Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Trump

Dhoni: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

তিনি মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের পাশাপাশি তিনি যে ফুটবল ভালবাসেন সে কথা সকলেরই জানা। কিন্তু এবার গল্ফের মাঠেও সমান পারদর্শিতা দেখালেন মাহি।  প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন তিনি। যে ফুটেজ ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাহিকে আমন্ত্রণ জানিয়েছিলেন গল্ফ খেলার জন্য। নিউ ইয়র্ক লাগোয়া নিউ জার্সি ট্রাম্প ন্যাশনাল গল্ফ কোর্স বেডমিনিস্টারে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই দুই ব্যক্তিত্ব মুখোমুখি হয়েছিলেন।

ধোনির বন্ধু ব্যবসায়ী হিতেশ সাংভি সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, নিজের চিরাচরিত মাগা টুপি পরে ট্রাম্প, অন্যদিকে নয়া লুকে ধোনি হাতে রয়েছে স্টিক। দুজনে মিলে খেলছেন। এমনকি ধোনির টেকনিকের ওপর কড়া নজর রাখতেও দেখা গিয়েছে ট্রাম্পকে।

8 months ago
Trump: গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবার ৩০ মিনিটের মধ্যে পেলেন জামিন

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (Former US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গ্রেফতার (Arrested) হলেন। আবার ৩০ মিনিটের মধ্যে জামিনও পেয়ে গেলেন। জানা গিয়েছে, গ্রেফতারির পর আধঘণ্টা জর্জিয়া জেলে ছিলেন তিনি। তারপরই জামিনে মুক্তি পান ট্রাম্প। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই গ্রেফতারি ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

গ্রেফতারির ঠিক আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন,'কারচুপি ও ভোট চুরির নির্বাচনকে চ্যালেঞ্জ করার সাহস থাকার জন্য আমায় গ্রেফতার করা হচ্ছে। এটা আমেরিকার জন্য আরও একটি দুঃখের দিন!'

জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৩টি অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম হল ২০২০ সালের নির্বাচনের ফলাফল বদলে দেওয়া, কারচুপি, ভোটচুরির অভিযোগ। দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে এই ১৩টি অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন ট্রাম্প।

9 months ago
Donald: প্রতি মামলায় দোষী সাব্যস্ত হলে ১০০ বছরের বেশি জেলে থাকবেন ট্রাম্প!

২০০৬ সালের পর্ণগেট-কাণ্ডে গ্রেফতার হয়েও জামিন পেয়েছেন প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলায় দোষী প্রমাণিত হলে অন্তত ১০০ বছরের বেশি জেল হেফাজত হতে পারে ট্রাম্পের। এমনটাই মার্কিন আইনে ইঙ্গিত। মঙ্গলবার মধ্যরাতের একটু আগেই নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তার আগেই বিচারকের নির্দেশে নিয়ম মেনে তাঁকে হেফাজতে নেয় পুলিস। পর্ণ তারকা স্টর্মিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ‘ঘুষ’ দেওয়ার মামলায় গত সপ্তাহেই তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে।

স্টর্মির দাবি, ২০০৬ সালে তিনি এবং ট্রাম্প শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।  ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের প্রাক্তন আইনজীবী ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল কারেনের কাছে অর্থ পৌঁছে দিয়েছিলেন। এই অভিযোগ স্বীকার করেছেন ট্রাম্পের প্রাক্তন আইনজীবী। যদিও ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেন।

এদিকে, কোহেন ইতিমধ্যে ভোটপ্রচার নীতি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে।

এদিকে গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে ট্রাম্প শিবির। ২০২৪-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের তরফে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেক এগিয়ে ট্রাম্প। তাই তাঁকে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিকে বুধবার আদালতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে ৩৪টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রতিটিতেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি।

one year ago


Trump: পর্ণ তারকাকে ঘুষ! গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইতিহাসে বিরলতম ঘটনা, এই প্রথম কোনও ফৌজদারি মামলায় গ্রেফতার (Arrested) হতে হল প্রেসিডেন্টকে। তাও  আবার দোর্দণ্ডপ্রতাপ প্রাক্তন মার্কিন প্রেসিন্ডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donuld Trump)। যে কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে তাও অবাক করা। পর্ণ স্টারকে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন, এমনই অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে।  বুধবার ভারতীয় সময় রাত ১২টায় ট্রাম্পের আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু তার আগেই গ্রেফতার করা হয় ট্রাম্পকে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মোট ১৩ পাতার অভিযোগপত্র জমা দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিস্ফোরক, পর্ণ তারকাকে ঘুষ দেওয়া। জানা গিয়েছে, ২০০৬ সালে পর্ণস্টার স্টর্মি ড্যানিয়ালসের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর ২০১৬ মার্কিন নির্বাচনের আগে পর্ণ তারকাকে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয় যাতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনি মুখ না খোলেন। ট্রাম্পের গ্রেফতারির পরই তাঁর ভক্তরা উত্তেজিত হয়ে পড়ে। একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে ট্রাম্প সমর্থকেরা। 

তবে গ্রেফতারির কিছুক্ষণ পরেই ছাড়া পেয়ে যান ট্রাম্প। আদালতে দাঁড়িয়ে তিনি ৩৪টি মামলাতেই নিজেকে 'নির্দোষ' বলেছেন। যদিও এখনও মামলাগুলি বিচারসাপেক্ষ। ৪ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। তবে ট্রাম্প সমর্থকেরা মনে করছেন, ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করেছেন ম্যানহ্যাটন ডিস্ট্রিক উকিল এলভিন ব্র্যাগ। তিনি আবার ডেমোক্রেটিক দল ঘনিষ্ঠ। ২০২৪ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট করতে এই ঘটনাকে 'ষড়যন্ত্র' বলছেন অনেকে।

one year ago
Donald Trump: ট্রাম্পকে হত্যার হুমকি ইরানি কমান্ডারের, বদলা নিতে মিসাইলের ব্যবহার!

নতুন ক্রুজ মিসাইল (Cruise Missile) হাতে পেয়েই হুংকার ছাড়ল ইরান (Iran)। আর সেই মিসাইল দিয়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার হুমকি দিল মধ্য-প্রাচ্যের এই দেশ।

সম্প্রতি ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালায় ইরান। এরপরই ইরানের রেভোলিউশনারি গার্ডস অ্য়ারোস্পেস ফোর্সের প্রধান আমিরালি হাজিজাদেহ ট্রাম্পকে নিশানা করেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরানের শীর্ষ নেতা তথা কমান্ডার কাসেম সোলেইমানির মৃত্যুর জন্য় দায়ী ট্রাম্প। তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই তাঁর উপর ড্রোন হামলা হয়। সেই কারণে ঈশ্বরের ইচ্ছায় তাঁরা ট্রাম্পকে হত্যা করতে চান। কোনও লোকানোর বিষয় নয়। একেবারে প্রকাশ্যে জবাব ইরানি কমান্ডারের।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলা হয়েছিল বলে খবর। সেই হামলায় প্রাণ হারান সোলেইমানি। আর এবার দূরপাল্লার মিসাইল হাতে পেয়েই বদলা নিতে পালটা গর্জন শুরু করলেন ইরানের কমান্ডার। ট্রাম্প ছাড়াও তৎকালীন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও-কে হত্যার ছক কষা হচ্ছে বলে জানিয়েছেন ইরানি কমান্ডার আমিরালি হাজিজাদেহ।

one year ago


Bhopal: পথচারীদের কানের কাছে ভেঁপু বাজিয়ে মজা! দু'জনকে পাকড়াও করে 'শিক্ষা' দিল পুলিস

উৎসব (Festival) আবহে পথে বেরোলেই ভুভুজেলা বা ভেঁপুর (Toy Trumpet) শব্দে প্রাণ ওষ্ঠাগত। এমন অভিযোগ অনেক করেন। দুর্গাপুজো বা কালীপুজোয় ঠাকুর দেখতে বেড়িয়ে এই অভিজ্ঞতার শিকার হামেশাই হয়। কিন্তু ভোপালে  (Bhopal Incident) যা ঘটল, তা কল্পনাতীত। পথচলতি মানুষের কানের সামনে ইচ্ছাকৃত ভাবে ভেঁপু বাজিয়ে ঝালাপালা করছিলেন কয়েকজন যুবক। তাঁদের এই অভব্যতায় সহ নাগরিকরা বিরক্ত হলেও, বেশ মজাই লুটছিলেন ওরা। কেউ কেউ এগিয়ে এসে প্রতিবাদ করলেও তাঁদের ডোন্ট কেয়ার।

বিভিন্নভাবে ওই দুই যুবকের কীর্তি পুলিসের কানে যায়। তাঁদের ধরতে ফাঁদ পাতে পুলিস। সেই ফাঁদে পা দিতেই অভিযুক্তদের মধ্যে দু’জনকে বমাল ধরে পুলিস। কানের কাছে ভেঁপু বাজালে কতটা অস্বস্তি! সেই দু'জনকে টের পাওয়ালো এবার ভোপাল পুলিস।

দু’জনকে একে অপরের কানের কাছে যতটা জোরে সম্ভব ভেঁপু বাজাতে বলে পুলিস। তার পর এই ধরনের কাজ আর না করার প্রতিশ্রুতি দেয় ওরা দু'জন। এমনকি শিক্ষা দিতে ওই দু'জনকে রাস্তার মধ্যে উঠবস করায় পুলিস। এই ঘটনায় সংবাদ সংস্থা এএনআইকে এক পুলিসকর্তা বলেছে, 'এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা করবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

2 years ago
Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে ঘণ্টায় খরচ লক্ষাধিক

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভারত সফরে কত খরচ হতে পারে? সম্প্রতি কেন্দ্রের তথ্য কমিশন (Information Commission) সূত্রে যে হিসাব মিলেছে, সেই অনুযায়ী, তাঁর সফরে প্রতি ঘণ্টায় দেশের খরচ (Expenses) হয়েছে এক লক্ষ টাকারও বেশি। এর মধ্যে রয়েছে মূলত থাকা, খাওয়া এবং পরিবহণ। ২০২০ সালের ২৪-২৫ ফেব্রুয়ারি সস্ত্রীক এবং সকন্যা ট্রাম্প এসেছিলেন ভারত সফরে। তিনি ছিলেন সব মিলিয়ে ৩৬ ঘণ্টা। তাতে খরচ হয়েছে ৩৮ লক্ষ টাকা।

ট্রাম্পের ওই সফরে তাঁর ঘোরার জায়গার মধ্যে ছিল আহমেদাবাদ, আগ্রা এবং নিউদিল্লি। ২৪ তারিখ তিনি আহমেদাবাদে ছিলেন তিন ঘণ্টা। সেখানে তিনি ২২ কিমি রোড শো-তে অংশ নেন। সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 'নমস্তে ট্রাম্প' শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারপর তিনি চলে যান আগ্রায়, তাজমহল দর্শনে। এখান থেকে ডোনাল্ড ট্রাম্প ২৫ ফেব্রুয়ারি গিয়েছিলেন রাজধানীতে। সেখানে তিনি অংশ নিয়েছিলেন মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে।

উল্লেখ্য, ওই বছরেরই ২৪ অক্টোবর বিদেশ মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ফার্স্ট লেডির ভারত ভ্রমণে দেশের কত খরচ হয়েছে? তারই উত্তর আবেদনকারী পেলেন, তবে অনেক পরে।

2 years ago