটা হচ্ছে মতুয়া । আমি পায়ে নমস্কার করে তবে বলি।"

8 months ago
Mamata: 'বিরোধী জোটের জন্যই এলপিজি গ্যাসের দাম কমাতে বাধ্য হল কেন্দ্র,' টুইট মমতার

কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ ইন্ডিয়া-র জন্যই এলপিজি সিলিন্ডারের দাম কমাতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। নিজের টুইটার হ্যান্ডেলে এমনই লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, রাখীর উপহার হিসেবে ২০০ টাকা করে এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। এর পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, বিগত ২ মাসে ২ বার ইন্ডিয়া-র বৈঠক হয়েছে। তার জন্যই গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা দাম কমল।

বর্তমানে কলকাতায় এলপিজি গ্যাসের দাম ১১২৯ টাকা। এবার থেকে সেই দাম কমে হবে ৯২৯ টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে রান্নার গ্যাসের দাম। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। উজ্জ্বলা যোজনায় সারা বছর মোট ১২টি গ্যাস সিলিন্ডার ভর্তুকি মূল্যে পান উপভোক্তারা। গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৯.৫৯ কোটি উপভোক্তাকে ভর্তুক্তি মূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে।

8 months ago
Abhishek: সোশ্যাল মিডিয়ায় কটূক্তি, বাম নেতা সেলিমকে আইনি নোটিশ ধরালেন অভিষেক

সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কটুক্তি। এই অভিযোগে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, সোশাল মিডিয়া ক্ষমা চেয়ে ওই টুইট মুছে না দিলে মহম্মদ সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে টুইটার এবং পরে ফেসবুকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ ওঠে সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে।

প্রথমে পতিতা ও পরে যৌনকর্মী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই দুটি শব্দের ব্যবহার করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর প্রথম শব্দের ব্যবহারের আপত্তি উঠেছিল দলের অন্দর থেকেই। বিশেষ করে সিপিএমের মহিলা নেত্রীরাই রাজ্য সম্পাদকের কড়া সমালোচনা করেছিলেন।

পোস্ট না মুছে ব্যবহার করেছিলেন দ্বিতীয় শব্দ। মূলত তাঁর অভিযোগ ছিল বেশ কয়েকজন বিদেশি মহিলার অ্যাকাউন্টে রাখা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা। তাঁর এই অভিযোগ উড়িয়ে, সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে এবার পাল্টা আইনি নোটিস পাঠানো হল। অভিষেকের আইনজীবী জানিয়েছেন, বিদেশ থেকে ফিরে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁর মক্কেল।

9 months ago


Mamata: 'অল্পের জন্য বেঁচে গিয়েছি,' শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে টুইট মমতার

অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। বৃহস্পতিবার টুইটারে (Tweet) এমনই জানালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন সাধারণ মানুষ। তাতে তিনি আপ্লুত। ইদের দিন মানুষকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানান তিনি।

টুইটারে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "সুস্থর জন্য শুভকামনা পেয়ে আন্তিরকভাবে মুগ্ধ। মঙ্গলবার সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।" মুখ্যমন্ত্রী জানান, ঈশ্বরের দয়া ও মেডিকেল টিমের চেষ্টায় সুস্থ হয়ে উঠছেন। বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নের বুলেটিন জানিয়েছে, কপ্টার থেকে নামতে গিয়ে হিপ জয়েন্টের লিগামেন্টে ও বাঁ হাঁটুর লিগামেন্টে চোট আছে মুখ্যমন্ত্রী। বুধবার ২ ঘণ্টা ফিজিওথেরাপি করেন তিনি। চিকিৎসকরা বেশি চলাফেরা না করার পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন এসএসকেএমের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান রাজেশ প্রামাণিক, রেডিয়োলজি বিভাগের প্রধান অর্চনা সিং ও নিউরো মেডিসিনের প্রধান অলোক রক্ষিত।

10 months ago
Hema: 'বিহু বিহারের উৎসব', সমালোচিত হয়ে ক্ষমা চাইলেন হেমা

বিহুর শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে হেমা মালিনী (Hema Malini)। আসামের জনপ্রিয় উৎসব 'বিহু' (Bihu)। সেই উৎসবে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা ভারতীয় জনতা পার্টির উত্তর প্রদেশের মথুরার এমপি। কিন্তু একটি ভুলে চরম সমালোচিত হলেন হেমা। তিনি টুইটারে লিখেছিলেন, 'এখন রোপনের মরশুম, তামিজ পুথান্ডু (নতুন বছর), বৈশাখী (পাঞ্জাব ), বিহু (বিহার) এবং পহেলা বৈশাখ বা নববর্ষ (বাংলা) উদযাপন করা হয়।'

এক নেটিজেন এই টুইটের নিচে লেখেন, 'ম্যাডাম বিহু আসামে হয়। দয়া করে আপনার টুইট সংশোধন করুন।' এরপর এমন একাধিক মন্তব্য ধেয়ে আসে হেমা মালিনীর দিকে। আরেক নেটিজেন লেখেন, 'আপনি সম্পূর্ণ ভুল ম্যাডাম। বিহু একমাত্র আসামে হয়। একমাত্র জায়গায় বিহুর দিনে সবচেয়ে বেশি সম্মিলিত নৃত্যের উৎসব গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে।'

অভিনেত্রী ও এমপি এই টুইটের বহর দেখে খুব তাড়াতাড়ি নিজের ভুল শুধরে নেন। তিনি আবার টুইট করে লেখেন, 'ভুল করে আমি বিহু বিহারে উদযাপন হয় লিখেছি। আমাকে ক্ষমা করে দিন। বিহু আসামের উৎসব পড়বেন দয়া করে।' এরপর অবশ্য হেমাকে নিয়ে সমালোচনা থামিয়েছেন নেটিজেনরা।  তিনি নিজের ভুল শুধরে নিয়েছেন বলে প্রশংসা করছেন নেটিজেনরা।


one year ago


Samantha: 'এখন সবকিছুর জন্য প্রস্তুত আমি', কেন এমন বললেন 'ও আন্টাভা' গার্ল

দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ সামান্থা (Samantha)। তবে কয়েক বছর থেকে তিনি শুধু আর দক্ষিণ ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা দেশজুড়ে। বিশেষ করে 'ও আন্টাভা' গানের পর থেকেই তিনি ভারতবাসীর 'ক্রাশ' হয়ে গিয়েছেন। তাঁর ফ্যান ফলোয়িং বেড়ে হয়েছে অগুনতি। ১৪ এপ্রিল তাঁর ছবি 'শকুন্তলম' (Shakuntalam) মুক্তি পেতে চলেছে। আর সেই ছবির প্রচারে তিনি রীতিমতো ব্যস্ত। তবে তিনি তাঁর ফ্যানদের কখনও হতাশ করেন না। সময় পেলেই টুইটে (Tweet) ফ্যানদের প্রশ্নের উত্তর দেন। আর তাঁর উত্তরও এমন দেন, যা মানুষকে অনুপ্রাণিতও করে। এবারও এর কিছু ব্যতিক্রম ঘটেনি।

৯ এপ্রিল সামান্থা টুইটারে একটি প্রশ্ন-উত্তর পর্ব করেছিল। সেখানে তাঁর এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, 'তাঁর সঙ্গে গত কিছুদিনে এতকিছু ঘটে যাওয়ার পরও তিনি কোথায় থেকে শক্তি পাচ্ছেন?' এর উত্তরে সামান্থা বলেন, 'কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবন এভাবেই শেষ হতে পারে না।' গত কয়েক বছরে অনেক ঝড়ের সামনে দিয়ে গিয়েছেন সামান্থা। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ, এরপর তাঁর শারীরিক অবস্থা ইত্যাদিতে তাঁর মানসিক অবস্থা ঠিক না থাকারই কথা, তারপরেও তিনি থেমে থাকেননি। এগিয়ে চলেছেন নিজের পথে। ফলে তিনি সবার কাছে এক অনুপ্রেরণাই বটে। আরও একজন তাঁকে তাঁর গত দু'বছরের স্ট্রাগলিং কথা বললে সামান্থা উত্তরে বলেন, 'অনেক কিছু অপরিকল্পনীয় ঘটনা ঘটে গিয়েছে। তবে আমি মনে করি, এখন সবকিছুর জন্য প্রস্তুত।'


উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত দম্পতি ছিলেন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। চার বছরের দাম্পত্য জীবনের পর, ২০২১ সালে হঠাৎ বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। যদিও সে ঘটনা দু’বছর পার করতে চলল।

one year ago
Mourn: বাঙালি পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, কী লিখলেন অজয়-অভিষেক

দীর্ঘকাল অসুস্থ থাকার পর শুক্রবার ভোর রাত ৩টে  নাগাদ প্রয়াত বলিউডের প্রবাদপ্রতিম পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। তাঁর পরিচালনায় হিট হয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আজও সমান জনপ্রিয় সঈফ আলি খান ও বিদ্যা বালন অভিনীত 'পরিণীতা' (Parineeta)। তাঁর পরিচালনায় পারদর্শিতার জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। এক ঝাঁক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন পরিচালক। আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলি মহল। টুইটে শোকজ্ঞাপন করলেন তারকারা। সিনেমা নির্মাতা হনসল মেহেতা (Hansal Mehta) সবার প্রথম পরিচালকের প্রয়াণের খবর টুইটে প্রকাশ করেন। তিনি লেখেন, 'প্রদীপ সরকার। দাদা শান্তিতে থাকুন।' 

অজয় দেবগন টুইটে লেখেন, প্রদীপ সরকারের প্রয়াণের খবর মেনে নেওয়া আমাদের মতো কিছুজনের জন্য কঠিন। আমার গভীর সমবেদনা  এবং প্রার্থনা রইল যে জন চলে গিয়েছে, তাঁর জন্য ও তাঁর পরিবারের জন্য। শান্তিতে থাকুন দাদা। ' 

অভিষেক বচ্চন টুইটে লিখেছেন, 'ঘুম ভেঙেই মর্মান্তিক খবর।  শান্তিতে থাকবেন দাদা। ধন্যবাদ ভালোবাসার জন্য। আপনার জীবনে আমাকে একটি ছোট্ট অংশ করার জন্য ধন্যবাদ। আপনাকে খুব মনে পড়বে।'

অভিনেতা মনোজ বাজপেয়ী হনসল মেহেতার পোস্ট রিটুইট করে লিখেছেন, 'উফফ, এ মেনে নেওয়া যায় না, শান্তিতে থাকুন দাদা !' 

অভিনেত্রী পত্রলেখা টুইটে লিখেছেন, 'বিদায় দাদা , আপনাকে খুব মনে পড়বে। মূল্যবান স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। ভালোবাসা  এবং সম্মান সর্বদা।' 

অভিনেতা নীল নিতিন মুকেশ লিখেছেন, 'দাদা কেন? আপনার  সজীব, শিশু সুলভ হৃদয় যা আমাকে অনেক কিছু শিখিয়েছে তাঁকে সর্বদা মনে রাখব। আপনার সৃষ্টি 'লাফাঙ্গে পরিন্দে'কে সবসময় আমার হৃদয়ের কাছের হয়ে থাকবে। পরিবারের জন্য আমার প্রার্থনা।'  

সুরকার স্বনন্দ কিরকিরে টুইটে শোক জ্ঞাপন করে লিখেছেন, 'চিত্র পরিচালক  এবং আমার প্রিয় বন্ধু প্রদীপ সরকার, পাগল মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছে আজ সকালে। শান্তিতে থাকবেন দাদা। সিনেমার শিল্পকলার প্রতি আপনার আবেগ, আপনার সিনেমায় রয়ে যাবে। সারা পৃথিবীর মাটি এক করার মানুষ, আজ স্বর্গের মাটি বাক্সবন্দী করুন।  ধন্যবাদ আমাকে এবং আমার শব্দগুলোকে ভালোবাসার জন্য।' 

প্রদীপ সরকার পরিচালিত 'পরিনীতা', 'লাগা চুনরি ম্যায় দাগ', 'মর্দানি' এবং 'হেলিকপ্টার ইলা' সমালোচকদের দ্বারাও প্রশংসিত। 'কোল্ড লস্যি এবং চিকেন মশলা', 'ফরবিডেন লাভ এন্ড এরেঞ্জ ম্যারেজ' এর মতো ওয়েবসিরিজও তিনি পরিচালনা করেছেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, স্মৃতিচারণ করেছেন, সহকর্মী অভিনেতা ও বন্ধুমহল।       

one year ago
Bengaluru: বেহুঁশ শুয়ে সহকর্মী, পার্টিতে মত্ত অন্যরা! অমানবিক দৃশ্য দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

'ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার' (Work Hard Party Harder), এই কথাটা সচরাচরই শুনতে পাওয়া যায়। তবে এবারে পার্টি করার মধ্যেই এক ভয়ানক কাণ্ড ঘটে গেল বেঙ্গালুরুতে (Bengaluru)। দেখা গিয়েছে, একটি পানশালায় নাচ-গানে মত্ত বেঙ্গালুরুর এক স্টার্টআপ অফিস কর্মীরা, অন্যদিকে নেশা করে মদ্যপ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন এক সহকর্মী। তবে তাঁকে দেখার কেউ নেই। সবাই পার্টিতেই মজে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক জনপ্রিয় ইউটিউবার (Youtuber) ক্যালেব ফ্রিসেন (Caleb Friesen)। এই ছবি ট্যুইটারে (Twitter) পোস্ট হতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, এতটাই কি পার্টি করতে ব্যস্ত যার জন্য অসুস্থ সহকর্মীকে দেখার সময় বা হুঁশ নেই? 

ইউটিউবার ক্যালেব জানিয়েছেন, তিনি দেখেন একটি পানশালায় বেঙ্গালুরুর এক স্টার্টআপ কোম্পানির কিছু কর্মী পার্টি করছেন। অন্যদিকে তাঁদের এক সহকর্মী মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন। এমনকী তাঁকে অনেকটাই অসুস্থ দেখাচ্ছিল বলে জানান ক্যালেব। তিনি দেখেন, তিনি একাই পাশে এক জায়গায় শুয়ে আছেন, নিজের বমি নিজে গিলছেন। ফলে তাঁকে গুরুতর অসুস্থই দেখাচ্ছিল। তবুও পাশে নেই কেউ। 

এই পরিস্থিতিতে ক্যালেব একগুচ্ছ ছবি শেয়ার করে ট্যুইট (Tweet) করেছেন। লিখেছেন, 'মনে করিয়ে দেওয়া উচিত সেই সব স্টার্টআপ সংস্থার মালিকদের, যে ওয়ার্ক হার্ড পার্টি হার্ডার মানে এই নয় যে, কারোর জীবনের থেকে পার্টি করাটাই বেশি প্রয়োজনীয় হয়ে পড়বে।' আবার অন্য একটি ট্যুইটে তিনি স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের পরামর্শ দিয়ে লিখেছেন, 'যাঁরা মদ পান করতে পারেন না, তাঁদের জন্য একজন সুপারভাইজার রাখা উচিত, যাতে সবাই নিরাপদে থাকতে পারেন।' তিনি জানিয়েছেন, তিনি এসব ঘটনা পানশালার উপরের ফ্লোর থেকে দেখেছেন ও পরে তাঁকে দেখে নীচে নেমে সাহায্য করতে এসেছিলেন। কিন্তু পরে সেই যুবক নিজেই পাশের একটি শোফায় শুয়ে পড়েন। ক্যালেব জানিয়েছেন, তিনি তাঁর সহকর্মীদের তাঁকে সাহায্য করতে বললেও সহকর্মীরা কোনও কিছুর তোয়াক্কা না করে ব্যঙ্গ করে একজন বলেন, 'সবসময় তাঁকে দেখার জন্য অন্য কাউকে দরকার।' 

এই ট্যুইটগুলো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় নেটিজেনদের থেকে। কেউ সেই যুবকের শারীরিক অবস্থা নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন, আবার অন্য একজন এই ঘটনায় স্টার্টআপ সংস্থাটির মালিককে দোষারোপ করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন। 

one year ago


Kangna: 'আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী', পাঠান দেখে মন্তব্য কঙ্গনার

সদ্য টুইটার থেকে নির্বাসন উঠেছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Actress Kangna Ranaut)। ফিরেই স্বমহিমায় বলিউডের ক্যুইন। পাঠানের (Pathan Movie) প্রাথমিক বক্স অফিস সংগ্রহ নিয়ে পরোক্ষে সরব ছিলেন অভিনেত্রী। এবার কঙ্গনার দাবি, 'গত দশ বছরে পাঠান শাহরুখের সেরা ছবি। দেশবাসীর মনোযোগ টেনে ভালবাসা পেয়েছে পাঠান।' 

দেখা গিয়েছে কঙ্গনার এই ট্যুইটের নিচে এক নেটিজেন লিখেছেন, 'কঙ্গনা অভিনীত শেষ ছবি ‘ধকড়’ প্রথম দিনে মাত্র ৫৫ লাখ টাকা আয় করেছিল এবং এই ছবির মোট বক্স অফিস সংগ্রহ ২.৫৮ কোটি। এদিকে, পাঠান প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটির বেশি। এর চেয়ে হতাশাজনক আর কিছুই নয়।

তবে তাৎপর্যপূর্ণভাবে কঙ্গনা লেখেন, 'আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী। আফগানিস্তানের পাঠানদের মতো নন। তাই ভারত কখনও আফগানিস্তান হবে না। পাঠান-এর যে চরিত্র এই সিনেমায় রয়েছে, সে-ও ভারতীয় মুসলিম। চিত্রনাট্য তা-ই বলছে।' অভিনেত্রীর সাম্প্রতিক ট্যুইটে তাঁর মুখে বিদ্বেষের চেয়ে ভালবাসার ছোঁয়া বেশি পাওয়া গিয়েছে।

one year ago
Modi: নাটু-নাটু গানের ঝুলিতে গোল্ডেন গ্লোব, ট্যুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

আরআরআর-এর গোটা টিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। ট্যুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'আরআরআর-এর (RRR Movie) টিমকে শুভেচ্ছা, এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত'। এদিকে, ভারতীয় ছবির মুকুটে নয়া পালক। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ২০২৩ গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এসএস রাজমৌলি পরিচালিত আরআরআর  ছবির 'নাটু নাটু' (Natu Natu Song) গান, সেরা গান বিভাগে পুরস্কৃত। কলা ভাইরাভি-রাহুল শিল্পিগঞ্জের লেখা ও এমএম কেরাভনির পরিচালনায় তৈরি 'নাটু-নাটু' গান।

এদিন অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন ছবির প্রত্যেক সদস্য ও পরিচালক এসএস রাজমৌলি সহ 'নাটু-নাটু' গানের মুখ্য চরিত্র জুনিয়ার এনটিআর ও রাম চরণ। পুরস্কার নিতে মঞ্চে উঠে এমএম কেরাভানি ছবির পরিচালক এসএস রাজমৌলি-সহ কলা ভাইরাভি জুনিয়ার এনটিআর ও রাম চরণকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এই বিভাগে মনোনীত তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গান, যদিও এই সকল গানগুলিকে হারিয়ে প্রথম স্থানে নাম উঠে এসেছে 'নাটু-নাটু' গানটি।

one year ago


Tweet: স্বাগত ২০২৩, দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা রাষ্ট্রপতির! প্রধানমন্ত্রী-রাহুল গান্ধীর ট্যুইট

২০২২-কে পিছনে ফেলে ২০২৩-কে (New Year 2023) সাদরে বরণ করেছে ভারত-সহ গোটা বিশ্ব। এবার বছরের প্রথম দিনে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি (President Murmu Tweet) দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-সহ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।  রাষ্ট্রপতি ট্যুইট বার্তায় লেখেন, 'প্রত্যেককে শুভ নববর্ষ। দেশবাসী এবং প্রবাসী ভারতীয়দের নতুন বছরের শুভেচ্ছা এবং শুভ কামনা। এই নতুন বছর প্রত্যেকের জীবনে নতুন অনুপ্রেরণা, লক্ষ্য এবং সাফল্য নিয়ে আসুক। দেশের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি।'

প্রধানমন্ত্রী লেখেন, 'নতুন ২০২৩ ভালো কাটুক। গোটা বছর আশা, সুখ এবং সাফল্যের মধ্যে দিয়ে যাক। প্রত্যকের সুস্বাস্থ্য কামনা করি।' পিছিয়ে নেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। নিজের ট্যুইটার প্রোফাইলে ভারত জোড়ো যাত্রার একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী হিন্দিতে লেখেন, 'আশা করছি ২০২৩-এ ভারতের সব শহর, গলি এবং গ্রামে খুলবে ভালবাসার দোকান। প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা।'

one year ago
Rana: ব্যাগ খোয়া গিয়েছে বল্লাল দেবের, বিমান সংস্থার বিরুদ্ধে ট্যুইটে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা

বাহুবলী খ্যাত অভিনেতার ব্যাগপত্র এবং প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলেছে দেশের নামকরা এক বিমান সংস্থা (Domestic Flight)। এ ঘটনার কথা অভিনেতা রানা ডাগ্গুবতী (Rana Daggubati) টুইটারে শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর সেই টুইটের জবাবে ক্ষমা চেয়ে নেয় ওই উড়ান সংস্থা। এমনকি তাঁর খোয়া (Luggage Missing) যাওয়া জিনিসপত্র দ্রুত খুঁজে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানায় সেই বিমান সংস্থা।

ঠিক কী ঘটেছিল? রবিবার ‘বাহুবলী’র বল্লাল দেব চরিত্রে অভিনয় করা রানা সোশ্যাল মিডিয়ায় ওই বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তিনি এও বলেন, “এর চেয়ে খারাপ অভিজ্ঞতা হতে পারে না।”  ঘটনা বিস্তারিত জানার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও ক্ষোভ উগরে দেন। রানার করা সেই টুইটের নীচেই সোমবার ভোররাতে উত্তর দেয় ওই  উড়ান সংস্থা। টুইটে লেখেন, “এই অব্যবস্থার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে আপনার মালপত্র যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেওয়া যায়।”

রানা নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘দেশের সব থেকে জঘন্য উড়ান সংস্থা, যাদের উড়ানের সময় নিয়ে না কোনও ধারণা আছে, না তাদের কর্মীরা কিছু জানেন। জিনিসপত্র-সহ আমার ব্যাগ হারিয়ে গিয়েছে। আর এদের তাপ-উত্তাপ নেই!’’ অভিনেতা আরও বলেন, ওই উড়ান সংস্থার ট্যাগলাইনে টুইট করেন, যেখানে লেখা ছিল, ‘‘যাত্রীর সফর যাতে নির্বিঘ্নে হতে পারে, সেই দিকে খেয়াল রাখেন আমাদের ইঞ্জিনিয়াররা।’’ এর ভিত্তিতেই রানার মন্তব্য, ‘‘ইঞ্জিনিয়ারদের নিয়ে অভিযোগ নেই, কর্মচারীদের নিয়ে কথা হচ্ছে। আপনাদের কিছু উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।’’ 

রাগের বশে বেশ কয়েকবার টুইট করে ফেলেছেন অভিনেতা। তবে তিনি কথা থেকে ফিরছিলেন তা জানা যায়নি। সম্প্রতি ৫৩তম গোয়া আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হাজির ছিলেন রানা। অনেকেরই ধারণা, সেখান থেকে ফেরার পথেই এই বিপত্তি ঘটে তাঁর সঙ্গে।

one year ago
Social: 'তোর সব্যর আমি খেয়াল রাখবো', বার্তা অভিনেতা সৌরভ দাসের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীও

২৪ বছরে নিভেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Death) জীবন প্রদীপ। ২০ দিনের ফাইট ব্যর্থ করে রবিবার দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে প্রয়াত অভিনেত্রী। ঐন্দ্রিলার অকাল প্রয়াণে নাগরিক সমাজ, নেটিজেন, টলিউডের সঙ্গেই শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। এদিন তিনি ট্যুইট (Tweet) করে প্রয়াত অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী লেখেন, 'আমাদের তরুণ শিল্পী ঐন্দ্রিলা শর্মার অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রতিভাধর অভিনেত্রী একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। টেলি সম্মানও পেয়েছেন তিনি। তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের সঙ্গে আমিও সমব্যথী। এই শোকের আবহে তাঁরা লড়াইয়ের সাহস পাক, এই প্রার্থনা রইল।'

এদিকে, যে ক'দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা, তখন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী ছাড়াও আরও একজনের নাম ঘুরেফিরে এসেছে। তিনি হলেন অভিনেতা সৌরভ দাস। এই লড়াইয়ের মুহূর্তে সব্যসাচী এবং ঐন্দ্রিলার পরিবারের পাশে প্রথম থেকেই ছিলেন টলিউডের এই পরিচিত মুখ।

এদিন ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর তিনি ফেসবুকে প্রিয় বন্ধু ঐন্দ্রিলার উদ্দেশে সৌরভ দাস লেখেন, 'মিষ্টি আমরা তোকে ভালবাসি।' তাঁর পোস্ট, 'ও জিতেছে, ও একটা ভালো জায়গা এবং কিছু ভালো মানুষ (যদিও সবাই না) পাওয়ার যোগ্য। আমাদের চেয়ে অনেক শান্তির বিশ্বে ও সুখী। মিষ্টি আমরা তোকে ভালবাসি এবং সবসময় ভালোবাসবো। এবং আমি আমার ভাই এবং তোর সব্যর খেয়াল রাখবো। এই মুহূর্তে কেউ সব্যসাচীকে ফোন করবেন না। সব সাংবাদিক বন্ধুকে সনিবন্ধ অনুরোধ। আমাকে ফোন বা হোয়াটস অ্যাপ করতে পারেন। আমাদের সঙ্গে এবং ওর সঙ্গে যুদ্ধ করার জন্য সবাইকে ধন্যবাদ।'

one year ago


Queen: ৯৬-এ থামল রানী এলিজাবেথের রাজ্যপাট, প্রিন্স থেকে কিং হলেন চার্লস

বৃহস্পতিবার সকালে রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শারীরিক অবস্থার কথায় উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। তিনি সেই সময় ছিলেন স্কটল্যান্ডের (Scotland) বালমোরাল (Balmoral casele) প্রাসাদে। খবর পেয়েই ছুটে যান তার পরিবারের সদস্যরা। চার ছেলে-মেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮) পৌঁছে যান। ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও (William) পৌঁছন।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লিখলেন, '২০১৫ এবং ২০১৮' সালে যখন ব্রিটিশ যুক্তরাজ্য সফরে গিয়েছিলাম, তখন রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ হয়েছিল। আমি কখনও তাঁর উষ্ণতা এবং উদরতার কথা ভুলব না। একটি সাক্ষাতে তিনি বিয়েতে মহাত্মা গাঁধীর দেওয়া রুমাল আমায় দেখিয়েছিলেন। সারা জীবন সেই কথা মনে রাখব।' রানীর মৃত্যুতে প্রোটোকল মেনেই প্রিস্ন থেকে কিং হলেন চার্লস।

সোশাল মিডিয়া উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস-সহ মন্ত্রী এবং সারা বিশ্বের রাজনীতিক, ধর্মীয় নেতারা। কলকাতার ঝকঝকে রাজপথে উন্মুখ কিন্তু শৃঙ্খলিত জনতার সেই ছবি আজও দেখা যায় কোনও কোনও সাবেক ব্রিটিশ মুভিরিলে। বিলেতের রানিমার সেই সফরে কলকাতার উষ্ণ অভ্যর্থনা নাকি ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে এক নতুন অধ্যায়েরই সূচনা করে। ছাদখোলা গাড়িতে বসে থাকা রাজ্যপাল পদ্মজা নায়ডুর পাশে দাঁড়িয়ে সাদা দস্তানা ঢাকা হাত নাড়তে নাড়তে রাজভবনমুখী গোটা পথটা পেরোন রানি এলিজাবেথ। সে-সব আজ ৬১ বছরেরও আগের কথা।


2 years ago
Mamata: কেমন দেশ গড়তে চান তিনি, ট্যুইটে জানালেন মমতা

স্বাধীনতার ৭৫ বছর। সোমবার গোটা দেশের মতো এরাজ্যেও পালিত হল স্বাধীনতার ৭৫ তম বর্ষ(independence day)। এদিন রেড রোডের(redroad) অনুষ্ঠানে সামিল সাধারণ মানুষও। জাতীয় পতাকা উত্তোলন (national flag hoist) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। গত ২ বছর করোনার জেরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণের প্রবেশের অনুমতি ছিল না। এবার স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য কুচকাওয়াজের পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ট্যাবলোরও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান চলাকালীন রেড রোডে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ (dance) করলেন মুখ্যমন্ত্রী। বৃষ্টিকে উপেক্ষা করেই নাচের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রাজ্যের মন্ত্রী জঙ্গলমহলের ভূমিকন্যা বীরবাহা হাঁসদা।  

পাশাপাশি এদিন দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দেশবাসীর জন্য ট্যুইট করে লেখেন, "আমি এমন এক দেশ গড়তে চাই, যেখানে একটিও মানুষ খিদের জ্বালায় কাঁদবে না, কোনও একজন মহিলাও নিরাপত্তাহীনতায় ভুগবে না, প্রতিটা শিশু শিক্ষার আলো দেখবে। দেশে আপামর জনতা এক হবে, একতা থাকবে। আসমুদ্র-হিমাচলে কোনও জাতিগত বৈষম্য থাকবে না, কোনও শক্তি মানুষের মধ্যে ভেদাভেদ করবে না। এটাই আমার স্বপ্নের ভারত।"                                                     

2 years ago